08/07/2025
জীবনকে কি কখনো গুছিয়ে নেওয়া আসলেই কি সম্ভব?একেক বয়সে জীবনের একেক রকম চাহিদা কিংবা শখ থাকে,আবার সে সময় পার হতেই আসে আরেক রকম ইচ্ছা,ছোট বেলার শখগুলো হয়তো অনেকটাই পূরন করেন মা বাবা,বড় বেলায় এসে,যখন আমরা নিজের জীবন যুদ্ধে নামি তখন ভাবি আরেকটু গুছিয়ে নিয়েই তারপর নিজের শখটা পূরন করবো,এই আরেকটু গুছাতে গুছাতেই জীবনের রংগুলো সময়ের জানালার ফাঁক দিয়ে হারিয়ে যায়,আর শখেরা রয়ে যায় মলিনমুখে চাপা দীর্ঘ শ্বাসে।অনেক স্বপ্ন পূরন হয়, একটা বাড়ী হয় গাড়ী হয়,সংসারটা সুন্দর গুছানো হয়, বাচ্ছাগুলোও মনের মতো মানুষ হয়। কিন্তু একটা বেলী ফুলের মালা খোঁপায় পরে ঘুরতে যাওয়ার ইচ্ছাটা হয়তো অনেকের হৃদয়ে মলিন হয়ে পরে থাকে।ছোট ছোট শখগুলো নিজে হৃদয়কে বাঁচিয়ে রাখে,স্নিগ্ধ রাখে নিজেকে।জীবনটা দায়িত্বের গন্ডিতে বন্দি হলেও, আমার সবচেয়ে আপনজন আমি নিজেই।তাই সবকিছুর আগে নিজেকে ভালোবাসা উচিত, নিজের ছোট ছোট হৃদয়ের চাওয়াগুলোকে প্রাধান্য দেওয়া উচিত।