চন্দ্রপাত গ্রন্থ সম্পর্কে কিছু কথা- (শেষ অংশ)
হরিশব্দবাচ্য পুরুষ যিনি, তিনিই জগদ্বন্ধু। জগতে মহাউদ্ধারণ তাহার কার্য্য বা লীলা। তিনি চারিহস্ত বিগ্রহ, ন্যাগ্রোধপরিমন্ডল তনু। চন্দ্রের সুধা ও গাভীর অশ্রু অবলম্বনে তিনি জগতে প্রকটিত। কীট বা বদ্ধ জীবের পতনহেতু তিনি ব্যথাতুর। তিনিই একমাত্র প্রভু, প্রভুর প্রভু। তাহার মাধুর্য অনন্ত, ঐশ্বর্য্য অনন্ত। কীট জীবের বেদনা ঘুচাইতে অনন্তানন্তময় মহাপ্রভু চাঁদের সুধ
ায় অঙ্গ গড়িয়া জগদ্বন্ধুরূপে জগতে নামিয়া আসিয়াছেন। মহকীর্ত্তনের এইমত তাৎপর্য কিঞ্চিৎ অনুভব করি।
এই মাধুর্য্যময় পঙক্তিত্রয়ের ‘মহাকীর্ত্তন’ সংজ্ঞা নিজ শ্রীহস্তেই দিয়াছেন। ত্রিকালগ্রন্থে যে নাম তিনটিকে ‘মহানাম’ পদবাচ্য করিয়া স্পষ্টাক্ষরে লিখিয়াছেন, সেই নামত্রয় এই পঙক্তিত্রয়ের- উপক্রমেই বিদ্যমান থাকায় মহাকীর্ত্তনও মহানামের মর্য্যাদা লাভ করিয়াছে। এই মহাকীর্ত্তন বহু রাগ-রাগিণীতে গীত হন। নিজেই ইহাকে ‘‘চল্লিশ রাগ’’ বলিয়া উল্লেখ করিয়াছেন।
চন্দ্রপাত সকল ভক্তগণেরই কন্ঠহার। অর্থবোধ হউক বা না হউক, মন্ত্রের মত সকলে নিত্য আবৃত্তি করেন। মন্ত্রের মত বহু ব্যাপারে ইহার শক্তিও অনেকে প্রত্যক্ষ করিয়াছেন।
এই মন্ত্রগ্রন্থ লইয়া ভক্তগণ ধ্যান করেন। আমার যোগ্যতা নাই, ধ্যান করি না, করিতে পারি না, যাঁহারা সত্যিকার ধ্যান করিয়াছেন, তন্মধ্যে নাম করিতে হয় সর্ব্বাগ্রে শ্রীযুত অমূল্যভূষণ মল্লিক দাদাজীবনের। সুদীর্ঘ চল্লিশ বৎসর মনন করিয়া তিনি ত্রিকালগ্রন্থ ও চন্দ্রপাতের সুদীর্ঘ ব্যাখ্যাগ্রন্থ লিখিয়াছেন।...... মঙ্গলময়ের ইচ্ছা পূর্ণ হউক। – শ্রীশ্রী ডঃ মহানামব্রত ব্রহ্মচারী।
Sri Sri Gouranga Sundar has not left any special work written on his own handwriting. This time coming down for his Lila, he has written down many things keeping pen on his pious hand. The contribution bestowed by this benign pen is a very adorable and meditable treasure of all the people of the world. The books written by his own handwriting may be divided into two groups - full of sutras and full of metres. Books in large number of metres are - "Sankirtana-Padamrita, Padavali, Harikatha and Chandrapata". According to the subject of description all the pious books may again be divided into three groups - Sri Sri Brajalila, Sri Sri Gourlila, and Sri Sri Mahaudhdharana Bandhu Lila. Sri Sri Harikatha is specially full of the taste of Lila of the Lila bigraha Sri Sri Shyama Sundara Shyamasundara. The consummation of the taste can be experienced in 'Sri Chandrapata' grantha.