Farzina UK

Farzina UK Assalamu Alaikum…❤️
Welcome to my page…🌹
I post everything!…❣️
(35)

মৃত্যুর নির্দিষ্ট কোন সময় নেই, নির্দিষ্ট কোন বয়স নেই!!একই পরিবারের ৭ জন ‍নিহতের ঘটনায়ডুকরে ডুকরে কাঁদছেন খাঁটিয়া আনার দ...
07/08/2025

মৃত্যুর নির্দিষ্ট কোন সময় নেই, নির্দিষ্ট কোন বয়স নেই!!

একই পরিবারের ৭ জন ‍নিহতের ঘটনায়
ডুকরে ডুকরে কাঁদছেন খাঁটিয়া আনার দায়িত্বে থাকা লোকজন, থেকে শুরু করে পুরো গ্রামজুড়ে চলছে কান্না আর কান্না।
যে কথাগুলো শুনলে কেউ কান্না ধরে রাখতে পারবে না!
ওমান ফেরত বাহার উদ্দিন বলেন, আমার বিয়ের ছয় মাস পরই ওমান চলে যাই। তখন আমার সন্তান তার মায়ের পেটে। সেই সন্তানকে আজ মাত্র একবার জড়িয়ে ধরার সুযোগ পেয়েছি। এখন মনে হচ্ছে কেন মেয়েটাকে আরেকটু আদর করলাম না। কেন আমার মাকে জড়িয়ে ধরলাম না। কেন আমার স্ত্রীকে একবার জড়িয়ে ধরলাম না। সবকিছু এতো দ্রুত শেষ হয়ে যাবে ভাবতেই পারিনি।
আল্লাহ তায়ালা উনাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন🤲

01/08/2025

Allah never rejects our Dua’s. He just answers them in different ways for us…Alhamdulillah!
❣️Jumma Mubarak!❣️

আপনি যদি মনে করেন, ভালোবাসা অতি সুন্দর ও সহজ তাহলে আপনি কেবল বৃষ্টির মনোরম পরিবেশ-ই উপভোগ করেছেন, কখনো ঝড়ের ভয়ানক দৃশ্যর...
21/07/2025

আপনি যদি মনে করেন, ভালোবাসা অতি সুন্দর ও সহজ তাহলে আপনি কেবল বৃষ্টির মনোরম পরিবেশ-ই উপভোগ করেছেন, কখনো ঝড়ের ভয়ানক দৃশ্যর সম্মুখীন হননি !!!

"একই কৌতুকে বারবার হাসতে না পারলে, একই কষ্টে কেন বারবার কাঁদো?"__চার্লি চ্যাপলিন__একবার মঞ্চে উঠে চার্লি চ্যাপলিন একটা ম...
17/07/2025

"একই কৌতুকে বারবার হাসতে না পারলে, একই কষ্টে কেন বারবার কাঁদো?"
__চার্লি চ্যাপলিন__

একবার মঞ্চে উঠে চার্লি চ্যাপলিন একটা মজার কৌতুক বললেন, হলভর্তি মানুষ একসাথে হেসে উঠল।

দ্বিতীয়বার সেই একই কৌতুক বললেন, এবার কিছু হাসি এলেও বেশিরভাগ চুপ।

তৃতীয়বার আবার বললেন একই কথা। পুরো হল নিস্তব্ধ।

তখন তিনি থেমে বললেন—
"যখন একই কৌতুকে বারবার হাসতে পারো না, তখন কেন একই কষ্টে বারবার কাঁদো?"

👉একটি নির্ভেজাল মজার মুহূর্ত দিয়ে চ্যাপলিন ছুঁয়ে গেলেন জীবনের গভীরতম সত্য 🥰

কখন জন্মেছি….কখন শেষ হয়ে গেলামকেউ খবর রাখে না…‍!পৃথিবীর একগুচ্ছমৃত ঘাসের মতো….!!!~জীবনানন্দ দাশ~
12/07/2025

কখন জন্মেছি….
কখন শেষ হয়ে গেলাম
কেউ খবর রাখে না…‍!
পৃথিবীর একগুচ্ছ
মৃত ঘাসের মতো….!!!

~জীবনানন্দ দাশ~

09/07/2025
অনেক সময় কথার সৌন্দর্যই সাফল্যের চাবিকাঠি🌹একদিন এক রাজা স্বপ্নে দেখলেন—তার মুখের সব দাঁত পড়ে গেছে। তিনি খুব চিন্তিত হয়...
07/07/2025

অনেক সময় কথার সৌন্দর্যই সাফল্যের চাবিকাঠি🌹

একদিন এক রাজা স্বপ্নে দেখলেন—তার মুখের সব দাঁত পড়ে গেছে। তিনি খুব চিন্তিত হয়ে এক জ্যোতিষীকে ডেকে পাঠালেন এবং স্বপ্নের কথা বললেন।

জ‍্যোতিষী স্বপ্নের ব্যাখ্যা করে বললেন,
"মহারাজ, এই স্বপ্নের অর্থ হলো আপনার চোখের সামনেই আপনার পরিবারের সকল প্রিয়জন মারা যাবে। আপনি একা বেঁচে থাকবেন।"

