Farhana's Kitchen & Daily Vlogs

Farhana's Kitchen & Daily Vlogs Hello everyone,

Welcome to Farhana's Kitchen and daily Vlogs. This the page of my daily family life. Cooking and Vlogging
(3)

02/01/2026

তিনজন মানুষকে কখনো ক্ষমা করতে নেই....

23/12/2025

কাউকে বিশ্বাস করাটা কোন অপরাধ নয়, কারো বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে ঠকানোটাই সব থেকে বড় অপরাধ...

আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর বাড়ি যা মক্কার হারাম শরীফের পাশেই অবস্থিত। যদিও কিছুদিন আগেও বাড়িটির ভিত...
05/12/2025

আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর বাড়ি যা মক্কার হারাম শরীফের পাশেই অবস্থিত। যদিও কিছুদিন আগেও বাড়িটির ভিতরে গিয়ে ভিজিট করা যেত, বর্তমানে এটি বন্ধ রাখা আছে।

04/12/2025

কখনো ভাবিনি, হারাম শরীফে বসে মক্কার আজান নিজ কানে শুনবো। সুবহানাল্লাহ

03/12/2025

This place is waiting for you…!

03/12/2025

একজন মেয়ে হিসেবে বাবা মায়ের জন্য কতটুকু করতে পারছি কিংবা পেরেছি সেটা আমার জানা নেই, শুধুমাত্র চেষ্টা করে যাচ্ছি বাকিটুকু উপর আল্লাহ যদি কবুল করে নেন।

02/12/2025

আল্লাহ সুবহানাতায়ালার উপর আত্মবিশ্বাস,সৎনিয়ত রেখে আপনি যা চাইবেন আল্লাহ তাই পূরণ করবেন। আব্বু আম্মুর সাথে মদিনা এয়ারপোর্টে যখন দেখা হয় এর ফিলিংসটাই অন্যরকম ছিল। একটাবার ভাবুন তো, ১১ বছর আগে করা নিয়ত যখন পূরণ হয় তখন কেমন হতে পারে সেই সময়টা... আলহামদুলিল্লাহ্

30/11/2025

মসজিদে নববী বা মদিনা গ্র্যান্ড মসজিদ মুসলমানদের কাছে দ্বিতীয় পবিত্রতম স্থান হিসাবে বিবেচনা করা হয়। ইসলাম প্রচারের শুরুর দিকে তৎকালীন কেন্দ্র মদিনায় এই মসজিদ তৈরি করা হয়েছিল। ইসলামের নবী মোহাম্মদ এই মসজিদের প্রথম ইমাম ছিলেন।
আজকের সৌদি আরবের মক্কা থেকে মদিনা-তৎকালীন ইয়াথরিবে হিজরতের পর প্রথম বছরে ইসলামের নবী এই মসজিদটি নির্মাণ করেছিলেন।
যাকে আরবি ভাষায় আল-মাসজিদ আল-নবাউইজ বলা হয়। এটি মদিনায় নির্মিত দ্বিতীয় মসজিদ।
এর আগে এখানে ক্যুবা মসজিদ ছিল, সাফিউর রাহমান আল-মুবাকারাকফুরি তার, ‘দ্য সিলড নেকটার’ বইতে এমনটা উল্লেখ করেন।
এটি এমন এক স্থান যেখানে দশ লাখ বছরের পুরনো ইসলামিক স্মৃতিস্তম্ভ রয়েছে।

ইসলামি ঐতিহ্য অনুসারে মসজিদে নববিতে যে নামাজ আদায় করা হয়, তা আল-মসজিদ-আল-হারাম (কা’বা) ব্যতীত অন্য যেকোনো মসজিদে এক হাজার নামাজ আদায় করার চাইতেও উত্তম।

ইসলামের নবী এবং তাঁর দু'জন ঘনিষ্ঠ সহচরের (আবুবকর ও উমর) সমাধি এখানে রয়েছে। সেই সাথে নবীর অন্যান্য স্ত্রীর বাড়িঘর এবং রওদা (জান্নাতের উদ্যানের ঝর্ণা) অবশেষে মসজিদের ভেতরে অন্তর্ভুক্ত করা হয়েছে। শত শত বছর ধরে মসজিদটি সম্প্রসারণের কারণেই তা সম্ভব হয়েছে।
সহীহ আল বুখারীর আবু-হুরায়রার মতে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "আমার বাড়ী এবং মিম্বরের মাঝে জান্নাতের বাগানের একটা অংশ আছে"।

প্রায় ১৪ শত বছর আগে অর্থাৎ ৬৩২ খ্রিষ্টাব্দে এই মসজিদটি ইসলামের নবীর বাড়ির কাছে নির্মাণ করা হয়।
১,৪০০ বছরেরও বেশি সময় ধরে কয়েক দফায় নকশা পরিবর্তন ও সম্প্রসারণের মধ্য দিয়ে চলে এর নির্মাণ কাজ।
এর মধ্যে সবচেয়ে বড় নির্মাণ কাজটি পরিচালনা করেছিলেন প্রয়াত বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ, যা এখনও অব্যাহত রয়েছে।
চলমান সম্প্রসারণ কাজের মধ্যেই প্রতি বছর লাখ লাখ দর্শনার্থী এবং হজযাত্রী মসজিদটিতে ভিড় করেন।
ধারণা করা হয়, পুরো কাজ শেষ হওয়ার পর এই মসজিদে প্রায় ১৮ লাখ মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন।

আরাফার ময়দান, যেখানে নবী আদম (আ.) এবং মা হাওয়া (আ.) পৃথিবীতে আসার পর পুনরায় মিলিত হয়েছিলেন। এই ময়দানটি হজের অন্যতম ...
28/11/2025

আরাফার ময়দান, যেখানে নবী আদম (আ.) এবং মা হাওয়া (আ.) পৃথিবীতে আসার পর পুনরায় মিলিত হয়েছিলেন। এই ময়দানটি হজের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান, যা ‘আরাফার ময়দান’ নামে পরিচিত এবং এখানে অবস্থান করা হজের একটি ফরজ অংশ। এখানে হজরত মুহাম্মদ (সা.) তাঁর ঐতিহাসিক বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, যেখানে মানবাধিকার, নারীর অধিকার এবং ইসলামের মৌলিক নীতিমালা ঘোষণা করা হয়।
আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে পবিত্র স্থানটি জিয়ারা করে আসলাম।

27/11/2025

The best day of my life will be the day when Allah calls me to his home with me and my family 🤲

"আল্লাহুম্মা আজিরনি মিনান্নার" হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নাম থেকে পরিত্রান দিন।আমিন..
27/11/2025

"আল্লাহুম্মা আজিরনি মিনান্নার"
হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নাম থেকে পরিত্রান দিন।আমিন..

Adresse

Toulouse

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Farhana's Kitchen & Daily Vlogs publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager