Suhan Chowdhury

  • Home
  • Suhan Chowdhury

Suhan Chowdhury আমি কোন রাজনৈতিক দলকে সাপোর্ট করিনা আমার কাছে শুধুই দেশ এর প্রতি দায়িত্বশীলতা এবং ভালোবাসার জায়গা থেকে যা মনে করি তাই লিখি।

আমার এক বন্দু আছে আলবেনিয়ার মুসলিম।  তাকে জিজ্ঞেস করছিলাম তুমি মুসলিম। ও আমাকে বলল আমি শুধু নামমাত্র মুসলিম। আর আমার কর্...
19/07/2025

আমার এক বন্দু আছে আলবেনিয়ার মুসলিম। তাকে জিজ্ঞেস করছিলাম তুমি মুসলিম। ও আমাকে বলল আমি শুধু নামমাত্র মুসলিম।
আর আমার কর্মকান্ড সব মুসলিম বিরোদি। খৃষ্টান রা যা যা করে আমি সেই সবি করি। এইভাবে সে আমাকে নিজের পরিছয় দেয়েছিল। ওর বয়স ২২।

*এখন আসেন আমাদের কথা বলি:

*আমরা যারা দুই টাকা বেশি ইনকামের জন্য ইউরোপের বা পশ্চিমা দেশগুলোতে আসি আমরা কতটা ধার্মিক ?
বা আমাদের পরের প্রজন্ম গুলা কতটা ধর্মকে বহন করবে সেটা আমরা কতটা নিশ্চিত ?

*আসলে এই পশ্চিমা দেশগুলো আমাদের জন্য না
দুই টাকা বেশি ইনকাম করার জন্য হয়তোবা একটা স্বাচ্ছন্দের জীবন যাপন করার জন্য এই দেশগুলোতে আসি ।

*কিন্তু যদি আপনি আমাদের পরের প্রজন্মের কথা চিন্তা করেন তাহলে হয়তোবা আপনার পরের প্রজন্মটা কিছুটা ধার্মিক হলে হতেও পারে! এরপরের প্রজন্ম ঐরকম ইসলাম পালন করবে না এখানকার পরিবেশ ধীরে ধীরে ধর্ম থেকে সরে যাবে সেটা নিশ্চিত , কারণ আপনার আগে আসা বিভিন্ন আরব দেশগুলোর নতুন প্রজন্মকে দেখলে আপনি কিছুটা বুঝতে পারবেন ।

*এখন আপনি চিন্তা করবেন আপনার বাচ্চা বা পরিবারকে কি ইউরোপে আনা ঠিক হবে?
আপনি কি চান আপনার পরের প্রজন্ম গুলা পাপ করে যাক, আর আপনি তা কবরে বসে বহন করেন ?
একটু চিন্তা করা উচিত আপনি যদি মুসলমান হন, ধর্ম বিশ্বাস করেন, ইসলামের যদি মিনিমাম আপনার নলেজ তাকে, তাহলে পরের প্রজন্ম কে অবশ্যই এই পশ্চিমা দেশগুলোতে আনা ঠিক হবে না ।

*আপনি কতটা কন্ট্রোল করবেন ?
এই দেশগুলোর বাচ্চাদের তো আপনার কন্ট্রোলে থাকে না আপনার ওই রকম কন্ট্রোল করার আইনি অধিকার ও থাকে না।

Suhan Chowdhury fans

Kotha 100% Sotto
19/07/2025

Kotha 100% Sotto

প্রর্কত মানুষ আর মানবতার বিরল দৃষ্টান্ত: ছবিটিতে ইরানের জানজানের বাসিন্দা হাজী হাসানকে দেখানো হয়েছে। বলা হয় যে, এক ব্য...
13/07/2025

প্রর্কত মানুষ আর মানবতার বিরল দৃষ্টান্ত:

