28/06/2025
গতকাল(27/06/2025)আকাশটা এক রোমান্টিক রুপে সেজে ছিল।শীতের দেশে অল্প সময়ের জন্য যখন গরম আসে,সেই সময় বছরে খুব কম সময়ে এরকম আকাশ দেখা যায়।মন চাইছিল বাসা থেকে বের হয়ে ভিডিও করি,কিন্তু প্রচন্ড গরমের কারনে ইচ্ছে টা বাদ দিতে হলো,তাই জানালা থেকে একটি ছবি তুলে নিলাম।📌📌