Piya’s blogging

Piya’s blogging Cooking ,écriture ,Arts & Crafts etc

12/09/2025

সু-প্রভাত ।মানুষ তাদের জীবনের উন্নয়নের জন‍্য যখনই কিছু আবিষ্কার করতে শিখেছে,তখন যেই জিনিসের সৎ ব‍্যবহার যতটুকু না করেছে ,তার চেয়ে বেশি অসৎ ব‍্যবহার করেছে।আধুনিকতার ছোঁয়ায় মানুষ হয়ে উঠেছে বেপরোয়া।এই ইন্টারনেটের যুগে মানুষ হয়ে গেছে মায়া-মমতা হীন হিংস্র হায়না।এরা নিজেদের স্বার্থ ছাড়া অন‍্য কিছু চিন্তা করতে পারে না।যাদের অনেক আছে তাদের চাহিদার শেষ নেই,তাদের সব সময় অন‍্যের জিনিসের নজর।তারা ভুলে গেছে এই দুনিয়াতে আমরা সবাই কিছুদিনের অথিতি,কেন তাদের এখানে পাঠিয়েছেন বিধাতা?এই প্রশ্ন কখনো তাদের মনে আসে না,তাই পৃথিবীর সৌন্দর্য উপভোগ করে তারা নোংরা ভাবে।ভাল থাকবেন সবাই।সুন্দর চিন্তা ধারায় উদয় হোক সবার মাঝে ।👁️✍🏿🥰

শুভ সকাল।খুব সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি পান করে চলে যাই কাজে ,তারপর  ৯টার পরে কিছুটা সময় থাকে সকালের নাস্তা করার জ...
08/09/2025

শুভ সকাল।খুব সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি পান করে চলে যাই কাজে ,তারপর ৯টার পরে কিছুটা সময় থাকে সকালের নাস্তা করার জন‍্য,আবার শুরু হয়ে যায় কাজ ।এভাবে চলছে আমাদের জীবন,আমরা যারা বাইরের দেশে থেকে কাজ করি।তারপরও বলবো আমরা অনেক ভাল আছি দেশের তুলনায়,ঘুম থেকে উঠে শুনতে হয় না কোন স্বজন হারা মানুষের আহাজারি।প্রতি মুহূর্তটা কাটাতে হয় না ভয়ে।খুব মন খারাপ হয় যখন দেশের মানুষের এই দুর্দশা কথা শুনি এবং দেখি।

07/09/2025

যখন প্রথমবার ফ্রান্সে এসেছিলাম তখন বাংলাদেশের অনেক কিছু পাওয়া যেত না,আলহামদুলিল্লাহ এখন সব কিছু পাওয়া যায়,এখন আর দেশে কোন খাবারের জন‍্য মন খারাপ হয় না।👁️🥰✍🏿📌

06/09/2025

চালকের আচার

05/09/2025

কতটা দক্ষতার এবং সাবধানতার সাথে বিদেশীরা কাজ করে,যা আমাদের দেশে সম্ভব না ।বিল্ডিং ভাঙার শব্দ ছাড়া কোন লোকের ডাক-চিৎকার শোনা যায় না।নেই কোন চাঁদাবাজদের অত‍্যাচার এখানে।

04/09/2025

শুভ সকাল সবাইকে ।গতকাল দেখলাম গাছে বেশ কিছু মরিচে লাল রং ধরেছে আর দুটো মরিচ লাল টুকটুকে শাড়ী পরে নববধূর রুপে সেজেছে।গাছে এদের বেশ সুন্দর দেখাচ্ছিলো,কিন্তু উপায় নাই এদেরকে গাছ থেকে আলাদা করতে হলো😊আজকের মত এতটুকু।ভাল থাকবেন সবাই।🥰👁️✍🏿☕️

03/09/2025

প্লাস্টিকের বোতল দিয়ে চুড়ি বানালাম,আগে বোতল দিয়ে বক্স,ফুল এবং পানি রাখার গ্লাস বিভিন্ন জিনিস বানাতাম,আজ প্রথম বানালাম চুড়ি।🥰👁️✍🏿📌

Lunch with 🥰👁️✍🏿🧚‍♂️
26/08/2025

Lunch with 🥰👁️✍🏿🧚‍♂️

21/08/2025

আমাদের দুজনের আজকের দুপুরের খাবার ।আমার পরিচিত অনেকের ধারণা আমি রান্না করি না,আমার বর রান্না করে,সব সময় রান্না না করলেও মাঝে মাঝে আমিও করি।আজকের রান্নাটা আমিই করেছি।😊মশলার রান্না করতে আমার ভাল লাগে না,তবে মিষ্টি জাতীয় যত খাবার আমার ঘরে হয় তা আমিই করি।

20/08/2025

এবার আমার শখের ছোট্ট ৪মিটার বেলকনি বাগানে মরিচের মোটামুটি ভাল ফলন হয়েছে,কিন্তু করলা গাছে শুধু ছেলে ফলে ভরে যাচ্ছে,এদিকে আবার শীতও আসার প্রস্তুতি চলছে।তাই করলা গাছ থেকে কিছু চোখের সৌন্দর্য ছাড়া আর কিছু পাওয়া যাবে না,আমি তাতেই খুশি।

18/08/2025

আমার শখের ৪মিটারের বেলকনি বাগান থেকে জানাই সু-প্রভাত।🥰👁️✍🏿

15/08/2025

আমার শখের ৪মিটার বেলকনি বাগান থেকে আজ মরিচ তুলবো।অবশ‍্য প্রতিদিন আমি নিজের খাওয়ার জন‍্য একটা করে মরিচ তুলি।👁️✍🏿🥰📌

Adresse

Paris

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Piya’s blogging publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Souligner

Partager