01/12/2025
মাঝে মাঝে আমার কথা বলার জন্য খুব ক্রেভিং হয়। মনে হয় কারো সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলি। সে যে কেউ হোক। মায়ের সাথে হলে তো কথার ঝুলি ফুরতে চায় না।
মনটা তখন অকারণে ভারী লাগে, মনে হয় কেউ একজন ফোন ধরুক আর হাসতে হাসতে আমার সাথে যা ইচ্ছে তাই কথা বলতে থাকুক তাও কথা তো বলুক। কিন্তু বাস্তবতা ভিন্ন।কারো নীরবতাটা বুঝে ফোন ধরবে—এমন কেউ যেন আর পাওয়া যায় না। আজকাল মানুষ এতই ব্যস্ত যে, কারো খোঁজ নেওয়াও যেন বিলাসিতা হয়ে গেছে।
শেষমেশ সত্যিটা একটাই—মানুষ প্রয়োজনের সময় মানুষকেই খোঁজে, কিন্তু সবসময় মানুষ পাওয়া যায় না।
সব ফোন না-ধরাই যে দূরত্ব, তা নয়—কখনো সময়ের অভাব, কখনো জীবনের চাপ। কিন্তু যে অনুভূতি কথা বলতে চায়, সেটাই প্রমাণ করে—আমরা এখনো সম্পূর্ণ একা হয়ে যাইনি।