পিনাকী- Dada.bhai Pinaki

পিনাকী- Dada.bhai Pinaki বস্তুনিষ্ঠ সংবাদের একটাই ঠিকানা - পিনাকী- Dada.bhai প্রতিবাদের কণ্ঠস্বর বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে থাকে ! সবাই আমার সাথে থেকে সহযোগিতা করুন !

দুর্ঘটনায় নিহত প্রতি পরিবারকে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে কমপক্ষে তিন কোটি টাকা আর আহতদের কমপক্ষে দেড় কোটি টাকা ক্ষ...
22/07/2025

দুর্ঘটনায় নিহত প্রতি পরিবারকে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে কমপক্ষে তিন কোটি টাকা আর আহতদের কমপক্ষে দেড় কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে।
- পিনাকী ভট্টাচার্য

22/07/2025

~বিক্ষোভে ঢুকে পড়া ফ্যাসিবাদের অনুচরদের প্রতিহত করুন~
শান্তিপূর্ণ বিক্ষোভ শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকার, এতে বাধা দেওয়া সরকারের কাজ নয়—এটি বরং অপকর্ম।
চলমান আন্দোলনে নেতৃত্বদানকারীদের সচেতন থাকতে হবে, যেন কোনো পতিত ফ্যাসিবাদী পক্ষ, রাজনৈতিক স্বার্থান্বেষী গোষ্ঠী বা সন্ত্রাসী চক্র এতে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। পণবন্দি, হামলা বা ভাঙচুরের মাধ্যমে অন্যায্য দাবি আদায়ের চেষ্টা গ্রহণযোগ্য নয়। বলপ্রয়োগ ও সহিংস রাজনীতির চর্চা দেশে প্রথম চালু করে আওয়ামী লীগ, শেখ মুজিব ও তার অভিশপ্ত মাইয়া খুনি হাসিনা; যা আজও আমাদের পিছু ছাড়েনি।
এই রাজনৈতিক অপচর্চা থেকে বাংলাদেশকে মুক্ত করতে তরুণদেরই এগিয়ে আসতে হবে। ধৈর্য, পরিশ্রম ও দূরদর্শিতা দিয়ে দিশেহারা দেশকে সঠিক পথে ফিরিয়ে আনার দায়িত্ব এখন তাদের কাঁধে। যদিও কাজটি কঠিন, তবুও পরিবর্তনের জন্য এই সংগ্রাম অব্যাহত রাখতে হবে।
এই বিক্ষোভে সহিংসতা করায় লিপ্ত শত্রুলীগকে আইডেন্টিফাই করতে পারলে জয় বাংলা করে দিন।

দেশের সর্বশেষ রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এবং...
22/07/2025

দেশের সর্বশেষ রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এবং ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে আজ মঙ্গলবার রাত নয়টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তাঁকে সহায়তা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পাঁচ জন গুরুত্বপূর্ণ উপদেষ্টা।

21/07/2025

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থী হতাহত হওয়ায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষভাবে শিশু, কিশোর ও তরুণ শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত। এ অবস্থায় অনেকের পক্ষেই স্বাভাবিকভাবে পাবলিক পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব নয়। তাই মানবিক বিবেচনায় এইচএসসি পরীক্ষার চলমান সূচি দুই দিনের জন্য স্থগিত করে পরবর্তীতে নতুন তারিখে ওই পরীক্ষাগুলো গ্রহণের আহ্বান জানাচ্ছি।

21/07/2025

মানুষের জীবনের মূল্য না দেওয়ার ফলে যুগের পর যুগ ধরে ঢাকার আকাশে যুদ্ধবিমান ও হেলিকপ্টারের মহড়া চলছে। ঘনবসতিপূর্ণ এই রাজধানী শহরে প্রতিদিনই ফাইটার জেট ও হেলিকপ্টার উড়ছে, যার বেশিরভাগই শীর্ষ সামরিক কর্মকর্তাদের জন্য ব্যবহৃত হয়। এমন কার্যক্রম কি রাজধানী এড়িয়ে চালানো সম্ভব নয়? বিশ্বের দ্বিতীয় সর্বাধিক ঘনবসতিপূর্ণ রাজধানী ঢাকা—প্রতি বর্গকিলোমিটারে প্রায় ৪৪,০০০ মানুষ বসবাস করে। এই বাস্তবতা অনুধাবন করে ঢাকার আকাশে এমন ঝুঁকিপূর্ণ চলাচল ও প্রশিক্ষণ মহড়া বন্ধ করা জরুরি।

বিশ্বের সর্বাধিক ঘনবসতিপূর্ণ রাজধানীগুলোর মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয়। প্রতি বর্গকিলোমিটারে এখানে প্রায় ৪৪,০০০ মানুষ ব...
21/07/2025

বিশ্বের সর্বাধিক ঘনবসতিপূর্ণ রাজধানীগুলোর মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয়। প্রতি বর্গকিলোমিটারে এখানে প্রায় ৪৪,০০০ মানুষ বসবাস করেন। প্রথমে রয়েছে ম্যানিলা (ফিলিপাইন) – ৪৬,০০০, এরপর ঢাকা (বাংলাদেশ) – ৪৪,০০০, বাগদাদ (ইরাক) – ৩২,৮০০, মুম্বাই (ভারত) – ৩২,৩০০, এবং কায়রো (মিশর) – ১৯,৩০০ জন।