ছবিটিতে ইরানের জানজানের বাসিন্দা হাজী হাসানকে দেখানো হয়েছে। বলা হয় যে, এক ব্যক্তি হাজী হাসানের কাছে তাদের সাইকেলটি জমা হিসেবে রেখে গিয়েছিলেন, কিন্তু অজানা কারণে, তিনি আর কখনও এটি দাবি করতে ফিরে আসেননি।

এই ঘটনায় হতাশ না হয়ে, হাজী হাসান দিনের বেলা বিশ্বস্ততার সাথে সাইকেলটি তার দোকানের বাইরে রেখেছিলেন এবং রাতে এটি ভিতরে নিয়ে এসেছিলেন, ৪৫ বছর ধরে অধ্যবসায়ের সাথে এটি রক্ষা করেছিলেন, মালিকের ফিরে আসার অপেক্ষায় অবিচল ছিলেন। দুঃখের বিষয়, হাজী হাসান সাইকেলের মালিককে আর কখনও দেখতে না পেয়ে মারা যান।

হাজী হাসানের অটল আনুগত্য এবং প্রতিশ্রুতির স্বীকৃতিস্বরূপ, সরকার শহরের একটি বিশিষ্ট মোড়ে সাইকেলের পাশে তার স্মরণে একটি মূর্তি স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে।

এই পদক্ষেপটি বিশ্বস্ততা এবং নিষ্ঠার একটি চিরন্তন প্রতীক হিসেবে কাজ করার জন্য তৈরি করা হয়েছিল, হাজী হাসানের অসাধারণ "আহাদ-ই-ওয়াফা" বা আনুগত্যের অঙ্গীকারের একটি স্থায়ী স্মারক।

Thanks Macron ,
13/07/2025

Thanks Macron ,

12/07/2025

যুবদলের ছেলেগুলা কাল যা করেছে,
তা একদমই ভালো করেনি।
ওদেরকে ডেকে কড়া করে শাসন করে দেয়া হোক
যে, আর এগুলা করবানা। আর চাঁদার টাকা গুলো দলের প্রবীণ নেতাদের কাছে জমা রাখা হউক ।

#দল কোন ধর্ম না, দল যারা করে তারা স্বার্থের জন্যই করে,
আর যারা দল চালায় তারা ও স্বার্থের জন্যই চালায়।
fans Suhan Chowdhury Alek Hussain

আপনি মানুন বা না মানুন আপনার জীবনে যেকোনো মুহূর্তে ফিনান্সিয়াল ক্রাইসিস আসতে পারে। বিয়ে, জন্মদিন ইত্যাদি অনুষ্ঠানে লোক...
10/07/2025

আপনি মানুন বা না মানুন আপনার জীবনে যেকোনো মুহূর্তে ফিনান্সিয়াল ক্রাইসিস আসতে পারে। বিয়ে, জন্মদিন ইত্যাদি অনুষ্ঠানে লোক দেখানো বিশাল খরচ করবেন না। বহু মধ্যবিত্ত পরিবারের সঞ্চয়ের এক তৃতীয়াংশ খরচ হয়ে যায় শুধুমাত্র ছেলেমেয়েদের বিয়ে দিতে গিয়ে। সন্তান জন্মের পর এক লাখ টাকাও যদি ফিক্সড করে রাখেন তার নামে, তবে সেই টাকাটা মাল্টিপ্লাই হতে হতে সন্তানের যখন বিশ বছর বয়স হবে, তখন একটা ভালো অ্যামাউন্ট পাবেন যেটা তার ভবিষ্যতে কাজে লাগবে।

আপনার মাথার ঘাম পায়ে ফেলে আয় করা টাকা আপনি নিজে মাল্টিপ্লাই করুন, বাচ্চাদেরকেও টাকা মাল্টিপ্লাই করতে শেখান। ছোটো থেকেই ফিনান্সিয়াল অ্যাডভাইস দিন। সন্তানকে প্রোডাক্টিভ আর নন-প্রোডাক্টিভ ইনভেস্ট সম্পর্কে জ্ঞান দিন। যেমন, গ্যাজেট আর ধাতুর মধ্যে ধাতু চ্যুজ করা উচিত। কারণ ধাতুর রিসেল ভ্যালু আছে। এই শিক্ষা ভবিষ্যতে আপনার এবং আপনার সন্তানের উপকারে আসবে।

আপনার সর্বস্ব খরচ করে সন্তানকে বিয়ে দেবার চেয়ে কোনোমতে বিয়ে দিয়ে সন্তানের নামে টাকাটা ফিক্সড ডিপোজিট করে দিন, অসময়ে দরকার পড়বে!

