Rubel Bhai

Rubel Bhai I'm Rubel Kibriya,
I upload new videos about Britain student life style. Hi everyone, I'm Rubel Kibriya
-this channel is known as .

I upload new videos whenever I feel like it. My content varies from united kingdom lifestyle, student life of uk, Tutorial, and lifestyle videos with the odd challenge video and random vlogs with my own, friends, or any guests. many times, I speak about student life in different countries. Follow me here and suggest about video topics:
Facebook: https://www.facebook.com/Rkibriya
Instagram: https:/

/www.instagram.com/k_i_b_r_i_y_a_bhai
Linkedin: https://www.linkedin.com/in/youtubegrowthmarketer
Twitter: https://twitter.com/kibriya_rubel

19/02/2025

✈️🇬🇧 ইউকে আসতে চাচ্ছো স্টুডেন্ট ভিসায়? পরিকল্পনা করো ঠিকমতো!

অনেকেই স্বপ্ন দেখে ইউকে-তে পড়াশোনা করার, কিন্তু সঠিক পরিকল্পনার অভাবে অনেকেই সমস্যায় পড়ে। যদি তুমি ইউকে-তে স্টুডেন্ট হিসেবে আসতে চাও, তাহলে এই বিষয়গুলো খেয়াল রাখো:

✅ বিশ্ববিদ্যালয় নির্বাচন:
বিশ্ববিদ্যালয় নির্বাচন করার সময় QS র‍্যাংকিং, খরচ, স্কলারশিপ ও লোকেশন বিবেচনা করো। টপ-র‍্যাংকড ইউনিভার্সিটিগুলোর সাথে কিছু কম খরচের অপশনও দেখে নেওয়া ভালো।

💰 টিউশন ফি ও খরচ:
ইউকে-তে পড়াশোনার খরচ বিশ্ববিদ্যালয় ও কোর্স অনুযায়ী ভিন্ন হয়। সাধারণত, টিউশন ফি প্রতি বছর £12,000-£25,000+ হতে পারে। এছাড়া, লিভিং কস্ট হিসেবে প্রতি মাসে কমপক্ষে £800-£1,500 ধরা ভালো।

👨‍💼 পার্ট-টাইম জব ও আয়:
স্টুডেন্ট ভিসায় সপ্তাহে ২০ ঘণ্টা এবং ছুটির সময় ফুল-টাইম কাজ করার সুযোগ থাকে। ক্যাফে, রেস্টুরেন্ট, ডেলিভারি, রিটেইল বা কাস্টমার সার্ভিসে জব পাওয়া সহজ। পার্ট-টাইম জব থেকে মাসে £800-£1,500 আয় করা সম্ভব।

📌 পরিকল্পনা করো:
১️⃣ বিশ্ববিদ্যালয় ও কোর্স রিসার্চ করো
২️⃣ ফান্ডিং বা স্কলারশিপ অপশন দেখো
৩️⃣ পার্ট-টাইম জবের জন্য প্রস্তুতি নাও
৪️⃣ স্টুডেন্ট ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট ঠিকমতো তৈরি করো

ইউকে-তে পড়াশোনার সুযোগ নাও, কিন্তু ভুল পরিকল্পনার কারণে সমস্যায় পড়ো না!

যেকোনো প্রশ্ন থাকলে কমেন্ট বা ইনবক্স করো!

✍️ রুবেল কিবরিয়া

16/01/2025

Our students deserve protection, not brutality. Violence has no place in a nation striving for peace. Stand up for what’s right!

08/12/2024

দেখা ওইবো...😉

Wtf! Yeahh its only time to cover this news!🖕🏻
19/07/2024

Wtf! Yeahh its only time to cover this news!🖕🏻

04/07/2024
04/07/2024

Destination Uk/Usa/Canada😂
Video: Rahul

29/12/2023

লন্ডনে রোম ভাড়া ১লাখ ২০হাজার টাকা|Regular vlog|Rubel bhai

#🇬🇧

18/12/2023

১লক্ষ ২০হাজার টাকায় ছোটভাইয়ের জন্য ইলেকট্রিক বাই-সাইকেল কিনলাম।

#🇬🇧

26/11/2023
বাঁশ থেকে যখন কঞ্চি বড় হয়ে যায়! বাংলা ভাষায় বিখ্যাত একটি প্রবাদ ''বাঁশ থেকে কঞ্চি বড়''। অর্থাৎ আসল লোকের চেয়ে অনুচরের দ...
15/11/2023

বাঁশ থেকে যখন কঞ্চি বড় হয়ে যায়!

বাংলা ভাষায় বিখ্যাত একটি প্রবাদ ''বাঁশ থেকে কঞ্চি বড়''। অর্থাৎ আসল লোকের চেয়ে অনুচরের দাপট বেশি অর্থে এ বাক্যটি ব্যবহৃত হয়। বাংলাদেশের সমাজে ক্ষমতাধরদের অনুচর তথা চামচা তথা মোসাহেব তথা দালালদের দাপটে এ প্রবাদটি কতটুকু যথার্থ তা ভুক্তভোগী মাত্র জানেন।

একসময় বাংলাদেশ থেকে গলাকাটা পাসপোর্ট দিয়ে হাজার হাজার মানুষ লন্ডন তথা ইউরোপে এসেছেন। সে সময়ের ইমিগ্রেশন অফিসাররা অনেক উদার ছিলেন। তারা মনে করতেন কোনোভাবে এ লোকটা সমুদ্র পাড়ি দিলে দেশের লাভ হবে। তাই তারা এ উদারতা প্রকাশ করতেন।
আর আজ? আজ একজন লোককে কিভাবে আটকিয়ে অথবা আটকানোর ভান করে তার কাছ থেকে অর্থ আদায় করা যায় তার প্রতিযোগিতায় নেমেছে রক্ত চোষা বাদুড়ের দল।

