Nipa’s cooking world

Nipa’s cooking world আমার পেজটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো করে আমার পাশে থাকবেন । ধন্যবাদ
(1)

🌺 ৭ ধরনের নিরামিষ সবজি একসাথে 🌺💜 ১. নিরামিষ লাবড়া✍️ উপকরণ:  ▪️১ টা মাঝারি বেগুন  ▪️১ টা ছোট ফুলকপি  ▪️১/৮ ফালি কুমড়ো  ...
28/10/2025

🌺 ৭ ধরনের নিরামিষ সবজি একসাথে 🌺

💜 ১. নিরামিষ লাবড়া

✍️ উপকরণ:
▪️১ টা মাঝারি বেগুন
▪️১ টা ছোট ফুলকপি
▪️১/৮ ফালি কুমড়ো
▪️১০ টা বরবটি
▪️১ টা ঝিঙ্গে
▪️৪ টে পটল
▪️২ টো গাজর
▪️২ টো মুলো
▪️২ টো মাঝারি সাইজের আলু
▪️২ টো কাঁচা লঙ্কা
▪️১/৪ কাপ নারকেল কু চি
▪️১ টেবিল চামচ আদা বাটা
▪️১ চা চামচ জিরা গুঁড়ো
▪️১ চা চামচ ধনে গুঁড়ো
▪️১ চা চামচ লঙ্কা গুঁড়ো
▪️১/২ চা চামচ হলুদ গুঁড়ো
▪️১ চা চামচ পাঁচফোড়ন
▪️২ টো তেজপাতা
▪️২ টো শুকনো লঙ্কা
▪️স্বাদমতো লবণ চিনি
▪️পরিমান মত সরর্ষের তেল

🔹 ভাজা মসলা:
▪️১ চা চামচ গোটা জিরা
▪️১/২ চা চামচ গোটা ধনে
▪️১ টা তেজপাতা
▪️১/৪ চা চামচ গোটা মেথি দানা
▪️১/২ চা চামচ মৌরি
▪️৪ টে শুকনো লঙ্কা

👩‍🍳 পদ্ধতি:
সব সবজি একই রকম ভাবে কে টে নিতে হবে। তার পর একে একে ভেজে তুলে রাখতে হবে।এবার ওই সরর্ষের তেল তেজপাতা, সুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে একটু ভেজে নেব। এবার আদা বাটা, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে কসিয়ে নেব।
মসলা কসানো হলে সব ভাজা সবজি গুলো দিয়ে দেব আর ঢাকা দিয়ে মাঝে মাঝে নাড়তে থাকবো।
তার পর দিয়ে দেব কাঁচা লঙ্কা আর ভাজা নারকেল কু চি। দিয়ে দেব পরিমান মত লবণ আর চিনি। সবজির থেকে জল বেরোবে আর তাতেই সবজি সেদ্ধ হয়ে যাবে। তবে প্রয়োজন হলে অল্প জল দিতে পারেন,
সবজি যখন সেদ্ধ হয়ে মজেযাবে তখন ভাজা মসলা গুঁড়ো মিশিয়ে নামিয়ে নেবো।ভাজা মসলা বানানোর জন্য সব উপকরণ সুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিতে হবে।ভাজা মশলাগুলো দিয়ে সবকিছু আরও কিছুক্ষণ একসাথে মিশিয়ে নিয়ে ব্যাস নামিয়ে নেব।

💜 ২. নিরামিষ ফুলকপির রোস্ট

✍️ উপকরণ:
▪️১/২ ফুলকপি
▪️১/৪ কাপ দই
▪️১/৪ কাপ কাজু, চার মগজ বাটা ও পোস্ত বাটা
▪️১ টি টমেটো বাটা
▪️১ চা চামচ হলুদ গুঁড়ো
▪️১/২ চা চামচ জিরে গুঁড়ো
▪️১ চা চামচ গরম মশলা গুঁড়ো
▪️১/২ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো
▪️স্বাদ মত লবণ
▪️পরিমাণ মত তেল

👩‍🍳 পদ্ধতি:
ফুলকপি ছোট ছোটো পিস করে কে টে লবণ দিয়ে অল্প ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে হালকা ভেজে নিতে হবে।এরপর আর একটু তেল দিয়ে সামান্য হলুদ, লঙ্কা গুঁড়ো ও টোম্যাটো পেস্ট দিয়ে ভালো করে নেড়ে নিয়ে জিরে গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে হবে। ভালো ভাবে মশলা কষিয়ে নিতে হবে।এরপর পোস্ত,কাজু, চার মগজ ও দই মিশিয়ে দিয়ে দিতে হবে এবং নাড়াতে হবে। মশলা কষা হয়ে তেল ছাড়তে শুরু করলে ফুলকপি দিয়ে ২মিনিট নেড়ে নিতে হবে।পরিমান মতো জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। চেরা কাঁচালঙ্কা দিয়ে দিন। ঝোল খানিকটা মরে গাঢ় হয়ে আসলে ওপর থেকেই একটু সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিন ফুলকপির রোস্ট।

💜 ৩. নিরামিষ মোচার ঘন্ট

✍️ উপকরণ:
▪️১ টা বড় মোচা
▪️১ কাপ ছোলার ডাল
▪️১ মুঠো ছোলা
▪️১ টা বড় আলু
▪️১/২ নারকেল কোরা
▪️১/৪ কাপ নারকেল কুচি
▪️১.৫ টেবিল চামচ ধনে জিরে গুঁড়ো
▪️১ চা চামচ আদা বাটা
▪️১ টা টমেটো কুচি
▪️১ চা চামচ লাল মরিচ গুঁড়ো
▪️১ চা চামচ হলুদ গুঁড়ো
▪️১ চা চামচ জিরা
▪️১ টা শুকনো লঙ্কা
▪️২ টো লবঙ্গ
▪️১ টা ছোট এলাচ
▪️১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
▪️স্বাদ মত লবণ ও চিনি
▪️পরিমাণ মত তেল ও ঘি

👩‍🍳 পদ্ধতি:
মোচার ফুল ছাড়িয়ে কু চি করে কে টে নুন হলুদ গুঁড়ো দিয়ে ভিজিয়ে রাখুন এবং নারকেল কুচি করে কেটে নিন,ছোলার ডাল ভিজিয়ে রাখুন এবং নুন, আদা কুচি ও কাঁচা মরিচ কুচি দিয়ে ভালো করে বেটে বড়া ভেজে তুলে রাখুন এবং ছোলা ভিজিয়ে সিদ্ধ করে নিন | তেল গরম করে তাতে নারকেল ভেজে নিন। জিরা, তেজপাতা, গোটা গরম মশলা ও শুকনো লঙ্কা দিয়ে দিন এবং আলু দিয়ে দিন ভাল করে ভাজুন নুন হলুদ দিয়ে ।এবারে আদা বাটা ও টমেটো কু চি দিয়ে ভালো করে ভাজুন। ছোলা সেদ্ধ দিন। নুন হলুদ ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে।একে একে ধনে জিরা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে মোচা সিদ্ধ করে দিয়ে দিন,ভাল করে সব সিদ্ধ হয়ে গেলে নারকেল কোরা, বড়া দিয়ে মিশিয়ে নিন, নুন মিষ্টি গরম মশলা গুঁড়ো ও ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিন

💜 ৪. নিরামিষ পনিরের ডালনা

✍️ উপকরণ:
▪️৩০০ গ্রাম পনিরের টুকরো,
▪️১ টা বড় মাপের আলু টুকরো করা,
▪️১ টেবিল চামচ আদা ও দুটো কাঁচা লংকা বাটা,
▪️১ বড় টমেটো,
▪️১ চা চামচ সাদা জিরে,
▪️১ টে তেজপাতা,
▪️১ টা শুকনো লঙ্কা,
▪️৪ টে এলাচ,
▪️৪ টে লবঙ্গ,
▪️২ টো দারচিনি,
▪️১ চিমটে হিং,
▪️১ চা চামচ হলুদের গুঁড়ো,
▪️১ চা চামচ জিরে গুঁড়ো,
▪️১ চা চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার,
▪️স্বাদমতো নুন ও চিনি,
▪️১ চা চামচ ঘি,
▪️প্রয়োজন অনুযায়ী সরষের তেল

👩‍🍳 পদ্ধতি:
প্রথমে পনির গুলোকে নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। এরপর আলুর টুকরোগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিতে হবে। পনির, আলু ভেজে নেওয়ার পর ওই তেলে ফোঁড়ন টা দিয়ে একটু ভেজে নিতে হবে।এরপর ওই তেলে হলুদের গুঁড়ো, লঙ্কাগুঁড়ো দিতে হবে একটা সুন্দর রঙ হওয়ার জন্য। এখন হিং দিয়ে দিতে হবে।
এরপর আদাবাটা দিয়ে একটু ভেজে নিতে হবে। টমেটো কু চি টাও দিয়ে মশলা কষিয়ে নিতে হবে। এবার গুঁড়ো মশলা আর নুন, চিনি দিতে হবে। এখন একটু জল দিয়ে মশলা টা কষাতে হবে। এবার জল দিয়ে ৫-৬ মিনিটের জন্যে লো ফ্লেমে রান্না করতে হবে। ৫ মিনিট পর ঢাকা তুলে ভাজা পনিরগুলো দিয়ে আবার ৩-৪ মিনিটের জন্যে রান্না করে নিতে হবে। ৩-৪ মিনিট পর ঢাকা তুলে ঘি দিয়ে নামিয়ে নিতে হবে।