জমির চেয়ে বাড়ির ভ্যালু বেশি করবেন না। আবার বাড়ি বা ফার্নিচারের ভ্যালুর চেয়ে ব্যাংকের লকারে সোনা ও ব্যাংকে লিকুইড মানি বেশি রাখবেন, কারণ আপনার দুঃসময়ে ঘরের একটা টুকরাও আপনি সেল করতে পারবেন না, কিন্ত গহনা অথবা টাকা দিয়ে দুঃসময় কাটিয়ে উঠতে পারবেন। খারাপ সময় বলে কয়ে আসে না। এই দুনিয়ার কোন কিছুরই গ্যারান্টি নেই, আপনার শরীরেরও না!

যোগ্যতাপূর্ণ চাকরিতেও ফিনান্সিয়াল সিকিউরিটি থাকে না। তাই ছেলেমেয়েকে বহু খাতে বিনিয়োগের পরিকল্পনা করতে শেখান। কোনো কাজ ছোটো নয় এই বোধ তৈরি করুন তার মধ্যে।

সন্তানকে বইয়ের বাইরের বাস্তব বুদ্ধিসম্পন্ন কাজ শেখান, কারণ পেটে শিক্ষা আছে মানেই ক্যারিয়ার সাকসেসফুল হবে তার কোনো গ্যারান্টি নেই।

কিছু টাকা জমিয়ে রাখুন। যতটুকু বাড়ি করলে স্বচ্ছন্দে থাকা যায় ততটুকুই বাড়ি করুন। অন্তত ওই পরিমাণ টাকা MIS (Monthly Income Scheme) করে রাখুন যাতে ঠেকে গেলে অন্তত ডাল ভাত খেয়ে মাস কাটে। আগামী দিন কতটা ক্রাইসিস আসবে আমরা কেউ জানি না। চাকরি, ব্যবসা বাণিজ্য কোনো কিছুরই আসলে কোনো নিশ্চয়তা নেই। চাকরিতে পেনশনেরও একশো ভাগ গ্যারান্টি নেই!

স্ট্যাটাস মেনটেন করার জন্য সরকারি চাকরির দিকে সন্তানকে ফোর্স করবেন না। সরকারি, বেসরকারি, ব্যবসা কোনোটাতেই যেখানে হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি নেই, তাই যার যে দিকে ইচ্ছে সেদিকে খাটুক।

বিভিন্ন দিকে উপার্জনের মনোভাব রাখতে হবে। মনে রাখবেন, উপার্জনটাই বড়। আপনার টাকা এবং সন্তানের মেধা ব্যালেন্স করে তাকে পড়ান। অযথা উচ্চশিক্ষা বা ডিগ্রির পিছনে ছুটলে সময় এবং টাকা দুই-ই ব্যয় হবে, তাই সন্তান স্কুলের গণ্ডি পেরোলেই সুনির্দিষ্ট গোল সেট করে নিন। সন্তান যতই মেধাবী হোক না কেন তাকে এমন কিছু এক্সট্রা কারিকুলার এক্টিভিটিজ শেখান যেটা ভবিষ্যতে তাকে টাকা এনে দেবে।

হাতে কলমে কাজ, কারিগরি জ্ঞান, ছোটো ব্যবসা, পার্ট টাইম জব এই সবকিছুতেই তাকে অভ্যস্ত করান পড়াশোনার পাশাপাশি, কারণ জীবনের পঁচিশ ত্রিশ বছর যদি বই পড়ে পার করে দেয় তবে অফিস ওয়ার্ক ছাড়া অন্য কিছুতে ততটা এলিজিবল সে নাও থাকতে পারে ।

মোদ্দা কথা, সবকিছুকেই বিজনেস মাইন্ডে দেখতে হবে। এছাড়া কোনো অপশন নেই। অন্তত একটা বিনিয়োগ ডুবে গেলে যেন আর একটা ভেসে থাকে!

