
22/09/2025
🇵🇰🇧🇩🕴️📺🖥️সম্প্রতি পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির বাংলাদেশ সফর করেছেন। গত দুইদিন ধরে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। আমাদের দেশের অনেক অভিনেতা-অভিনেত্রীও তার সঙ্গে ছবি ও ভিডিও শেয়ার করছেন, যা অনেকের কাছে আনন্দের বিষয় হয়ে দাঁড়িয়েছে📼📀📹📽️🎥
অভিনেত্রী হিসেবে হানিয়া আমিরকে আমি ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করি👍👍👍 তার বেশ কিছু টিভি সিরিয়াল দেখেছি এবম সত্যিই মুগ্ধ হয়েছি। নিঃসন্দেহে তিনি একজন প্রতিভাবান এবং সুন্দরী শিল্পী। তবে আমার মনে একটি প্রশ্ন জাগছে—এখনকার রাজনৈতিক প্রেক্ষাপটে হঠাৎ করে এত বড় মাপের একজন পাকিস্তানি তারকা কেন বাংলাদেশ ভ্রমণে এলেন?
স্বাধীনতার পর থেকে ভারতীয়🇮🇳🇮🇳 চলচ্চিত্র এবং অভিনয়শিল্পীদের বাংলাদেশে আগমন খুব সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে তা হয়নি। ৫৪ বছরের স্বাধীনতার ইতিহাসে ক্রিকেটের🥎🥎 মাধ্যমে ছাড়া বাংলাদেশে পাকিস্তানের উপস্থিতি বিশেষভাবে দেখা যায়নি। যদিও সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানি টিভি সিরিয়াল বাংলাদেশে দারুণ জনপ্রিয়তা পেয়েছে এবং তা দর্শকরা খোলা মনে গ্রহণ করেছেন।
তবুও রাজনৈতিক বাস্তবতা ভিন্ন। বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের এমন একজন তারকার হঠাৎ বাংলাদেশে আসা অনেকের মাঝেই কৌতূহল ও প্রশ্ন তৈরি করেছে????আমার মতন আর কার কার মাথায় এই রকম প্রশ্ন ঘুকপাক খাচ্ছে????????????
বিঃদ্রঃ
🌎🌐🌏🏆গ্লোবালাইজেশনের এই যুগে সিনেমা, নাটক, সিরিয়াল ও সোশ্যাল মিডিয়ার তারকারা এক দেশ থেকে আরেক দেশে সহজেই জনপ্রিয় হয়ে ওঠেন। যৌথ প্রযোজনার ছবিও তাই স্বাভাবিকভাবে বাড়ছে। তবে এসব যেন কেবল সংস্কৃতি ও বিনোদনের পরিসরেই সীমাবদ্ধ থাকে, রাজনীতির ক্ষেত্রে কোনো প্রভাব না ফেলে—এটাই মূল প্রত্যাশা🍿🎥🎬📀🎞️📽️
*****আমি চাই না বাংলাদেশ ভারত কিংবা পাকিস্তানের ছায়াতলে থেকে রাজনীতি পরিচালনা করুক🗳️🪧🫅👸👑⚜️🤴🏛️আমাদের দেশের রাজনীতি এগিয়ে যাক শুধুমাত্র বাংলাদেশের জনগণের ইচ্ছা, চাওয়া-পাওয়া এবং ভালোবাসাকে কেন্দ্র করে। একজন ক্ষুদ্র, সচেতন নাগরিক হিসেবে আমার প্রত্যাশা—আমার দেশটি হোক সত্যিকারের জনগণের দেশ।
The Fact Is Hania Amir