06/10/2024
ইভেন্ট টাইটেল ছিলো Social Media Monetization, মনে করলাম জানার শেষ নাই, ভালো দেশ, এক্সপেরিয়েন্সড এবং ভালো মেন্টর হবে এবং নেটওয়ার্কিং হয়ে যাবে বিসনেস ওনার দের সাথে - সুযোগ মিস করতে চাইনি!
বাঁদর কে কলা দেখিয়ে কিভাবে সকাল ৯ টা থেকে ৫ টা পর্যন্ত এক রুমে রাখল!
প্রথম দিকের আলোচনা - অভিয়াসলি পরিচয় পর্ব, এন্ড কোন কোন মানুষের সাথে কাজ করা হয়েছে আগে, কে কে আজকে সেশনস নিবেন এবং কি কি টপিক নিয়ে :-)
তো যথারীতি সেশন শুরু - সোশ্যাল মিডিয়া তে আপনি শুধু কনটেন্ট দিচ্ছেন, কিন্তু ভালো লিডস বা বিসনেস হচ্ছে না? এটাই তো হওয়ার কথা। বর্তমানে সময়ের সাথে মানি ইনভেস্ট না করলে হয়না । অর্গানিক রিচ পাওয়ার আশা করা বর্তমান সময়ের সাথে যায় না - এন্ড মেনি মোর কথা বার্তা এবাউট কনটেন্ট ক্রিয়েশন এন্ড পোস্টিং ।
অর্গানিক রিচের ব্যপারে অনেকটা মানার মতো স্টেটমেন্ট দিয়েছে - আসলেই এখন অর্গানিক রিচ পাওয়া যায়না, যদি রিসার্চ ছাড়া gurbage কনটেন্ট পোস্ট করেন এবং যদি এনালাইসিস করে আগানোর ধৈর্য্য না থাকে !
একটা পর্যায়ে যখন বলল, কনটেন্ট ক্রিয়েশনে এত এফোর্ট দেয়ার কিছু নাই - বুঝতে পারলাম, সাস্টেনিবিলিটির বাবাকে সর্গে পাঠিয়ে দিচ্ছে!
ওই সময়ই রুম থেকে বের হয়ে আসলে সারাটা দিন সেভ হয়ে যেত!
যাই হোক, কিভাবে Tony Robbins ( অনেকই চিনবেন, পপুলার মোটিভেশনাল স্পিকার) এর সাথে ৫০০০ ডলার/পাউন্ড খরচ করে, এই ইভেন্টের সম্মানিত স্পিকার এর পরিচয় হয়েছিল, এবং কিভাবে একসাথে একটা ইভেন্টে কাজ করেছেন, তার কাহিনী শুনতে শুনতে মোটিভেটেড হতে থাকলাম!
কিছুক্ষণ পর পর অবশ্য সোশ্যাল মিডিয়া মোনেটাইজেশন এর সিক্রেট রেভেল এর বিষয়ে রিমাইন্ডিং দিচ্ছিল ।
হুকড থাকলাম!
এন্ড দেন, আফটার অ্যারাউন্ড ৩-৪ আওয়ার্স, দে রিভিল্ড দ্য আল্টিমেট ভ্যালু এন্ড দ্য সিক্রেট অফ দ্য ডে - কিছু Shopify স্টোর ড্যাশবোর্ড এন্ড ৪০০,০০০ পাউন্ড খরচ করা এড ম্যানেজার ড্যাশবোর্ড!
Yeah, দিস ইস হাউ ইউ ক্যান মনেটাইজ ইওর সোশ্যাল মিডিয়া, এন্ড ইউ শুড!
আপনিও চাইলে মিলিয়নস সেল দিতে পারবেন, শুধু Facebook এ ads দিতে হবে, তাদের কনসালটেন্সি তো আছেই আপনার পাশে ।
এন্ড লিট্রেলি, দিস ওয়াস দ্য কোর ইনফরমেশন দে শেয়ার্ড থ্রুআউট দ্য ফুল ডে!
