21/06/2025
পরিচিত একজন ফ্রান্সে নতুন আসল, দেখা করলাম অনেক কথা বললাম। কথার মাঝে সে বলল, 'ফরাসী মেয়েগুলো সেই👌"। আমি উত্তরে বললাম, 'এদের চামরা সাদা কিন্তু বাঙালী মেয়েরা চেহারায় সুন্দর"।
পরে সে বলল, ''আরে আমি তা বলি নাই, আমি বললাম এরা ছোটছোট কাপড় পরে, দেখতে ভাল লাগে"। কথাটা শুনে বোঝলাম নজরে সমস্যা আছে।
তারে বোঝাইলাম, "নতুন আসছ উল্টাপাল্টা নজর দিও না, এখানে নজরেরও আইন আছে। চোখের সামনে অনেক কিছু ঘটবে কিন্তু তুমি কিছুই দেখ নাই ভেবে এড়িয়ে যেতে হবে। কারু সাথে কথা বললে চোখে চোখ রেখে কথা বলা লাগবে। অন্য কোথায় চোখ দিলে পরে প্যাকেট করে দেশে পাঠিয়ে দিবে"।
সে হতাশা নিয়ে বলল, '' যতটা ফ্রি মাইন্ডের ভেবেছিলাম, ততটা ফ্রি মাইন্ডের দেশ না"।
উত্তরে 'হু' বলে তারে একটা নাত শুনাইলাম,
"পরের জায়গা পরের জমিন, ঘর বানাইয়া আমি রই
আমি তো সেই ঘরের মালিক নই" 😜