12/09/2025
সু-প্রভাত ।মানুষ তাদের জীবনের উন্নয়নের জন্য যখনই কিছু আবিষ্কার করতে শিখেছে,তখন যেই জিনিসের সৎ ব্যবহার যতটুকু না করেছে ,তার চেয়ে বেশি অসৎ ব্যবহার করেছে।আধুনিকতার ছোঁয়ায় মানুষ হয়ে উঠেছে বেপরোয়া।এই ইন্টারনেটের যুগে মানুষ হয়ে গেছে মায়া-মমতা হীন হিংস্র হায়না।এরা নিজেদের স্বার্থ ছাড়া অন্য কিছু চিন্তা করতে পারে না।যাদের অনেক আছে তাদের চাহিদার শেষ নেই,তাদের সব সময় অন্যের জিনিসের নজর।তারা ভুলে গেছে এই দুনিয়াতে আমরা সবাই কিছুদিনের অথিতি,কেন তাদের এখানে পাঠিয়েছেন বিধাতা?এই প্রশ্ন কখনো তাদের মনে আসে না,তাই পৃথিবীর সৌন্দর্য উপভোগ করে তারা নোংরা ভাবে।ভাল থাকবেন সবাই।সুন্দর চিন্তা ধারায় উদয় হোক সবার মাঝে ।👁️✍🏿🥰