
30/07/2025
আমার সন্তানের উদ্দেশ্যে।।
সোহানা মনি❤️
তুমি আমার হৃদয়, যা আমার শরীরের বাইরে হাঁটছে।
তুমি যত বড়ই হও না কেন, আমার কাছে তুমি চিরকালই আমার ছোট্ট সন্তানই থাকবে। তুমি আমার জীবনের উদ্দেশ্য, আমার শক্তি, আর এমন এক ভালোবাসা যা কল্পনাকেও ছাড়িয়ে যায়।
আমি সবসময় থাকবো তোমার সবচেয়ে বড় সমর্থক, নিরাপদ আশ্রয় আর তোমার আপন ঘর হয়ে।
জীবন সব সময় সহজ হবে না, কিন্তু একটা কথা জেনে রেখো — আমি সবসময় এখানে থাকবো, তোমাকে নিঃশর্তভাবে এবং গভীর ভালোবাসায় ভালোবাসতে। 💙
ইতি,
তোমার মা 🤎