29/05/2025
এই গরমে আমি এমন কিছু জায়গায় ঘুরে বেড়িয়েছি যা মনকে শান্ত করেছে, প্রাণটা যেন একদম হালকা হয়ে গেছে 🌿🌸
নীরব পথ, রোদেলা বিকেল আর প্রকৃতির ছোঁয়া — প্রতিটি মুহূর্ত ছিল এক একটা ছোট্ট মুক্তি 💫
এই মুহূর্তগুলোর জন্য কৃতজ্ঞ, কারণ এরাই তৈরি করে জীবনের গল্পগুলো 💛.