27/11/2025
কাপুরুষের ভালোবাসা — এক তিক্ত সত্য!
আজকাল একটা কথা খুব চোখে পড়ে—
অনেকে ভাবে টাকাওয়ালা ছেলের কাছে মেয়ে দিলে জীবনে আর সমস্যা থাকবে না…
কিন্তু সত্যিটা কী?
সত্যিকারের পুরুষ শুধু টাকা দিয়ে বড় হয় না,
মনের মানসিকতা দিয়ে বড় হয়।
সত্যিকারের পুরুষ তার প্রিয় মানুষকে আগলে রাখে,
ভালোবাসা দেয়, সম্মান দেয়,
কঠিন সময়ে ঢাল হয়ে দাঁড়ায়।
কিন্তু কাপুরুষ?
সে যতই ধনী হোক,
তার ভালোবাসায় থাকে সন্দেহ,
থাকে অপমান,
থাকে আঘাতের পর আঘাত…
এই আপার গল্পটাও ঠিক সেরকম—
টাকা দেখে, বাহ্যিক চাকচিক্য দেখে বিয়ে দেওয়া হয়েছিল।
লোকটা দামি পোশাক পরে, বড় গাড়ি চালায় বলেই পরিবার মনে করেছিল—
“মেয়ে সুখে থাকবে।”
কিন্তু তারা ভুলে গিয়েছিল—
টাকা চরিত্র দেয় না, অহংকারই বাড়ায়।
আজ সেই আপার অবস্থা দেখুন…
হাসিমুখ, লালন-পালনের বদলে আছে কান্না, আঘাত আর খারাপ ব্যবহার।
যে মানুষ মেয়েকে সুখ দেবে ভেবেছিল পরিবার,
সেই মানুষটাই তার সবচেয়ে বড় কষ্ট হয়ে দাঁড়ালো।
তাই বলতেই হয়—
বিয়ে মানে টাকা নয়, বিয়ে মানে মানুষ।
টাকা একদিন কমে যাবে,
কিন্তু চরিত্র—
চরিত্র মানুষকে সারাজীবন ধরে রাখে।
মনে রাখবেন—
যে ছেলে আপনার মেয়ে-বোনকে সম্মান করতে জানে না,
সে যত ধনীই হোক,
সে কাপুরুষই থাকবে।
আর ভালো মানুষ?
সে হয়তো অত ধনী না,
কিন্তু সে আপনার মেয়ে-বোনকে আগলে রাখবে,
সুখ দেবে,
সম্মান দেবে,
আর আপনাকেও আপন মানুষের মতোই মানবে।
😢🤲🥲