05/10/2025
প্রায় আট নয় বছর যাবত ফ্রান্সের তুলুজ এ আছি।Toulouse শহরে প্রায় অনেক বাংলাদেশিরাই বসবাস করে। তুলুজে আসবার আগে যে শহরে ছিলাম সেখানে সাত বছরের মতো একাই ছিলাম। সেখানে কোন বাঙালি বলতে কি, কোন এশিয়ানও ছিল না। দুই একজন রাশিয়ান এবং ফ্রেঞ্চ বন্ধু-বান্ধবের সাথে চলেছি। এখন অব্দি পর্যন্ত আমাদের বন্ধুত্বের সম্পর্কটা ঠিক আগের দিনের মতোই আছে। তুলুজে আসবার পর এত বাঙালির ভীরে দুই একজন বাঙালি টেনেটুনে নিয়ে গিয়েছিল তাদের সাথে মিশতে।
ভাইরে ভাই, একে তো খাইছি বাশ তার উপরে যে মেন্টালি টর্চার এটা আজকে আর নাই লিখি। তার চাইতেও সবচেয়ে বড় কথা একের পর এক গুজব ছড়াতে তারা এতোটুকু দ্বিধাবোধ করেনি।
এখানে একটি কথা লিখতেই হবে, হাজার খারাপ মানুষের ভিড়ে কিছু ভালো মানুষও থাকে তাদের প্রতি আমার অবশ্যই শ্রদ্ধা এবং ভালোবাসা থাকবে সারা জীবন।
এখন আসি মেইন কথায়,
সবচাইতে রিসেন্ট এবং হাইলাইট গুজব যেটা আমরা নাকি কানাডা শিফট হয়ে যাচ্ছি পুরো পরিবার সহ। যাদের সাথেই দেখা হচ্ছে সবাই ওই একই প্রশ্ন আপনারা নাকি কানাডা সেটেল হয়ে যাচ্ছেন?
সব থেকে মজার বিষয় হচ্ছে, এই কথা নাকি আমিই বলেছি যে আমরা কানাডা সেটেল হয়ে যাব😒
ফেইসবুক একটা পাবলিক প্লেস যেখানে আমি সব সময় যতটুকু আপনাদের মাঝে শেয়ার করা প্রয়োজন বোধ করি ততটুকুই শেয়ার করি। এর বাইরে ও আমার পার্সোনাল যে বিষয়গুলো থাকে সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি না। আমি কেন আমার মতে যারা এই জিনিসগুলো বোঝে তারা কখনোই করে না। কিন্তু ভাই দেয়ালের পিট ঠেকে গেছে🥴
ভদ্র এবং স্টাবলিস্ট ফ্যামিলি থেকে এসেছি, এর মানে এই না সব চাষাদের চাষাগিরি আমাকে মেনে নিতে হবে।
সবশেষে একটা কথাই লিখব, বদদোয়া নিয়েন না ।বদদোয়া নিলে আপনার পরিবারসহ যেভাবে সুখে শান্তিতে এখন আছেন না ধ্বংস হয়ে যাইতে একটা সেকেন্ড ও লাগবেনা।
মনে রাখবেন আপনার জীবনের প্রত্যেকটা ধ্বংসের পিছনে আপনার কর্মফলই দায়ী।