ইচ্ছে গুলো By Popy

ইচ্ছে গুলো By Popy Hello, It’s Me Icche Gulo by Popy.

My videos will be about (travel, adventure, lifestyle, mixed culture,my hobby, educational, nature, recent events,creative,Singing songs Etc)

🇵🇰🇧🇩🕴️📺🖥️সম্প্রতি পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির বাংলাদেশ সফর করেছেন। গত দুইদিন ধরে বিষয়টি সোশ্যাল মিডিয়া...
22/09/2025

🇵🇰🇧🇩🕴️📺🖥️সম্প্রতি পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির বাংলাদেশ সফর করেছেন। গত দুইদিন ধরে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। আমাদের দেশের অনেক অভিনেতা-অভিনেত্রীও তার সঙ্গে ছবি ও ভিডিও শেয়ার করছেন, যা অনেকের কাছে আনন্দের বিষয় হয়ে দাঁড়িয়েছে📼📀📹📽️🎥

অভিনেত্রী হিসেবে হানিয়া আমিরকে আমি ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করি👍👍👍 তার বেশ কিছু টিভি সিরিয়াল দেখেছি এবম সত্যিই মুগ্ধ হয়েছি। নিঃসন্দেহে তিনি একজন প্রতিভাবান এবং সুন্দরী শিল্পী। তবে আমার মনে একটি প্রশ্ন জাগছে—এখনকার রাজনৈতিক প্রেক্ষাপটে হঠাৎ করে এত বড় মাপের একজন পাকিস্তানি তারকা কেন বাংলাদেশ ভ্রমণে এলেন?

স্বাধীনতার পর থেকে ভারতীয়🇮🇳🇮🇳 চলচ্চিত্র এবং অভিনয়শিল্পীদের বাংলাদেশে আগমন খুব সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে তা হয়নি। ৫৪ বছরের স্বাধীনতার ইতিহাসে ক্রিকেটের🥎🥎 মাধ্যমে ছাড়া বাংলাদেশে পাকিস্তানের উপস্থিতি বিশেষভাবে দেখা যায়নি। যদিও সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানি টিভি সিরিয়াল বাংলাদেশে দারুণ জনপ্রিয়তা পেয়েছে এবং তা দর্শকরা খোলা মনে গ্রহণ করেছেন।

তবুও রাজনৈতিক বাস্তবতা ভিন্ন। বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের এমন একজন তারকার হঠাৎ বাংলাদেশে আসা অনেকের মাঝেই কৌতূহল ও প্রশ্ন তৈরি করেছে????আমার মতন আর কার কার মাথায় এই রকম প্রশ্ন ঘুকপাক খাচ্ছে????????????

বিঃদ্রঃ
🌎🌐🌏🏆গ্লোবালাইজেশনের এই যুগে সিনেমা, নাটক, সিরিয়াল ও সোশ্যাল মিডিয়ার তারকারা এক দেশ থেকে আরেক দেশে সহজেই জনপ্রিয় হয়ে ওঠেন। যৌথ প্রযোজনার ছবিও তাই স্বাভাবিকভাবে বাড়ছে। তবে এসব যেন কেবল সংস্কৃতি ও বিনোদনের পরিসরেই সীমাবদ্ধ থাকে, রাজনীতির ক্ষেত্রে কোনো প্রভাব না ফেলে—এটাই মূল প্রত্যাশা🍿🎥🎬📀🎞️📽️

*****আমি চাই না বাংলাদেশ ভারত কিংবা পাকিস্তানের ছায়াতলে থেকে রাজনীতি পরিচালনা করুক🗳️🪧🫅👸👑⚜️🤴🏛️আমাদের দেশের রাজনীতি এগিয়ে যাক শুধুমাত্র বাংলাদেশের জনগণের ইচ্ছা, চাওয়া-পাওয়া এবং ভালোবাসাকে কেন্দ্র করে। একজন ক্ষুদ্র, সচেতন নাগরিক হিসেবে আমার প্রত্যাশা—আমার দেশটি হোক সত্যিকারের জনগণের দেশ।

The Fact Is Hania Amir

21/09/2025

আমি আজকে আজকে খুবই অসুস্থ 😷 জ্বর গলা ব্যথা কান ব্যথা।বিছানা থেকে উঠতে পারছি না।গত দুই দিন ধরে অসুস্থ কিন্তু আজকে বেশি।

আমার প্রিয় ফেসবুক পরিবার,ফলোয়ারস,শুভানুধ্যায়ী,পরিবার ও বন্ধুদের সবার কাছে দোয়া প্রার্থনা করছি🙏।

আসলেই আমরা অসুস্থ হলেই বুঝতে পারি সুস্থতা আল্লাহ তায়ালার কত বড় নিয়ামত😢।

20/09/2025

পড়ন্ত বিকেলের রক্তিম সূর্যাস্ত।
দিনের শেষে সুর্য ক্লান্ত তাই সে অস্ত যাচ্ছে ।

゚viralシalシ

This was one of my favorite reels. I miss my beautiful Kids so much.এটা আমার প্রিয় রিলগুলোর মধ্যে একটা ছিল। আমার সুন্দর ...
20/09/2025

