From UK to You

From UK to You Authentic products from UK

মিড রেঞ্জে একটা খুব ভালো পারফিউমের সাথে পরিচিত হই চলেন।Name : Giorgio Beverly Hills Eau De Toiilette Sprayসামারের জন্য এ...
14/04/2025

মিড রেঞ্জে একটা খুব ভালো পারফিউমের সাথে পরিচিত হই চলেন।
Name : Giorgio Beverly Hills
Eau De Toiilette Spray
সামারের জন্য একটা পারফেক্ট পারফিউম। ফ্লোরাল অরিয়েন্টেড। সিট্রাসি,অরেঞ্জ ফ্লাওয়ার,টিউবরোজ,গার্ডেনিয়ার একটা মিক্স এলিগ্যান্ট এবং যেস্টি নোটস।
যাদের ফ্লোরাল স্মেল ভালো লাগে তারা নিয়ে দেখতে পারেন।।

এখানে অনেকে টানা ১০-২০ বছর ধরেও ইউজ করে এটা ❤️

সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। সবাই সুস্থ সুন্দর থাকুন।গরমে প্রচুর পরিমাণ পানি খাবেন,শরবত খাবেন। অবশ্যই সানস্ক্রিন ইউজ ...
14/04/2025

সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।
সবাই সুস্থ সুন্দর থাকুন।
গরমে প্রচুর পরিমাণ পানি খাবেন,শরবত খাবেন। অবশ্যই সানস্ক্রিন ইউজ করবেন। চেষ্টা করবেন পাতলা সুতি জামা কাপড় পরতে। ব্যাগে অবশ্যই পানির বোতল আর একটা ছোট ফ্যান রাখবেন।

She*glam এ ধামাকা অফার চলতেসে। আমরা সরাসরি ইউকে থেকে ইম্পোর্ট করি সবাই জানেন৷ আমার পারসোনাল গ্যারান্টি যে এমন লিপস্টিক আ...
12/04/2025

She*glam এ ধামাকা অফার চলতেসে। আমরা সরাসরি ইউকে থেকে ইম্পোর্ট করি সবাই জানেন৷ আমার পারসোনাল গ্যারান্টি যে এমন লিপস্টিক আর কোন ব্র‍্যান্ড এইদামে দেয়না৷ এইটা দেখেন ৪ টা কালার ব্রাউন + পিংক সব আছে৷ মাল্টিপারপাস৷ ৪ টা কালারের কম্বো একসাথে মাত্র ৮০০৷ তারমানে একটা কালার পড়ছে ২০০। এরপরেও না নিলে কী আর করা! আজকের দিনই অফার আছে! নিলে দ্রুত নক দেন ইনবক্সে ❤️

একটা ফেসের জন্য টোনার কত গুরুত্বপুর্ণ এইটা আমরা বুঝিনা। কিন্তু টোনারই স্কিনের ব্যারিয়ার মেইটেইনে হেল্প করে। এই টোনারটা আ...
12/04/2025

একটা ফেসের জন্য টোনার কত গুরুত্বপুর্ণ এইটা আমরা বুঝিনা। কিন্তু টোনারই স্কিনের ব্যারিয়ার মেইটেইনে হেল্প করে। এই টোনারটা আপনার স্কিনকে শান্তি দিবে। যাতে করে স্কিন ইরিটেট না হয়। এছাড়া যেহেতু ভিটামিন সি, ব্রাইটেনিং এও হেল্প করবে। আর দাম ১ হাজারেরও অনেক নিচে। এই দামে এই কোয়ান্টিটি আর কোয়ালিটি পাওয়া ইম্পসিবল। বিস্তারিত জানতে নক করবেন From UK to You তে ❤️

এই সপ্তাহের TEMU haul.সচরাচর আমি টিমু থেকে কিছু কিনিনা। মনে হয় কোয়ালিটি বাজে হবে। কিন্তু কিছু একটা ডিসকাউন্ট দেখে মনে হল...
11/04/2025

এই সপ্তাহের TEMU haul.
সচরাচর আমি টিমু থেকে কিছু কিনিনা। মনে হয় কোয়ালিটি বাজে হবে। কিন্তু কিছু একটা ডিসকাউন্ট দেখে মনে হলো অল্প কিছু জিনিস অর্ডার করি।
আমার সব গুলা পাঞ্চ ক্লিপ ভেংগে গেছে,হারাই গেছে। দরকার ছিলো। দোকানে কিনতে গেলে একটাই ৩-৪ পাউন্ড। টিমু তে দেখলাম ১০টা ৩-৪পাউন্ড। নিয়ে নিলাম।
একটা কিউট দেখে রাত্তান ঝুড়ি নিলাম, একটা অয়েল ডিসপেন্সার আর একটা মিল্ক মেজারমেন্ট কাপ।

চুলে ক্লিপ গুলা খুব একটা ভালো হবে না ভাবছিলাম কিন্তু এখানে দোকানে দামি গুলার যেই কোয়ালিটি এগুলাও সেইম কোয়ালিটি।

আপনারা কি টিমু অর্ডার করতে চান কিছু?

