06/05/2024
আইসিসি মহিলা বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে উন্নীত হওয়ায় স্কটল্যান্ডের মহিলা ক্রিকেট দল খেলবে আগামী বিশ্বকাপ টি-২০ ক্রিকেটে। পুরুষদের এবছরের বিশ্বকাপ টি-২০তে অংশগ্রহণের ছাড়পত্র আগেই লাভ করেছে স্কটল্যান্ড। অচিরেই হয়তো আইসিসির পূর্ণ সদস্যপদ লাভ করে ত্রয়োদশ দল হিসাবে টেষ্ট ক্রিকেটে অংশ নেয়ার সুযোগ পেতে যাচ্ছে স্কটিশরা।
মানবতা আজ কোথায় ফেসবুক পেজের এডমিন লিখেছেন:
৫ই মে ২০২৪, এই দিনটিকে স্কটল্যান্ড তাদের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা দিন হিসাবে ধরে নিবে। প্রথমবারের মতন স্কটল্যান্ড নারী দল টি২০ ওয়ার্ল্ডকাপে খেলবে। তবে আরও একটি কারণে স্কটল্যান্ড এই দিনটিকে স্মরণ করবে। আর সেটি হলো স্কটল্যান্ড টেস্ট স্ট্যাটাসের পথে অনেকটাই এগিয়ে গেছে। ঠিক শুনছেন, ১৩ তম টেস্ট সদস্য হবার দিকে স্কটল্যান্ড আরেকধাপ এগিয়ে গেলো। যেখানে অনেকে নেদারল্যান্ডস আর নেপালকে সম্ভাব্য ১৩ তম দল হিসাবে ধরছিলো, সেখানে স্কটল্যান্ড এখন এক পা দূরে টেস্ট স্ট্যাটাসের জন্য পুরোপুরিভাবে উত্তীর্ণ হবার জন্য। চলেন জেনে নেই ঠিক কেনো?
গতবছর একটি পোস্টে টেস্ট স্ট্যাটাস পাবার ক্ষেত্রে কি কি নিয়ম পালন করতে হয় সেটা নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম। সেই অনুসারে দেখবো স্কটল্যান্ড কতটুকু পালন করেছে সেই নিয়মগুলি।
যেসব ক্রাইটেরিয়াতে একটা দল টেস্ট স্ট্যাটাস পায়:
- ৮ বছরে অন্তত ৩ বার আইসিসি টি২০ ওয়ার্ল্ডকাপ বা ওয়ানডে ওয়ার্ল্ডকাপে কোয়ালিফাই করতে হবে। এবং দুইটি আন্ডার ১৯ ওয়ার্ল্ডকাপেও কোয়ালিফাই করতে হবে এছাড়া অন্তত চারবার আইসিসির টপ ১০ এ থাকা টেস্ট খেলুড়ে দলের মধ্যে দুইটিকে হারাতে হবে। এরমধ্যে একটি হতে হবে কোনো আইসিসি ইভেন্টে। স্কটল্যান্ডের ক্ষেত্রে এটি হয়েছে। তারা ২০১৬, ২০২১ আর ২০২২ টি২০ ওয়ার্ল্ডকাপে কোয়ালিফাই করেছে। এবং ২০২০,২০২২ ও ২০২৪ আন্ডার ১৯ ওয়ার্ল্ডকাপেও হারিয়েছে
শুধু তাই নয়, তারা টপ ১০ এ থাকা দল বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডকে হারিয়ছে। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজকে টি২০ ও ওয়ানডেতে হারিয়েছে। অর্থাৎ এই ক্রাইটেরিয়া তারা পূরণ করেছে।
- অন্তত একটি মহিলাদের ওয়ার্ল্ডকাপ বা টি২০ ওয়ার্ল্ডকাপে অংশ নিতে হবে। যেটা ২০২৪ টি২০ ওয়ার্ল্ডকাপের মাধ্যমে পূরণ করবে স্কটল্যান্ড।
- এমসিসিতে নিজেদের প্রতিনিধি থাকা লাগবে।আর এটাও স্কটল্যান্ডের আছে।
- অন্তত দুইটি ক্রিকেট গ্রাউন্ড বা স্টেডিয়াম থাকতে হবে, যাতে আইসিসি টেস্ট খেলুড়ে দেশের সাথে খেলা যায়। অবশ্যই এর অনুমোদন দিবে আইসিসি। আপাতত স্কটল্যান্ডের এমন ৪টি গ্রাউন্ড রয়েছে।
