এই মনের গভীরে তুমি আছো

এই মনের গভীরে তুমি আছো না জেনে, না বুঝে,তোমায় দিলাম আমার মন ....

কোনো কোনো রাত মোবাইলে এ কথা বলতে বলতে পার হয়ে যায় কিছু মানুষের ......!
আবার আমার মত কিছু মানুষের হারিয়ে ফেলা মানুষটির কথা ভাবতে ভাবতে রাত পার হয় ......

17/07/2025

এনসিপি নিলে ডোনেশন,
বিএনপি নিলে চাঁদা,
জামাত নিলে হাদিয়া,

মেসি নিলে পারিশ্রমিক,
আমিরে নিলে ফিক্সিং,

চাকুরীজীবী নিলে বেতন,
জয়ে নিলে মানি লন্ডারিং,

তুমি নিলে দেনমোহর,
আমি নিলে যৌতুক! 😆

#জামাত #চাঁদা

08/07/2025

চাই এমন একটা মন,
যে মনে আমি থাকব সারাক্ষন 🌹

28/06/2025

আমি অপরুপ এক মায়াবতীর মায়ায় পড়েছি 🥀
আফসোস সে আমার শখের নারী হলেও আমি তার শখের না 🥹
আমার প্রতিটি মুনাজাতে সে থাকলেও তার কোথাও আমি না 💔

22/06/2025

এক মায়াবতির মায়ায় আটকে পড়া আমার অসহায় মন 💔
জানি এই ইট পাথরের শহরে তুমায় পাওয়ার আকাঙ্খাটা আমি ছাড়া কেউ অনুধাবন করতে পারবে না 🥀
পাথরে গড়া মন ওয়ালা মানুষের শহরে তুমায় আর পাওয়া হবে না 🥹
এক বুক আফসোস আর না পাওয়ার কষ্ট নিয়ে এই মায়ার শহর কে বিদায় জানাবো খুব তাড়াতাড়ি হয়তো 😭
ভালো থাকুক সকল পাথরে গড়া মানুষ 🙏

21/06/2025

পরিচিত একজন ফ্রান্সে নতুন আসল, দেখা করলাম অনেক কথা বললাম। কথার মাঝে সে বলল, 'ফরাসী মেয়েগুলো সেই👌"। আমি উত্তরে বললাম, 'এদের চামরা সাদা কিন্তু বাঙালী মেয়েরা চেহারায় সুন্দর"।

পরে সে বলল, ''আরে আমি তা বলি নাই, আমি বললাম এরা ছোটছোট কাপড় পরে, দেখতে ভাল লাগে"। কথাটা শুনে বোঝলাম নজরে সমস্যা আছে।

তারে বোঝাইলাম, "নতুন আসছ উল্টাপাল্টা নজর দিও না, এখানে নজরেরও আইন আছে। চোখের সামনে অনেক কিছু ঘটবে কিন্তু তুমি কিছুই দেখ নাই ভেবে এড়িয়ে যেতে হবে। কারু সাথে কথা বললে চোখে চোখ রেখে কথা বলা লাগবে। অন্য কোথায় চোখ দিলে পরে প্যাকেট করে দেশে পাঠিয়ে দিবে"।

সে হতাশা নিয়ে বলল, '' যতটা ফ্রি মাইন্ডের ভেবেছিলাম, ততটা ফ্রি মাইন্ডের দেশ না"।

উত্তরে 'হু' বলে তারে একটা নাত শুনাইলাম,
"পরের জায়গা পরের জমিন, ঘর বানাইয়া আমি রই
আমি তো সেই ঘরের মালিক নই" 😜

20/06/2025

বিপদে মস্তান বন্ধুই পাশে দাঁড়ায় আর সুশীল বন্ধু গুলো নিন্দা আর দরদ দেখায় ❤️

16/06/2025

খুব শীঘ্রই, তুমি হেসে বলবে,
আমি যা প্রার্থনা করেছিলাম
তার চেয়েও অনেক বেশি
দিয়েছেন আমার রব...!

আলহামদুলিল্লাহ্
এই মনের গভীরে তুমি আছো

16/06/2025
তোমার মা আমাদের আপা হয় ,সেই সুবাদে তুমি আমাদের একমাত্র  বুইড়া ভাগিনা। প্রথমে তোমার জন্য  শুভ কামনা! জীবনের এই ম্যাচে তুম...
29/05/2025

তোমার মা আমাদের আপা হয় ,সেই সুবাদে তুমি আমাদের একমাত্র বুইড়া ভাগিনা। প্রথমে তোমার জন্য শুভ কামনা! জীবনের এই ম্যাচে তুমি নিশ্চিতভাবেই “জিতেছ ”!

একে পঞ্চাশোর্ধ বয়স, তার উপর দল ক্ষমতাহারা, মা পলাতক—এই কঠিন পরিস্থিতিতেও নতুন জীবনসঙ্গী খুঁজে বের করা সত্যিই অনুপ্রেরণার এক মহাকাব্যিক উদাহরণ!

শুনো ভাগিনা মানুষ জীবনে পৃথিবীতে আসে একবার। আমি জানি তুমি অনেক ফুর্তিবাজ মানুষ ,দুই হাতে টাকা উড়াও। তোমার "আসল মামারা" ৭৪ দুর্ভিক্ষের সময় টাকা উড়াইতে উড়াইতে ব্যাঙ্ক লুট করতে যাইত। আমরা "জনগণ মামারা" হিসাব করে দেখলাম , তুমি যদি প্রত্যেকদিন লাস ভেগাসে ১০ কোটি টাকা করে উড়াইলে ও ৩০ বছরে তোমার মার রেখে যাওয়া সম্পত্তির শেষ হবে না।

ফুর্তি চালাইয়া যাও ভাগিনা। টাকা আরো যদি লাগে মামাদেরকে জানাও, চাদাঁ উঠিয়ে পাঠায় দিব।😆

18/05/2025

অবশেষে ধরা পড়লো "সিলেটি সান্ডা" 😆

18/05/2025

আপনাকে মায়ায় ফেলার শাস্তি যদি অনেক বড়ও হয় না সেই শাস্তি আমি মাথা পেতে নিতে রাজি আছি.....!

14/05/2024

ঘন কালো কেশ গো তোমার
নয়ন কালো আঁখি
মিষ্টি মধুর হাঁসি তোমার
হৃদয় কাড়ে সাথী।

চলন তোমার সাধাসিধে
ভাবনা তোমার দূরন্ত
সত্যি বলতে বন্ধু তুমি
একেবারেই শান্ত।

হৃদয় তোমার বড্ড নরম
বক্ক তোমার মায়াবী
গোলোমোলো গাল গো তোমার
ঠোট দুটো যে হারামী
#ছায়া

Adresse

Paris

Téléphone

+33751105355

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque এই মনের গভীরে তুমি আছো publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à এই মনের গভীরে তুমি আছো:

Souligner

Partager