💜 ৫. নিরামিষ শুক্তো

✍️ উপকরণ:
▪️২ টা গাজর
▪️২ টা আলু
▪️৪টা বিন্স কড়াই
▪️১ টা কাঁচকলা
▪️৫ টা সজনে ডাটা
▪️১ টা টমেটো
▪️৫টা সিম
▪️১ টা বেগুন
▪️৪ টা উচ্ছে
▪️১/২ চা চামচ আদা আর জিরে বাটা
▪️১/৫ চা চামচ হলুদ গুঁড়ো
▪️১/৫ চা চামচ লঙ্কা গুঁড়ো
▪️১/৪ চা চামচ গরম মশলা
▪️পরিমাণ মত লবণ
▪️পরিমাণ মত পানি
▪️পরিমাণ মত তেল
▪️১/৪ চা চামচ পাঁচফোড়ন
▪️১/৪ চা চামচ গরম মশলা গুঁড়ো

👩‍🍳 পদ্ধতি:
সব সবজি গুলোকে লম্বা লম্বা করে কে টে রেখে নিতে হবে এবার কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে রেখে নেব সব সবজিগুলোকে হালকা হালকা করে ভেজে তুলে নিতে হবে।এবার করাতে অল্প তেল দেব তার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচফোড়ন ফোড়া টা দিয়ে দেব এবার তারমধ্যে আড্ডা বাটা জিরা গুঁড়ো আর টমেটো তাকে দিয়ে দেব নুন সমানও হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে।মশলাগুলো ভালো করে নেবার পর ভিজিয়ে রাখা সবজিগুলোকে তার মধ্যে দিয়ে কিছুক্ষণ আবার ভাজতে হবে উচ্ছে আর বেগুন বাদ দিয়ে।এবার মশলাগুলোর সাথে সবজিগুলো ভাজা হয়ে যাবার পর পরিমাণ মতন জল দিয়ে দেব আর সব সবজিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিতে হবে। যখন দেখব জলটা শুকিয়ে গেছে আর সব সবজি গুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে তখন সামান্য উপর থেকে গরম মসলা গুঁড়ো দিয়ে ঘি দিয়ে নামিয়ে নিতে হবে। তৈরি আছে। নিরামিষ সুক্ত গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য

💜 ৬. নিরামিষ বাঁধাকপির ঘন্ট

✍️ উপকরণ:
▪️১ টি বাঁধাকপি
▪️২ চা চামচ গোটা সাদা জিরে
▪️২টি তেজপাতা
▪️১ কাপ কড়াইশুঁটি
▪️স্বাদ মত লবণ
▪️৪ চা চামচ হলুদ গুঁড়ো
▪️২ টেবিল চামচ জিরা গুঁড়ো
▪️১ টেবিল চামচ আদা বাটা
▪️২ টি শুকনো লঙ্কা
▪️৩ টেবিল চামচ সর্ষের তেল

👩‍🍳 পদ্ধতি:
বাঁধাকপি ঝিরিঝিরি করে কুঁ চিয়ে নিতে হবে।
আলু ডুমো ডুমো করে কে টে নিতে হবে।
কড়াইতে সরষের তেল দিতে হবে।
এরপর তেজপাতা শুকনো লঙ্কা গোটা সাদা জিরা ফোড়ন দিতে হবে।
এরপর ডুমো ডুমো করে কে টে রাখা আলু দিতে হবে।
এরপর আদা বাটা দিতে হবে,
এরপর নুন হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো দিতে হবে
এরপর ভালো করে কষিয়ে বাঁধাকপি দিয়ে দিতে হবে
ভাল করে নাড়িয়ে ঢাকা দিয়ে রাখতে হবে 15 মিনিট |
এসময় আচ একদম কম থাকবে
এরপর কড়াইশুঁটি দিতে হবে,
15 মিনিট পর ঢাকনা খুলে আবার নাড়তে হবে।
এভাবে নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে বাঁধাকপি নরম হয়ে সেদ্ধ হয়ে আসবে,
এরপর উপর থেকে গরম মসলা গুঁড়া ছড়িয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন বাঁধাকপির ঘন্ট

