Uk Bangla News

Uk Bangla News Uk Bangla News its an online newspaper. keep in touch with us for updated news every day or visit our website www.ukbanglanews.co.uk

29/07/2025

📢 *Special Guest Announcement*Jamal Bhuyan Captain of the Bangladesh national team is joining us this Saturday! Jamal wi...
26/07/2025

📢 *Special Guest Announcement*

Jamal Bhuyan Captain of the Bangladesh national team is joining us this Saturday!

Jamal will be meeting the children, sharing his journey in football, and joining in on the pitch for a fun kickabout.

Let’s give Jamal a big Cardiff welcome and show him what Healthy Goals is all about!

অক্সফোর্ডে বাংলাদেশি যুবকদের উদ্যোগেঅক্সফোর্ড স্ট্রাইকার্স ক্রিকেট ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরুইউকে বাংলা ডেস্কঃঅক্সফো...
11/07/2025

অক্সফোর্ডে বাংলাদেশি যুবকদের উদ্যোগে
অক্সফোর্ড স্ট্রাইকার্স ক্রিকেট ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

ইউকে বাংলা ডেস্কঃ
অক্সফোর্ডে প্রবাসী বাংলাদেশি যুবকদের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল অক্সফোর্ড স্ট্রাইকার্স ক্রিকেট ক্লাব। এক মনোমুগ্ধকর আয়োজনে মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ক্লাবের পরিচিতি, জার্সি উন্মোচন ও সদস্য পরিচয় অনুষ্ঠান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন ক্লাব সদস্য ফারহান হুসাইন
পুরো আয়োজনটি পরিচালনা করেন ক্লাবের ডিরেক্টর আহমেদ তাহসিন।

উদ্বোধনী বক্তব্য রাখেন ক্লাবের ডিরেক্টর জাকারিয়া হুসাইন এবং ক্লাব সদস্য ইউসুফ হুসাইন, যাঁরা ক্লাবের ভিশন ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বক্তব্য দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত কমিউনিটি নেতা আজিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
• কমিউনিটি ব্যক্তিত্ব স্যাম আল সামাদ,
• উইটনি কাউন্সিলর আব্দুল মুবিন,
• এবং অক্সফোর্ড ইস্টের এমপি প্রার্থী আমির স্টিভ আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সদস্যবৃন্দ: লোকমান, আবদুল্লাহ, আল-আমিন, রাজু, রিদওয়ান, ইকবাল, মাহবুব, হুমায়ুন, লুৎফুর, রিয়াজ, সাদিকুল, সহ আরও অনেকে.

বক্তারা বলেন, আমরা আশা করি, অক্সফোর্ড স্ট্রাইকার্স ক্রিকেট ক্লাব শুধু খেলার ময়দানেই নয়, বরং সমাজে ঐক্য, শক্তি এবং সম্প্রীতির অনন্য উদাহরণ হয়ে উঠবে।

05/07/2025

শনিবার | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি | ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষ, ১ জন নি*হ*ত

সিলেটের ওসমানীনগরের কুরুয়া বাজারের পাশে এনা ও ইউনিক পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন ঘটনাস্থলেই মৃ*ত্যু*বরণ করেছেন। শনিবার (৫ জুলাই) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নি*হ*ত রাজু মিয়ার (২৬) বাড়ি ফরিদপুর জেলার তারাকান্দা থানায়। তিনি ইউনিক বাসের হেল্পার ছিলেন।
দুর্ঘটনায় অন্তত ১০ জন আ*হ*ত হয়েছেন। এর মধ্যে অন্তত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান- সিলেট থেকে ছেড়ে যাওয়া ইউনিক পরিবহনের বাসের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা এনা পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইউনিক পরিবহন বাসের হেল্পারের মৃ*ত্যু হয়।
এনা পরিবহন বাসের বেপরোয়া গতি ও অবৈধ অভারটেকিংয়ের কারণে দুর্ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
দুর্ঘটনার খবর পেয়ে তাজপুর ফায়াস সার্ভিস, ওসমানীনগর থানাপুলিশ ও শেরপুর হাইওয়ে থানা পুলিশ এসে হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনার পর কুরুয়া বাজারের দুপাশে সিলেট-ঢাকা মহাসড়কে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়। সকাল সোয়া ১০টার দিকে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে যানজট নিরসন করে পুলিশ।