This was one of my favorite reels. I miss my beautiful Kids so much.
এটা আমার প্রিয় রিলগুলোর মধ্যে একটা ছিল। আমার সুন্দর বাচ্চাদের খুব মিস করি।

゚viralシalシ

📆📲🛟🔔গত কয়েক সপ্তাহ ধরেই হাসান অফিসে প্রচণ্ড চাপের মধ্যে ছিল। একটার পর একটা রিপোর্ট জমা দেওয়া, মিটিং, কাস্টমারের অভিযোগ...
20/09/2025

📆📲🛟🔔গত কয়েক সপ্তাহ ধরেই হাসান অফিসে প্রচণ্ড চাপের মধ্যে ছিল। একটার পর একটা রিপোর্ট জমা দেওয়া, মিটিং, কাস্টমারের অভিযোগ সামলানো—সব মিলিয়ে দিন শুরু হতো সকাল ৮টায়, শেষ হতো রাত ১০টার পর। বাড়ি ফিরেই হাসান কখনো শুধু জামা পাল্টে সোফায় হেলে পড়ত, কখনো আবার খাবার খেতেই ভুলে যেত।

👏🧱👮শরীর আর মন—দুটোই ক্লান্ত হয়ে পড়ছিল, কিন্তু হাসান সেটা পাত্তা দিচ্ছিল না। “আরেকটু কাজ করলেই তো ছুটি পাবো, একটু ধৈর্য ধরলেই হয়”—এই ভেবে চলছিল সে।

🛺🔁⌚️📞🤦একদিন সকালে হাসান ঘুম থেকে উঠে দেখল ঘড়ি ৮টা বেজে গেছে! অফিস শুরু ৮:৩০-এ! তড়িঘড়ি করে বের হয়ে গেল, না খেয়ে। রাস্তা ভর্তি ট্রাফিক, তার মধ্যেই হর্ন, গরমে গা ঘেমে একেবারে ভিজে গেছে।

📯🥳🚥🚦চোখের নিচে কালি, মনের মধ্যে ঝাঁজ। ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকতে থাকতে একবার চোখ বন্ধ করল। হঠাৎ হর্নের শব্দে চমকে উঠল—সে তো কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিল!

অফিসে গিয়ে রিপোর্টে ভুল করে ফেলল, বস রেগে গেলেন। দুপুরে ক্লায়েন্টের সামনে কথা বলার সময় জড়তা, মাথা ঘোরা। মনে হচ্ছিল, সে যেন একটা রোবট—মাথা কাজ করছে না🦾🦿🤖

সেদিন রাতে বাসায় ফিরে সে একেবারে ভেঙে পড়ল। ছোট মেয়ে এসে বলল, “আব্বু, তুমি সারাদিন এত ক্লান্ত থাকো কেন? আমার সঙ্গে খেলবে না?”🧸🪀🪁

হাসান হেসে দিলেও ভেতরে কেমন একটা চিনচিনে ব্যথা লাগল। সে বুঝল, শরীর আর মন দুটোই অবহেলার ফলে বিপর্যস্ত🤬😨🤬

পরের দিন থেকে হাসান সিদ্ধান্ত নিল:
• রাতে অন্তত ৭ ঘণ্টা ঘুমাবে,
• সপ্তাহে একদিন অফিস থেকে ছুটি নিয়ে মেয়ের সঙ্গে সময় কাটাবে,
• প্রতিদিন অফিস শেষে ১৫ মিনিট হাঁটবে আর সন্ধ্যায় ফোন বন্ধ রাখবে।

এক মাস পর সহকর্মীরা বলল, “হাসান ভাই, আপনি আগের থেকে অনেক চনমনে দেখাচ্ছেন🤣😘🎉🧘

হাসান হেসে বলল,
“ভালো থাকাটা আসলে নিজের একটা দায়িত্ব। ক্লান্তি অনেক কিছু কেড়ে নেয়, কিন্তু একটু যত্ন নিলেই আবার সব ঠিক হয়ে যায়।”

বিঃদ্রঃ উপরের গল্পটা নিজের সাথে প্রায় প্রতিদিনই ঘটে।

ক্লান্তি কোনো সাধারণ বিষয় না। তা যদি অবহেলা করো, ধীরে ধীরে শরীর, মন, সম্পর্ক—সবকিছুকে নষ্ট করে দিতে পারে। কিন্তু সচেতন হলে, নিজের প্রতি যত্ন নিলে জীবন আবার ঠিক পথে ফিরে আসে😩😫🥴😪😥😓😣😰🥱🥱

#জীবনেরগল্প #ক্লান্তিজয় #বাংলাগল্প

19/09/2025

সম্পর্ক গড়তে সবাই জানে কিন্তু সম্পর্ক রক্ষা করতে কজনই বা জানে বলুন।আমার ছোট বেলার স্মৃতিচারণ।

