RAFYs

RAFYs If you are a freelancer, check out YouTube Mastery for Freelancers course: https://rafys.net/courses/

আমি একজন ed-Tech কনটেন্ট ক্রিয়েটর, এবং ডিজিটাল মার্কেটার । মার্কেটিং আরও ভালো ভাবে বুঝার এবং শিখার জন্য বর্তমানে পড়াশুনা করছি যুক্তরাজ্যের একটি ইউনিভার্সিটিতে 🙂

রিলেভেন্ট দক্ষতা থাকায়, আমাদের কোর্স মডিউলে মাঝে মধ্যে ক্লাস নেয়ারও সুযোগ পাই কিছু টপিকে এবং আমি এই বিষয়টা অনেক এনজয় করি 😍

31/12/2024

নতুন বছরের শুভেচ্ছা এবং শুভকামনা রইল আপনার জন্য :-)

ইভেন্ট টাইটেল ছিলো Social Media Monetization, মনে করলাম জানার শেষ নাই, ভালো দেশ, এক্সপেরিয়েন্সড এবং ভালো মেন্টর হবে এবং ...
06/10/2024

ইভেন্ট টাইটেল ছিলো Social Media Monetization, মনে করলাম জানার শেষ নাই, ভালো দেশ, এক্সপেরিয়েন্সড এবং ভালো মেন্টর হবে এবং নেটওয়ার্কিং হয়ে যাবে বিসনেস ওনার দের সাথে - সুযোগ মিস করতে চাইনি!

বাঁদর কে কলা দেখিয়ে কিভাবে সকাল ৯ টা থেকে ৫ টা পর্যন্ত এক রুমে রাখল!

প্রথম দিকের আলোচনা - অভিয়াসলি পরিচয় পর্ব, এন্ড কোন কোন মানুষের সাথে কাজ করা হয়েছে আগে, কে কে আজকে সেশনস নিবেন এবং কি কি টপিক নিয়ে :-)

তো যথারীতি সেশন শুরু - সোশ্যাল মিডিয়া তে আপনি শুধু কনটেন্ট দিচ্ছেন, কিন্তু ভালো লিডস বা বিসনেস হচ্ছে না? এটাই তো হওয়ার কথা। বর্তমানে সময়ের সাথে মানি ইনভেস্ট না করলে হয়না । অর্গানিক রিচ পাওয়ার আশা করা বর্তমান সময়ের সাথে যায় না - এন্ড মেনি মোর কথা বার্তা এবাউট কনটেন্ট ক্রিয়েশন এন্ড পোস্টিং ।

অর্গানিক রিচের ব্যপারে অনেকটা মানার মতো স্টেটমেন্ট দিয়েছে - আসলেই এখন অর্গানিক রিচ পাওয়া যায়না, যদি রিসার্চ ছাড়া gurbage কনটেন্ট পোস্ট করেন এবং যদি এনালাইসিস করে আগানোর ধৈর্য্য না থাকে !

একটা পর্যায়ে যখন বলল, কনটেন্ট ক্রিয়েশনে এত এফোর্ট দেয়ার কিছু নাই - বুঝতে পারলাম, সাস্টেনিবিলিটির বাবাকে সর্গে পাঠিয়ে দিচ্ছে!

ওই সময়ই রুম থেকে বের হয়ে আসলে সারাটা দিন সেভ হয়ে যেত!

যাই হোক, কিভাবে Tony Robbins ( অনেকই চিনবেন, পপুলার মোটিভেশনাল স্পিকার) এর সাথে ৫০০০ ডলার/পাউন্ড খরচ করে, এই ইভেন্টের সম্মানিত স্পিকার এর পরিচয় হয়েছিল, এবং কিভাবে একসাথে একটা ইভেন্টে কাজ করেছেন, তার কাহিনী শুনতে শুনতে মোটিভেটেড হতে থাকলাম!

কিছুক্ষণ পর পর অবশ্য সোশ্যাল মিডিয়া মোনেটাইজেশন এর সিক্রেট রেভেল এর বিষয়ে রিমাইন্ডিং দিচ্ছিল ।

হুকড থাকলাম!

এন্ড দেন, আফটার অ্যারাউন্ড ৩-৪ আওয়ার্স, দে রিভিল্ড দ্য আল্টিমেট ভ্যালু এন্ড দ্য সিক্রেট অফ দ্য ডে - কিছু Shopify স্টোর ড্যাশবোর্ড এন্ড ৪০০,০০০ পাউন্ড খরচ করা এড ম্যানেজার ড্যাশবোর্ড!

Yeah, দিস ইস হাউ ইউ ক্যান মনেটাইজ ইওর সোশ্যাল মিডিয়া, এন্ড ইউ শুড!

আপনিও চাইলে মিলিয়নস সেল দিতে পারবেন, শুধু Facebook এ ads দিতে হবে, তাদের কনসালটেন্সি তো আছেই আপনার পাশে ।

এন্ড লিট্রেলি, দিস ওয়াস দ্য কোর ইনফরমেশন দে শেয়ার্ড থ্রুআউট দ্য ফুল ডে!

BTW - এড ম্যানেজার এর ক্যাম্পেইন গুলোর স্ক্রিনশটে বেস্ট ROAS ছিলো 3.10 - অ্যাকসেপ্টেবল :-)

তাও ভালো, মনে হলো, Meta এডস নিয়ে কিছু ইন্ডেপথ বুঝতে পারব, আশায় বসে রইলাম ।

আস্তে আস্তে কিছু ক্যাম্পেইন এর পারফরমেন্স স্ক্রিনশটস শেয়ার করতে থাকল । ইন্টারেষ্টিং -

UK এর মতো দেশে ১ পাউন্ড স্পেন্ড করে ১০০,০০০+ অডিয়েন্স রিচ করার স্ক্রিনশট এন্ড এক্সপ্লানেশন দেখে মাথা চক্কর দেয়া শুরু করেছিল!

চক্কর সামলিয়ে, সাথে সাথে অন্য কোনো টার্গেটিং ছাড়া এংগেজমেন্ট অবজেক্টিভ দিয়ে বাংলাদেশ একবার এবং UK একবার সিলেক্ট করে ১ পাউন্ড বাজেট বসিয়ে দেখলাম!

কই ১০০,০০০+ আর কই ২ooo - ৫০০০!

এত অল্প বাজেটে এত ভালো রিচ পাওয়ার পিছনের গল্প (special trick) জানার জন্য হাত তুললাম, ২ - ৩ বার । কাজ হয়নি, পরে গলা পরিষ্কার করে Exceuse Me বলেও প্রশ্ন টা করতে পারিনি!

বলেছিল, সেশন শেষে প্রশ্নটা করতে পারব - সুযোগ পাইনি আর!

Associate পিছন থেকে দেখছিল, আমি Ads Manager এ গুতা গুতি করছি - মে বি তার কনসিকুয়েন্স!

তার পরও বসে থাকলাম, আসছি যখন, নিয়ে যাই কিছু । যদি কিছু একটা দেখায়, বা শেয়ার করে!

শালার, ওই স্ক্রিনশট পর্যন্তই সীমাবদ্ধ ছিলো ।

২-৩ টা টেস্টিমোনিয়াল ভিডিও দেখালো - কিভাবে মানুষ শতK কামাচ্ছে তাদের সাপোর্টে থেকে ।

এবং কয়েকটি ইন্সট্রাগ্রাম প্রোফাইল দেখাইলো, যারা তাদের কনসালটেন্সি নিয়ে রিজাল্টস পেয়েছে!

জানা কথা, একটা ইভেন্ট থেকে কিছু কাস্টমার ম্যানেজ করবে, করা উচিত। টাইম, এন্ড রিসোর্স ইনভেস্ট করেছে - কিছু তো নিয়ে যাবেই ।

তবে এত Laim মার্কেটিং করবে, তা কল্পনার বাইরে ছিলো!

প্রথম ১ ঘণ্টার মধ্যে একটা স্কার্সিটি কল টু একশন দিল ।

£৯৯৭ করে ৬ জন কুপোকাত ।

পরের সেশনের শুরুতেই, আবার £৯৯৭ করে ৫ জন কুপোকাত ।

এবং লাস্ট ঘণ্টায় সেম প্যাকেজ, সেম রুম, সেম অডিয়েন্স এর সামনে $২৯৭ এ সেল - আরো ৯ জন কুপোকাত!

যেখানে ভার্চুয়ালি, অফার প্রাইস এদিক-সেদিক করতে সমস্যা হয়, ওরা সেম অডিয়েন্স এর সামনে কিভাবে ম্যানেজ করল বিষয়টি - মাথায় ধরেনি!

আর মানুষ এতটা ইসিলি কিভাবে কয়েকটি স্ক্রিনশটস দেখেই কনভিয়ান্স হয়ে গেল - সেটাই বুঝতে পারিনি!