Hand Cream আমরা মোটামুটি সবাই মনে করি হ্যান্ড ক্রিমের কি প্রয়োজন!!!  আমি মনে করতাম। কিন্তু এখানে আসার পর যখন প্রতিদিন রা...
10/04/2025

Hand Cream
আমরা মোটামুটি সবাই মনে করি হ্যান্ড ক্রিমের কি প্রয়োজন!!! আমি মনে করতাম। কিন্তু এখানে আসার পর যখন প্রতিদিন রান্না করছি,থালা বাসন ধুচ্ছি, নিজের সব কাজ করছি, দেখলাম হাত কেমন রাফ হয়ে যাচ্ছে। সেই সাথে আমাদের বয়সের সাথে সাথে কিন্তু হাতের বয়সও বাড়ে। তাই হ্যান্ড ক্রিম অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস।
অবশ্যই ইউজ করা উচিত হ্যান্ড ক্রিম।
হাতকে একদম স্মুদ রাখবে এবং সেই সাথে এত্তো সুন্দর একটা স্মেল দিবে যে আপনি অনেক কমপ্লিমেন্ট পেতেই থাকবেন। আমিও পাই 🥶🥶🥶

এটা নিজেদের জন্য না কিনলেও এটলিস্ট আপনার মায়েদের জন্য নিতে পারেন। ওনারা সারাটাদিন আমাদের জন্য খেটে বেড়ান কিন্তু নিজেদের একটু যত্ন করেন না। আমাদেরই তো দায়িত্ব তাদের যত্ন করা।

Palmer's হচ্ছে ময়েশ্চারাইজার এর বস। কম টাকায় এত্তো ভালো এই ক্রিম।
আমি সবসময় ইউজ করি।
নিজের জন্য তো অনেক জিনিস নেন। নিজের মায়ের জন্য নিয়ে দেখেন একদম খুশি হয়ে যাবে ❤️❤️❤️

এই প্রোডাক্ট টায় কোন ওয়েট চার্জ এড করছি না।দাম মাত্র ৫০০টাকা।

Sheglam এর এই ব্রো ফেকশন টা খুবই ভাইরাল। গ্রুপে প্রোপার সেল পোস্ট দেয়ার আগে নিজে ইউজ করে দেখেছি আগে। যেকোন প্রোডাক্ট এর ...
23/03/2025

Sheglam এর এই ব্রো ফেকশন টা খুবই ভাইরাল। গ্রুপে প্রোপার সেল পোস্ট দেয়ার আগে নিজে ইউজ করে দেখেছি আগে। যেকোন প্রোডাক্ট এর ক্ষেত্রে আমি পারসোনালি এটাই সাপোর্ট করি।
কাল লাইভে সোয়াচ করেছি। সেই সোয়াচ এখনো আমার হাতে আছে। এটা টোটালি স্মাজ প্রুফ এবং ওয়াটার প্রুফ। এতো কম দামে এতো ভালো প্রোডাক্ট আসলে শিগ্ল্যামই দিচ্ছে।
আজকে থেকে অর্ডার নেয়া হবে।
ডেলিভারি মে তে।
ডিটেইলস জানতে From UK to You তে নক করবেন।

আরেকটা ব্যাপার বলি। শিগ্ল্যাম কাল থেকে প্রত্যেক প্রোডাক্টে ১-২পাউন্ড করে দাম বাড়িয়েছে সো সে হিসেবে প্রোডাক্টেরও দাম কিছুটা বাড়বে।

এই ছবি আমাদের তুলা। এই সেটটা দেখেন জাস্ট। সিগ্ল্যামের ব্লাস মাখনের মত। এইটা আমার এক ফ্রেন্ডের কাছে দেখে আমিও আনাইতেসি। এ...
22/03/2025

এই ছবি আমাদের তুলা। এই সেটটা দেখেন জাস্ট। সিগ্ল্যামের ব্লাস মাখনের মত। এইটা আমার এক ফ্রেন্ডের কাছে দেখে আমিও আনাইতেসি। এতোগুলা কালার এত কমদামে জাস্ট আনবিলিভেবল। যদি লাগে দ্রুত নক করে ফেলেন From UK to You তে ❤️