゚videoviralシallシ2025 #স্মৃতিচারণ #ছোটবেলারস্মৃতিচারণ

গরমে একটু প্রশান্তি।
19/09/2025

গরমে একটু প্রশান্তি।

It is the breath of morning. এটা হলো সকালের Energy এবং সকালের নিশ্বাস।
19/09/2025

It is the breath of morning.
এটা হলো সকালের Energy এবং সকালের নিশ্বাস।

শুভ দুপুর। আজকের লাঞ্চ।
18/09/2025

শুভ দুপুর। আজকের লাঞ্চ।

🎁🥰👯‍♀️পৃথিবীর সবচেয়ে সুন্দরময় জিনিস হলো প্রেম❤️প্রেম।যখন আপনি প্রেমে পড়নে,তখন আপনার সমস্ত ইন্দ্রিয় সক্রিয় হয়ে ওঠে শুধুমা...
17/09/2025

🎁🥰👯‍♀️পৃথিবীর সবচেয়ে সুন্দরময় জিনিস হলো প্রেম❤️প্রেম।যখন আপনি প্রেমে পড়নে,তখন আপনার সমস্ত ইন্দ্রিয় সক্রিয় হয়ে ওঠে শুধুমাত্র একজন মানুষকে কেন্দ্র করে। সেই মানুষটিকে ঘিরেই আমাদের সব চিন্তা-ভাবনা, আশা-আকাঙ্ক্ষা আবর্তিত হয়💐💐

প্রেমে থাকাকালীন সময়ে আমরা একে অপরকে নিজেদের সবচেয়ে সুন্দর দিকগুলো দেখাতে চাই। যেমন—

💃👗👔👔ড্রেসের ব্যাপারটা ধরো: আমরা যখন প্রিয় মানুষটির সাথে দেখা করতে যাই, তখন অজান্তেই এমন একটি পোশাক বেছে নেই যা আমাদের সবচেয়ে সুন্দর, সবচেয়ে স্মার্ট এবং সবচেয়ে আকর্ষণীয় করে তোলে। কারণ সেই মুহূর্তে আমরা চাই প্রিয় মানুষটি যেন আমাদের দেখে মুগ্ধ হয়📱💝🎊

কিভাবে বুঝবেন আপনি প্রেমে পড়েছেন?
• যখন দেখবেন, কোনো নির্দিষ্ট একজন পুরুষ বা নারীর সাথে কয়েকদিন দেখা না হলে ভেতরে ভেতরে একধরনের অস্থিরতা কাজ করছে😩😠😬
• কর্মস্থলে বা বন্ধুদের সাথে ঘটে যাওয়া কোনো বিশেষ ঘটনা আপনি তার সাথে শেয়ার না করা পর্যন্ত আপনার মন আকুল হয়ে আছে🏋️🧑‍🚒📍
• আপনি আপনার সারাদিনের কর্মকাণ্ডের ভিতর সুযোগ খুঁজছেন তার সাথে কথা বলার📣🗣️🔊

এগুলোই ইঙ্গিত দেয় যে আপনার হৃদয় প্রেমের রঙে রঙিন হয়ে গেছে।

আর বিয়ে পুরোপুরি একজন আরেকজনের প্রতি দায়িত্ব-কর্তব্য সম্পন্ন একটি বিষয়। এই ধরুন, সকালে ঘুম থেকে উঠেই এই চিন্তা করতে হবে নাস্তার আয়োজন কী হবে। দুপুরে রান্না কী করতে হবে নিজের জন্য, সাথে হাসবেন্ড-বাচ্চাদের জন্যও🍔🌭🥗🥪

অন্যদিকে পুরুষরা চাকরি, ব্যবসা, বাহিরের কাজ—এসব নিয়ে পরিবারকে ভালো রাখার চিন্তা করে🧑‍💼📁🗃️

নিজের তোয়ালে অন্যের সাথে শেয়ার করা থেকে শুরু করে সকালে ঘুম থেকে উঠে কে আগে টয়লেটে যাবে সেটি নিয়ে যুদ্ধ করাই হলো বিয়ে🚽🧻👝🧴

তবে হ্যাঁ, এগুলো না থাকলে জীবন রঙিন হতো না। শুধু মাত্র একটি রং থাকতো—হয় সাদা না হয় কালো। আর বিবাহিত জীবনে যে কাপলগুলো এই বিষয়গুলোকে ব্যালান্স করে চলতে জানে, আপাতদৃষ্টিতে তারাই সুখী কাপল🧑‍❤️‍💋‍🧑🥰👩‍❤️‍💋‍👨👩‍❤️‍👩

#প্রেম #ভালোবাসা #প্রেমেরঅনুভূতি #প্রেমিকপ্রেমিকা #বিয়ে #দাম্পত্যজীবন #স্বামীস্ত্রী #বিয়েরসুখ #জীবন #বাংলাQuotes

পকৃতির জল রং।
17/09/2025

পকৃতির জল রং।

Adresse

Toulouse

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque ইচ্ছে গুলো By Popy publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à ইচ্ছে গুলো By Popy:

Partager