💜 ৭. নিরামিষ ছোলার ডাল

✍️ উপকরণ:
▪️১ কাপ ছোলার ডাল
▪️১ টা বড় টমেটো
▪️১ মুঠো কিসমিস
▪️১ চা চামচ হলুদ গুঁড়ো
▪️১/৪ চা চামচ হিং
▪️২ টো কাঁচালঙ্কা
▪️২ ইঞ্চি আদা গ্রেট করা
▪️১ টা শুকনো লঙ্কা
▪️১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
▪️১/২ চা চামচ আস্ত জিরে
▪️২ টেবিল চামচ ঘি
▪️প্রয়োজন অনুযায়ী রান্নার জন্য সর্ষের তেল
▪️প্রয়োজন অনুযায়ী পানি
▪️স্বাদ মত নুন ও চিনি
▪️১/২ চা চামচ কসুরি মেথি
▪️প্রয়োজন অনুযায়ী খানিকটা মিহি ধনেপাতা

👩‍🍳 পদ্ধতি:
ডাল ভালো করে ধুয়ে রাত ভোর ভিজিয়ে রাখুন।পরদিন আরেকবার ধুয়ে সামান্য নুন ও হলুদ দিয়ে সেদ্ধ করুন।
কড়ায় তেল গরম করে জিরে,শুকনো লঙ্কা ও হিং ফোরণ দিন। এবার টম্যাটো বাটা দিয়ে রান্না করুন।আদা ও কাঁচালঙ্কা দিয়ে দিন।
হলুদ, নুন ও চিনি দিন আর ভাল করে মশলা কষুন। কাঁচা গন্ধ চলে গেলে এতে সেদ্ধ ডাল মিশিয়ে ভালো করে ফোটান ।নুন ও মিষ্টি দেখে নিয়ে গরম মসলা দিয়ে আঁচ বন্ধ করুন।
একটা হাতা জাতীয় পাত্রে ঘি, সামান্য কসুরি মেথি ও কিসমিস দিয়ে গরম করে তৈরি করে রাখা ডালে দিয়ে ঢাকা দিয়ে রাখুন ।
ওপরে ইচ্ছে হলে ধনেপাতা ছড়িয়ে পছন্দের লুচি বা পরোটা দিয়ে উপভোগ করুন।

🍁রেসিপি ভালো লাগলে শেয়ার করে রাখুন আপনার টাইমলাইনে। #ইউনিক ও নতুন নতুন রেসিপি পেতে আমার পেইজে নিয়মিত লাইক কমেন্ট ও ফলো দিয়ে পাশে থাকুন।🍁

#ইউনিক

28/10/2025

Yummy recipe #ইউনিক

👉👉Tips👇👇  #ইউনিক
28/10/2025

👉👉Tips👇👇 #ইউনিক

💜🌺 রইলো চার রকমের মজাদার পরোটা রোল — প্রতিটাতেই আলাদা স্বাদের চমক 🌺💜🔸🔸Egg roll🔸🔸✍️ উপকরণ:🔹 পরোটার জন্য: ▪️ ময়দা – ১ কাপ...
27/10/2025

💜🌺 রইলো চার রকমের মজাদার পরোটা রোল — প্রতিটাতেই আলাদা স্বাদের চমক 🌺💜

🔸🔸Egg roll🔸🔸

✍️ উপকরণ:

🔹 পরোটার জন্য:
▪️ ময়দা – ১ কাপ
▪️ লবণ – সামান্য
▪️ তেল – ১ টেবিল চামচ
▪️ পানি – প্রয়োজনমতো

🔹 ভেতরের পুর (ফিলিং) এর জন্য:
▪️ ডিম – ২টি
▪️ পেঁয়াজ কুচি – ১টি (মাঝারি)
▪️ কাঁচা মরিচ কুচি – ২টি
▪️ ধনেপাতা কুচি – ১ টেবিল চামচ (ঐচ্ছিক)
▪️ লবণ – স্বাদমতো
▪️ গোলমরিচ গুঁড়ো – অল্প

🔹 সস/ড্রেসিং:
▪️ টমেটো সস – ২ টেবিল চামচ
▪️ ঝাল সস বা চিলি সস – ১ টেবিল চামচ
▪️ শসা কুচি – ২ টেবিল চামচ
▪️ পেঁয়াজ রিং – কিছু



