
23/09/2025
সব প্রয়োজনের গণ্ডির বাইরে থেকেও কিছু জিনিস আছে, যা সখের ছোঁয়ায় জীবনের রঙকে 🖍️🖌️🎨আরও উজ্জ্বল করে তোলে।
আমার যেহেতু সমুদ্র আর পাহাড়ের প্রতি বিশেষ টান, তাই প্রকৃতির সেই অপার সৌন্দর্যের ছায়া শাড়িতে ফুটিয়ে তুলতে চেয়েছিলাম।
আর আশ্চর্যের বিষয়, ভাইয়া (যে শাড়ি টি তৈরি করেছে)রং-তুলির নিপুণ আঁচড়ে সেই স্বপ্নকেই জীবন্ত করে তুলেছে।
এই শাড়ি হাতে পাওয়ার পরই সত্যিকারের উপলব্ধি হলো—প্রকৃতির সৌন্দর্যও রঙের জাদুতে এমন অপূর্বভাবে ধরা দিতে পারে।