মূল্যহীন মুহূর্ত

মূল্যহীন মুহূর্ত I will share my daily activities🇫🇷🇧🇩
(1)

স্বাগত সবাইকে🌺🌺🌺🌺🌺🌺🌺আগামী ২২ শে নভেম্বর রোজ শনিবার বাংলাদেশ টাইম রাত ১০:টা,ইন্ডিয়া টাইম রাত ৯:৩০ এবং ইতালি টাইম বিকেল ৫...
18/11/2025

স্বাগত সবাইকে🌺🌺🌺🌺🌺🌺🌺
আগামী ২২ শে নভেম্বর রোজ শনিবার বাংলাদেশ টাইম রাত ১০:টা,ইন্ডিয়া টাইম রাত ৯:৩০ এবং ইতালি টাইম বিকেল ৫ টায় Md Sohel Sikder ভাইয়ের 100K উপলক্ষ্যে সেলিব্রেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ইন শাহ আল্লাহ।
আমি উক্ত অনুষ্ঠানটি আরো জমজমাট করার জন্য আপনাদের আমন্ত্রণ জানাই।🔥🔥এবং যারা এই লাইভে থাকবে তাদের সবার জন্য ১০০ ফুলের ভালোবাসা থাকবে।

🦋এবং যারা কমেন্ট করবে তাদের মধ্যে ১ম কমেন্টের জন্য ১০ ডলার,২য় কমেন্টের জন্য ৫ ডলার এবং ৩য় কমেন্টে পাবে ৩ ডলার পুরস্কার।👈

🦋আমি আমার পরিবারের সবাইকে উক্ত লাইভ অনুষ্ঠানে দেখতে চাই,এবং সবাই উনাকে সাপোর্ট করে উনার পাশে থাকতে চাই…যারা মন থেকে আমাকে ভালোবাসেন তারা অবশ্যই লাইভ অনুষ্ঠানে কমেন্ট করে আমার নাম লিখে আসবেন ফুলের ভালোবাসা পেয়ে যাবেন।👈

একটি জিবন 🍀শুভ সকাল….
16/11/2025

একটি জিবন 🍀
শুভ সকাল….

12/11/2025

জন্মদিনের কেক কিন্তু আমার অনেক ফেভারিট 👏👏
゚viralシviralシfypシ゚viralシalシ

কম বয়সে কত প্রেম থাকে মনে, কত গান, কত শীতের সকালের মতন কি সরল শিশির জমে বুকে….!  মনে হয় জড়ায়া ধরবে ভালোবাসা এসে…..!একটা ...
12/11/2025

কম বয়সে কত প্রেম থাকে মনে, কত গান, কত শীতের সকালের মতন কি সরল শিশির জমে বুকে….! মনে হয় জড়ায়া ধরবে ভালোবাসা এসে…..!একটা স্বপ্নের মতন বাড়ি হবে…! জানালা খুললেই বসন্তের বাতাসে তির তির করে কাঁপবে বিছানার চাদর…..

চায়ের বিকেল, গানের সন্ধ্যা কত সমুদ্রের মতন তীব্র সব দুপুর হবে….এরকম লাগে কম বয়সে মেয়েটার মনে…. এরকম একটা স্বপ্নের লোভে সে বাঁচে…..তারপর তার বিয়ে হয়..বাড়ি ছাড়ে…..

ছবি, আলো, নতুন মানুষ, হাসি, স্মৃতি কথা জমকালো সব আয়োজনে একটা ঘোরগ্রস্থ সময় তার ভীতর আসে….

তারপর…???????

কমবয়সী মেয়েটাকে একটা নতুন বাড়ির সাথে পরিচয় করানো হয়…তাতে অজস্র চরিত্র…সবাইকে দেখে রাখবার, সবার কাছে 'ভালো' হবার বিদ্যা শেখানো হইতে থাকে..
আধুনিক জমানার বয়স্ক মানুষদের মতন কম্পলেক্স প্রানী বানানো হয় তাকে…..

এ সময়ের মানুষের মতন সেল্ফ সেন্টারড, জেলাসি ড্রিভেন, প্রতিযোগিতাপ্রবণ প্রাণ আর কোথায় পাবেন…?

এদের সাথে কি করে পারবে কম বয়স…? কিনতু বাঁচতে হইলে তাদের মতন হয়ে উঠতে হয়….

পলিটিক্যাল হইতে হয়, সুগার কোটেড মিথ্যা শিখতে হয়, নিজের জায়গা রাখার আধুনিক স্যাটানিক মিথ্যা মন ভুলানো আচরণ শিখতে হয়…! নিজের সাথে মনের সাথে কতো যুদ্ধ….

এই সবাই মিলে এক সাথে থাকবার পুরো প্রক্রিয়াটার কোথাও কিন্তু ধর্ম নেই….কিন্তু জিনিসটা কালচারাল….
এবং অর্থনৈতিক….

বাংলাদেশে বেশিরভাগ পরিবারেই মোটে একজন কি দু জন উপার্জনক্ষম মানু্‌ষ থাকে…..পরিবার মানেই তাদেরকে ঘিরে নানা বয়সী মানুষের একটা কম্পলেক্স সহ অবস্থান….. এইখানে উপার্জন ক্ষম আরেকটা চরিত্রকে আলাদা করলে চলবে কিভাবে…?

এই কম্পলেক্স ইকোনমির দেনা পাওনা মিলে তৈরি হওয়া কালচারাল বার্ডেনের সবচেয়ে ভারবাহী প্রাণীটা হচ্ছে এই নতুন বউটা….

দ্রুত স্বপ্ন ভাঙে তার…ধিরে ধিরে বিষাদ আসে…সংসারে তার মানুষটা ও বদলে যেতে থাকে পরিবারের চাপে…একসময় একটু একটু যে ভালোবাসা জন্মে সেই ভালোবাসাটাও তার ধীরে মুছে যায়….! তাকে 'বাস্তব' নামের একটা অদ্ভুত ক্রুয়েল অবাস্তব থকথকে মনো দরিদ্র নামক জগতের মুখোমুখি হতে হয়….

বয়স বাড়ে দ্রুত এডাপ্টিভ হয়….আর বিয়ের ফুলটা শুকিয়ে ধুলোবালি হয়ে উঠে….

মূল্যহীন মুহূর্ত….

হে ইশ্বর..তোমার খোরাক মিটে গেলে আমাকে একটু ঘুম পাড়িয়ে দিও….🫥
10/11/2025

হে ইশ্বর..
তোমার খোরাক মিটে গেলে আমাকে একটু ঘুম পাড়িয়ে দিও….🫥

08/11/2025

Akter Khan Rowshan আইডি থেকে ফুলের ভালোবাসা যাবে..উইকলি কার কতো বাকি কমেন্ট করি…

নিশব্দ এক কুয়াশা ঢাকা রাত নিজেকেই যেন হারিয়ে ফেলছি…জীবনটাতো সবসময়ই ছিল আনপ্রেডিক্টেবল,কিন্তু এখন,ধীরে ধীরে নিজেই নিজের ক...
07/11/2025

নিশব্দ এক কুয়াশা ঢাকা রাত নিজেকেই যেন হারিয়ে ফেলছি…জীবনটাতো সবসময়ই ছিল আনপ্রেডিক্টেবল,কিন্তু এখন,ধীরে ধীরে নিজেই নিজের কাছে এক অচেনা রহস্য হয়ে উঠছি….

কি করছি, কেন করছি,ভাবনার সুতোগুলো ছিঁড়ে যাচ্ছে একে একে মাঝপথেই…..হারিয়ে যাওয়া সময়ের পিছনে ছুটছি নাকি বতর্মান ঘীরে ভবিষ্যৎ এ…যেনো অতীত ভুলে বর্তমান কোন ঠিকানায়…অথচ বর্তমান পড়ে যায় সব সময় উপেক্ষিত, এবং অবহেলায়…একা থাকলেই শুরু হয় আত্মসংলাপ………….
কিন্তু উত্তরগুলো কেমন জানি অস্পষ্ট,আয়নার সামনে দাঁড়িয়ে যে আমি তাকাই,সে তো আমি নই…..আমি তো ছিলাম স্পষ্ট, স্থির, আত্মবিশ্বাসী…
তবে এখন কে আমি..?
সন্দেহের কাঁটায় জর্জরিত এক সত্তা,যে প্রতিটা মুহূর্তে নিজের সিদ্ধান্ত এবং নিজের সাথে যুদ্ধ করি..
প্রশ্ন করি….
রিগ্রেট ছিল একসময় অপছন্দের,এখন তা-ই হাতছানি দিয়ে ডাকে…আমি দুই হাত ভরে কুড়িয়ে ফিরি আমার সব ব্যর্থতা, অস্বস্তি আর পুরোনো ভুলের টুকরোগুলো….যা আজ এই বতর্মানকে উপলব্ধি করতে দিচ্ছে না……..
এই যন্ত্রণা ক্ষণিক নয়,এ যেন বুকে আঁকা এক স্থায়ী দাগ…..

