Tani,s vlog

Tani,s vlog Life is colourful ❤️

08/07/2025

জীবনকে কি কখনো গুছিয়ে নেওয়া আসলেই কি সম্ভব?একেক বয়সে জীবনের একেক রকম চাহিদা কিংবা শখ থাকে,আবার সে সময় পার হতেই আসে আরেক রকম ইচ্ছা,ছোট বেলার শখগুলো হয়তো অনেকটাই পূরন করেন মা বাবা,বড় বেলায় এসে,যখন আমরা নিজের জীবন যুদ্ধে নামি তখন ভাবি আরেকটু গুছিয়ে নিয়েই তারপর নিজের শখটা পূরন করবো,এই আরেকটু গুছাতে গুছাতেই জীবনের রংগুলো সময়ের জানালার ফাঁক দিয়ে হারিয়ে যায়,আর শখেরা রয়ে যায় মলিনমুখে চাপা দীর্ঘ শ্বাসে।অনেক স্বপ্ন পূরন হয়, একটা বাড়ী হয় গাড়ী হয়,সংসারটা সুন্দর গুছানো হয়, বাচ্ছাগুলোও মনের মতো মানুষ হয়। কিন্তু একটা বেলী ফুলের মালা খোঁপায় পরে ঘুরতে যাওয়ার ইচ্ছাটা হয়তো অনেকের হৃদয়ে মলিন হয়ে পরে থাকে।ছোট ছোট শখগুলো নিজে হৃদয়কে বাঁচিয়ে রাখে,স্নিগ্ধ রাখে নিজেকে।জীবনটা দায়িত্বের গন্ডিতে বন্দি হলেও, আমার সবচেয়ে আপনজন আমি নিজেই।তাই সবকিছুর আগে নিজেকে ভালোবাসা উচিত, নিজের ছোট ছোট হৃদয়ের চাওয়াগুলোকে প্রাধান্য দেওয়া উচিত।

জীবনে অসময়টা এসেছিলো বলেই হয়তো,জীবনকে আমি বাস্তবরূপে উপলব্ধি করতে পেরেছি।শুকরিয়া আল্লাহর কাছে।
08/07/2025

জীবনে অসময়টা এসেছিলো বলেই হয়তো,জীবনকে আমি বাস্তবরূপে উপলব্ধি করতে পেরেছি।শুকরিয়া আল্লাহর কাছে।

ফেলে আসা সময়ে করা ভুলগুলোর জন্য আফসোস করবেন না,কারন  চাইলেও,সেই সময়টা আর বদলানো সম্ভব নয়।বরং সেই ভুলগুলো জীবনের জন্য  শি...
30/06/2025

ফেলে আসা সময়ে করা ভুলগুলোর জন্য আফসোস করবেন না,কারন চাইলেও,সেই সময়টা আর বদলানো সম্ভব নয়।বরং সেই ভুলগুলো জীবনের জন্য শিক্ষা, সামনের সুন্দর সময়ের জন্য।শুভ সকাল।

নারী কোমলতার প্রতিচ্ছবি। সেই মমতাময়ী নারী যদি কখনো জেদ ধরে, তবে সে  সিংহাসনের রানী হয়ে উঠারও ক্ষমতা রাখে।ক্ষমতা রাখে পুর...
29/06/2025

নারী কোমলতার প্রতিচ্ছবি। সেই মমতাময়ী নারী যদি কখনো জেদ ধরে, তবে সে সিংহাসনের রানী হয়ে উঠারও ক্ষমতা রাখে।ক্ষমতা রাখে পুরো পৃথিবী পাল্টে দেওয়ার।যুগে যুগে বহু নারী রেখে গেছেন সে প্রমান।

প্রতিটি দিনের শুরুটা হোক ফুলের সুভ্রতায়, শুভ সকাল।
29/06/2025

প্রতিটি দিনের শুরুটা হোক ফুলের সুভ্রতায়, শুভ সকাল।

আমার গল্পগুলো থাকুক আমার মাজে......শুভ সন্ধ্যা
28/06/2025

আমার গল্পগুলো থাকুক আমার মাজে......শুভ সন্ধ্যা

স্মৃতি যতোটা সুন্দর ততোটাই কষ্টের, একটা সময়ের পর পিছনে ফেলে আসা সবকিছুর জন্য হৃদয়ের কোণে মায়া অনুভব হয়।মন বার বার সেসময় ...
27/06/2025

স্মৃতি যতোটা সুন্দর ততোটাই কষ্টের, একটা সময়ের পর পিছনে ফেলে আসা সবকিছুর জন্য হৃদয়ের কোণে মায়া অনুভব হয়।মন বার বার সেসময় গুলোতেই যেন ছুটে যেতে চায়।

27/06/2025

আমার পেইজে যাদেরকে ফলোয়ার বন্ধু হিসেবে আমি পাশে পেয়েছি সকলকে ধন্যবাদ,এই প্লাটফর্মে যারা আছেন,তাদেরকেও আমার পেইজে আমন্ত্রণ জানাই নিশ্চয়ই আপনারা আমার পাশে থাকবেন।

প্রতিটি সকালের শুরুটা হোক ইবাদত এবং হাসির আলিঙ্গনে। জীবনে নতুন সকাল পাওয়া মানেই, নতুন করে বেঁচে থাকার স্বপ্নকে ফিরে পাওয়...
27/06/2025

প্রতিটি সকালের শুরুটা হোক ইবাদত এবং হাসির আলিঙ্গনে। জীবনে নতুন সকাল পাওয়া মানেই, নতুন করে বেঁচে থাকার স্বপ্নকে ফিরে পাওয়া।শুভ সকাল।

Address

Chittagong

Telephone

+447447105582

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tani,s vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tani,s vlog:

Share