যারা প্যাকেজ নিয়েছে, বেশীরভাগই বিসনেস ওনারস!

পুরো সেশন পরে কিছু বিষয় মনে হলো - দুনিয়াটাই ভেলকিবাজির উপরই চলে, যার গলার জোর যত বড়, তার মার্কেট তত বড় ।

একটা স্ট্রং ধারনা হইসে, এবাউট দ্য মার্কেট! 😍

আমাদের দেশের সো কোল্ড গুরুদের চাইতেও যে বড় বাটপার এই দেশে আছে, তা বুঝতে পারলাম এই সেশন থেকে ।

চাকচিক্যটাই সোনা হয়না, মনু ।

We don't know how much we know, and that's why we can't set the price accordingly.

I always love trying new things, and today, I’m celebrating a milestone—100 orders on eBay!It was not just about making ...
03/10/2024

I always love trying new things, and today, I’m celebrating a milestone—100 orders on eBay!

It was not just about making profit; but it was about gaining the invaluable, hands-on experience from starting and operating my own eBay store.

Though I’ve done dropshipping with a Shopify store before, this is my first time handling the full process: ordering products from China, creating listings on eBay, running ad campaigns, generating orders, printing labels, picking, packing, and even personally dropping off the parcels for delivery.

It was a rewarding learning experience, and I’m eager to explore more of Amazon FBA.

Along with eBay, I’ve also tried selling on TikTok Shop with the same products—and to my surprise, it’s been incredibly profitable there!

Planning to continue selling the way I am doing and Amazon FBA would be a smart approach to automate the process with minimal active time investment from myself.

Excited to see where this journey takes me next...

02/10/2024

Freelancer?

কিছুদিন আগের আন্দোলন, বন্যা, ইলেকট্রিসিটি ব্রেক ডাউন বা একাউন্ট সাসপেন্ডের সময় কি কখনো ভেবেছিলেন—যখন কাজ করতে পারছি না, তখনো যদি আমার পুরানো শ্রমগুলো আমার জন্য কাজ করত?

ভিডিওটি দেখুন, এবং বুঝতে পারবেন কনসেপ্ট এবং সম্ভাবনা—YouTube থেকে পাওয়া ট্রাফিক থেকে কিভাবে এই কমিশনগুলো আসে।

একটা জিনিস হিসাব করুন তো!

এই ১৮০ ডলার ইনকাম করতে আপনি কত ঘণ্টা কাজ করেন? গড়ে?

এক সময় আমিও কেবল একটিভ কাজ করতাম। কিন্তু ধীরে ধীরে নিজের প্রচেষ্টার মাধ্যমে একটি প্যাসিভ রাস্তা তৈরি করেছি। এবং এই পুরো প্রক্রিয়াটি 'YouTube Mastery for Freelancers' কোর্সে শুরু থেকে শেষ পর্যন্ত শিখিয়েছি।

আমি শুরু করেছিলাম বেসিক ডেটা এন্ট্রি কাজ দিয়ে, ভাঙা ইংরেজি নিয়েই।

আমি পেরেছি, অনেকেই পারছেন, আপনিও পারেন প্যাসিভ একটি রাস্তা তৈরি করতে।

বছর শেষ হতে আর মাত্র ৮০-৯০ দিন বাকি!

২০ দিনে কোর্সের ক্লাসগুলো শেষ করুন, নোট নিন, এবং প্রয়োজনীয় জিনিসপত্র প্রস্তুত করুন।

এরপর ৬০ দিনে, অর্থাৎ ২ মাসে, ২০টি স্ট্র্যাটেজিক, টার্গেটেড ভিডিও পোস্ট করুন—কোর্সে শিখানো গাইডলাইন অনুসরণ করে!

পারবেন না?

নাকি, শুরুই করতে চান না?

Action makes the difference, not procrastination, Bro!

মাত্র ৩২ জন সাবস্ক্রাইবার চ্যানেলে, এবং উনার ক্লায়েন্টস আশা শুরু করেছে । এই বিষয়টিও YouTube মোনেটাইজেশন!৪০০০ ঘণ্টা, এন...
02/10/2024

মাত্র ৩২ জন সাবস্ক্রাইবার চ্যানেলে, এবং উনার ক্লায়েন্টস আশা শুরু করেছে । এই বিষয়টিও YouTube মোনেটাইজেশন!