- ঘরোয়া লীগে একটা টি২০ লীগ ও ওয়ানডে লীগ থাকা লাগবে, যার অন্তত ৩টা দলের কাছে লিষ্ট এ আর টি২০ খেলার মর্যাদা থাকবে। এছাড়াও ফার্স্টক্লাস টুর্নামেন্ট থাকা লাগবে। এছাড়াও নারী ক্রিকেট ও বয়সভিত্তিক দলেরও একটা স্ট্রাকচার থাকতে হবে। রেগুলার বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করার সক্ষমতা থাকতে হবে। স্কটল্যান্ডে কোনো ফার্স্টক্লাস টুর্নামেন্ট আপাতত আয়োজন করা না হলেও বোর্ড যদি চায় তাহলে আয়োজন করতে পারে।
- প্রতিটি বিভাগে(জাতীয় দল, যুব দল ও নারী দল) পর্যাপ্ত পরিমানের খেলোয়াড় থাকতে হবে। ২০১৬ সালের রিপোর্ট অনুসারে স্কটল্যান্ডে ১৭ হাজার ক্রিকেটার রয়েছে বিভিন্ন পর্যায়ে। অর্থাৎ এখানেও স্কটল্যান্ড অনেকটাই সফল।
- আপনার ঘরোয়া ক্রিকেটের মান ভালো করতে হবে এবং সময় মতন সেটিতে কাজ করতে হবে। এটি স্কটল্যান্ডের নিজে থেকেই করতে হবে
- বিভিন্ন ট্যালেন্ট হান্ট উইং আর বিভিন্ন প্রোগ্রাম থাকা লাগবে যেনো নিয়মিত ক্রিকেটার উঠে আসে। এটি নিয়ে আলাদা করে বলা লাগবে না। বর্তমানে নিয়মিত আইসিসি টুর্নামেন্টই খেলছে স্কটল্যান্ড।
- দক্ষ কোচ, আম্পায়ার, গ্রাউন্ডস ম্যান, কিউরেটর আর স্কোরার থাকা লাগবে। যেহেতু স্কটল্যান্ড আইসিসি ওয়ানডে লীগের মেম্বার তাই ধরে নেওয়া যায় এটিও স্কটল্যান্ডের আছে।
- আইসিসিকে একটা ডেভলপমেন্ট প্লান দেখাতে হবে। এটি পুরোপুরি স্কটল্যান্ডের উপর নির্ভরশীল।
- সরকার কর্তৃক ক্রিকেটের অনুমোদন আর স্বীকৃতি থাকা লাগবে। যেটি আছেও স্কটল্যান্ডের।
- একটা মিডিয়া রাইটস থাকা লাগবে। বিভিন্ন লীগ ও আন্তর্জাতিক ম্যাচ সেখানে ব্রডকাস্ট করার সুবিধা থাকতে হবে। আপাতত এটি স্কটল্যান্ডের কাছে নেই, কারণ আন্তর্জাতিক ম্যাচ বাদে স্কটল্যান্ডের কোনো ম্যাচ টিভিতে হয় না। ঘরোয়া লীগের ম্যাচও নয়। যদিও ভাবা হচ্ছে আগামীতে একটি ফ্রাঞ্চাইজি লীগ চালু করবে স্কটল্যান্ড।
- এছাড়া দেশেরও কিছু ব্যাপার আছে। যেমন রাজনৈতিকভাবে স্থিতিশীল থাকা লাগবে, ভালো যাতায়াত ব্যবস্থা থাকতে হবে, হোটেল সহ অন্যান্য সুবিধা থাকা লাগবে। আমার মতে এটি নিয়ে কোনো আলোচনারও দরকার আছে।
মোটামুটিভাবে এসব ক্রাইটেরিয়ার বড় অংশ ফুলফিল করেছে স্কটল্যান্ড। বাকিটা এখন স্কটল্যান্ডের হাতেই নির্ভর করছে। হ্যা উন্নতির অনেক জায়গা আছে, কিন্তু আগামীতে ১৩ নম্বর টেস্ট দল হিসাবে স্কটল্যান্ড এগিয়ে থাকবে। আর স্কটল্যান্ডের পাশে ইসিবি থাকলে আগামী কয়েক বছরের মধ্যে স্কটিশদের গায়ে উঠতে যাচ্ছে সেই সাদা জার্সিটি।
Collected from: মানবতা আজ কোথায়?