Abjol Bhal

Abjol Bhal Información de contacto, mapa y direcciones, formulario de contacto, horario de apertura, servicios, puntuaciones, fotos, videos y anuncios de Abjol Bhal, Assma, Valdetorres de Jarama.
(1)

কাপুরুষের ভালোবাসা — এক তিক্ত সত্য!আজকাল একটা কথা খুব চোখে পড়ে—অনেকে ভাবে টাকাওয়ালা ছেলের কাছে মেয়ে দিলে জীবনে আর সমস...
27/11/2025

কাপুরুষের ভালোবাসা — এক তিক্ত সত্য!

আজকাল একটা কথা খুব চোখে পড়ে—
অনেকে ভাবে টাকাওয়ালা ছেলের কাছে মেয়ে দিলে জীবনে আর সমস্যা থাকবে না…
কিন্তু সত্যিটা কী?

সত্যিকারের পুরুষ শুধু টাকা দিয়ে বড় হয় না,
মনের মানসিকতা দিয়ে বড় হয়।

সত্যিকারের পুরুষ তার প্রিয় মানুষকে আগলে রাখে,
ভালোবাসা দেয়, সম্মান দেয়,
কঠিন সময়ে ঢাল হয়ে দাঁড়ায়।

কিন্তু কাপুরুষ?
সে যতই ধনী হোক,
তার ভালোবাসায় থাকে সন্দেহ,
থাকে অপমান,
থাকে আঘাতের পর আঘাত…

এই আপার গল্পটাও ঠিক সেরকম—
টাকা দেখে, বাহ্যিক চাকচিক্য দেখে বিয়ে দেওয়া হয়েছিল।
লোকটা দামি পোশাক পরে, বড় গাড়ি চালায় বলেই পরিবার মনে করেছিল—
“মেয়ে সুখে থাকবে।”
কিন্তু তারা ভুলে গিয়েছিল—
টাকা চরিত্র দেয় না, অহংকারই বাড়ায়।

আজ সেই আপার অবস্থা দেখুন…
হাসিমুখ, লালন-পালনের বদলে আছে কান্না, আঘাত আর খারাপ ব্যবহার।
যে মানুষ মেয়েকে সুখ দেবে ভেবেছিল পরিবার,
সেই মানুষটাই তার সবচেয়ে বড় কষ্ট হয়ে দাঁড়ালো।

তাই বলতেই হয়—
বিয়ে মানে টাকা নয়, বিয়ে মানে মানুষ।
টাকা একদিন কমে যাবে,
কিন্তু চরিত্র—
চরিত্র মানুষকে সারাজীবন ধরে রাখে।

মনে রাখবেন—
যে ছেলে আপনার মেয়ে-বোনকে সম্মান করতে জানে না,
সে যত ধনীই হোক,
সে কাপুরুষই থাকবে।

আর ভালো মানুষ?
সে হয়তো অত ধনী না,
কিন্তু সে আপনার মেয়ে-বোনকে আগলে রাখবে,
সুখ দেবে,
সম্মান দেবে,
আর আপনাকেও আপন মানুষের মতোই মানবে।
😢🤲🥲

তখন শব্দের দাম ছিলো । ১১ টাকার কার্ড scratch করে রিচার্জ করলে ১০০ টা SMS পাওয়া যেতো ।প্রতিটা SMS এ শব্দ সংখ্যার Limitati...
23/11/2025

তখন শব্দের দাম ছিলো । ১১ টাকার কার্ড scratch করে রিচার্জ করলে ১০০ টা SMS পাওয়া যেতো ।

প্রতিটা SMS এ শব্দ সংখ্যার Limitation ও ছিলো । কথা বলতে বলতে ফুরিয়ে গেলেও অনলাইনে Recharge করার সুযোগ হতনা, তাই প্রতিটা শব্দ খুব ভাবনা চিন্তা করে লিখতে হত । তখন একটা 'S' লেখার জন্য Keypad বারবার Press করতে হত । তবু কেও বিরক্ত হতনা ।

অনলাইন না অফলাইন দেখার সুযোগও ছিলো না । ছিলো প্রতিটা sms এর পর দুই তিন মিনিটের অপেক্ষা । রাতের good night আর সকালের good morning বলার জন্য আলাদা করে SMS বাঁচিয়ে রাখা

তখন emoji ছিলো না । আবেগ গুলোকে অনুভবে বুঝে নিতে হত । তখন শব্দের দাম ছিলো, আবেগের দাম ছিলো, অপেক্ষার দাম ছিলো, ভালোবাসারও দাম ছিলো

21/11/2025

পৃথিবীতে ৫০ বছর ধরে না-নেভা আগুন! | Door To Hell 😱

20/11/2025

অপরাধীর ধর্ম নেই, জাত নেই।

20/11/2025

Blood Falls Mystery 😳🩸 | Antarctica Red River Fact

19/11/2025

“বিজ্ঞাপনে হাসে—কিন্তু যুব সমাজ কাঁদে!”

18/11/2025
18/11/2025

তুমি কি জানো ‘India’ নামটা কোথা থেকে এসেছে? অবাক হবার মতো সত্যি!”

⭐ Hashtags








তিনি কোনোদিন কারো বিরুদ্ধে কথা বলেননি।ভালো মানুষের সঙ্গে এমন আচরণ…একদম মানা যায় না।”
17/11/2025

তিনি কোনোদিন কারো বিরুদ্ধে কথা বলেননি।
ভালো মানুষের সঙ্গে এমন আচরণ…
একদম মানা যায় না।”

আজ থেকে আমি নীরব দর্শক নই, একজন নাগরিক হিসেবে আমার অধিকার ফিরে নিচ্ছি; অন্যায় দেখেও চুপ থাকা মানে অন্যায়কে শক্তিশালী ক...
17/11/2025

আজ থেকে আমি নীরব দর্শক নই, একজন নাগরিক হিসেবে আমার অধিকার ফিরে নিচ্ছি; অন্যায় দেখেও চুপ থাকা মানে অন্যায়কে শক্তিশালী করা, তাই যেখানে অবিচার হবে সেখানে প্রতিবাদ, যেখানে দমন হবে সেখানে আওয়াজ, যেখানে মানুষ কষ্টে থাকবে সেখানে পাশে দাঁড়াবো— কারণ পরিবর্তন একজনের নয়, আমাদের সবার দায়িত্ব; সত্য, ন্যায় ও মানুষের অধিকারের

Dirección

Assma
Valdetorres De Jarama

Teléfono

+918099848488

Página web

Notificaciones

Sé el primero en enterarse y déjanos enviarle un correo electrónico cuando Abjol Bhal publique noticias y promociones. Su dirección de correo electrónico no se utilizará para ningún otro fin, y puede darse de baja en cualquier momento.

Compartir