M A Basit Bahi Europe office

M A Basit Bahi Europe office Vlog

30/07/2025

আসসালামু আলাইকুম শুভ বিকেল
আপনাদের কি এখন দেখাচ্ছি মাঠের মধ্যে খেলা হচ্ছে।
সেটা দেখার জন্য ভিডিও নিলাম
শেয়ার করে পাশে থাকবেন
সবাইকে ধন্যবাদ

30/07/2025

প্রবাসীদের জীবনকে ঘিরে অনেক কষ্টের ও না বলা কথার গল্প আছে। পরিবার-পরিজন ছেড়ে, নিজের দেশ, ভাষা, সংস্কৃতি থেকে বহু দূরে, একটি ভালো জীবনের আশায় যে সংগ্রাম আমরা করি, তা অনেক সময় চোখে দেখা যায় না—শুধু অনুভব করা যায়।

কিছু কষ্টের কথা প্রবাসীদের নিয়ে:

১. পরিবার থেকে দূরে থাকা

প্রবাসে থাকার সবচেয়ে বড় কষ্ট হলো প্রিয় মানুষদের ছেড়ে থাকা। মা-বাবার অসুস্থতা, সন্তানের বেড়ে ওঠা, কিংবা জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো—সবকিছুই ভিডিও কল আর মেসেজে সীমাবদ্ধ।

২. একাকীত্ব ও মানসিক চাপ

অচেনা সমাজে, ভিন্ন সংস্কৃতির মধ্যে একা থাকতে হয়। নতুন পরিবেশে মানিয়ে নেওয়া, কাজের চাপ, ভাষাগত সমস্যা—সব মিলিয়ে মানসিক অবসাদে ভোগেন অনেকেই।

প্রবাসী ভাইবোনেরা,
এত কষ্ট করে ভিডিও বানিয়ে
যদি আপনারা সবাই, শেয়ার কমেন্ট
না করেন।
তাহলে কষ্ট কাকে বুঝাবো আমি

29/07/2025
নদীর পাড়ে বসে মাছ ধরা, চারপাশে প্রকৃতির সৌন্দর্য আর নীরব শান্ত পরিবেশে আকাশের দিকে তাকিয়ে থাকার মুহূর্তগুলো খুবই অনন্য...
29/07/2025

নদীর পাড়ে বসে মাছ ধরা, চারপাশে প্রকৃতির সৌন্দর্য আর নীরব শান্ত পরিবেশে আকাশের দিকে তাকিয়ে থাকার মুহূর্তগুলো খুবই অনন্য ও ভাবনামূলক। এমন পরিবেশে ইসলামের কিছু সুন্দর গল্প বা ঘটনাও মনকে ছুঁয়ে যায়। নিচে এমন কয়েকটি ইসলামিক গল্প বা ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা দিচ্ছি, যা এই শান্ত পরিবেশে ভাববার মতো:

---

🌙 ১. নবী মূসা (আ.) ও মাছের পলায়নের গল্প (সূরা কাহফ):

নবী মূসা (আ.) একবার জ্ঞান অর্জনের উদ্দেশ্যে এক দীর্ঘ সফরে যান। তাঁর সঙ্গে ছিলেন এক তরুণ সাথী—ইউশা ইবনে নুন (আ.)। তাঁরা একটি মাছ নিয়ে বেরিয়েছিলেন, যেটি পরে অলৌকিকভাবে নদীতে ফিরে যায়।

🧭 মজার ব্যাপার হলো, মাছটি যখন নদীতে ফিরে যায়, তখনই মূসা (আ.) বুঝতে পারেন যে এখানেই তিনি সেই মহান আলেম খিজির (আ.)-কে পাবেন। এরপর তাঁদের মধ্যে ঘটে এক আশ্চর্য সফর ও তিনটি রহস্যময় ঘটনা (নৌকোতে গর্ত, ছেলেকে হত্যা, দেয়াল নির্মাণ), যেগুলোর প্রতিটিতে ছিল গভীর হিকমাহ (জ্ঞান)।

29/07/2025

নদীর পারে বসে ভাবি, ঢেউয়ের তালে তালে,
আল্লাহর কুদরত ঝরে পড়ে জলরাশি যত ঢালে।
প্রতিটি ঢেউ বলে উঠে, “সুবহানাল্লাহ্‌ বলো,”
তাকওয়ার দীপ্ত আলোয় হৃদয় করো ভরালো।

পার্ট ০১

আসালামুআলাইকুম সবাইকে শুব সকাল, আপনার সব ভালা থাকবা,দোয়া। অনেক আগের ছবিhttps://www.facebook.com/share/1F3nRpEnCT/
29/07/2025

আসালামুআলাইকুম
সবাইকে শুব সকাল,
আপনার সব ভালা থাকবা,
দোয়া।
অনেক আগের ছবি

https://www.facebook.com/share/1F3nRpEnCT/

27/07/2025

কাজে সময়
https://www.facebook.com/share/1F3nRpEnCT/

আমি একজন প্রবাসী
আমি আরেকজন প্রবাসির
কষ্ট বুঝতে পারি,
আপনারা কি???
প্রবাসীর কষ্ট বুঝেন
যদি বুঝে থাকেন না। Follow
দিয়ে পাশে থাকেন
সবাইকে ধন্যবাদ
এম, এ, বাছিত

Adresse

Paris

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque M A Basit Bahi Europe office publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Souligner

Partager