৪০০০ ঘণ্টা, এন্ড ১০০০ সাবস্ক্রাইবার এর জন্য ওয়েট করতে হয় - এটা ভুল । এক রাস্তা না, কয়েকটি রাস্তা আছে চ্যানেল মোনেটাইজ করার 🙂

YouTube কাজে লাগিয়ে ইনকামের কয়েকটা রাস্তার মধ্যে ১ টি হচ্ছে, ক্লায়েন্ট জেনারেশন বা সার্ভিস সেল করা ।

যারা YouTube মানেই হারাম মনে করেন - এই মেথড ১০০% হালাল!

মেসেজ ফ্রম হিম: "Apnar course ta amr service er marketing Automation kore diece

Ghumaileu free cost a marketing cholce valo kicui hobe Insa Allah"

Fiverr বা Upwork মার্কেটেপ্লেসগুলোর বাহিরে চাইলে আপনার নিজের মার্কেট তৈরি করে নিতে পারেন!

প্রাইভেট ক্লায়েন্ট, কম্পিটিশন নাই, ক্লায়েন্ট ই আপনাকে ইমেইল দিল, সার্ভিস অনুযায়ী আপনার মতো করে বেস্ট সার্ভিস ফী চার্জ করতে পারলেন - এন্ড এটা একটা সাস্টেইনেবল অটো মার্কেটিং এন্ড লিড জেনারেশন মেশিন হয়ে গেল আপনার জন্য!

বছরের লাস্ট ৩ টা মাস কাজে লাগাতে পারেন ।

১ মাস শিখা এবং সব কিছু রেডি করা, এবং ২ মাসে স্ট্রাটেজি মেনটেন করে মাত্র ২০ টা ভিডিও পাবলিশ করে দেন ।

পারবেন?

একদম স্টেপ বাই স্টেপ গাইডলাইন পাওয়ার জন্য, আরো ৩-৪ টি ইনকামের রাস্তা খুলে রাখার জন্য, একদম শুরু থেকে আমার জার্নি পর্যন্ত জানতে, বুঝতে - আমার করানো YouTube Mastery for Freelancers কোর্সটিতে জয়েন করে ফেলতে পারেন ।

করছি, করব করেই ৯ মাস শেষ!বাকি ৩ মাস হোক আপনার অবস্থান পরিবর্তনের শুরু ।সাইড হাস্টল হিসেবে YouTube হতে পারে বর্তমান সময়ে...
30/09/2024

করছি, করব করেই ৯ মাস শেষ!

বাকি ৩ মাস হোক আপনার অবস্থান পরিবর্তনের শুরু ।

সাইড হাস্টল হিসেবে YouTube হতে পারে বর্তমান সময়ের বেস্ট মাধ্যম । আমি করেছি, অনেকেই করছেন, এবং এবার আপনার পালা ।

For freelancers, by a freelancer!

বিষয়টি শুধু YouTube জানাতেই সীমাবদ্ধ নয়, ভালো আউটপুটের জন্য চাই স্ট্রাটেজিক এপ্রোচ - যা পাবেন YouTube নিয়ে করা একদম ১০০% রিয়ালিস্টিক ডাটা-ড্রিবেন কোর্সটিতে ।

স্টেপ বাই স্টেপ পরিপূর্ণ গাইডলাইন, লাইভ এক্সাম্পল সহ বুঝে নেয়ার জন্য, জয়েন করে ফেলতে পারেন YouTube Mastery for Freelancers কোর্সে, এবং জয়েন করে ফেলুন আজই ।

ডিসকাউন্ট কোড ওয়েবসাইটে দেয়া আছে ।

লিঙ্ক?

rafys.net

4th attempt and looks like stubborn fats burning well 😍. See how it goes this winter 😢🥶
19/09/2024

4th attempt and looks like stubborn fats burning well 😍. See how it goes this winter 😢🥶

৩৩৩ জন, আলহামদুলিল্লাহ 😍  কাজে যারা লাগিয়েছেন, তাদের থেকে ভালো রেসপন্স আসছে অলরেডি 🥰মোর টু কাম - ইনশা আল্লাহ 😍
15/09/2024

৩৩৩ জন, আলহামদুলিল্লাহ 😍 কাজে যারা লাগিয়েছেন, তাদের থেকে ভালো রেসপন্স আসছে অলরেডি 🥰

মোর টু কাম - ইনশা আল্লাহ 😍

কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হচ্ছে ৳৪০০০ টাকায় জয়েন করার সুযোগ!প্যাসিভ ইনকাম কেন এবং কিভাবে কাজ করে: https://fb.watch/srFr2d...
09/09/2024

কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হচ্ছে ৳৪০০০ টাকায় জয়েন করার সুযোগ!

