SBA Talukdar

SBA Talukdar আর আল্লাহ যদি তোমাকে কল্যাণ দান করেন, তবে তার মেহেরবানীকে রহিত করার মতও কেউ নেই। (সূরা ইউনুস-১০৭)

টিকাদার  প্রতিষ্ঠানের ব্যাংকের টাকা শেষ হলো কবে? না-কি আসলেই বিল পরিশোধ হয়নি।
27/04/2024

টিকাদার প্রতিষ্ঠানের ব্যাংকের টাকা শেষ হলো কবে?

না-কি আসলেই বিল পরিশোধ হয়নি।

26/04/2024
চ্যানেল আই এর এমন কী হলো যে,  তারা এবার অগ্রণী ব্যাংকে নজর লাগাইছে।
26/04/2024

চ্যানেল আই এর এমন কী হলো যে, তারা এবার অগ্রণী ব্যাংকে নজর লাগাইছে।

25/04/2024

ঝলমলে দুবাই মিরাকেল গার্ডেন।

25/04/2024

বাহুবল উপজেলা নির্বাচন।
কে হচ্ছেন আগামী দিনের কান্ডারী?
জনমনে দেখা দিয়েছে নানান প্রশ্ন।

যেন ম্যাডাম মতিয়া চৌধুরী কেই  কপি করলেন, বর্তমান সবচেয়ে আলোচিত এবং সমালোচিত ব্যক্তিত্ব নাট্যকার হিরো আলম। আচ্ছা হিরো আ...
21/07/2023

যেন ম্যাডাম মতিয়া চৌধুরী কেই কপি করলেন, বর্তমান সবচেয়ে আলোচিত এবং সমালোচিত ব্যক্তিত্ব নাট্যকার হিরো আলম।

আচ্ছা হিরো আলম যদি আমেরিকার মতো উন্নত দেশের ভিসা পেয়ে দেশের রাজনীতি ছেড়ে গিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে অংশগ্রহণ করেন, তাহলে কি আপনি অবাক হবেন?

অথবা দেশের একজন প্রতিনিধি হয়ে সদুর আমেরিকায় বাংলাদেশী অভিনয় শুরু করেন তাহলে ই বা আপনার প্রতিক্রিয়া কি হবে।
সুন্দর শব্দ, শালীনতয় ভরপুর, রসালো মতামত কমেন্ট বক্সে ঢেলে দিতে পারেন।

ধন্যবাদ

আমার রাশিয়া সফর। ভাষাগত দুর্বলতা। গুগল মামার  ট্রান্সলেটেই ছিলাম কয়েকদিন। ♦স্রষ্টার -সৃষ্টি যেহেতু সুবিশালজুড়ে । মানুষ ...
01/06/2023

আমার রাশিয়া সফর। ভাষাগত দুর্বলতা।
গুগল মামার ট্রান্সলেটেই ছিলাম কয়েকদিন।

♦স্রষ্টার -সৃষ্টি যেহেতু সুবিশালজুড়ে । মানুষ হিসেবে যে কাহারও চিন্তাভাবনা ও সুবিশাল হওয়াটাই স্বাভাবিক। ? আমার ও তার ব্যতিক্রম ছিলনা।

♦জীবনে চলার পথে, কী এক অদৃশ্য চিন্তাভাবনা কেন-যেন আমাকে প্রতিনিয়তই তাড়া দিতো। পৃথিবীর সৌন্দর্য আমায় দেখতেই হবে।
বুঝতেই হবে। স্রষ্টার নিখুঁত সৃষ্টি ধরায় খোঁজতে হবে।জানতেই হবে।

♦সেই খোঁজা এবং বুঝার তাগিদেই মূলত আমার সফর। এ ধরায় সমাজতান্ত্রিক দলের প্রতিষ্ঠাতার দেশ নামে খ্যাত, ভ্লাদিমির লেনিনের দেশ রাশিয়ায় ভ্রমণে যাই ২০১৯ এর শেষের দিকে ।

♦রাশিয়ান ইমেগ্রেশন অফিসারের নানান , যৌক্তিক জিজ্ঞাসার জবাব। আমার ভাষাগত জ্ঞানের যতেষ্ট অভাব।
পাতালপথে মেট্রোরেল অফিসাসের কথোপকথন,
আমার ফেলফেল করে থাকিয়ে থাকা। বেশ বেদনাদায়ক হলেও, মনের আনন্দের তাপমাত্রা ছিলো বেশ চড়াও উৎরাও। সব মিলিয়ে ভালো একটা ফটোসেশান হয়েছিলো বলতেই পারি।

আমি প্রতিনিয়তই নতুনত্ব খুঁজি।
আমি হরহামেশাই নতুনত্ব বুঝি।
ধন্যবাদ সবাইকে।

আমার ছোট্ট হৃদয়ে লোকায়তিক  হাজারো  স্বপ্ন গুলোর মধ্যে, অন্যতম একটি স্বপ্ন ছিল পৃথিবী ঘুরে বেড়াবার । স্রষ্টার অগণিত সৃষ্ট...
29/05/2023

আমার ছোট্ট হৃদয়ে লোকায়তিক হাজারো স্বপ্ন গুলোর মধ্যে, অন্যতম একটি স্বপ্ন ছিল পৃথিবী ঘুরে বেড়াবার । স্রষ্টার অগণিত সৃষ্টি খুব কাছে থেকে দেখার। খুবই কাছে থেকেই বোঝার।

লোকাল /জাতীয় পত্রিকা,ম্যাগাজিনে, বই পুস্তকের মলাট বাধাই, কবি, সাহিত্যিকদের, লেখালেখি নিয়মিত পড়তে বেশ ভালো লাগতো।
মনে স্রষ্টার সৃষ্টি, জানার বেশ আগ্রহ জাগতো।

সেই জানার আগ্রহের খোদা মেটাতেই মূলত ২০১৮ তে প্রথমবারের মতো, তুরস্কে ট্রাভেল করি।

যদিও সময়ের স্বল্পতা, সফরকালীন আর্থিক সংকট আমাকে রীতিমতোই বাধাগ্রস্ত করেছে।
তবুও কেন যেন আমার মন বলেছিলো তুর্কিতেই স্থায়ীভাবে থেকে যেতে। সেখানকার মানুষের আন্তরিকতা, কোমল ব্যবহার, আমাকে উসমানীয় খেলাফতের কথা বারেবার স্মরণ করিয়েছিলো।

Adresse

Paris

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque SBA Talukdar publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager