PBTV France

PBTV France Media & News company. [email protected]

Contact creator New media marketing centers on promoting brands and selling products and services through established and emerging online channels, harnessing these elements of new media to engage potential and current customers.

দশ বছর পূর্তিতে প্রবাসী গুণীজনদের সম্মাননা দিয়েছে ইউরোপে থাকা বাংলাদেশি কমিউনিটির অন্যতম গণমাধ্যম ফ্রান্স দর্পণ। ..... ....
10/08/2025

দশ বছর পূর্তিতে প্রবাসী গুণীজনদের সম্মাননা দিয়েছে ইউরোপে থাকা বাংলাদেশি কমিউনিটির অন্যতম গণমাধ্যম ফ্রান্স দর্পণ। ..... . ........................................................................ ফ্রান্স দর্পণের নির্বাহী সম্পাদক সাংবাদিক ফেরদৌস করিম আখঞ্জী ও ইশারাত মেঘলার যৌথ সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত ও বাংলাদেশ এবং ফ্রান্সের জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন ফ্রান্স দর্পণের সম্পাদক সাংবাদিক সামছুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিবিসি ওয়ার্ল্ড বাংলা সার্ভিসের খ‍্যাতিমান সাংবাদিক মোয়াজ্জেম হোসেন, ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জুনায়েদ আহমেদ প্রমুখ। স্কটিশ পার্লামেন্টের বাংলাদেশী বংশোদ্ভূত এসএমপি ফয়সল চৌধুরী অনুষ্ঠানে আসতে না পেরে অনুষ্ঠানের সফলতা কামনা করে সংক্ষিপ্ত ভিডিও ম‍্যাসেজ পাঠান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও ফ্রান্স কমিউনিটি প্রবীন ব্যক্তিত্ব হাসনাত জাহান, মোজ্জামেল হক, ফ্রান্স দর্পণের প্রকাশক মিয়া মাসুদ এবং এমডি নূর, রাজনীতিবিদ মিল্টন সরকার, ফারুক আহমেদ, মামুন মিয়া, শাহিন আরমান চৌধুরী, নাজমুল কবির, ফ্রান্স ক্রিকেটে বোর্ডের সদস্য সোনিয়া জামান প্রমুখ। ফ্রান্স ও ইউরোপের বিভিন্ন শহর থেকে সাংবাদিক, কমিউনিটি নেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ অসংখ্য প্রবাসী বাংলাদেশি এই অনুষ্ঠানে যোগ দেন।

প্রধান বক্তার বক্তব্যে ব‍্যারিস্টার নাজির আহমদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের অবদান ছিল অপরিসীম। রেমিট্যান্স পাঠিয়ে প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখছেন। এতো কিছুর পরও সম্প্রতি প্রধান উপদেষ্টার জুলাই ঘোষনায় প্রবাসীদের অবদান পাশ কাটিয়ে যাওয়া হতাশাজনক। অবিলম্বে জুলাই ঘোষনা সংশোধন করে প্রবাসীদের অবদান অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছি।

ব্যারিস্টার নাজির আহমদ আরো বলেন, প্রবাসীদের ভোটাধিকার তাদের নূন‍্যতম মৌলিক ও সাংবিধানিক অধিকার। আসন্ন নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এজন‍্য নির্বাচন কমিশনের আরো একটিভ ও দৃশ‍্যমান তৎপরতা আমরা দেখতে চাই। প্রবাসে অবস্থানরত দেড় কোটি প্রবাসীদের সোচ্চার হতে হবে। এই কমন ইস্যুটির দাবি যৌক্তিক পরিনতিতে না পৌঁছা পর্যন্ত প্রবাসীদের ঐক্যবদ্ধ থেকে যার যার অবস্থান থেকে ক‍্যাম্পেইন ও আন্দোলন করে যেতে হবে।

ফ্রান্স দর্পণের সম্পাদক সাংবাদিক সামছুল ইসলাম বলেন, দশ বছরের পথচলায় আমরা সবসময় প্রবাসীদের কথা বলেছি। তাদের সাফল্য তুলে ধরার পাশাপাশি ইতিবাচক সংবাদ পরিবেশনের চেষ্টা করেছি। আগামী দিনেও এই ধারাবাহিকতা বজায় থাকবে। বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক মোয়াজ্জেম হোসেন বলেন, সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজের দর্পণ। তিনি সাংবাদিকদের গুনগত মান বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

