Farhana's Kitchen & Daily Vlogs

Farhana's Kitchen & Daily Vlogs Hello everyone,

Welcome to Farhana's Kitchen and daily Vlogs. This the page of my daily family life. Cooking and Vlogging
(2)

03/11/2025
27/10/2025

অনেকদিন পর আড্ডা দিতে চলে এলাম তোমাদের ছোটুকে নিয়ে

21/10/2025

ছেলেরা যতই সাহসই হোক না কেন বাজারে গেলে ১০০০ টাকার জিনিস ১০০ টাকা বলার সাহস একমাত্র আমাদেরই আছে🥴🥴

সম্মান রক্ষা করা কখনো অপরাধ নয়, যেখানে তোমার জন্য অবমাননা থাকে, সেখান থেকে নিরবে সরে যাওয়াই শ্রেষ্ঠ প্রতিকার।সব জায়গা...
21/10/2025

সম্মান রক্ষা করা কখনো অপরাধ নয়, যেখানে তোমার জন্য অবমাননা থাকে, সেখান থেকে নিরবে সরে যাওয়াই শ্রেষ্ঠ প্রতিকার।
সব জায়গায় থাকার প্রয়োজন নেই, সব সম্পর্ক টিকিয়ে রাখা ও বুদ্ধিমানের কাজ নয়।
যেখানে তোমাকে হেও করা হয়, সেখানে তোমার অনুপস্থিতি তোমার মর্যাদা।
জীবনে মানুষ অনেক কিছুই হারায়, কিন্তু আত্মসম্মান হারালে নিজের অস্তিত্বই মুছে যায়।
তাই যেখানে তোমার অবমাননা আছে,
সেখানে তোমার স্থান শূন্যই থাকুক।
কারণ শূন্যতা কখনো অপমানের চেয়ে ভারী হয় না...!

By the way, This beautiful dress was gifted to me by my childhood friend. Thank you dosto Sinthea khan 😘

Alhamdulillah আজকের দিনটি আমার জন্য অনেক স্পেশাল। একজন মা হিসেবে যখন দেখি আমার প্রত্যেকটি কষ্ট, ধৈর্য, সাধনা যখন অল্প অল...
07/10/2025

Alhamdulillah
আজকের দিনটি আমার জন্য অনেক স্পেশাল। একজন মা হিসেবে যখন দেখি আমার প্রত্যেকটি কষ্ট, ধৈর্য, সাধনা যখন অল্প অল্প করে সার্থক হতে যাচ্ছে তখন নিজের মনে এমন একটা শান্তি অনুভব করি যে শান্তি মনে হয় আর কোন কিছুতে পাওয়া সম্ভব না। এই প্রথম ফ্রান্সের তুলুজের কোন পুলিশ স্টেশনে ইন্টার্নি করার সুযোগ পেয়েছে আমাদের বড় নবাব। যদিও গতকাল থেকেই শুরু করেছে এক সপ্তাহের জন্য লাভাস নামক যে স্টেশনটি রয়েছে Information légales de l'établissement COMMISSARIAT DE POLICE - NORD à TOULOUSE সেখানে করছে। পরবর্তীতে তুলুজের মেইন সেন্টারে আবার এক সপ্তার জন্য করবে ইনশাআল্লাহ।

তোমাদের সকলের কাছে আমার সন্তানদের জন্য আমি দোয়া চাইছি ওরা যেন মানুষের মতো মানুষ হয়ে আমার কষ্ট সার্থক করতে পারে।🤲

প্রায় আট নয় বছর যাবত ফ্রান্সের তুলুজ এ আছি।Toulouse শহরে প্রায় অনেক বাংলাদেশিরাই বসবাস করে। তুলুজে আসবার আগে যে শহরে ...
05/10/2025

প্রায় আট নয় বছর যাবত ফ্রান্সের তুলুজ এ আছি।Toulouse শহরে প্রায় অনেক বাংলাদেশিরাই বসবাস করে। তুলুজে আসবার আগে যে শহরে ছিলাম সেখানে সাত বছরের মতো একাই ছিলাম। সেখানে কোন বাঙালি বলতে কি, কোন এশিয়ানও ছিল না। দুই একজন রাশিয়ান এবং ফ্রেঞ্চ বন্ধু-বান্ধবের সাথে চলেছি। এখন অব্দি পর্যন্ত আমাদের বন্ধুত্বের সম্পর্কটা ঠিক আগের দিনের মতোই আছে। তুলুজে আসবার পর এত বাঙালির ভীরে দুই একজন বাঙালি টেনেটুনে নিয়ে গিয়েছিল তাদের সাথে মিশতে।
ভাইরে ভাই, একে তো খাইছি বাশ তার উপরে যে মেন্টালি টর্চার এটা আজকে আর নাই লিখি। তার চাইতেও সবচেয়ে বড় কথা একের পর এক গুজব ছড়াতে তারা এতোটুকু দ্বিধাবোধ করেনি।
এখানে একটি কথা লিখতেই হবে, হাজার খারাপ মানুষের ভিড়ে কিছু ভালো মানুষও থাকে তাদের প্রতি আমার অবশ্যই শ্রদ্ধা এবং ভালোবাসা থাকবে সারা জীবন।

এখন আসি মেইন কথায়,
সবচাইতে রিসেন্ট এবং হাইলাইট গুজব যেটা আমরা নাকি কানাডা শিফট হয়ে যাচ্ছি পুরো পরিবার সহ। যাদের সাথেই দেখা হচ্ছে সবাই ওই একই প্রশ্ন আপনারা নাকি কানাডা সেটেল হয়ে যাচ্ছেন?

সব থেকে মজার বিষয় হচ্ছে, এই কথা নাকি আমিই বলেছি যে আমরা কানাডা সেটেল হয়ে যাব😒

ফেইসবুক একটা পাবলিক প্লেস যেখানে আমি সব সময় যতটুকু আপনাদের মাঝে শেয়ার করা প্রয়োজন বোধ করি ততটুকুই শেয়ার করি। এর বাইরে ও আমার পার্সোনাল যে বিষয়গুলো থাকে সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি না। আমি কেন আমার মতে যারা এই জিনিসগুলো বোঝে তারা কখনোই করে না। কিন্তু ভাই দেয়ালের পিট ঠেকে গেছে🥴

ভদ্র এবং স্টাবলিস্ট ফ্যামিলি থেকে এসেছি, এর মানে এই না সব চাষাদের চাষাগিরি আমাকে মেনে নিতে হবে।
সবশেষে একটা কথাই লিখব, বদদোয়া নিয়েন না ।বদদোয়া নিলে আপনার পরিবারসহ যেভাবে সুখে শান্তিতে এখন আছেন না ধ্বংস হয়ে যাইতে একটা সেকেন্ড ও লাগবেনা।
মনে রাখবেন আপনার জীবনের প্রত্যেকটা ধ্বংসের পিছনে আপনার কর্মফলই দায়ী।

04/10/2025

দেখো, একদিন আমি পৃথিবীর সমস্ত সৌন্দর্য নিয়ে পালিয়ে যাব। সেদিন তুমি শুধু আমার মাঝেই পৃথিবীর সৌন্দর্য খুঁজবে....

30/09/2025

সন্তানদের শিক্ষিত ও সফল করে তোলার স্বপ্ন, তাদের সুন্দর ভবিষ্যৎ এর পিছে ছুটতে ছুটতে এখন নিজেকে ভুলে গেলেও এর ভেতরে নিজের সার্থকতা খুঁজে পাই।

জীবনে কে থাকলো আর কে থাকলো না এসব নিয়ে বেশি মাথা ঘামাবেন না। আত্মসম্মান নষ্ট করে কারো সঙ্গ হওয়ার চেয়ে, আত্মসম্মান ধরে...
29/09/2025

জীবনে কে থাকলো আর কে থাকলো না এসব নিয়ে বেশি মাথা ঘামাবেন না। আত্মসম্মান নষ্ট করে কারো সঙ্গ হওয়ার চেয়ে, আত্মসম্মান ধরে রেখে একা থাকাই শ্রেয়।
থাকলে থাকো না থাকলে দূরে যায়া মরো 😒
ব্যাস কথা শেষ..🥴🥴

27/09/2025

পড়তে পড়তে মানুষ টায়ার্ড হয়ে যায় শুনছি কিন্তু ছোটুর মুখ যে টায়ার্ড হয়ে গেছে এই আসল কথাটা আমাদের ছোটু বললো।

Adresse

Toulouse

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Farhana's Kitchen & Daily Vlogs publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager