
23/07/2025
ব্রিটেনে স্ত্রী কুলসুমা আক্তারকে নৃশংসভাবে হত্যার দায়ে বাংলাদেশি নাগরিক হাবিবুর মাসুমকে ব্র্যাডফোর্ড ক্রাউন কোর্ট ২৮ বছরের কারাদণ্ড প্রদান করেছে। রায়ে বলা হয়েছে, সাজা ২০২৪ সালের এপ্রিল থেকে শুরু হবে।
সুত্রে জানা যায়, সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা হাবিবুর মাসুম ২০২৪ সালের এপ্রিল মাসে ব্র্যাডফোর্ড শহরের কেন্দ্রে তার ২৪ বছর বয়সী স্ত্রী কুলসুমাকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করেন। সেই সময় কুলসুমা তার সাত মাস বয়সী সন্তানকে সঙ্গে নিয়ে হাঁটছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মাসুম কুলসুমাকে অন্তত ২৫ বার ছুরিকাঘাত করেন এবং ঘটনার পর শান্তভাবে ঘটনাস্থল ত্যাগ করেন।
আদালতের শুনানিতে জানা গেছে, মাসুম এবং কুলসুমার সম্পর্ক ছিল সহিংসতার দ্বারা পরিপূর্ণ। ২০২৩ সালের শেষদিকে ম্যানচেস্টারে তাদের বাসায় একটি ঘটনায় মাসুম কুলসুমার গলায় ছুরি ধরেন। পরবর্তীতে কুলসুমা নিরাপত্তার জন্য একটি নারী আশ্রয়কেন্দ্রে চলে যান। তবে মাসুম ফোন ট্র্যাকিং, হুমকি এবং মিথ্যা জিপি অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে তার অবস্থান