প্যাসিভ ইনকাম কেন এবং কিভাবে কাজ করে: https://fb.watch/srFr2dt1SA/

আমার ৪ টি ইনকাম স্ট্রিমস YouTube থেকে: https://fb.watch/srFr2dt1SA/

কোর্স লিঙ্ক: https://rafys.net/ytcj

ডিসকাউন্ট অফার কোড: R4K

কোর্স: রেকর্ডেড।

► আপনি একজন ফ্রিল্যান্সার হলে, কেন এই কোর্সটিতে জয়েন করবেন?

এখন ভালো ইনকাম করছেন, মাশা আল্লাহ । কিন্তু আমাদের কমিউনিটির অনেক বড় ফ্রিল্যান্সদেরও খারাপ সময় কি আসেনি? রিসেন্টলি আমাদের সবার খারাপ সময় যায়নি?

আপনার ফ্রিল্যান্স ক্যারিয়ারে অপ্রত্যাশিত প্রোফাইল সাসপেন্ড হওয়া, হটাৎ কাজ না পাওয়া বা অন্য খারাপ সময়ে সাপোর্ট পেতে এবং ফ্রিল্যান্স কাজের পাশাপাশি এডিশনাল ইনকাম স্ট্রিমস তৈরি করে রাখতে, এবং Plan B হিসেবে YouTube Mastery for Freelancers কোর্সেট দিবে আপনাকে A ২ Z গাইডলাইন, আমার ১০ বছরের প্রাকটিক্যাল অভিজ্ঞতা থেকে ।

► কোর্সটি থেকে আপনি কি কি বিষয়ে গাইডলাইন পাবেন?

১। স্টার্টিং এ চ্যানেল A ২ Z
২। ফ্রিল্যান্সার হিসেবে কনটেন্ট কি নিয়ে তৈরি করবেন ?
৩। আমার চ্যানেল ঠিকে হাই CPM নিস আইডিয়া
৪। স্ট্রাটেজিক কনটেন্ট কিভাবে তৈরি করবেন?
৫। ভিডিও ইডিটিং
৬। হাই CPM কীওয়ার্ড রিসার্চ
৭। ভিডিও SEO
৮। চ্যানেল গ্রোথ স্ট্রেটিজি
৯। কয়েকটি ভুল, যা আমি করেছিলাম ।
১০। চ্যানেল Monetization এর রাস্তা সমূহ, যা আমি করি ।

✅ প্যাসিভ স্ট্রিমস:

a । Google AdSense
b । Affiliate Marketing
c । Digital Product থেকে প্যাসিভ ইনকাম কিভাবে করবেন ?

✅ একটিভ স্ট্রিমস:

a । কিভাবে High Paying Client অ্যাট্রাক্ট করবেন? এবং
b । কিভাবে Sponsored ভিডিও করে ভালো ইনকাম করতে পারবেন?

একদম নতুন, মোটামোটি ভালো এক্সপেরিয়েন্স হলেও, কোর্সটি আপনার জন্য । কিছু বিষয় জানবেন, যা আগে চিন্তাও করেননি ।

A day well spent with memories with কাজী শামসুদ্দীন রেমন
08/09/2024

A day well spent with memories with কাজী শামসুদ্দীন রেমন

মাত্র ১০ জন সাবস্ক্রাইবার দিয়ে এফিলিয়েট কমিশনস আর্ন করেছিলেন আমার এই কোর্সের একজন ভাই, এবং আজকে Md Al Amin ভাই জানালেন...
06/09/2024

মাত্র ১০ জন সাবস্ক্রাইবার দিয়ে এফিলিয়েট কমিশনস আর্ন করেছিলেন আমার এই কোর্সের একজন ভাই, এবং আজকে Md Al Amin ভাই জানালেন, ক্লায়েন্ট লিড পাওয়ার কথা।

১০০০ সাবস্ক্রাইবার এবং ৪০০০ ঘণ্টা ওয়াচটাইম ছাড়াও YouTube থেকে ভালো রিটার্ন পাওয়া যায়, তার কিছু সহজ উদাহরণতো এগুলোই!

