Mithu Vai

Mithu Vai মিঠু ভাই

18/06/2024
24/11/2023
30/08/2023

মেসির সাক্ষাৎ করা পর কি হল 😷

13/04/2023

২৫ বছর এর সদ্য গ্রেজুয়েট। মধ্যবিত্ত পরিবারে যার গড়ে উঠা।বের হতে না হতেই তার কাঁধে যেন সে পরিবারের দায়িত্ব নেওয়ার চাপ। কিন্তু তার কাঁধে আকাশ পরিমান কল্পনা,স্বপ্ন, উচ্চাকাঙ্খা।ঐ ২৫ বছরের তরুন/ তরুনীর ও মন চায় চার দেয়ালের চিন্তা কে ঠেলে ঝুম বৃষ্টি তে মন ভিজাতে।পাহাড় এর সুউচ্চ তে দাঁড়িয়ে প্রানভরা নিস্বাস নিতে।বিশালতার দিকে সে নিজেকে বলে ইশ!জীবন এর কিছু জিনিস যদি রিসাইকেল করা যেত, জীবন এ করা কিছু ভুল গুলো যদি ফুল হয়ে যেত!!!আসবে না,আর কখন ই আসবে না।বিষন্ন অস্তিরতার সময় গুলোতে আপন মানুষ গুলো কেমন যেন অচেনা বিহেভ করে।আমাদের শুন্যতায় তারাও নেই,যাদের আকাশ সম শুন্যতায় আমরা ছিলাম।
গন্তব্যতে সবাই যায়, কেও আগে,কেও বা পরে
মাঝখানে আপন, পর এর লিলাখেলা দেখতে দেখতে
ভিষন ক্লান্ত অনুভব হয়,ভিষন।আমাদের ভিতরে লুকিয়ে থাকা ফিনিক্স পাখিটাকে আমারাও ভুলে যাই, সমাজ,পরিবারের চার দেয়ালে

13/04/2023

২৫ টাকা দিয়ে এক লিটার পানি কিনে দোকানদারকে ১০০ টাকার একটা নোট দিয়েছেন। দোকানদার ভুলবশত আপনার ১০০ টাকার নোটটাকে ৫০০ টাকার নোট ভেবে আপনাকে ৭৫ টাকা দেয়ার বদলে ৪৭৫ টাকা ফেরত দিয়েছে। আপনিও বেখেয়ালিভাবে টাকাটা হাতে নিয়ে দোকান থেকে বের হয়ে এসেছেন।

কিছুদূর আসার পর আপনার হঠাৎ করেই মনে হলো --ছোট একটা ভুল হয়ে গেছে। দোকানদারের কাছ থেকে টাকাটা নেয়ার সময় ভালো করে দেখে নেয়া উচিত। এরা প্রায়শই ভাংতি দিতে গিয়ে ছেঁড়া-ফাঁড়া নোট ঢুকিয়ে দেয় কিংবা টাকা কম-বেশিও হয়ে যায়। বিশেষ করে ক্রেতাদের ভিড়ের সময়গুলোতে।

ভাবতে ভাবতে হাতের মুষ্টিতে থাকা টাকাগুলোর দিকে তাকিয়ে আপনি হকচকিয়ে গেলেন। চোখ বড় করে টাকার নোটগুলোর দিকে তাকিয়ে আছেন।আপনি দোকানদারকে একটা ১০০ টাকার নোট দিয়েছেন আর সে আপনাকে চার চারটে ১০০ টাকার নোট ফিরিয়ে দিয়েছে সাথে ৭৫ টাকা খুচরাও আছে।ভাবছেন, দোকানদার কি গাঞ্জা খেয়ে দোকানে বসেছে। এইভাবে ব্যবসা করলে লাল বাতি জ্বলতে বেশিদিন লাগবে না।

এবার আপনি মাঝপথে দাঁড়িয়ে ভাবছেন --টাকাগুলো কী করবেন? দোকানে গিয়ে ফেরত দিয়ে আসবেন নাকি পকেটে ঢুকিয়ে বাড়িতে চলে যাবেন। আপনি যা খুশি করতে পারেন এর জন্য কেউ আপনাকে কিচ্ছু বলবে না, কোনো অভিযোগ করবে না। হাতের কাছে সুযোগ থাকা সত্বেও আপনি টাকাগুলো পকেটে না ঢুকিয়ে আবার দোকানে গিয়ে ফেরত দিয়ে আসলেন এবং পরবর্তীতে এরকম ভুল যেন না হয় সে বিষয়েও দোকানীকে সচেতন করে আসলেন।

একজন বিক্রেতা একজন ক্রেতার কাছে ঠিক এ রকমটাই প্রত্যাশা করে। আর আপনি সেটাই করেছেন। দোকানদারের টাকাগুলো ফিরিয়ে দিয়ে উত্তম চরিত্রের পরিচয় দিয়েছেন। দোকানদার আপনার ব্যাবহারে খুবই খুশি হয়েছে এবং তাঁর সাথে আপনার একটা সুসম্পর্ক তৈরি হয়ে গেছে।

এইযে আপনি একটা ভালো কাজ করেছেন। দোকানদারের টাকাগুলো ফিরিয়ে দিয়ে তাঁর উপকার করেছেন। কে জানে আপনার এই ছোট কাজটি আল্লাহ পছন্দ করে নিয়েছেন এবং আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে আপনাকে জান্নাতের অংশীদার করে নিয়েছেন!

ভাবুন তো একবার! দোকানদারের ৪০০ টাকা মেরে দিয়ে বড়জোর হলে আপনি একদিন চলতে পারতেন আর এই ৪০০ টাকা ফিরিয়ে দেয়ার কারণে আপনি জান্নাতের মালিক হয়ে যেতে পারেন। এই সুবর্ণসুযোগ কেন আপনি হাত ছাড়া করবেন? কোন দুনিয়ার লোভ লালসায় মজে আছেন আপনি? কেন আপনি অন্যের টাকা মেরে খাচ্ছেন? এই দুনিয়া তো কিছুই নয়। পরকালই হচ্ছে আমাদের আসল দুনিয়া। আমাদের যা কিছু করতে হবে সবই পরকালের উদ্দেশ্যে করত

26/12/2021

যে জেনে বুঝে কষ্ট দিয়েছে তোমায় | তাকেও যদি ভালোবাসতে পারো | তবে তুমি ভালোবেসেছো ❤️❤️

একজন লোক সৎ বা অসৎ থাকা পুরোপুরিভাবেই নির্ভর করে তার স্ত্রীর উপর।মিঠু ভাই
13/12/2021

একজন লোক সৎ বা অসৎ থাকা পুরোপুরিভাবেই নির্ভর করে তার স্ত্রীর উপর।
মিঠু ভাই

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Mithu Vai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share