ভাবি, শুধু যদি এই বোধগুলো চাপা দিতে পারতাম,হয়তো স্বাভাবিকতার মুখোশ পরে বেঁচে থাকতে পারতাম…
কিন্তু সত্যি বললে সেটাও এখন এক অলীক কল্পনা…..
কারণ, যা ভেতরে পুড়ে যাচ্ছে,তা বাইরে ঠান্ডা থাকতে শেখায় না আমায়……

এই আমি, এই যন্ত্রণা, এই দ্বিধা সবটাই বাস্তব…এই অস্বস্তি এখন শুধু অস্থায়ী বেদনা না,এ এক স্থায়ী দাগ…!
যেটা ধীরে ধীরে নিজের ভেতরের আলো দমিয়ে নিভিয়ে দিচ্ছে….

প্রতিনিয়ত চেষ্টা করি স্বাভাবিক থাকার,নিজেকে বোঝাই এই বলে একদিন সব ঠিক হয়ে যাবে… এটা আর সাময়িক নয়..!
তবু...
হয়তো এখন থেকেই শুরু হবে কোনো নতুন "আমি"…

মূল্যহীন মুহূর্ত….
শুভ রাত্রি 🦋

এটা কি ফুল জানি না তবে, দেখতে এতো ভালো লাগছে.. তাই ছবি তুলে নিলাম 😊
05/11/2025

এটা কি ফুল জানি না তবে, দেখতে এতো ভালো লাগছে.. তাই ছবি তুলে নিলাম 😊

বাস্তব জীবনে আমার মনে হয় একজন মানুষের জীবনে সবচেয়ে সুন্দর একটা ব্যাপার হলো তার জন্য অপেক্ষা করার মতন কেউ একজন থাকা…আমাদে...
05/11/2025

বাস্তব জীবনে আমার মনে হয় একজন মানুষের জীবনে সবচেয়ে সুন্দর একটা ব্যাপার হলো তার জন্য অপেক্ষা করার মতন কেউ একজন থাকা…

আমাদের প্রচুর বিত্ত বৈভব থাকতে পারে, কর্পোরেট ব্যস্ততা থাকতে পারে, বিনোদনের জন্য যথেষ্ট সুযোগ থাকতে পারে,তবুও আমাদের মাঝে মাঝে ক্লান্ত লাগে..!কোথাও ফিরতে ইচ্ছে হয়..! ইচ্ছে হয় কারো কাছে যাই, যার কাছে পৌঁছালে মন শীতল হবে..ইচ্ছে হয় কেউ একজন থাকুক, যে অপেক্ষায় কাটিয়ে দিচ্ছে মুহূর্তের পর মুহূর্ত…আমি ফিরলেই সে হয়ে উঠবে স্নিগ্ধ ফুলের মতন..যেন আমি ফিরলেই সে সুবাস ছড়াবে..

আফসোস, আমাদের জীবনে অর্থ, বিত্ত, বৈভব, অবস্থান, আভিজাত্য, বিনোদন, বিলাসীতা সবই হয়,কেবল অপেক্ষা করার মতন সবার জীবনে একটা মানুষ হয়না…..

পৃথিবীতে সবচেয়ে সৌভাগ্যবান মানুষটি সে, যার জন্য অপেক্ষা করার মতন কেউ থাকে…সবচেয়ে দূর্ভাগ্যবান মানুষটি সে, যার জন্য অপেক্ষা করার মতন কেউ একজন আছে,অথচ সে সেই অপেক্ষারত মানুষটিকে অবহেলা করছে…অনিহা নিয়ে ফিরছেনা তার কাছে…

মূল্যহীন মুহূর্ত

যে হার মানে না, সে একদিন জিতে যায়…❣️
03/11/2025

যে হার মানে না, সে একদিন জিতে যায়…❣️

Adresse

Paris

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque মূল্যহীন মুহূর্ত publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à মূল্যহীন মুহূর্ত:

Partager