25/11/2025
রিক্সাচালকদের প্রতি সম্মান রেখেই বলছি- আমি ব্যক্তিগতভাবে চাই না জাতীয় সংসদে কোন রিকশাচালক যাক...
কেন চাই না এটার উত্তর সক্রেটিস ২৪০০ বছর পূর্বেই জাহাজের উদাহরণের মাধ্যমে দিয়ে গেছেন- "যে জনপ্রিয় কিন্তু অযোগ্য,এমন একজনকে যদি ভোটে জাহাজের ক্যাপ্টেন বানানো হয়,তবে সে জাহাজ কখনো তীরে ভিড়বে না"...
—
মুক্তিযোদ্ধা কিংবা জুলাই যোদ্ধা,এদের মাধ্যমেই যুদ্ধ হয়- এরা সৈনিক।
আইনস্টাইন কিন্তু যুদ্ধ করতে পারবে না- তার ঐ সাহস নেই।কিন্তু এক আইনস্টাইন পৃথিবীকে ১০০ বছর এগিয়ে দিতে পারবে।একজন সৈনিকের পক্ষে তা সম্ভব নয়।
একজন সৈনিক পুরষ্কৃত হবে,প্রমোশন পাবে।
আইনস্টাইনরাও পুরষ্কৃত হবে,হয়তো নোবেল পাবে।
কিন্তু পুরষ্কার যদি হয় আইনস্টাইনকে সেনাপতি বানাও আর সৈনিক কে বিজ্ঞানী বানাও - তাহলে জাতীর ভবিষ্যৎ ভয়াবহ।
আর শিক্ষিত সচেতন সমাজ যদি একে আবার যুক্তি তর্ক দিয়ে প্রতিষ্ঠিত করতে চায়- তাহলে বুঝতে হবে আমাদের চিন্তা-ভাবনা ২৪০০ বছর বা তার চেয়েও বেশী পিছিয়ে।
মোদির মতো চা ওয়ালা মাঝেমধ্যে প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে তবে সেটা বিক্ষিপ্ত উদাহরণ মাত্র,কোন যুক্তি না।
সাঁতার না জানা কাউকে তার দেশপ্রেমের জন্য অলিম্পিকে সাঁতার কাটতে নামিয়ে দিবেন এটা কেমন কথা!