Aysha Methun FR

Aysha Methun FR আল্লাহ তাআলা ঘোষণা করেন-‘হে মুমিনগণ! তোমরা অধিক পরিমাণে আল্লাহর জিকির কর।’ (সুরা আহজাব : আয়াত ৪১)

13/10/2025

বিপদের সময় আল্লাহর প্রশংসা, তার সাহায্য ও উত্তম প্রতিদান চাইলে আল্লাহ তাআলা ওই বান্দাকে বিপদের ক্ষতির পরিমাণ থেকেও উত্তম প্রতিদান দান করেন। হাদিসে এসেছে-‘কোনো বান্দার উপর যদি বিপদ আসে, তাহলে সে যদি ‘ইন্না লিল্লাহ’র আমল করে তাহলে আল্লাহ তাআলা তাকে তার বিপদের ছাওয়াব দান করবেন এবং বিনিময়ে তাকে ঐ বস্তুর চেয়েও উত্তম জিনিস দান করবেন।

আমলটি হলো-اِنَّا لِلّهِ وَ اِنَّا اِلَيْهِ رَاجِعْوْنَ - اَللَّهُمَّ أجُرْنِيْ فِيْ مُصِيْبَتِيْ وَ أَخْلِفْ لِيْ خَيْراً مِّنْهَاউচ্চারণ : ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খাইরামমিনহা।’

অর্থ : নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য। এবং আমরা তারই দিকে ফিরে যাব। হে আল্লাহ! আমাকে আমার এ বিপদে ছাওয়াব দান করুন। এবং এর চেয়ে উত্তম বস্তু বিনিময়ে দান করুন

13/10/2025
13/10/2025

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর (রা.) বর্ণনা করেন, রাসুল (সা.) বলেছেন, পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে, ‘লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়া লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সাগরের ফেনারাশির মতো (বেশি পরিমাণ) হয়। (তিরমিজি, হাদিস : ৩৪৬০)

অর্থ : আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ সুমহান, আল্লাহর সাহায্য ছাড়া পাপমুক্তির কোনো পথ নেই, আল্লাহর সাহায্য ছাড়া ইবাদতের কোনো শক্তি নেই।

13/10/2025

আবু মুসা আশআরি (রা.) বর্ণনা করেন, রাসুল (সা.) একবার আমাকে বললেন, ‘তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা কি বলে দেব?’ আমি বললাম, অবশ্যই বলে দিন, হে আল্লাহর রাসুল!
তিনি বললেন, لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ (লা হাওলা অলা ক্বুওয়াতা ইল্লা বিল্লাহ)
(আল্লাহ ব্যতীত অনিষ্ট দূর করার এবং কল্যাণ লাভের কোনো শক্তি কারো নেই)।

(বুখারি, হাদিস : ২৯৯২; মুসলিম, হাদিস : ২৭০৪, তিরমিজি, হাদিস : ৩৩৭৪; আবু দাউদ, হাদিস : ১৫২৬

12/10/2025

রিজিকের জন্য দু'আ :

- আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিকা ওয়া রাহমাতিকা ফা ইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আন্তা

- হে আল্লাহ, আমি তোমার কাছে তোমার অনুগ্রহ ও তোমার রহমত কামনা করছি, কেননা তুমি ছাড়া আর কারোরই নেই।

❤️

11/10/2025

***ইয়া বাসিতু--১০ বার পড়ে হাতে ফু দিয়ে মুখমন্ডলে বুলিয়ে দিব। সকালে উঠে পড়লে টাকা আসতেই থাকে।

**ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম-- সকালে উঠে ২০ বার। সব কাজ ইচ্ছে অনুযায়ী হবে।

***সকালে উঠে " ইয়া মালিকু ইয়া কুদ্দুসু" টাকা আসতেই থাকবে।

*** ঘরের দরজায় হাত রেখে এই আয়াত পড়লে, অকল্পনীয় রিজিক -- ইয়্যা কানাবুদু ওয়া ইয়া কানাস তাইন।

**আল্লাহুম্মা রাব্বানা ইন্নাকা লা তুখলিফুন মি আদ--- আযান শুনে বল্লে জান্নাত ওয়াজিব হয়।

***আসমানের দরজা খুলে দেয়া হয়, দুয়া কবুল হয়। নামাজের শুরুতে
আল্লাহু আকবর ক্বাবীরা
আলহামদুলিল্লাহি কাছীরা
সুবহানআল্লাহি বুখরাতাও ওয়া আছিলা।

**

*

সিজদা
১) আল্লাহুমা ইন্নি আউযুবিকা
মিন আজাবিল কাবরি,
ওয়া মিন আজাবি জাহান্নাম
ওয়ামিন ফিতনাতিল মাহইয়া
ওয়াল মামাতি ওয়া মিন সাররি,
ফিতনাতিল মাসিহীদ দাজ্জাল।

২) ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম
৩) ইয়া জালজালালি ওয়াল ইকরাম
❤️❤️❤️❤️❤️

সবসময় বিপদমুক্ত হওয়ার আগ পর্যন্ত
১) আসতাগফিরুল্লাহ
২) লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতুম মিনাজ জোয়ালেমিন।
৩) সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

৪) আগিছনী ইয়া রাহমান ( অর্থ : হে দয়ালু {আল্লাহ} আমাকে সাহায্য করুন

কোনো সম্প্রদায়....আল্লা-হুম্মাকফিনীহিম বিমা শি’তা।

হে আল্লাহ! আপনি যা ইচ্ছে তা দ্বারাই এদের মোকাবিলায় আমার জন্য যথেষ্ট হোন।

ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগিস ❤️

৫)বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন--তোমার রহমত থেকে আমার উপর তোমার রহমত বর্ষণ করো এবং তুমিই সর্বশ্রেষ্ঠ করুণাময়
৬) আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউজুবিকা মিং শুরুরিহিম। ’অর্থ: ‘হে আল্লাহ! আমরা তাদের মোকাবিলায় তোমাকে যথেষ্ট ভাবছি এবং তাদের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাইছি।
৭) ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ-লি খাইরাম মিনহা -মানুষের ওপর কোনো বিপদ এলে --দোয়া পাঠ করে, তখন আল্লাহতায়ালা তাকে তার বিপদ দূর করে দেন এবং সে যা কিছু হারিয়েছে, তার বদলে তার চেয়ে উত্তম কিছু দান করেন।’
৮) আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জায়ালতাহু সাহলান, ওয়াআনতা তাজআলুল হুযনা সাহলান ইযা শিইতা।’ এর অর্থ, ‘ইয়া আল্লাহ, কোনো বিষয়ই সহজ নয়। হ্যাঁ, যাকে তুমি সহজ করে দাও। যখন তুমি চাও তখন তুমি মুশকিলকে সহজ করে দাও।
৮) লা ইলাহা ইল্লাল্লাহুল হাজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি-ওয়া রাব্বুল আরশিল কারিম।
৯) লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শরিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহয়ি ওয়া ইয়ামুতু ওয়াহুয়া আলা কুল্লি শাইয়িন কাদির।অর্থ: আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই, সার্বভৌমত্ব তারই, সব প্রশংসা তারই জন্য, তিনিই জীবন ও মৃত্যু দান করেন আর তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান.
১০) আস্তাগফিরুল্লাহ; আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কইয়্যুমু ওয়া আতুবু ইলায়হি।
১১) রব্বি আন্নি মাগলুবুন ফানতাসির। অর্থ: হে আল্লাহ, আমি তো অসহায়। অতএব তুমি আমাকে সাহায্য করো।
১২) ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগি-স। হে চিরঞ্জীব! হে চিরস্থায়ী! আমি আপনার রহমতের উসিলায় সাহায্য প্রার্থনা করছি
১৩) হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বাংলা অর্থ: আল্লাহই আমাদের জন্য যথেষ্ট,
১৪) আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইয়ান'। অর্থ : 'আল্লাহ! আল্লাহ! আমার রব! তাঁর সঙ্গে আমি কাউকে শরিক করি না।
১৫) কাল্লা-ইন্না রব্বী মা"ইয়া ছাইয়্যাদীন৷ : অর্থ আমার রব আমার সাথে আছেন তিনি আমাকে পথ দেখাবেন৷.
১৬) আস্তাগফিরুল্লাহা ইন্নাল্লাহা গাফুরুর রহিম।
কঠিন বিপদে।

**


অজু

হামিম লা ইউনসারুন ৭ বার, অজুর পরে।

❤️ওজু করার সময় হাতে পানি নিয়ে ৭ বার
(আল্লাহু নুরুছ ছামাওয়াতি ওয়াল আর্দ )
পড়ে হাতে ফু দিয়ে চেহারা মুছিয়ে দিতে হবে? চেহারায় নুর

‘যে ব্যক্তি ওযূ শেষে এই দো‘আটি পাঠ করবে, ‘সুবাহা-নাকা আল্লা-হুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা-ইলা-হা ইল্লা আনতা আসতাগফিরুকা ওয়া আতূবু ইলাইকা’, একটি বিশেষ মোহর দ্বারা দো‘আটি মোহরাঙ্কিত করে দেওয়া হয়। অতঃপর সেটা আরশের নিচে রেখে দেওয়া হয়, ক্বিয়ামত পর্যন্ত সেই মোহর খোলা হয় না

আশহাদু আল লা ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহ্দাহূ লা-শারীকা লাহূ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ‘আব্দুহূ ওয়া রাসূলুহূ। আল্লা-হুম্মাজ‘আল্নী মিনাত্ তাউয়াবীনা ওয়াজ্‘আলনী মিনাল মুতাত্বাহ্হিরীন’ (আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই। তিনি একক ও শরীক বিহীন। আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (ছাঃ) তাঁর বান্দা ও রাসূল। হে আল্লাহ! আপনি আমাকে তওবাকারীদের ও পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করুন)। তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয়। সে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করবে।

আল্লাহুম্মাগফিরলি জামবি, ওয়া ওয়াসসিলি ফি দারি, ওয়া বারিক লি ফি রিযক্বি। (নাসাঈ) অর্থ: 'হে আল্লাহ! আমার গোনাহ মাফ করে দাও। আমার জন্য আমার বাসস্থান প্রশস্ত করে দাও।

আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু, আল্লাহুম্মাজ আলনি মিনাল মুতাতাহহিরিন।



রাব্বিগফির ওয়ারহাম ওয়া আংতা খাইরুর রাহিমিন।' অর্থ : 'হে আমার প্রভু' অর্থ : হে আমাদের রব! নিশ্চয়ই আমরা ঈমান এনেছি ...



পড়া মনে রাখার দোয়া ও আমল

সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।

রাব্বি জিদনি ইলমা। অর্থ: 'হে আমার পালনকর্তা! আমার জ্ঞান বৃদ্ধি করুন

কুল, হাল ইয়াছতাওয়িল্লাজিনা ইয়ালামু না ওয়াল্লাজিনা লা ইয়ার্'লামুন। অর্থ : বলো, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান?

৪) এশার নামাজের পরে আমলটি করতে পারলে জীবনের সকল সমস্যার সমাধান ইন শা আল্লাহ।
দুরুদ শরীফ ১০০ বার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদেনা মোহাম্মদ ১০০বার,লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা ৪৯৯ বার,লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম ১বার,আবারও ১০০ বার দুরুদ শরীফ

৫)

**

"আউজুবিল্লাহি মিনাশ শাইতনির রাজিম"
"বিসমিল্লাহ হির রহমানির রাহীম"
* কালেমা তাইয়্যেবা
لا اله الا الله محمد رسول الله
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ
* কালেমা শাহাদাত
اسهد الا اله الله واحده لاسريك له واسهد ان محمد عبده ورسوله
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
* কালেমা তাওহীদ
لا اله الا انت واحدا لاشانى لك محمد رسول الله امام المتقين رسول رب المالمن
লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল্লা সানিয়া লাকা মুহাম্মাদুর রাসুলুল্লাহি ইমামুল মুত্তাকীনা রাসূলু রাব্বিল আলামীন।
* কালেমা তামজীদ
لا اله الا انت نورايهدى الله لنوره من يساء محمد رسول الله امام المر سلين خاتم النبين
লা ইলাহা ইল্লা আনতা নূরাই ইয়াহ্ দিয়াল্লাহু লিনূরিহী মাই ইয়াশাউ মুহাম্মাদুর রাসুলুল্লাহি ইমামুল মুরসালীনা খাতামুন্নাবিয়্যীন।
* ঈমানে মুজমাল
امنت بالله عماهو باسماىه وصفاته وقبلت جميم احقا مه وارعانه
আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহী ওয়া সিফাতিহী ওয়া কাবিলতু জামীআ আহকামিহী ওয়া আরকানিহী।
* ঈমানে মুফাসসাল
امنت بالله وملىقته وعتبه ورسله واليوم الاخر والمد رخيره وشره من الله تمالى واليمث ىمد الموت
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহী ওয়া কুতুবিহী ওয়া রুসূলিহী ওয়াল ইয়াওমিল আখিরি ওয়াল কাদরি খাইরিহী ওয়া শাররিহী মিনাল্লাহি তা আলা ওয়াল বা'সি বা'দাল মাওত।

ইয়া আল্লাহ, ইয়া রাহমানুর রাহিম, ইয়া গাফুরুর রাহিম, ইয়া ফাত্তাহ,
তুমি আমাদের সকলের নফসকে হিদায়াত দান
তোমার দ্বিন কায়েম করার তৌফিক দান করো

আল্লাহ মরনের সময় জবানে কালিমা নিয়ে যেনো মরতে পারি সেই তৌফিক দান কর

11/10/2025

(আল্-বাতিনু) নামের অর্থ ও আমল

(আল-বাতিনু) অর্থ: গোপন সত্তা।

১। দৈনিক তেত্রিশ বার (ইয়া বাতিনু) এই ইসম মুবারক পাঠ করলে আল্লাহর ইচ্ছায় তার নিকট বাতেনী তথ্য প্রকাশ হয়ে পড়বে এবং অন্তরে আল্লাহর মহব্বত পয়দা হবে।

২। দৈনিক এক হাজার ত্রিশ বার (ইয়া বাতিনু) এই ইসম মুবারক পাঠ করলে আল্লাহর কুদরতের রহস্য এবং মানব জীবনের ভেদ জানতে পারবে।

৩। দুরাকাত নামায পড়ে (হুওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু ওয়া হুওয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর) পাঠ করলে আল্লাহর ইচ্ছায় তার সকল মনোবাসনা পূর্ণ হবে।

আল্লাহ সকল মা,খালা,চাচী-মামী, বোন ফুপু সহ সকলের নেক হায়াতে বরকত দান করুন🤲🤲🤲🤲
11/10/2025

আল্লাহ সকল মা,খালা,চাচী-মামী, বোন ফুপু সহ সকলের নেক হায়াতে বরকত দান করুন🤲🤲🤲🤲

🤲🤲🤲🤲🤲🤲🤲
11/10/2025

🤲🤲🤲🤲🤲🤲🤲

Adresse

Paris 17
Paris
75017

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Aysha Methun FR publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Souligner

Partager