Mithun Rahman

Mithun Rahman Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mithun Rahman, Digital creator, Carlisle.

শুভ জন্মদিন আপা ❤️
28/09/2025

শুভ জন্মদিন আপা ❤️

আজ থেকে ৫১ বছর আগে, ১৯৭৪ সালের ২৫শে সেপ্টেম্বর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে তাঁর ঐতিহাসিক ভাষণ দিয়েছ...
25/09/2025

আজ থেকে ৫১ বছর আগে, ১৯৭৪ সালের ২৫শে সেপ্টেম্বর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে তাঁর ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন।

09/09/2025

ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বের প্রথম ৮০০ এর তালিকাতেও নেই।

এখানে পৃথিবীর অন্য কোন দেশ থেকে কেউ পড়তে আসে না। নাক সিটকায়।

অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় মনে করে এরা প্রাচের অক্সাফোর্ড। হাস্যকর।

পৃথিবীর আর কোনো দেশে আন্ডারগ্রাডুয়েশন করানোর একটি বিশ্ববিদ্যালয়এর ছাত্রছাত্রীদের একান্ত নিজস্ব নির্বাচন নিয়ে এতো মাতামাতি হয় না। এমন প্রচারণা আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনেও হয় না। এরা পড়া শুনা করে কখন?

মাত্র ২৫/২৬ বছরের একেকজনকে প্রচারণায় তাল গাছে উঠিয়ে সারা জীবনের বন্দোবস্ত করে দেয়। পিছিয়ে পরে যোগ্যরা।

অন্য সব দেশের বিশ্ববিদ্যালয় গুলো মেধাবী তৈরি করে বিশ্ববিদ্যালয়ে। আমাদের দেশ বানায় কম বয়েসী বেয়াদব। ঢাকা বিশ্ববিদ্যালয়কে সারা বিশ্ব যে..... না সেটা কি বুঝেন?

একটা অসভ্য মারা খাওয়ার দেশে জন্মেছিলাম। আফসোস।

পৃথিবীর সবচেয়ে জগন্য ফ্যাসিস্ট ইউনূস।তার নমুনা আপনারা দেখুন, একজন বিশেষ চাহিদা সম্পুর্ণ মানুষকে জেলে বন্দি করে রেখেছে !!...
31/08/2025

পৃথিবীর সবচেয়ে জগন্য ফ্যাসিস্ট ইউনূস।
তার নমুনা আপনারা দেখুন, একজন বিশেষ চাহিদা সম্পুর্ণ মানুষকে জেলে বন্দি করে রেখেছে !! হায়রে সোনার বাংলাদেশ!!!

নাটক কম কর প্রিয় জনগন এইগুলো বুঝে
17/08/2025

নাটক কম কর প্রিয়
জনগন এইগুলো বুঝে

রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে আটক রিকশাচালক মো. আজিজুর রহমানকে কীসের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা জানতে চেয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে ব্যাখ্যা তলব করেছে অন্তর্বর্তী সরকার।

17/08/2025

ফেসবুক মূর্খ, ধর্মান্ধ এবং জ্ঞানপাপীতে ভরে গেছে। এরা না জানে ইতিহাস, না জানে সাহিত‍্য, না জানে দর্শণ। না করে লেখাপড়া, না শোনে ভালো কথা। শুধু অন্ধ ধারণা আর মিথ‍্যা প্রোপাগান্ডা নিয়ে বড় বড় লেকচার মারে!

একটা গোষ্ঠী বের হয়েছে, যারা আমাদের উদ্দেশে বলছে- এই তোমরা যারা শেখ মুজিবকে নিয়ে ১৫ আগস্টে এত বাড়াবাড়ি করছো তোমরা তো কর্নেল ওসমানী, জেনারেল জিয়া, খালেদ মোশাররফ, তাহের বা মাওলানা ভাসানী, সৈয়দ নজরুল- তাজ উদ্দিনকে নিয়ে এক লাইনও বলো না। মুক্তিযুদ্ধ কি শেখ মুজিবের একার সম্পত্তি? এর উত্তর দেয়া প্রয়োজন মনে করছি। জানি অন্ধজনে আলো দেয়া সহজ না, তবু চেষ্টা করি।

মুক্তিযুদ্ধ শেখ মুজিবের একার না। তবে হ‍্যা, মুক্তিযুদ্ধের মূল সংগঠক এবং প্রধান নেতা শেখ মুজিব। তাই পাকিস্তানিদের মূল টার্গেটও ছিলেন শেখ মুজিব, সেজন‍্যই তারা বারবার জেলে নিয়েছে শেখ মুজিবকেই। ৭০ এর নির্বাচনে জেতা আওয়ামী লীগের প্রধান নেতা শেখ মুজিব। তাঁর নামেই মানুষ ভোট দিয়েছে, তাঁকেই ভোট দেয়েছে। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় জয় বাংলার পাশাপাশি স্লোগান ছিলো তোমার নেতা আমার নেতা শেখ মুজিব শেখ মুজিব। বিজয়ের পরে বাহাত্তরের জানুয়ারির স্লোগান ছিলো স্বাধীন বাংলার জাতির পিতা শেখ মুজিব শেখ মুজিব। ৬২, ৬৬, ৬৯, ৭১ এ পাকিস্তান বিরোধী আন্দোলনের উত্তাল দিনগুলোতে তাঁর মুখের দিকেই তাকিয়ে থাকতো সাড়ে সাত কোটি মানুষ। তাঁর একটি আঙুলের ইশারায় পুরো জাতি উঠতো আর বসতো। তাঁর মতো করে কোনো জাতিকে এক‍্যবদ্ধ করতে পারার দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসেই কম আছে।

তর্ক করতে গেলেও লেখাপড়া করতে হয়, আসল ইতিহাস জানতে হয়। না জেনে তর্কে করে মূর্খরা। আর জেনে শুনে সত‍্যকে অস্বীকার করে বা ভুল তত্ত্ব- তথ্য দেয় আসিফ নজরুলের মতো জ্ঞান পাপীরা।

মানুষের বাবা একজনই হয়, অন‍্যরা কেউ চাচা, কেউ মামা, কেউ খালু, কেউ ফুপা- তারা কেউ বাবা না। এই জাতির ক্ষেত্রেও বাবা একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

শেষ কথা, ৮৬ সালে বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছিলো আর্জেন্টিনা। সেই দলে ১১ জন খেলোয়াড় ছিলো, কোচ ছিলো, ম‍্যানেজার ছিলো, ফিজিও ছিলো, সাইড লাইনে আরো খেলোয়াড় ছিলো- কিন্তু সারা বিশ্বের সবাই বলে ৮৬র বিশ্বকাপ ম‍্যারাডোনার বিশ্বকাপ। কারণ তিনি দলের সেরা খেলোয়াড়। ৭১ এর বঙ্গবন্ধু আমাদের সেই ৮৬র ম‍্যারাডোনা।

C-জয় -ই -মামুন

সবকিছুতেই চ্যাম্পিয়ন 😃
15/08/2025

সবকিছুতেই চ্যাম্পিয়ন 😃

14/08/2025
দেশ ধ্বংস করার 1 বছর 😭
08/08/2025

দেশ ধ্বংস করার 1 বছর 😭

শেখ হাসিনার কাছেই দেশ নিরাপদ
08/08/2025

শেখ হাসিনার কাছেই দেশ নিরাপদ

Address

Carlisle

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mithun Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share