👩‍🍳 প্রস্তুত প্রণালী:
1. পরোটা তৈরি করুন:
▪️ ময়দা, লবণ, তেল ও পানি মিশিয়ে নরম আটা তৈরি করুন।
▪️ ১৫–২০ মিনিট ঢেকে রেখে দিন।
▪️ তারপর বল করে বেলে নিন এবং তাওয়ায় হালকা সোনালি করে পরোটা ভেজে নিন।
2. ডিম ফেটান:
▪️ এক বাটিতে ডিম, লবণ, মরিচ, পেঁয়াজ ও কাঁচা মরিচ কুচি মিশিয়ে নিন।
3. এগ রোলের মূল ধাপ:
▪️ তাওয়ায় একটু তেল দিন।
▪️ ফেটানো ডিম ঢেলে সামান্য ছড়িয়ে দিন।
▪️ সঙ্গে সঙ্গে পরোটা ডিমের উপর চাপা দিন যেন ডিম পরোটার সঙ্গে লেগে যায়।
▪️ দুপাশ ভালোভাবে ভেজে নিন।
4. রোল বানানো:
▪️ ডিমের দিক ওপরে রেখে পরোটার উপর সস, শসা কুচি, পেঁয়াজ ও ধনেপাতা দিন।
▪️ ইচ্ছা হলে একটু চাট মসলা ছিটিয়ে দিন।
▪️ রোল আকারে মুড়ে টিস্যু বা ফয়েলে প্যাক করুন।

🔸🔸Chicken fajita roll🔸🔸

✍️ উপকরণ:

🔹 চিকেন মেরিনেডের জন্য:
▪️ মুরগির বোনলেস মাংস – ২৫০ গ্রাম (পাতলা স্ট্রিপ করে কাটা)
▪️ লেবুর রস – ১ টেবিল চামচ
▪️ রসুন বাটা – ১ চা চামচ
▪️ লাল মরিচ গুঁড়ো – ১ চা চামচ
▪️ জিরা গুঁড়ো – ½ চা চামচ
▪️ ধনে গুঁড়ো – ½ চা চামচ
▪️ গোলমরিচ গুঁড়ো – ¼ চা চামচ
▪️ লবণ – স্বাদমতো
▪️ অলিভ অয়েল বা তেল – ১ টেবিল চামচ

🔹 সবজি (ভাজা হবে):
▪️ পেঁয়াজ – ১টি (পাতলা লম্বা করে কাটা)
▪️ বেল পেপার/ক্যাপসিকাম – লাল, হলুদ ও সবুজ (প্রতি রঙের একটু করে)
▪️ লবণ – সামান্য
▪️ গোলমরিচ গুঁড়ো – একটু

🔹 রোলের জন্য:
▪️ টর্টিলা/পরোটা – ৪টি
▪️ মেয়োনিজ – ২ টেবিল চামচ
▪️ টমেটো সস – ১ টেবিল চামচ
▪️ লেটুস পাতা – প্রয়োজনমতো (ঐচ্ছিক)
▪️ চিজ – গ্রেট করা (ঐচ্ছিক, তবে দারুণ স্বাদ বাড়ায়)



👩‍🍳 প্রস্তুত প্রণালী:
1. চিকেন মেরিনেট করা:
▪️ সব মেরিনেড উপকরণ মিশিয়ে মুরগির টুকরোগুলো মাখিয়ে ৩০ মিনিট ঢেকে রাখুন।
2. চিকেন রান্না করা:
▪️ প্যানে সামান্য তেল গরম করে মেরিনেট করা মুরগি ভেজে নিন যতক্ষণ না পানি শুকিয়ে হালকা সোনালি হয়ে যায়।
▪️ আলাদা করে তুলে রাখুন।
3. সবজি ভাজা:
▪️ একই প্যানে একটু তেল দিয়ে পেঁয়াজ ও বেল পেপার দিন।
▪️ ২–৩ মিনিট নেড়ে ভাজুন যেন ক্রাঞ্চি থাকে।
▪️ লবণ ও গোলমরিচ দিন।
4. চিকেন ও সবজি মেশানো:
▪️ ভাজা মুরগি ও সবজি একসঙ্গে মিশিয়ে নিন।
▪️ চাইলে একটু লেবুর রস ছিটিয়ে দিন — এতে ফাহিতার স্বাদ আরও বাড়বে।
5. রোল তৈরি করা:
▪️ টর্টিলা বা পরোটা হালকা গরম করুন।
▪️ এর উপর মেয়োনিজ ও টমেটো সস ছড়িয়ে দিন।
▪️ লেটুস পাতা বিছিয়ে তার উপর চিকেন–সবজির মিশ্রণ দিন।
▪️ চাইলে সামান্য চিজ ছিটিয়ে দিন।
▪️ রোল করে ফয়েল বা কাগজে মুড়ে নিন।