19/06/2025

27/05/2025

ওসমানীনগরে প্রবাসী খুনের মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড, সম্পত্তি নিয়ে বিরোধই মূল কারণ

সিলেটের ওসমানীনগরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে প্রবাসী শেখ মাসুক মিয়া হত্যা মামলায় ৮ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন নিহতের চার ভাই, তাদের স্ত্রী ও আরও দুই সহযোগী।

সোমবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন এই রায় ঘোষণা করেন। বিষয়টি আদালতের বেঞ্চ সহকারী মো. সোহেল রানা নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—শেখ আলফু মিয়া (৪১), শেখ পংকী মিয়া (৪৩), শেখ তোতা মিয়া (৫৭), শেখ আব্দুর রব ওরফে লেবু মিয়া (৬৩), পংকী মিয়ার স্ত্রী লাভলী বেগম, লেবু মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম (৪৮), একই গ্রামের মৃত আখলাছ আলীর ছেলে ফখর উদ্দিন ওরফে অহর (৪৬) এবং গ্রামতলা দাসপাড়া গ্রামের হেলাল উদ্দিন ওরফে দিপু মিয়া (৪৩)। এদের মধ্যে একমাত্র দিপু মিয়া রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত ছিলেন।

মামলার বিবরণ অনুযায়ী, শেখ মাসুক মিয়া ২০১৮ সালের ১৩ জুন জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জেরে নিহত হন। তিনি ফতেহপুর গুপ্তপাড়া গ্রামের বাসিন্দা ও মৃত শেখ মদরিছ আলীর ছেলে। ঘটনার পর তার ভাই আলফু মিয়া থানায় একটি অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আল আসলাম মুমিন জানান, প্রবাসে থাকাকালে মাসুক মিয়া ভাইদের কাছে টাকা পাঠাতেন জমি কেনার জন্য। কিন্তু সেই টাকা দিয়ে তারা নিজেদের নামে জমি রেজিস্ট্রি করে নেয়। দেশে ফেরার পর মাসুক তার নামে জমি ফিরিয়ে চাইলেই বিরোধ শুরু হয়। একপর্যায়ে পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়।

আদালতের এই রায়ে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে বলে রাষ্ট্রপক্ষের দাবি।

https://www.youtube.com/watch?v=Lv8ODRoMutU
21/05/2025

https://www.youtube.com/watch?v=Lv8ODRoMutU

ভালোবাসবো সখি | Valo Bashbo Shoki | Official Romantic Music VideoDive into the world of pure love and heartfelt emotions with "ভালোবাসবো সখি", a soulful roma...

14/04/2025
07/04/2025

ঈদ মেলা ২০২৫, আয়োজনে ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্স, ওয়েলসের রাজধানী কারডীফের USW এর Atrium Hall Cardiff campus এ গত ৬/৪/২৫ এ এই জমজমাট মেলার আয়োজন করা হয়।

19/03/2025
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে'র মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জনাব শফিকুর রহমান চৌধুরী এমপি ...
01/05/2024

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে'র মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জনাব শফিকুর রহমান চৌধুরী এমপি যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকশিনার পরিদর্শন ও প্রবাসীদের স্বার্থ সংল্লিষ্ট বিষয়য়াদি নিয়ে বাংলাদেশ হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম এর সাথে বৈঠকে---

Address

Cwmbran
CF143LY

Alerts

Be the first to know and let us send you an email when Uk Bangla News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Uk Bangla News:

Share