Great job
09/07/2025

Great job

We will never ever forget
09/07/2025

We will never ever forget

বাচ্চারা, IELTS দাও!জার্মান, মেন্ডারিন, কোরিয়ান যেই ভাষা লাগে শেখো। সৌদি,দুবাই, কাতার, কুয়েতযেতে হাতের কাজ শিখো।দুনিয়াটা...
30/06/2025

বাচ্চারা, IELTS দাও!
জার্মান, মেন্ডারিন, কোরিয়ান
যেই ভাষা লাগে শেখো।
সৌদি,দুবাই, কাতার, কুয়েত
যেতে হাতের কাজ শিখো।
দুনিয়াটা অতও ছোট না,ছড়াই ছিটাই যাও।
নিজের এবং নিজের পরিবারের হাল ধরো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতার সাথে সস্তা পোস্ট দিয়ে দু-চারটা হাহা রিঅ্যাক্ট আসবে, প্লেটে ভাত আসবে না।✈️
দেশ ও প্রবাসের তথ্যের জন্য ফলো দিয়ে পাশেই থাকুন।🇧🇩✈️

Suhan Chowdhury

প্রবাসীদের পরিবারকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার ছেলে; স্বামী; বা ভাই প্রবাসে কি করে? উত্তর আসবে, বিদেশে থাকে কিন্তু কি কাজ...
28/06/2025

প্রবাসীদের পরিবারকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার ছেলে; স্বামী; বা ভাই প্রবাসে কি করে? উত্তর আসবে, বিদেশে থাকে কিন্তু কি কাজ করে জানি না।

কিংবা অত কিছু জানতেও চায় না অনেকেই। এ কথাটাই অপ্রিয় সত্য। পরিবারের সদস্যরা কিংবা আত্মীয়স্বজন মনে করেন বিদেশ মানেই রোপন করা টাকার গাছ যা ঝাঁকি দিলেই কেবল টাকা আর টাকা। কোন প্রবাসী যদি ঘরে টাকা কম দেয় পরিবারের সদস্যরা ধরে নেয় যে, তাদের ছেলে টাকা জমা করছে বা উচ্ছন্নে গেছে। আর যদি বিবাহিত হয় তাহলে তো কথাই নেই। সবাই এক বাক্যে বিশ্বাস করে ছেলে যা কামাই করছে সব শ্বশুরবাড়ি যাচ্ছে।

কিন্তু আসলে যে তার বেতন কত; কোথায় থাকে; কিভাবে থাকে; কি খাচ্ছে; কি কাজ করে; যা আয় করে তা হালাল না কি হারাম তা জানার কোন প্রয়োজন মনে করে না।

শুধুমাত্র মাস শেষে টাকা পেলেই হয়।

প্রবাসীরা যে কতটা অবহেলিত তা বলার অপেক্ষা রাখে না। খুব কম প্রবাসী আছে যারা পরিবারের সমর্থন পেয়ে থাকবে। গড়ে প্রতিদিন ৫৫-৬২ জন প্রবাসীর মরদেহ দেশে যায়। যাদের মৃত্যুর কারণ হিসেবে দেখানো হয় "হঠাৎ_মৃত্যু" বা স্ট্রোক।

যার জন্য দায়ী মানসিক চাপ, তাই, প্রবাসীদের পরিবারের প্রতি অনুরোধ রইল যে আপনার ঘরের প্রবাসী সন্তানকে #মানসিক_চাপ থেকে দুরে রাখতে চেষ্টা করুন।

Address


Telephone

+33749625141

Website

Alerts

Be the first to know and let us send you an email when Suhan Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share