🔸🔸Tandoori chicken roll🔸🔸

✍️ উপকরণ:

🔹 তন্দুরি চিকেনের জন্য:
▪️ মুরগির বোনলেস মাংস – ৩০০ গ্রাম (পাতলা টুকরা করে কাটা)
▪️ টক দই – ২ টেবিল চামচ
▪️ লেবুর রস – ১ টেবিল চামচ
▪️ আদা বাটা – ১ চা চামচ
▪️ রসুন বাটা – ১ চা চামচ
▪️ লাল মরিচ গুঁড়ো – ১ চা চামচ
▪️ গরম মসলা – ½ চা চামচ
▪️ ধনে গুঁড়ো – ½ চা চামচ
▪️ জিরা গুঁড়ো – ½ চা চামচ
▪️ লবণ – স্বাদমতো
▪️ তেল – ১ টেবিল চামচ
▪️ লাল ফুড কালার (ঐচ্ছিক) – সামান্য



🔹 রোলের জন্য:
▪️ পরোটা বা টর্টিলা – ৪টি
▪️ পেঁয়াজ কুচি – ১টি
▪️ কাঁচা মরিচ কুচি – ২টি
▪️ শসা কুচি – ২ টেবিল চামচ
▪️ লেটুস পাতা – প্রয়োজনমতো (ঐচ্ছিক)
▪️ টমেটো কেচাপ – ১ টেবিল চামচ
▪️ মেয়োনিজ – ১ টেবিল চামচ
▪️ ধনেপাতা বা পুদিনা পাতা কুচি – সামান্য



👨‍🍳 প্রস্তুত প্রণালী:

🔹 চিকেন মেরিনেট করা:
▪️ সব মেরিনেড উপকরণ ভালোভাবে মিশিয়ে মুরগি মেখে নিন।
▪️ কমপক্ষে ১ ঘণ্টা (সময় থাকলে ৩ ঘণ্টা) ফ্রিজে রেখে দিন, যাতে মসলা ভালোভাবে ঢুকে যায়।

🔹 চিকেন রান্না করা:
▪️ ওভেন থাকলে ২০০°C তাপমাত্রায় ২০–২৫ মিনিট বেক করুন।
মাঝপথে উল্টে দিন ও সামান্য তেল ব্রাশ করুন।
▪️ ওভেন না থাকলে প্যানে তেল গরম করে মাঝারি আঁচে ভেজে নিন যতক্ষণ না মুরগি লালচে ও রান্না হয়ে যায়।
▪️ চাইলে কয়লার ধোঁয়া দিয়ে “তন্দুরি” ঘ্রাণ আনতে পারেন (একটা কয়লা জ্বালিয়ে ঢাকনাওয়ালা পাত্রে ধোঁয়া দিন ২ মিনিটের জন্য)।

🔹 রোল তৈরি করা:
▪️ পরোটা বা টর্টিলা হালকা গরম করুন।
▪️ তার উপর মেয়োনিজ ও কেচাপ ছড়িয়ে দিন।
▪️ লেটুস পাতা দিন, তারপর রান্না করা তন্দুরি চিকেন দিন।
▪️ তার উপর পেঁয়াজ, শসা, কাঁচা মরিচ ও ধনেপাতা ছিটিয়ে দিন।
▪️ রোল করে টিস্যু বা ফয়েলে মুড়ে নিন।

🔸🔸Children tikka roll🔸🔸

✍️ উপকরণ:

🔹 চিকেন টিক্কার জন্য:
▪️ মুরগির বোনলেস মাংস (কিউব করে কাটা) – ৩০০ গ্রাম
▪️ টক দই – ৩ টেবিল চামচ
▪️ লেবুর রস – ১ টেবিল চামচ
▪️ আদা বাটা – ১ চা চামচ
▪️ রসুন বাটা – ১ চা চামচ
▪️ লাল মরিচ গুঁড়ো – ১ চা চামচ
▪️ জিরা গুঁড়ো – ½ চা চামচ
▪️ ধনে গুঁড়ো – ½ চা চামচ
▪️ গরম মসলা – ½ চা চামচ
▪️ কাশ্মীরি লাল মরিচ গুঁড়ো (রঙের জন্য) – ½ চা চামচ (ঐচ্ছিক)
▪️ লবণ – স্বাদমতো
▪️ তেল – ১ টেবিল চামচ