একটা চেরাভি কিরিম আমি আজ অব্দি মাখতে পারলাম না। কিন্তু আপনারা চাইলেই মাখতে পারেন। ড্রাই টু ভেরি ড্রাই স্কিনের জন্য এইটা ...
21/03/2025

একটা চেরাভি কিরিম আমি আজ অব্দি মাখতে পারলাম না। কিন্তু আপনারা চাইলেই মাখতে পারেন। ড্রাই টু ভেরি ড্রাই স্কিনের জন্য এইটা স্বর্গ৷ স্টক ক্লিয়ারেন্স সেলে একদম মিনিমাম প্রাইসে পেয়ে যাবেন। মাত্র ৬/৭ পিস স্টকে আছে। লাগলে দ্রুত নক দিবেন From UK to You তে ❤️❤️ ডেলিভারি ঈদের আগেই ইনশাআল্লাহ 🥰

Shein এর ঘড়ি আপনারা অনেক পছন্দ করেছেন। তাই এবার কিছু ঘড়ির সেট নিয়ে এলাম। খুবই সুন্দর, মিনিমালিস্টিক এলিগ্যান্ট ঘড়ি গুলো।...
21/03/2025

Shein এর ঘড়ি আপনারা অনেক পছন্দ করেছেন। তাই এবার কিছু ঘড়ির সেট নিয়ে এলাম। খুবই সুন্দর, মিনিমালিস্টিক এলিগ্যান্ট ঘড়ি গুলো। রিয়েল ছবি দেখতে এবং দাম জানতে চাইলে ইনবক্স করবেন From UK to You তে।
লাস্ট এর ঘড়ি টা সবচেয়ে সুন্দর।

দামেও কম ❤️

"Matte Allure liquid Lipstick set"একটা সেট এই সব গুলা সুন্দর কালার।🎀Damsel🎀Musing🎀Cosmopolitanযারা একটা লিপস্টিক এর চেয়ে...
17/03/2025

"Matte Allure liquid Lipstick set"
একটা সেট এই সব গুলা সুন্দর কালার।
🎀Damsel
🎀Musing
🎀Cosmopolitan

যারা একটা লিপস্টিক এর চেয়ে কয়েকটা লিপস্টিক প্রায় একই দামে ট্রাই করতে চান তাদের জন্য বেস্ট ডিল ❣️❣️❣️

‼️‼️Shipment & New Order Announcement‼️এই শিপমেন্টে যা যাবে সব অর্ডার নেয়া শেষ। ঈদের আগে শিপমেন্ট টা যাওয়ার কথা ছিলো। কি...
17/03/2025

‼️‼️Shipment & New Order Announcement‼️
এই শিপমেন্টে যা যাবে সব অর্ডার নেয়া শেষ।
ঈদের আগে শিপমেন্ট টা যাওয়ার কথা ছিলো। কিন্তু Shein এর অর্ডার আবার করতে হইছে। ওগুলা ২৭তারিখে আসবে।
তাই শিপমেন্ট টা আমার খুব চেষ্টা সত্ত্বেও ঈদের আগে পৌঁছাতে পারছি না। এক দেশ থেকে আরেক দেশের বিজনেস টার এই ই সমস্যা। সব আমাদের হাতে থাকে না। আমরাও এতো ছোট এখনো যে আমরা পারছি না চাইলেও সব স্টক করতে। তার ওপর আমরা চেষ্টা করি সবচেয়ে কম দামে অথেনটিক প্রোডাক্ট টা আপনাদের হাতে দিতে।ডেট এদিক ওদিক হলেও আপনারা পাবেন সব অথেন্টিক ইউকে ভার্সন এই গ্যারান্টি আমি দিচ্ছি।অর্ডার ডেলিভারির ডিলের ব্যাপারটা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

আমাদের নেক্সট একটা স্পেশাল শিপমেন্ট যাবে এপ্রিলের শেষ দিকে বা মে এর ফার্স্টে যেটা ডিলে হবার সম্ভাবনা খুবই কম। এবং এই শিপমেন্টে আপনারা ইলেক্ট্রিক প্রোডাক্ট,পারফিউম অর্ডার করতে পারবেন। খুব কম ওয়েট চার্জে। কেউ অথেন্টিক এক্সপেন্সিভ প্রোডাক্ট নিতে চাইলেও পাবেন।

Address

Cardiff

Website

Alerts

Be the first to know and let us send you an email when From UK to You posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share