দশ বছর পূর্তিতে প্রবাসী গুণীজনদের সম্মাননা দিয়েছে ইউরোপে থাকা বাংলাদেশি কমিউনিটির অন্যতম গণমাধ্যম ফ্রান্স দর্পণ। অনুষ্ঠানে প্রবাসী সমাজে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের হাতে অনুষ্ঠানে কমিউনিটি অ্যাওয়ার্ড-২০২৫ তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। সংস্কৃতি, সমাজসেবা, ইসলামী ও নৈতিকতা শিক্ষা, উদ্যোক্তা, ক্রীড়া উন্নয়নসহ একাধিক ক্ষেত্রে অবদান রাখার জন্য এই সম্মাননা দেওয়া হয়। ইসলামী ও নৈতিকতা শিক্ষা ক্যাটাগরিতে শাঈখ বদরুল বিন হারুন এমসিসি ইনিস্টিউটের প্রিন্সিপাল, বর্ষসেরা সামাজিক সংগঠন ক্যাটাগরিতে বিসিএফ, বর্ষসেরা নারী অধিকার কর্মী ক্যাটাগরিতে বিকশিত নারী সংঘের সভানেত্রী সৈয়দা তাওফিকা সাহেদ, বর্ষসেরা ব্যবসায়ী উদ্যোক্তা ক্যাটাগরিতে মো. ফেরদৌস রহমান ও বর্ষসেরা ক্রীড়াবিদ হিসেবে নাজিবুল্লাহ পিয়াস এই সম্মাননা পান। এওয়ার্ড প্রাপ্তরা নিজেদের অনুভূতি প্রকাশ করে বলেন, এই স্বীকৃতি আমাদের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিবে।

অনুষ্টানের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করা হয়। বিভিন্ন ধরনের গান গেয়ে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন সংগীত শিল্পী প্রিয়ন্তি ও মৌসুমি চক্রবর্তী।

06/08/2025

অবৈধ অভিবাসন ঠেকাতে ফ্রান্স-যুক্তরাজ্য চুক্তির বাস্তবায়ন শুরু
অবৈধ অভিবাসন ঠেকাতে ফ্রান্সের সঙ্গে ‘ওয়ান ইন-ওয়ান আউট’ চুক্তির বাস্তবায়ন শুরু করছে যুক্তরাজ্য। নতুন এই পাইলট প্রকল্পে ছোট নৌকায় যাওয়া কিছু অভিবাসী ফেরত পাঠাবে ব্রিটেন, আর বিনিময়ে ফ্রান্স থেকে আশ্রয়প্রার্থীদের গ্রহণ করবে দেশটি

ফ্রান্সে কুলাউড়া প্রবাসীদের বনভোজন ও মিলনমেলাআয়োজনে ঃকুলাউড়া উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ফ্রান্স
03/08/2025

ফ্রান্সে কুলাউড়া প্রবাসীদের বনভোজন ও মিলনমেলা

আয়োজনে ঃকুলাউড়া উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ফ্রান্স

23/05/2025
🇫🇷 অভ্যন্তরীণ মন্ত্রী ব্রুনো রেটাইলিউ বিদেশী নাগরিকদের ফরাসি নাগরিকত্ব পাওয়ার জন্য শর্ত জোরদার করেছেন।
07/05/2025

🇫🇷 অভ্যন্তরীণ মন্ত্রী ব্রুনো রেটাইলিউ বিদেশী নাগরিকদের ফরাসি নাগরিকত্ব পাওয়ার জন্য শর্ত জোরদার করেছেন।

13/04/2025

২ মিলিয়ন মানুষ প্রবেশ বা সাহায্য ছাড়া আটকে আছে। হাজার হাজার মৃত। বিদ্রূপিত। এতিম। আজ গাজায় এটাই বাস্তব।

05/04/2025

দিন আনে দিন খায় এরকম সাধারন জনগনের সমর্থনক কি দিন -দিন হারাচ্ছে বিএনপি। আপনার মতামত কি? Yes /No

জনগণের স্বার্থ রক্ষা না হলে আবারও মাঠে নামবে বিএনপি এমন হুঁশিয়ারি দিয়েছেন  দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।
30/03/2025

জনগণের স্বার্থ রক্ষা না হলে আবারও মাঠে নামবে বিএনপি এমন হুঁশিয়ারি দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।

24/03/2025

গুজবের আরেক রাতের অবসান ঘটলো বাংলাদেশে

22/03/2025

ই -পাসপোর্ট এর জন্য আবেদন কি ভাবে করবেন passport

22/03/2025

প্যারিস থেকে লন্ডন ভ্রমণে যেতে চান তাহলে ভিসা আবেদন এবং টিকেটের জন্য আজই যোগাযোগ করুন Mondial Travel et Transport ,12 Rue Berthier, 93500 Pantin

Adresse

Paris

Téléphone

+33753042477

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque PBTV France publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à PBTV France:

Partager