Deen E Haq

Deen E Haq আমাদের অবশ্যই নিজ কওমের অস্তিত্ব, ধারাবাহিকতা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

Fa inna ma'al usri yusra, inna ma'al usri yusra

09/05/2025
রাজনৈতিক দলের গোলামী করা বিশ্ববিদ‍্যালয়ের ছাত্রদের প্রধান কাজ।
07/05/2025

রাজনৈতিক দলের গোলামী করা বিশ্ববিদ‍্যালয়ের ছাত্রদের প্রধান কাজ।

13/04/2025

যারা একটি দ্বীন হিসেবে পূর্ণাঙ্গভাবে ইসলাম পালন করতে চান, তাদের উচিত বাংলা, ইংরেজি- সব ধরণের নববর্ষ উদযাপন স্পষ্টভাবে এবং শান্তিপূর্ণভাবে বর্জন করা।

একান্ত প্রয়োজন না হলে ঐ দিন বাইরে না যাওয়া। বাইরে গেলে এমন পোশাক পরা, যা নববর্ষ উদযাপনকারীদের রীতি ও সংস্কৃতির সাথে মিলবে না—যাতে এটা স্পষ্ট হয়, আপনি এই সংস্কৃতি, ধারা ও দৃষ্টিভঙ্গির শরিক নন।

একই সাথে এই বিষয়টি অন্যদের সামনেও তুলে ধরা জরুরী। তাই কুরআন, সুন্নাহ, ফকীহদের আলোচনা এবং ঐতিহাসিক বাস্তবতার আলোকে নিজের আশেপাশের মানুষকে দাওয়াহ করার দিকেও মনোযোগী হওয়া জরুরী।

©Asif Adnan

13/04/2025

মুসলিম বাচ্চা ছেলের খেলনা পি*স*তল হাতে নিয়ে প্রতিবাদ জানানোটা রাষ্ট্রের কাছে অপরাধ। কিন্তু জোয়ান হেঁদুদের স্ত্রিশূল বা রা*ম*দা হাতে নিয়ে মিছিল করাটা তাদের কাছে কোনো অপরাধ না। বরং ধর্মীয় স্বাধীনতা।
এটাই নাকি ইনক্লুসিভ বাংলাদেশ

©Jakaria Masud

12/04/2025

আন্তর্জাতিক সম্প্রদায়কে খুশি রেখে ফিলিস্তিনীদের পক্ষে থাকার প্রচেষ্টা বস্তুত আল্লাহ ও শয়তানকে একসাথে খুশি রাখার অপচেষ্টা মাত্র ।

Hard, tough, challenging, difficult Whatever you want to call.
12/04/2025

Hard, tough, challenging, difficult Whatever you want to call.

07/04/2025

এরা যা অফার করতেসে তা হলো গাজাবাসীর জন্য জর্ডান আর মিশরে এরা প্রাসাদ বানিয়ে দিবে গাজাবাসীর জন্য। ওরা গাজা ছেড়ে দিক আর ওসব প্রাসাদে গিয়ে থাকুক। আব্বোর বাধ্যগত সন্তানেরা এটা দেখে বলবে ওয়াও আব্বো তুমি কতই না মহান!! আব্বোর পুঁজো করা শুরু দিবে পারলে।

ফিলিস্তিনের প্রতি ইঞ্চি মাটি মুসলিমদের। এই ভূমি আমাদের। দুনিয়ার প্রাসাদ কেন, চাঁদ আর সূর্য এনে দিলেও এই ভূমি আমরা ছাড়বো না।

🎬 Al Jazeera English

06/04/2025

রাসূল (সাঃ) বলেছেন—
"খোরাসান দিক থেকে একদল মানুষ কালো পতাকা নিয়ে আগমন করবে। তারা এমনভাবে এগিয়ে আসবে যে, কেউ তাদেরকে থামাতে পারবে না। শেষ পর্যন্ত তারা বায়তুল মুকাদ্দাসে (জেরুজালেম) পৌঁছাবে এবং সেখানে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবে।"

আরেকটি হাদিসে এসেছে—
"তোমরা যখন খোরাসান দিক থেকে কালো পতাকা আসতে দেখবে, তখন বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের সঙ্গে যোগ দিও, কারণ তাদের মধ্যেই থাকবেন আল্লাহর খলিফা মাহদী।"




🎙️voice: Dr. Israr Ahmed

17/03/2025

The Battle of Badr took place on the 17th of Ramadan, two years after Prophet Muhammad (ﷺ) migrated to Madinah. It was the first major battle fought by the Muslims, marking a significant moment in Islamic history.

The Muslim army, numbering around 313, faced a much larger force of 1,000 from the Quraysh. Despite being outnumbered, the Muslims achieved victory with divine assistance.

The Quran refers to this battle as Yawm al-Furqan (يَوْمُ الْفُرْقَانْ), meaning The Day of the Criterion.

Address

Birmingham
B1

Alerts

Be the first to know and let us send you an email when Deen E Haq posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Deen E Haq:

Share