🔹 রোল তৈরির জন্য:
▪️ পরোটা / রুটি / টর্টিলা – ৪টি
▪️ মেয়োনিজ – ২ টেবিল চামচ
▪️ গ্রিন চাটনি / ধনেপাতা চাটনি – ২ টেবিল চামচ
▪️ পেঁয়াজ কুচি – ১টি (রিং আকারে কাটা)
▪️ শসা কুচি – ২ টেবিল চামচ
▪️ ধনেপাতা কুচি – সামান্য
▪️ লেবুর রস – ১ চা চামচ



👨‍🍳 প্রস্তুত প্রণালী:

🔹 চিকেন মেরিনেট করা:
▪️ সব মসলা, দই, লেবুর রস ও তেল একসঙ্গে মিশিয়ে নিন।
▪️ মুরগির টুকরোগুলো এতে ভালোভাবে মেখে নিন।
▪️ অন্তত ১ ঘণ্টা (সময় থাকলে ৩ ঘণ্টা) ফ্রিজে রেখে দিন।

🔹 চিকেন টিক্কা রান্না করা:
▪️ ওভেন থাকলে:
ওভেন ২০০°C তাপমাত্রায় প্রিহিট করে স্কিওয়ারে গেঁথে ২০–২৫ মিনিট বেক করুন। মাঝপথে উল্টে দিন ও সামান্য তেল ব্রাশ করুন।
▪️ ওভেন না থাকলে:
প্যানে সামান্য তেল গরম করে মাঝারি আঁচে মুরগি ভাজুন।
ঢেকে রান্না করুন যতক্ষণ না মুরগি নরম ও হালকা চার হওয়া পর্যন্ত।

🔹 রোল তৈরি করা:
▪️ পরোটা বা টর্টিলা গরম করে নিন।
▪️ একপাশে মেয়োনিজ ও গ্রিন চাটনি ছড়িয়ে দিন।
▪️ তার উপর টিক্কা চিকেন দিন।
▪️ পেঁয়াজ, শসা, ধনেপাতা ছিটিয়ে লেবুর রস দিন।
▪️ রোল করে ফয়েল বা পেপারে মুড়ে দিন।

🍁রেসিপি ভালো লাগলে শেয়ার করে রাখুন আপনার টাইমলাইনে। #ইউনিক ও নতুন নতুন রেসিপি পেতে আমার পেইজে নিয়মিত লাইক কমেন্ট ও ফলো দিয়ে পাশে থাকুন।🍁

#ইউনিক

👉👉tips👇👇    #ইউনিক
26/10/2025

👉👉tips👇👇 #ইউনিক

🌺 বাংলার ঐতিহ্যবাহী পদসমূহ 🌺🔸🔸 শর্ষে ইলিশ🔸🔸✍️ উপকরণ:▪️ ইলিশ মাছ – ৫ টুকরো▪️ সরষে বাটা – ৩ টেবিল চামচ▪️ কাঁচা লংকা – ৪টি▪...
26/10/2025

🌺 বাংলার ঐতিহ্যবাহী পদসমূহ 🌺

🔸🔸 শর্ষে ইলিশ🔸🔸

✍️ উপকরণ:
▪️ ইলিশ মাছ – ৫ টুকরো
▪️ সরষে বাটা – ৩ টেবিল চামচ
▪️ কাঁচা লংকা – ৪টি
▪️ সরষের তেল – ৩ টেবিল চামচ
▪️ হলুদ গুঁড়ো – ½ চা চামচ
▪️ লবণ – স্বাদমতো

👩‍🍳 প্রণালী:
১. ইলিশের টুকরোগুলো ধুয়ে হলুদ ও লবণ মাখিয়ে ১০ মিনিট রাখুন।
২. সরষে বাটা, কাঁচা লংকা, তেল, লবণ ও সামান্য জল মিশিয়ে পেস্ট তৈরি করুন।
৩. মাছগুলো সেই মিশ্রণে দিন এবং স্টিমারে বা প্রেসার কুকারে ১০-১২ মিনিট রান্না করুন।
৪. গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

🔸🔸আলু পোস্ত🔸🔸

✍️ উপকরণ:
▪️ আলু – ৪টি (চৌকো করে কাটা)
▪️ পোস্ত (খেসারি বীজ) – ৩ টেবিল চামচ
▪️ কাঁচা লংকা – ২টি
▪️ সরষের তেল – ২ টেবিল চামচ
▪️ লবণ, হলুদ – পরিমাণমতো

👩‍🍳 প্রণালী:
১. পোস্ত ১ ঘণ্টা ভিজিয়ে রেখে পিষে নিন।
২. কড়াইয়ে তেল গরম করে আলু, হলুদ ও লবণ দিয়ে ভাজুন।
৩. এরপর পোস্ত বাটা দিয়ে মেশান ও সামান্য জল দিন।
৪. ঢেকে রেখে নরম হওয়া পর্যন্ত রান্না করুন।

