26/09/2025
সব কিছুর জন্য ফাহি আপুর অবদান অনেক বেশি,,, আপু আমাদেরকে ডিটেইলস এ সব কিছু বুঝিয়ে দেন,,,, আমি আগের থেকে অনেক ভালো করতে পরছি… আগে আমার বুঝতেই অনেক সময় লেগে যেত কথাই থেকে শুরু করবো ,,, কি রং দিবো ,, কোন রং এর সাথে কোন রং মিশিয়ে আরো রং বানাবো কিছুই বুঝতে পারতাম না,,, আলহামদুলিল্লাহ এখন অনেক কিছুই শিখতে পেরেছি … আরো অনেক শেখার চেষ্টা করছি …ইনশাআল্লাহ প্রাকটিস করলে আরো ভালো কিছু করতে পারবো…. Thanks to fahi’s art Apu ,,, 🥰
এটা আমার স্টুডেন্ট এর আঁকা 💚 মাশা আল্লাহ।
অনেকেই বলেন এই জটিল পেইন্টিং গুলো শেখাবেন না?
এগুলো অনেক ডিটেইলিং কাজ। অনেক ধৈর্য আর প্র্যাকটিস এর বিষয়। একটা বেসিক টু এডভান্স কোর্স এ মাত্র ৩ মাসের কোর্সেই আমি যদি এমন জটিল কাজ দিয়ে বসি এটা শুধু কোর্সের মার্কেটিং বা প্রলোভন হবে। মূল যে শেখার বিষয় সেটার ধারাবাহিকতা হারিয়ে যাবে। শেখার পরিবর্তে ধৈর্য হারা হয়ে পেইন্টিং ছেড়ে পালাবে। কারণ এগুলো তো আমার ৫ বছর এর প্র্যাক্টিস সেটা ৩মাসেই একজন ফ্রেশার এর পক্ষে করা সম্ভব নয়।তার জায়গায় আমি হলেও পারতাম না। তাই অবশ্যই প্রকৃত অর্থে পেইন্টিং শিখতে হলে ধারাবাহিক ভাবে আগাতে হবে। একজন স্টুডেন্ট কে কোন জায়গা থেকে শুরু করতে হবে এটা বুঝতে কয়েক বছর লেগে গেছে আমার। এখন আলহামদুলিল্লাহ বুঝতে পারি।
এডভান্স কোর্স ওপেন করতে পারলে তখন এরকম গুলো রাখবো
তবে গাইডলাইন ফলো করে নিজের চেষ্টা চালিয়ে গেলে এবং প্র্যাকটিস করতে থাকলে এসব পেইন্টিং ক্লাস ছাড়াই আপনি আঁকতে পারবেন। এটার জন্য অবশ্যই অবশ্যই নিজের চেষ্টা থাকা দরকার।যেমন me তন্নি আপু আমার হেল্প ছাড়াই কোর্সের মাঝামাঝি পর্যায়ে এই পেইন্টিং টা করেছেন। মাশা আল্লাহ অনেক টাই কাছাকাছি পৌছে গেছেন।