সম্প্রতি (৬ নভেম্বর ২০২৩) ঢাকা বিমানবন্দর থেকে কানাডার উদ্দেশ্যে আগত ৪২ জন যাত্রীকে আটক করে তাদেরকে বাড়িতে ফেরত পাঠিয়েছে বাংলাদেশ বিমানের এক শ্রেণীর অসাধু কর্মকর্তা-কর্মচারীরা। অথচ এরা প্রত্যেকে কানাডার বৈধ ভিসা নিয়ে সিলেট ওসমানী বিমান বন্দরে তাদের ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে ঢাকা এসে ট্র্যানজিট লাউঞ্জে টরন্টোগামী বিমানের কানেকটিং ফ্লাইটের অপেক্ষায় ছিলেন।

বিমানের কর্মকর্তারা অভিযোগ করেছেন যে আমন্ত্রণপত্রের মাধ্যমে তারা ভিসা পেয়েছেন সেটা ছিল ভূয়া। এটা দেখার দায়িত্ব কি বিমানের, নাকি কানাডিয়ান হাইকমিশনের? হাই কমিশন যদি আমন্ত্রণপত্রটি বিশ্বাসযোগ্য বলে মনে করে ভিসা দিয়ে দেয় তাহলে বিমান কর্মকর্তাদের অসুবিধা কোথায়? আমরা জানি, ইন্টারন্যাশানাল ষ্টুডেন্ট ভিসা কিংবা ভিজিটর ভিসার জন্য আবেদন করতে গেলে ব্যাংক ব্যালেন্স দেখাতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই ধার-কর্জ করে এ ফরমালিটিজ পূরণ করা হয়। একজন যাত্রী কার কাছ থেকে ধার নিয়েছে সেটাও কি তাহলে বিমানের কর্মচারীদের দেখাতে হবে?

বিমানের লোকেরা বলছে বিয়ের আমন্ত্রণ পত্রটি ছিল ভূয়া। তারা আরও বলেন, যাদের ভিসা হয়েছে তাদের বেশিরভাগই এর আগে দেশের বাইরে কোথাও বেড়াতে যাননি। ধরে নিলাম যায়নি। এটাই তাদের প্রথম সফর। তাতে বিমান কর্তৃপক্ষের কি সমস্যা বুঝলাম না। এরকম কি কোনো আইন আছে যে আগে অন্যান্য দেশ ঘুরে এসে তবেই কানাডা যাওয়া যাবে?

বিমান কর্তৃপক্ষ বলেছে, এর আগে যারা এভাবে গিয়েছেন তারা কানাডায় এসে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। ধরে নিলাম কথা সত্য। সকলেই জানেন, সারা পৃথিবী থেকেই এভাবে লোকজন এসে কানাডায় আশ্রয় প্রার্থনা করে। অসুবিধা কোথায়? কার অসুবিধা? সব অসুবিধার দায়িত্ব কি বিমান একাই নিয়ে নিয়েছে? এসব যাত্রীরা তো অন্য এয়ারলাইন্সেও আসতে পারতো! তখন কি হতো? কার দায়িত্বের মধ্যে পড়তো? শুনেছি বিমানের এসব অসাধু কর্মকর্তারা নাকি ঘুষ চেয়েছিলেন এবং যাত্রীরা সে টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় তারা এ কান্ডটি ঘটায়। আরও জঘন্য যে কান্ডটি বিমানের কর্মকর্তারা ঘটিয়েছে তাহলো তারা সিঙ্গাপুর ও দিল্লিস্থ কানাডিয় ভিসা অফিসে ইমেইল পাঠিয়েছে এসব যাত্রীদের ভিসা যাচাইয়ের জন্য।

উল্লেখ্য, দীর্ঘদিন পর বাংলাদেশিদের জন্য সহজ প্রক্রিয়ায় ভিজিট ভিসা, ষ্টুডেন্ট ভিসার দ্বার উন্মুক্ত করেছে কানাডিয় হাইকমিশন। নিয়মিতভাবে এখন বাংলাদেশ থেকে শত শত মানুষ সুন্দর একটি স্বপ্ন নিয়ে কানাডায় আসছে। আজ বিমানের এসব অসাধু কর্মকর্তাদের কারনে কেবল ওই ৪২ জন যাত্রী নয়; লাখ লাখ বাংলাদেশি তরুনের সেই স্বপ্ন নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বিমানের এ উস্কানির ফলে কানাডিয় কর্তৃপক্ষ যদি ভিসা প্রক্রিয়া কঠিন করে তুলে তাহলে ক্ষতিটা কার হবে?

মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ও মাননীয় বিমান প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি- অবিলম্বে বিষয়টি তদন্ত করে বিমানের সংশ্লিষ্ট দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনা হোক। আরও দাবী জানাচ্ছি যে, অবিলম্বে সিলেটের ভুক্তভোগী ওই ৪২ জন যাত্রীকে বিনা ভাড়ায় টরন্টো পৌঁছে দেয়ার ব্যবস্থা নেয়া হোক।

( নাজরুল মিন্টু ভাইয়ের লেখা)

destroy enemies when make them friends💥
06/11/2023

destroy enemies when make them friends💥

Some candid are okay.
01/11/2023

Some candid are okay.

Address

London
PO10 7AL

Alerts

Be the first to know and let us send you an email when Rubel Bhai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rubel Bhai:

Share