🔸🔸লাউ ঘন্টো🔸🔸

✍️ উপকরণ:
▪️ লাউ কুচি – ২ কাপ
▪️ মসুর ডাল – ½ কাপ
▪️ শুকনো লংকা – ২টি
▪️ সরষের তেল – ২ টেবিল চামচ
▪️ লবণ, হলুদ – পরিমাণমতো

👩‍🍳 প্রণালী:
১. ডাল সেদ্ধ করে রাখুন।
২. লাউ কুচি তেলে ভেজে নিন।
৩. ডাল, লবণ, হলুদ দিয়ে মিশিয়ে ঢেকে দিন।
৪. সব একসঙ্গে নরম হয়ে এলে পরিবেশন করুন।

🔸🔸চিংড়ি মালাই কারি🔸🔸

✍️ উপকরণ:
▪️ বড় চিংড়ি – ৫০০ গ্রাম
▪️ নারকেল দুধ – ১ কাপ
▪️ পেঁয়াজ বাটা – ২ টেবিল চামচ
▪️ আদা বাটা – ১ চা চামচ
▪️ গরম মশলা – অল্প
▪️ তেল, লবণ, হলুদ

👩‍🍳 প্রণালী:
১. চিংড়ি হলুদ ও লবণ মাখিয়ে ভেজে তুলে রাখুন।
২. অন্য কড়াইয়ে পেঁয়াজ-আদা বাটা ভেজে নারকেল দুধ দিন।
৩. ভাজা চিংড়ি যোগ করে ঢেকে রান্না করুন ১০ মিনিট।
৪. শেষে গরম মশলা ছড়িয়ে পরিবেশন করুন।

🔸🔸খিচুড়ি🔸🔸

✍️ উপকরণ:
▪️ আতপ চাল – ১ কাপ
▪️ মুগ ডাল – ½ কাপ
▪️ আদা বাটা – ১ চা চামচ
▪️ ঘি – ১ টেবিল চামচ
▪️ সবজি (আলু, ফুলকপি, মটর) – পরিমাণমতো
▪️ গরম মশলা, লবণ, হলুদ

👩‍🍳 প্রণালী:
১. ডাল ভেজে নিন ও চালের সঙ্গে মিশিয়ে নিন।
২. সবজি দিয়ে ভেজে দিন।
৩. মশলা ও জল দিয়ে ঢেকে দিন।
৪. নরম হলে ঘি দিয়ে পরিবেশন করুন।

🔸🔸পাঁঠার মাংস🔸🔸

✍️ উপকরণ:
▪️ মাটন – ৫০০ গ্রাম
▪️ পেঁয়াজ কুচি – ২ কাপ
▪️ আদা-রসুন বাটা – ২ টেবিল চামচ
▪️ দই – ½ কাপ
▪️ গরম মশলা, তেল, লবণ, হলুদ

👩‍🍳 প্রণালী:
১. মাটন দই, মশলা ও তেলে ২ ঘণ্টা মেরিনেট করুন।
২. কড়াইয়ে পেঁয়াজ ভেজে মাংস দিয়ে ভুনুন।
৩. ঢেকে রাখুন যতক্ষণ না নরম হয়।
৪. ঘন ঝোল হলে পরিবেশন করুন।

🍁রেসিপি ভালো লাগলে শেয়ার করে রাখুন আপনার টাইমলাইনে। #ইউনিক ও নতুন নতুন রেসিপি পেতে আমার পেইজে নিয়মিত লাইক কমেন্ট ও ফলো দিয়ে পাশে থাকুন।🍁

#ইউনিক

আপনারা এখানে সব রকমের রেসিপি পাবেন। নতুন নতুন রেসিপি জানতে ও উপভোগ করতে আমার সঙ্গে থাকুন। আন্তরিক ধন্যবাদ। 🙂❤️  #ইউনিক  ...
25/10/2025

আপনারা এখানে সব রকমের রেসিপি পাবেন। নতুন নতুন রেসিপি জানতে ও উপভোগ করতে আমার সঙ্গে থাকুন। আন্তরিক ধন্যবাদ। 🙂❤️ #ইউনিক

25/10/2025

Yummy food 😋 Part 9

25/10/2025

Yummy food 😋 Part 8

25/10/2025

Yummy food 😋 Part 6

25/10/2025

Yummy food 😋 Part 7

25/10/2025

Yummy food 😋 Part 5

Adresse

Paris
95000

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Nipa’s cooking world publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager