
19/07/2025
আমার এক বন্দু আছে আলবেনিয়ার মুসলিম। তাকে জিজ্ঞেস করছিলাম তুমি মুসলিম। ও আমাকে বলল আমি শুধু নামমাত্র মুসলিম।
আর আমার কর্মকান্ড সব মুসলিম বিরোদি। খৃষ্টান রা যা যা করে আমি সেই সবি করি। এইভাবে সে আমাকে নিজের পরিছয় দেয়েছিল। ওর বয়স ২২।
*এখন আসেন আমাদের কথা বলি:
*আমরা যারা দুই টাকা বেশি ইনকামের জন্য ইউরোপের বা পশ্চিমা দেশগুলোতে আসি আমরা কতটা ধার্মিক ?
বা আমাদের পরের প্রজন্ম গুলা কতটা ধর্মকে বহন করবে সেটা আমরা কতটা নিশ্চিত ?
*আসলে এই পশ্চিমা দেশগুলো আমাদের জন্য না
দুই টাকা বেশি ইনকাম করার জন্য হয়তোবা একটা স্বাচ্ছন্দের জীবন যাপন করার জন্য এই দেশগুলোতে আসি ।
*কিন্তু যদি আপনি আমাদের পরের প্রজন্মের কথা চিন্তা করেন তাহলে হয়তোবা আপনার পরের প্রজন্মটা কিছুটা ধার্মিক হলে হতেও পারে! এরপরের প্রজন্ম ঐরকম ইসলাম পালন করবে না এখানকার পরিবেশ ধীরে ধীরে ধর্ম থেকে সরে যাবে সেটা নিশ্চিত , কারণ আপনার আগে আসা বিভিন্ন আরব দেশগুলোর নতুন প্রজন্মকে দেখলে আপনি কিছুটা বুঝতে পারবেন ।
*এখন আপনি চিন্তা করবেন আপনার বাচ্চা বা পরিবারকে কি ইউরোপে আনা ঠিক হবে?
আপনি কি চান আপনার পরের প্রজন্ম গুলা পাপ করে যাক, আর আপনি তা কবরে বসে বহন করেন ?
একটু চিন্তা করা উচিত আপনি যদি মুসলমান হন, ধর্ম বিশ্বাস করেন, ইসলামের যদি মিনিমাম আপনার নলেজ তাকে, তাহলে পরের প্রজন্ম কে অবশ্যই এই পশ্চিমা দেশগুলোতে আনা ঠিক হবে না ।
*আপনি কতটা কন্ট্রোল করবেন ?
এই দেশগুলোর বাচ্চাদের তো আপনার কন্ট্রোলে থাকে না আপনার ওই রকম কন্ট্রোল করার আইনি অধিকার ও থাকে না।
Suhan Chowdhury fans