
28/09/2025
“অন্ধে”র মতো সবার সঙ্গে পথ চলার আগে সাবধান হও..
অন্ধভাবে ভিড়ের সাথে চলা সহজ,
কারণ সেখানে নিজেকে আলাদা করে চিন্তাভাবনা করতে হয় না।
কিন্তু মনে রেখো—
👉 ভিড় সবসময় সঠিক পথে চলে না।
যেখানে সবাই যাচ্ছে, সেখানেই যে সত্যিকারের সাফল্য বা শান্তি আছে, এমন কোনো নিশ্চয়তা নেই।
বরং অনেক সময় ভিড়ের সাথে মিশে গিয়ে তুমি নিজের স্বপ্ন, লক্ষ্য আর অনন্যতাকে হারিয়ে ফেলো।
✨ তাই—
নিজের বুদ্ধি ব্যবহার করো।
বিশ্লেষণ করো কোনটা সঠিক আর কোনটা ভুল।
সঠিক হলে তবেই সেই পথে হাঁটো, নাহলে সাহসী হয়ে নিজের পথ তৈরি করো।
💡 ইতিহাসে যারা পরিবর্তন এনেছে, তারা ভিড়ের সাথে চলেনি—
তারা নিজেরাই নতুন ভিড় তৈরি করেছে।
👉 তাই, সিদ্ধান্ত তোমার—
অন্ধভাবে ভিড়ের পেছনে হাঁটবে, নাকি চোখ খুলে নিজের পথ নিজেই তৈরি করবে..!! ©️
゚