09/10/2024
কিছু আজগুবি কথা!
জন্মসূত্রে যদিও আমি বাংলাদেশের নাগরিক এবং জীবনের অধিকাংশ সময় বাংলাদেশের অতিবাহিত করলেও। কখনোই বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের ভেতরে যাওয়ার সৌভাগ্য হয়ে ওঠেনি। যদিও ভাগ্যক্রমে বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ অংশের সিঁড়িতে বসার সৌভাগ্য হয়েছিল। তাও আজ থেকে ২০ বছর আগে। এরপর তো সংসদ ভবনের কাছাকাছি কোন গাছের কাছে যাওয়ারও সৌভাগ্য বা সুযোগ হয়নি। তাছাড়া কখনো মন থেকে ওই ভবনের মধ্যে যাওয়ার ইচ্ছাসক্তি ও আসেনি।
সত্যি কথা বলতে কি বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের পাশ দিয়ে যখন বিভিন্ন কাজের ক্ষেত্রে যাওয়া আসা করতাম। তখন ওই সংসদ ভবনকে দেখলেই মনে হতো যেন, এখানেই বসে হয়তো আমার দেশ এবং দেশের জনগণকে কিভাবে গ্রাস করা যায় তারই নীল নকশা এর ভেতর বসে তৈরি করা হয়। যার দরুন গর্বে বুক ভরে ওঠার চেয়ে অশ্রদ্ধা এবং ঘৃণায় আই ব্রো কুঁচকে যেতো।
তবে ভালোলাগা এবং শেখার বিষয় হচ্ছে যে আমি গত বেশ কয়েক বছর যাবত পৃথিবীর সবথেকে সুখী দেশ হিসেবে খ্যাত ফিনল্যান্ডে বসবাস করছি। আমি এই দেশের অতি সাধারন থেকে সাধারণ একজন বসবাসকারী। কোন ধরনের রাজনৈতিক বা সামাজিক কর্মকান্ডের সাথেও যুক্ত নই। যুক্ত থাকবোই বা কি করে নতুন দেশ নতুন সংস্কৃতি শেখার চাপ, এর সঙ্গে নিজ এবং পারিবারিক আর্থিক সচ্ছলতার জন্য শ্রমে মশগুল থাকা। তাই আর সামাজিক এবং নানান রাজনৈতিক কাজে অংশগ্রহণের সুযোগ আর হয়ে ওঠে না। তবে আমার জন্মদেশ বাংলাদেশের থেকে এখানে রাজনৈতিক এবং সামাজিক কাজে অংশগ্রহণ করাটা অতি সহজ এবং নিরাপদ বটে।
মূল কথা হচ্ছে এই যে, আমি এত সরল জীবন যাপন করার পরেও গত ৮ ই অক্টোবর ২০২৪ তারিখে ফিনল্যান্ডের জাতীয় সংসদ ভবনে যাওয়ার সৌভাগ্য হয়েছে। এখানে শিক্ষা এবং সামাজিক ব্যবস্থা এতটাই সুপরিকল্পিত যে এদেশের সকল বসবাসকারী এদেশের জাতীয় সংসদ ভবনে যাওয়ার এবং সংসদ ভবনের প্রতিটি ইট ছুঁয়ে দেখার অধিকার রাখে। জানার অধিকার রাখে দেশের এবং দেশের নাগরিকের সামগ্রিক তথ্য। কথা বলার অধিকার রাখে বুক উঁচু করে।
বিশ্বাস করুন যখন ফিনল্যান্ডের জাতীয় সংসদ ভবনে প্রবেশ করেছি এবং বসার সৌভাগ্য হয়েছে সেই অডিটোরিয়াম রুমে। যেখানে বসে এদেশের বিভিন্ন আইন এবং নীতি নির্ধারণ তৈরি করা হয়। দেশের উন্নয়ন এবং মানুষের জন্য। তখন গর্বে এবং আনন্দে আমার বুক ভরে উঠেছিল, যে এমন একটি দেশে বসবাস করার সৌভাগ্য আমার হয়েছে। সাথে সাথে করুন কষ্ট বুকে কামড়ে ধরেছিল অজানা এক ব্যথা নিজের দেশের জাতীয় সংসদ ভবনের কথা মনে করে। ফিনল্যান্ডের সংসদ ভবনের অডিটোরিয়াম রুমে বসে আমার মনে হয়েছিল এই অডিটোরিয়াম রুম যেন কোন পবিত্র মাজার, মসজিদ বা মন্দিরের থেকেও কম পবিত্র নয়।
প্রশ্ন আপনাদের কাছে:
বাংলাদেশের জাতীয় সংসদ কে কি কোন পবিত্র স্থানের সাথে তুলনা করা যায়?
© আজিজুল হক পাপন