
18/03/2025
ফাহমিদুলকে কেন দরকার?
প্রথমত, হামজা চৌধুরীর মত একটা প্লেয়ার আমরা পেয়েছি- তাকে সাপোর্ট দেয়ার জন্য যা যা দরকার সবকিছুই ফাহমিদুলের মধ্যে আছে। সবচেয়ে বড় কথা ইউরোপীয়ান ফুটবলের গতির সাথে সে খুব ভালো অভ্যস্ত।
দ্বিতীয়ত, ৯০ মিনিট ম্যাচ খেলা মত পুরোপুরি স্টেমিনা তার আছে যেটা অন্যান্য প্লেয়ারদের মধ্যে নেই।
তৃতীয়ত, ফাহমিদুল গতি, ড্রিবলিং, পাসিং সবকিছু পারফেক্ট। ইতালিয়ান চতুর্থ ডিভিশনে খেলা যেকোনো ফুটবলারের মধ্যে এই স্কিল গুলা থাকবে।
এরচেয়ে বড় ব্যাপার - ফাহমিদুল ভার্সেটাইল প্লেয়ার। যেকোনো পজিশনে কোচ তাকে খেলাতে পারবে। বিশেষ করে হামজা যেসব লং পাস করে- সেগুলা বুঝা বা বল রিসিভ করার মত এবিলিটি একমাত্র ফাহমিদুলের আছে।
সিন্ডিকেটের কাছে হেরে ফাহমিদুল বিদায় নিলে বাংলাদেশ ফুটবল এখানেই শেষ।