ইনশা আল্লাহ, মোর টু কাম 😍

এই প্রাপ্তি হচ্ছে স্ট্রাটেজিক ভাবে আগানোর ফল, যা আপনিও করতে পারেন। সম্পূর্ণ শুরু থেকে গাইডলাইন পাবেন কোর্সের লেসনগুলোতে ।

১০ তারিখ পর্যন্ত YouTube Mastery for Freelancers কোর্সে জয়েন করতে পারবেন ৬০০০ টাকার পরিবর্তে ৪০০০ টাকায় ।

কোড: R4K

কোর্স লিঙ্ক, কমেন্টে ।

প্যাসিভ ইনকামের গাউইডলাইন দিয়ে সাজানো YouTube Mastery for Freelancers কোর্সটিতে ৳৬০০০ টাকার পরিবর্তে আজকে জয়েন করতে পার...
06/09/2024

প্যাসিভ ইনকামের গাউইডলাইন দিয়ে সাজানো YouTube Mastery for Freelancers কোর্সটিতে ৳৬০০০ টাকার পরিবর্তে আজকে জয়েন করতে পারবেন মাত্র ৳৪০০০ টাকায় ।

ডিসকাউন্ট কোড: R4K

কোর্স লিঙ্ক: https://rafys.net/ytcj

► আপনি একজন ফ্রিল্যান্সার হলে, কেন এই কোর্সটিতে জয়েন করবেন?

এখন ভালো ইনকাম করছেন, মাশা আল্লাহ । কিন্তু আমাদের কমিউনিটির অনেক বড় ফ্রিল্যান্সদেরও খারাপ সময় কি আসেনি? রিসেন্টলি আমাদের সবার খারাপ সময় যায়নি?

আপনার ফ্রিল্যান্স ক্যারিয়ারে অপ্রত্যাশিত প্রোফাইল সাসপেন্ড হওয়া, হটাৎ কাজ না পাওয়া বা অন্য খারাপ সময়ে সাপোর্ট পেতে এবং ফ্রিল্যান্স কাজের পাশাপাশি এডিশনাল ইনকাম স্ট্রিমস তৈরি করে রাখতে, এবং Plan B হিসেবে YouTube Mastery for Freelancers কোর্সেট দিবে আপনাকে A ২ Z গাইডলাইন, আমার ১০ বছরের প্রাকটিক্যাল অভিজ্ঞতা থেকে ।

► কোর্সটি থেকে আপনি কি কি বিষয়ে গাইডলাইন পাবেন?

১। স্টার্টিং এ চ্যানেল A ২ Z
২। ফ্রিল্যান্সার হিসেবে কনটেন্ট কি নিয়ে তৈরি করবেন ?
৩। আমার চ্যানেল ঠিকে হাই CPM নিস আইডিয়া
৪। স্ট্রাটেজিক কনটেন্ট কিভাবে তৈরি করবেন?
৫। ভিডিও ইডিটিং
৬। হাই CPM কীওয়ার্ড রিসার্চ
৭। ভিডিও SEO
৮। চ্যানেল গ্রোথ স্ট্রেটিজি
৯। কয়েকটি ভুল, যা আমি করেছিলাম ।
১০। চ্যানেল Monetization এর রাস্তা সমূহ, যা আমি করি ।

প্যাসিভ স্ট্রিমস:

a । Google AdSense
b । Affiliate Marketing
c । Digital Product থেকে প্যাসিভ ইনকাম কিভাবে করবেন ?

একটিভ স্ট্রিমস:

a । কিভাবে High Paying Client অ্যাট্রাক্ট করবেন? এবং
b । কিভাবে Sponsored ভিডিও করে ভালো ইনকাম করতে পারবেন?

► আমি নিজে কি আসলেই ইনকাম করি?

আলহাদুলিল্লাহ, আমি ভালোই করছি । মাসিক ৩ লক্ষ থেকে ৭ লক্ষ টাকা রেভেনিউ জেনারেট করছি আমার ইউটিউব ইনকাম সোর্স থেকে, প্যাসিভ :-)

এই ভিডিওটি দেখলে আশাকরি একটা ধারণা পাবেন: https://fb.watch/srEvZMeyaB/

প্যাসিভ স্ট্রিম কিভাবে কাজ করে?
https://fb.watch/srFr2dt1SA/

এই অফারটি চলবে ১০ তারিখ পর্যন্ত!

তাই আপনি ইন্টারেস্টেড হলে আজই জয়েন করে ফেলুন এই ২০০০ টাকা ডিসকাউন্টের সুযোগ কাজে লাগিয়ে ।

কোর্স লিঙ্ক: https://rafys.net/ytcj

ধন্যবাদ 😍

Address


Telephone

+447311373361

Alerts

Be the first to know and let us send you an email when RAFYs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RAFYs:

  • Want your business to be the top-listed Media Company?

Share