BTW - এড ম্যানেজার এর ক্যাম্পেইন গুলোর স্ক্রিনশটে বেস্ট ROAS ছিলো 3.10 - অ্যাকসেপ্টেবল :-)
তাও ভালো, মনে হলো, Meta এডস নিয়ে কিছু ইন্ডেপথ বুঝতে পারব, আশায় বসে রইলাম ।
আস্তে আস্তে কিছু ক্যাম্পেইন এর পারফরমেন্স স্ক্রিনশটস শেয়ার করতে থাকল । ইন্টারেষ্টিং -
UK এর মতো দেশে ১ পাউন্ড স্পেন্ড করে ১০০,০০০+ অডিয়েন্স রিচ করার স্ক্রিনশট এন্ড এক্সপ্লানেশন দেখে মাথা চক্কর দেয়া শুরু করেছিল!
চক্কর সামলিয়ে, সাথে সাথে অন্য কোনো টার্গেটিং ছাড়া এংগেজমেন্ট অবজেক্টিভ দিয়ে বাংলাদেশ একবার এবং UK একবার সিলেক্ট করে ১ পাউন্ড বাজেট বসিয়ে দেখলাম!
কই ১০০,০০০+ আর কই ২ooo - ৫০০০!
এত অল্প বাজেটে এত ভালো রিচ পাওয়ার পিছনের গল্প (special trick) জানার জন্য হাত তুললাম, ২ - ৩ বার । কাজ হয়নি, পরে গলা পরিষ্কার করে Exceuse Me বলেও প্রশ্ন টা করতে পারিনি!
বলেছিল, সেশন শেষে প্রশ্নটা করতে পারব - সুযোগ পাইনি আর!
Associate পিছন থেকে দেখছিল, আমি Ads Manager এ গুতা গুতি করছি - মে বি তার কনসিকুয়েন্স!
তার পরও বসে থাকলাম, আসছি যখন, নিয়ে যাই কিছু । যদি কিছু একটা দেখায়, বা শেয়ার করে!
শালার, ওই স্ক্রিনশট পর্যন্তই সীমাবদ্ধ ছিলো ।
২-৩ টা টেস্টিমোনিয়াল ভিডিও দেখালো - কিভাবে মানুষ শতK কামাচ্ছে তাদের সাপোর্টে থেকে ।
এবং কয়েকটি ইন্সট্রাগ্রাম প্রোফাইল দেখাইলো, যারা তাদের কনসালটেন্সি নিয়ে রিজাল্টস পেয়েছে!
জানা কথা, একটা ইভেন্ট থেকে কিছু কাস্টমার ম্যানেজ করবে, করা উচিত। টাইম, এন্ড রিসোর্স ইনভেস্ট করেছে - কিছু তো নিয়ে যাবেই ।
তবে এত Laim মার্কেটিং করবে, তা কল্পনার বাইরে ছিলো!
প্রথম ১ ঘণ্টার মধ্যে একটা স্কার্সিটি কল টু একশন দিল ।
£৯৯৭ করে ৬ জন কুপোকাত ।
পরের সেশনের শুরুতেই, আবার £৯৯৭ করে ৫ জন কুপোকাত ।
এবং লাস্ট ঘণ্টায় সেম প্যাকেজ, সেম রুম, সেম অডিয়েন্স এর সামনে $২৯৭ এ সেল - আরো ৯ জন কুপোকাত!
যেখানে ভার্চুয়ালি, অফার প্রাইস এদিক-সেদিক করতে সমস্যা হয়, ওরা সেম অডিয়েন্স এর সামনে কিভাবে ম্যানেজ করল বিষয়টি - মাথায় ধরেনি!
আর মানুষ এতটা ইসিলি কিভাবে কয়েকটি স্ক্রিনশটস দেখেই কনভিয়ান্স হয়ে গেল - সেটাই বুঝতে পারিনি!
যারা প্যাকেজ নিয়েছে, বেশীরভাগই বিসনেস ওনারস!
পুরো সেশন পরে কিছু বিষয় মনে হলো - দুনিয়াটাই ভেলকিবাজির উপরই চলে, যার গলার জোর যত বড়, তার মার্কেট তত বড় ।
একটা স্ট্রং ধারনা হইসে, এবাউট দ্য মার্কেট! 😍
আমাদের দেশের সো কোল্ড গুরুদের চাইতেও যে বড় বাটপার এই দেশে আছে, তা বুঝতে পারলাম এই সেশন থেকে ।
চাকচিক্যটাই সোনা হয়না, মনু ।
We don't know how much we know, and that's why we can't set the price accordingly.