20/07/2025

আলেমদের বিরুদ্ধে নতুন ষ'ড়যন্ত্রে ইউনুস সরকার ৷
Elias Hossain

20/07/2025

বাংলাদেশ আর থাকবে না ! শেষ লড়াইয়ের ডাক || Pinaki Bhattacharya || The Untold

গোপালগঞ্জকে যেইভাবে চারপাশের চার জেলায় পিঠাভাগ করে দিয়ে দেয়া যায়।
20/07/2025

গোপালগঞ্জকে যেইভাবে চারপাশের চার জেলায় পিঠাভাগ করে দিয়ে দেয়া যায়।

20/07/2025

য়স্ক 🧓, নারী👩‍🦰, শিশু👶 - কেউই রক্ষা পাচ্ছে না বিএনপির সন্ত্রাস থেকে। নিরীহ মহল্লাবাসীদের🏢 উপরেও চালাচ্ছে গুন্ডামী🏑।

20/07/2025

ডা শফিক ভাইয়ের শরীরের খোঁজ নিলাম। শফিক ভাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। উনার ডিহাইড্রেশন হয়েছিলো। প্রচুর ঘেমেছিলেন এর মধ্যে পানি খান নাই। এম আর আই টাই করা হয়েছে। কোন সমস্যা নাই। আজকে হলটার মনিটরিং হচ্ছে, ২৪ ঘন্টা চলবে। মানে উনার হৃদস্পন্দনে কোন সমস্যা আছে কিনা দেখবে ডাক্তার সাহেবেরা। আশা করি এটাও ভালো থাকবে। তবে উনাকে একটু বিশ্রাম নিতে হবে। সারা দেশবাসী উনার আশু নিরাময়ের জন্য দোয়া করছে।

20/07/2025

~বাঙ্গু এলিটদের আওয়ামী প্রতিশোধ~
এই স্ট্যাটাসের ব্যক্তি বিশেষটি হচ্ছি আমি।
আগে দেখে নেই আমার ভিডিওতে আমি কী বলেছিলাম।
১/ ১৯৭১ এর ষোলই ডিসেম্বরের পরে পুরো বাংলাদেশে স্বাধীন বাংলাদেশ সরকারের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয় নাই। নানা জায়গায় পকেট অফ রেজিস্টেন্স ছিলো পরাজিত শক্তির। যা আমাদের যুক্ষ করে প্রাণ বিসর্জন দিয়ে উদ্ধার করতে হয়েছে। যেমন মিরপুর।
২/ গোপালগঞ্জ ঠিক একই রকম ফ্যাসিস্ট আওয়ামী লীগের পকেট অব রেজিস্টেন্স যেইখানে বিপ্লব পরবর্তী সরকারের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয় নাই। এইখানে নানা জায়গা থেকে আওয়ামী গুন্ডাপান্ডা যারা পলাইতে পারে নাই তারা আশ্রয় নিছে। আমরা এর মধ্যেই দেখছি আওয়ামী লীগ অস্ত্র সংগ্রহ করে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার আহবান জানাচ্ছে। হাসিনা নিজেও এনসিপির নেতাদের হত্যার নির্দেশ দিয়েছে।
৩/ আমি গোপালগঞ্জবাসীকে আহবান জানাইছি এই দুর্বৃত্তদের আত্মসমর্পণে বাধ্য করতে। নয়তো আর্মি পুলিশ লাগবে না সাধারণ মানুষই আগে ঘোষণা দিবে সকল সাধারণ মানুষকে গোপালগঞ্জ থেকে বের হয়ে আসতে তারপরে সাপ্লাই চেইন বন্ধ করে দিতে। গোপালগঞ্জ এর রাস্তা অবরোধ করলে সাপ্লাই চেইন বন্ধ হয় নাকি হয়না। এইটা সিভিল প্রটেস্ট একটা মিলিট্যান্ট এরিয়ার বিরুদ্ধে।
এই বাই / ঞ্চদ বলতেছে এইটা নাকি যুদ্ধাপরাধ।।একেবারে ক্লাসিক্যাল যুদ্ধাপরাধ। এইটা নাকি টেক্সটবুক এক্সাম্পল। তাই আমারে এই বিদেশের মাটিতে বিচার করবে।
খুবই ভালো কথা। বিদেশের মাটিতে বিচার তো পরে, উই তো বিদেশী মিডিয়ায় তো কাজ করে। বিদেশের মাটিতে যুদ্ধাপরাধ উষ্কে দেয়া মানুষের বিরুদ্ধে উই নিজের পত্রিকায় একটা রিপোর্ট করুক আগে। তাইলে বুঝবো এই অভিযোগের মেরিট আছে।
এই বা / ইঞ্চদ গুলা নিজের ভালনারিবিলিটি দিয়া অন্যের ঝুঁকি মাপে। তুই তো বিদেশে সুশীলদোচা লাইফ কাটাবি, ভোউ রে লা / গাবি, ভ্যাকেশনে যাবি, খাবি দাবি ফুর্তি করবি। এইটা তোর লাইফের ডেস্টিনি। আর আমি আওয়ামী ফ্যাসিস্ট আর ইন্ডিয়ান হিন্দুত্ববাদ ফাইট করতে করতে অপঘাতে মইরাও যাইতে পারি। আমি জানি আওয়ামী লীগ ৩২ নাম্বার ভাঙ্গার জন্য একজনের উপরে প্রতিশোধ নিলে সেটা আমার উপরে নিবে। আমি জানি আমার মৃত্যু সম্ভবত স্বাভাবিক হবেন। তুই আমারে বিদেশের আদালতের ভয় দেখাস বাই / ঞ্চদ। তোর হুমকি নিজের টু / পকির মধ্যে ভরে রাখ সুশীল দো চা। তুই ক্যান, তোর বাপ মুদির হুমকিরে পিনাকি তু / দে না

Adresse

Paris

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque পিনাকী- Dada.bhai Pinaki publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Souligner

Partager