রূপশ্রী রাখি

রূপশ্রী রাখি Be good, do good, look good❤️

মাঝে মাঝে আমার কথা বলার জন্য খুব ক্রেভিং হয়। মনে হয় কারো সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলি। সে যে কেউ হোক। মায়ের সাথে হলে তো ...
01/12/2025

মাঝে মাঝে আমার কথা বলার জন্য খুব ক্রেভিং হয়। মনে হয় কারো সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলি। সে যে কেউ হোক। মায়ের সাথে হলে তো কথার ঝুলি ফুরতে চায় না।
মনটা তখন অকারণে ভারী লাগে, মনে হয় কেউ একজন ফোন ধরুক আর হাসতে হাসতে আমার সাথে যা ইচ্ছে তাই কথা বলতে থাকুক তাও কথা তো বলুক। কিন্তু বাস্তবতা ভিন্ন।কারো নীরবতাটা বুঝে ফোন ধরবে—এমন কেউ যেন আর পাওয়া যায় না। আজকাল মানুষ এতই ব্যস্ত যে, কারো খোঁজ নেওয়াও যেন বিলাসিতা হয়ে গেছে।

শেষমেশ সত্যিটা একটাই—মানুষ প্রয়োজনের সময় মানুষকেই খোঁজে, কিন্তু সবসময় মানুষ পাওয়া যায় না।
সব ফোন না-ধরাই যে দূরত্ব, তা নয়—কখনো সময়ের অভাব, কখনো জীবনের চাপ। কিন্তু যে অনুভূতি কথা বলতে চায়, সেটাই প্রমাণ করে—আমরা এখনো সম্পূর্ণ একা হয়ে যাইনি।

30/11/2025

Love of our life ❤️

গাছের জাত ভালো হলেও ফল ভালো নাও হতে পারে—মানুষের ক্ষেত্রেও তাই,বংশ নয়, ব্যবহারই আসল।আফসোস কিছু মানুষ সম্মান সম্মান করে হ...
30/11/2025

গাছের জাত ভালো হলেও ফল ভালো নাও হতে পারে—মানুষের ক্ষেত্রেও তাই,বংশ নয়, ব্যবহারই আসল।আফসোস কিছু মানুষ সম্মান সম্মান করে হেদিয়ে মরে অথচ নিজে অন্যে সম্মান রাখতে জানে না😒 রক্তের গর্ব যতটুকু, ব্যবহারের গর্ব তার চেয়েও বড়🙃🙃

29/11/2025

মায়ের মূর্তি গড়াতে চাই🙏🙏
#শ্যামা #সঙ্গীত

29/11/2025

🫣🫣🫣

29/11/2025

পিঠাপুলির দিন শুরু😍

কি পরিমান দুস্ট হলে কানে ধরেও হাসে😂🫡
28/11/2025

কি পরিমান দুস্ট হলে কানে ধরেও হাসে😂🫡

28/11/2025

Super deal on loreal paris outlet😍😍

28/11/2025

black friday sale% 2025

The season of joy is almost here🎉🎄🌲
27/11/2025

The season of joy is almost here🎉🎄🌲

💌 আমার প্রথম সন্তান,যাকে পেয়ে আমি প্রথম মা হয়েছি ...আমার নতুন একটা পরিচয় হয়েছে,আমি এখন একটা ছোট্ট প্রানের মা🧿❤️যে মুহূর্...
26/11/2025

💌 আমার প্রথম সন্তান,
যাকে পেয়ে আমি প্রথম মা হয়েছি ...
আমার নতুন একটা পরিচয় হয়েছে,আমি এখন একটা ছোট্ট প্রানের মা🧿❤️
যে মুহূর্তে তোমার হৃদস্পন্দন প্রথমবার শুনেছিলাম,আমার পৃথিবী এমনভাবে বদলে গিয়েছিল যা আমি কখনও কল্পনাও করিনি।তুমি আমাকে শিখিয়েছ সেই শক্তি,যা আমার ছিল বলে জানতাম না।সেই ধৈর্য,যা আমার প্রয়োজন হবে বুঝিনি এবং এক গভীর ভালোবাসা যা আমার পুরো অস্তিত্বকে নতুনভাবে গড়ে তুলেছে ❤️
তোমার সঙ্গে আমি সবকিছুর প্রথম স্বাদ পেয়েছি-তো্মার ছোট্ট লাথি,তোর প্রথম কান্না,তোমার হাসি,আর সেইসব দীর্ঘ-নিদ্রাহীন রাত;যা এক অদ্ভুত মায়াবী অনুভূতি এনে দিত এবং এক অবিস্মরণীয় মুহূর্তে আমি বুঝতে পারলাম,তোমাকে সারাজীবন সীমাহীন ভালোবাসতে শেখার কারনটা তুমি নিজেই আমাকে তৈরী করে দিয়েছো বাবা❤️
জীবন আমাদের যেখানেই নিয়ে যাক না কেনো,তুমি সবসময় এই আশ্চর্য যাত্রার শুরু।তুমি আমাকে নিখাদ ভালোবাসার অর্থ শিখিয়েছ।তুমি আমাকে মা বানিয়েছ,তোমার মা তোমাকে চিরকাল ভালোবাসবে এবং আগলে রাখবে বাবা💞💌

Adresse

Paris

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque রূপশ্রী রাখি publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à রূপশ্রী রাখি:

Partager