
07/08/2025
মৃত্যুর নির্দিষ্ট কোন সময় নেই, নির্দিষ্ট কোন বয়স নেই!!
একই পরিবারের ৭ জন নিহতের ঘটনায়
ডুকরে ডুকরে কাঁদছেন খাঁটিয়া আনার দায়িত্বে থাকা লোকজন, থেকে শুরু করে পুরো গ্রামজুড়ে চলছে কান্না আর কান্না।
যে কথাগুলো শুনলে কেউ কান্না ধরে রাখতে পারবে না!
ওমান ফেরত বাহার উদ্দিন বলেন, আমার বিয়ের ছয় মাস পরই ওমান চলে যাই। তখন আমার সন্তান তার মায়ের পেটে। সেই সন্তানকে আজ মাত্র একবার জড়িয়ে ধরার সুযোগ পেয়েছি। এখন মনে হচ্ছে কেন মেয়েটাকে আরেকটু আদর করলাম না। কেন আমার মাকে জড়িয়ে ধরলাম না। কেন আমার স্ত্রীকে একবার জড়িয়ে ধরলাম না। সবকিছু এতো দ্রুত শেষ হয়ে যাবে ভাবতেই পারিনি।
আল্লাহ তায়ালা উনাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন🤲