এ কথা শুনে রাজা ভীষণ রেগে গেলেন। এমন অশুভ কথা বলার জন্য তিনি সেই জ্যোতিষীকে মৃত্যুদণ্ড দিলেন।

পরে রাজা আরেকজন জ্যোতিষীকে ডেকে পাঠালেন এবং একই স্বপ্নের কথা বললেন।

দ্বিতীয় জ্যোতিষীটি মনোযোগ দিয়ে স্বপ্ন শুনে মৃদু হেসে বললেন,
"মহারাজ, আপনার আয়ু আপনার পরিবারের সকল সদস্যের চেয়ে দীর্ঘ হবে। আপনি দীর্ঘদিন সুস্থভাবে রাজত্ব করবেন।"

রাজা খুব খুশি হলেন এবং আনন্দের সঙ্গে সেই জ্যোতিষীকে পুরস্কৃত করলেন।

দুই জ্যোতিষী একই অর্থ বললেও পার্থক্য ছিল কেবল ‘কথা বলার ধরনে’। একজন পেল মৃত্যুদণ্ড, আর অন্যজন পেল পুরস্কার।

তাই বলা যায়, কথা বলার ভঙ্গিই পারে আপনার ভাগ্য নির্ধারণ করতে।
মধুর ভাষণ মানুষের হৃদয় জয় করে, আর তির্যক ভাষা আনে বিপদ।
সুন্দরভাবে কথা বলা শুধু সৌজন্যের পরিচয় নয়—এটা এক বিশেষ গুণ ॥

 #সময় কাউকে কখনো ঋণ দেয় না, শুধু ধার দিয়ে রাখে কিছু মুহূর্ত-একটা বিকেল, একটা হাসি, একটা হাত ধরা, যা হয়তো কোনো একদিন ফেরত...
05/07/2025

#সময় কাউকে কখনো ঋণ দেয় না, শুধু ধার দিয়ে রাখে কিছু মুহূর্ত-একটা বিকেল, একটা হাসি, একটা হাত ধরা, যা হয়তো কোনো একদিন ফেরত নিতে চায়!

আমরা ভুলে যাই, কখন কার থেকে কি নিয়েছি, প্রতিদানে কি দিয়েছি কিন্তু সময় কখনো কিছুই ভুলে না!

তাই সময়কে অবহেলা করো না, কারণ তার দেওয়া সবচেয়ে মূল্যবান জিনিস গুলো-ফিরে পাওয়ার সুযোগ দেয় না...॥

অতি চালাক ভালো না বিশেষ করে সেটা যদি হয় অন্যর ক্ষতির কারণ…!১. মিষ্টি বিক্রেতা মনে করে,আমি তো মিষ্টি খাই না। তাই এতে ভেজ...
27/06/2025

অতি চালাক ভালো না বিশেষ করে সেটা যদি হয় অন্যর ক্ষতির কারণ…!

১. মিষ্টি বিক্রেতা মনে করে,
আমি তো মিষ্টি খাই না। তাই এতে ভেজাল করলে আমার কোন সমস্যা নাই।

২. বেকারির মালিক মনে করে,
আমিতো বিস্কুট খাই না। তাই পঁচা ডিম-ময়দা দিয়ে বানালে আমার কোন সমস্যা নাই।

৩. ফল বিক্রেতা মনে করে,
আমিতো ফল খাই না। তাই কেমিকেল মিশালে আমার কোন সমস্যা নাই।

৪.মাছ বিক্রেতা মনে করে,
আমিতো ফরমালিনযুক্ত মাছ খাই না। তাই ফরমালিন মিশালে আমার কোন সমস্যা নাই।

দিনের শেষে-
১. মিষ্টি বিক্রেতা মিষ্টি বিক্রি করে বিস্কুট, ফল, মাছ কিনে নিয়ে বাসায় যায়।
২. বেকারির মালিক বিস্কুট বিক্রি করে মিষ্টি, ফল, মাছ কিনে নিয়ে বাসায় যায়।
৩. ফল বিক্রেতা ফল বিক্রি করে মিষ্টি, বিস্কুট, মাছ কিনে নিয়ে বাসায় যায়।
৪. মাছ বিক্রেতা মাছ বিক্রি করে ফল, বিস্কুট, মিষ্টি কিনে নিয়ে বাসায় যায়।

সবাই মনে মনে নিজেকে অনেক চালাক ভাবে;
অনেক লাভ করেছে ভেবে আত্মতৃপ্তির ঢেকুর তোলে।
আসলে তারা যে নিজেরাই নিজেদের ঠকাচ্ছে, ক্ষতি করছে তা ভাবতেও পারেনা।

"পরের অনিষ্ট চিন্তা করে যেইজন,
নিজের অনিষ্ট বীজ বপন করে সেইজন"॥

©️

25/06/2025

❣️ধাঁ ধাঁ❣️
বাবার ভাই চাচা আর চাচার অর্ধেক যা তাই আমার পছন্দ । বলেন দেখি সেটা কি ?
🤗

Address

Birmingham

Alerts

Be the first to know and let us send you an email when Farzina UK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category