ARB Online News

ARB Online News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ARB Online News, Newspaper, 84 Vaughan Way, Leicester.

ইঁদুর বমি করতে পারে না।-সাপ ৩ বছর ঘুমাতে পারে।-মধুই একমাত্র খাবার যা পচে না।-জিরাফ সাঁতার কাটতে পারে না।-সাপ শুনতে পারে ...
11/09/2025

ইঁদুর বমি করতে পারে না।
-সাপ ৩ বছর ঘুমাতে পারে।
-মধুই একমাত্র খাবার যা পচে না।
-জিরাফ সাঁতার কাটতে পারে না।
-সাপ শুনতে পারে না।
-পিঁপড়া ঘুমাতে পারে না।
-মাছির ৫টি চোখ থাকে।
-ডলফিন এক চোখ খোলা রেখে ঘুমায়।
-উটের ৩টি ভ্রু থাকে।
-হাতি একমাত্র স্তন্যপায়ী প্রাণী যারা লাফ দিতে পারে না।
-গবাদি পশুর ৪টি পেট থাকে।🐄
-ক্যাঙ্গারু পিছনের দিকে হাঁটতে পারে না।
-ঘোড়া ১ মাস পর্যন্ত না জল এবং খাদ্য না খেয়ে বেঁচে থাকতে পারে।
-প্রায় ২৬০০ ব্যাঙ আছে প্রজাতি।
-একটি প্রাপ্তবয়স্ক ভালুক ঘোড়ার মতো দ্রুত দৌড়াতে পারে।
-শুধুমাত্র শূকরই রোদেপোড়া (sunburnt) হতে পারে।
-শুধুমাত্র স্ত্রী মশাই কামড়ায়।
-একজন মানুষ জল এবং খাবার ছাড়া সবচেয়ে বেশি সময় ধরে ১৮ দিন বেঁচে থাকতে পারে।
-পিঁপড়া তার নিজের ওজনের ১০ গুণ ওজন বহন করতে পারে।
-প্যারাগুয়ে বিশ্বের সবচেয়ে বৃষ্টিবহুল অঞ্চল। এই অঞ্চলে বৃষ্টি প্রায় থামে না।
-পৃথিবীতে প্রায় ২০০০ মানুষ এবং প্রায় ৩০০০ ভাষা আছে
-গড় একটি হিমশৈলের ওজন ২০,০০০,০০০ টন।
-আমরা যখন হাঁচি দিই, তখন আমাদের শরীরের সমস্ত ক্রিয়া, যার মধ্যে আমাদের হৃদয়ও রয়েছে, এক মুহূর্তের জন্য থেমে যায়।
-চোখ খোলা রেখে হাঁচি দেওয়া অসম্ভব।
-মহিলারা পুরুষদের তুলনায় দ্বিগুণ পলক ফেলে।
- স্বর্ণকেশীদের চুল শ্যামাঙ্গিণীদের তুলনায় বেশি থাকে।
-পেঁয়াজ কাটতে কাটতে চুইংগাম চিবানো চোখের জল রোধ করে।
-একজন মানুষ বছরে কমপক্ষে ১৪৬০টি স্বপ্ন দেখে।
-আমরা যে জল পান করি তার বয়স ৩ বিলিয়ন বছর।
-পিঁপড়া দুই সপ্তাহ ধরে জলের নিচে বেঁচে থাকতে পারে।
-প্রত্যেকের জিহ্বার ছাপ ভিন্ন, ঠিক আঙুলের ছাপের মতো।
-পৃথিবীতে মানুষের চেয়ে মুরগির সংখ্যা বেশি।
-শুক্রই একমাত্র গ্রহ যা ঘড়ির কাঁটার দিকে ঘোরে।
-মানুষের নিতম্বের হাড় কংক্রিটের চেয়েও শক্তিশালী।
-কোনও কার্ড ৭ বারের বেশি দ্বিগুণ করা যায় না।
-তুরস্কে মেহমেত নামে ১ মিলিয়ন ২২৯ জন মানুষ আছে।
-আপনি যদি না থেমে একনাগারে সংখ্যা গণনা করেন, তাহলে ১ বিলিয়নে পৌঁছাতে ৩২ বছর সময় লাগবে।
-আপনি যদি আমাদের শরীরের সমস্ত শিরা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগ করেন, তাহলে এটি হবে ১৯ হাজার ২০০ কিলোমিটার।
-আপেল, পেঁয়াজ এবং আলুর স্বাদ একই। পার্থক্যটি কেবল তাদের গন্ধের কারণে। আসলে, এগুলো সবই মিষ্টি।
যেহেতু -১৩ সংখ্যাটিকে দুর্ভাগ্যজনক বলা হয়, তাই মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক হোটেলের

এখানে মোট কয়টি পাখি রয়েছে👇
27/08/2025

এখানে মোট কয়টি পাখি রয়েছে👇

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী ০৩ (শিবপুর) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (মোমবাতি মার্কায়) নির্বাচন করবেন জনাব মো: ইম...
21/08/2025

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী ০৩ (শিবপুর) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (মোমবাতি মার্কায়) নির্বাচন করবেন জনাব মো: ইমরান খান।

পুকুর খননে মাটির হিসাবপুকুর খননে মাটির হিসাব: পুকুর খননের জন্য প্রয়োজনীয় মাটির পরিমাণ ও খনন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা...
13/08/2025

পুকুর খননে মাটির হিসাব

পুকুর খননে মাটির হিসাব: পুকুর খননের জন্য প্রয়োজনীয় মাটির পরিমাণ ও খনন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা। সঠিক হিসাব কিভাবে করবেন এবং খনন কাজের সময় কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে তা জানুন।”
সমস্যা – ১
মনে করি ১১৪ ফুট দৈর্ঘ্য এবং ৪০ ফুট প্রস্থের একটি পুকুরকে ৬ ফুট গভীর করতে হবে। তাহলে কত ঘনফুট মাটি কাটতে হবে।
উল্লেখ্য, উক্ত পুকুরের ঢাল হবে ১ অনুপাত ১.৫ অর্থ্যাৎ গভীরতা অনুপাত ঢাল = ১ অনুপাত ১.৫। প্রতি হাজার মাটি কাটতে ১০০০/- টাকা লাগলে পুকুরটি খনন করতে মোট কত টাকা খরচ হবে?

পুকুর খননে মাটির হিসাব
সমাধানঃ সম্পূর্ণ পুকুরটি আয়তাকারে খনন করলে মাটি কাটতে হতো-
১১৪ × ৪০ × ৬ = ২৭৩৬০ ঘনফুট
কিন্তু যখন ঢাল রাখা হচ্ছে তখন এই পরিমাণ মাটি খননের দরকার হচ্ছে না, কারণ ঢাল যে পর্যন্ত বিস্তৃত সে পর্যন্ত আয়তাকারে মাটি খনন করলে যে পরিমাণ মাটি কাটার প্রয়োজন হতো ঢাল থাকার কারণে তার অর্ধেক পরিমাণ মাটি কাটার প্রয়োজন হবে।
অর্থ্যাৎ ঢাল থাকার কারণে ২৭৩৬০ ঘনফুট মাটি কাটার দরকার হবে না।প্রকৃত মাটি খননের পরিমাণ এর চেয়ে কম হবে।
যখন ঢাল ১অনুপাত ১.৫ তখন ঢালের নীচের প্রান্ত পুকুরের পাড় থেকে ৯ ফুট দূরে গিয়ে পুকুরের তলায় মিশবে (কারণ গভীরতা ৬ ফুটের দেড়গুণ বিস্তৃত হবে ঢাল)। অর্থ্যাৎ দুই পাশ থেকে ৯ + ৯ = ১৮ ফুট জায়গা কমে যাবে। সুতরাং পুকুরের কেন্দ্রের পরিমাপ হবে-
দৈর্ঘ্য = ১১৪ – ১৮ = ৯৬ ফুট
প্রস্থ = ৪০ – ১৮ = ২২ ফুট এবং
গভীরতা = ৬ ফুট
আয়তন হবে = ৯৬ × ২২ × ৬ = ১২৬৭২ ঘনফুট
অতএব, প্রকৃত মাটি খননের পরিমাণ/আয়তন হবে (২৭৩৬০ + ১২৬৭২)/২ = ২০০১৬ ঘনফুট
এখন এই হিসাব সঠিক আছে কিনা অন্য পদ্ধতিতে যাচাই করে দেখা যাক-
এই পদ্ধতিতে প্রথমে ঢাল বাদে পুকুরের ভিতরের অংশের মাটি খননের পরিমাপ বের করতে হবে।
উপরের হিসাব থেকে আমরা পাই সেই পরিমাণ হলো = ১২৬৭২ ঘনফুট — (১)
এখন আমরা যে অংশ জুড়ে ঢাল বিস্তৃত সে অংশের মাটি খননের হিসাব বের করব। ঢালকে আমরা একটি বড় আকারের ত্রিভূজ ধরতে পারি যার ভূমির দৈর্ঘ্য ৯ ফুট এবং উচ্চতা ৬ ফুট। এবং উক্ত ত্রিভূজের পুরুত্বও আছে। আমরা সাধারণভাবে ছবিতে যে ত্রিভূজ আঁকি তার কিন্তু পুরুত্ব থাকেনা।

ত্রিভূজের আয়তন বের করতে গিয়ে আমরা সেজন্য আয়তনকে বলে থাকি ক্ষেত্রফল। কারণ, আয়তন হতে গেলে তিনটি মাত্রা অবশ্যই থাকতে হবে, যথাঃ দৈর্ঘ্য, প্রস্থ, এবং বেধ বা পুরুত্ব।
কিন্তু ছবির ত্রিভূজের কেবল দৈর্ঘ্য ও প্রস্থ থাকে, বেধ থাকে না। ছবির ত্রিভূজের ক্ষেত্রে যে পুরুত্ব থাকে তাকে তল ধরা হয়। তল এমনি একটি পরিমাপ যার সাথে যেকোন একককে গুণ করে ঐ এককে ফলাফল বের করা যায়।
অর্থ্যাৎ তাকে ইঞ্চি দ্বারা গুণ করলে ইঞ্চি এককে প্রকাশ করা যায়, আবার ফুট দ্বারা গুণ করে ফুট এককে প্রকাশ করা যায়।
সুতরাং আমরা যদি ঢালরূপ ত্রিভূজের একটি তলের আয়তন/ক্ষেত্রফল বের করতে পারি এবং সেটাকে তার পুরুত্ব দ্বারা গুণ করি তাহলে পুকুরের সেই পাড়ের/দিকের প্রকৃত আয়তন বের করতে পারি।
এখন দেখা যাক ঢালের উপরি তলের ক্ষেত্রফল কত যার ভূমি ৯ ফুট এবং উচ্চতা ৬ ফুট। ত্রিভূজের ক্ষেত্রফলের সূত্র বসিয়ে পাই ১/২ × ৯ × ৬ = ২৭ বর্গফুট।
তাহলে পুকুরের দৈর্ঘ্য বরাবর ২ টি ঢালের আয়তন হবে = ২ × ২৭ × ১০৫ ঘনফুট বা ৫৬৭০ ঘনফুট — (২)
(দৈর্ঘ্য ও প্রস্থ ওভারল্যাপ করায় প্রতিটি মাত্রা (দৈর্ঘ্য ও প্রস্থ উভয়টি) প্রকৃত পরিমাপের চেয়ে ৯ ফুট কম হবে, কারণ ঢালের অনুপাত থেকে এটা বুঝা যাচ্ছে যে, দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ে ৯ ফুট এলাকা জুড়ে পরস্পরকে ওভারল্যাপ করে আছে।
অন্যদিকে, পুকুরের প্রস্থ বরাবর ২ টি ঢালের আয়তন হবে = ২ × ২৭ × ৩১ ঘনফুট বা ১৬৭৪ ঘনফুট — (৩)
সুতরাং (১), (২), ও (৩) নং উপাত্ত থেকে পাওয়া যায় ১২৬৭২ + ৫৬৭০ + ১৬৭৪ = ২০০১৬ ঘনফুট মাটি।
শ্রমিকরা এক হাজার ঘনফুট মাটিকে বলে এক হাজার মাটি। অতএব, তাদের ভাষায় পুকুরটি খনন করতে ২০ হাজার ১৬ মাটি বা ২০.০১৬ হাজার মাটি কাটতে হবে।
সুতরাং পুকুরটি খনন করতে মোট ১০০০ × ২০.০১৬ = ২০০১৬ টাকা খরচ হবে (প্রতি হাজার মাটি ১০০০ টাকা হিসেবে)।

সমস্যা – ২
মনে করি ১৫৪ ফুট দৈর্ঘ্য এবং ৮০ ফুট প্রস্থের একটি পুকুরটি ৫ ফুট গভীর করতে হবে। তাহলে কত ঘনফুট মাটি কাটতে হবে। উল্লেখ্য, উক্ত পুকুরের ঢাল হবে ১ ঃ ১ অর্থ্যাৎ গভীরতা ঃ ঢাল = ১ ঃ ১। প্রতি হাজার মাটি কাটতে ১১৫০/- টাকা লাগলে পুকুরটি খনন করতে মোট কত টাকা খরচ হবে?
সমাধানঃ সম্পূর্ণ পুকুরটি আয়তাকারে খনন করলে মাটি কাটতে হতো-
১৫৪ × ৮০ × ৫ = ৬১৬০০ ঘনফুট
কিন্তু যখন ঢাল রাখা হচ্ছে তখন এই পরিমাণ মাটি খননের দরকার হচ্ছে না, কারণ ঢাল যে পর্যন্ত বিস্তৃত সে পর্যন্ত আয়তাকারে মাটি খনন করলে যে পরিমাণ মাটি কাটার প্রয়োজন হতো ঢাল থাকার কারণে তার অর্ধেক পরিমাণ মাটি কাটার প্রয়োজন হবে।
অর্থ্যাৎ ঢাল থাকার কারণে ৬১৬০০ ঘনফুট মাটি কাটার দরকার হবে না। প্রকৃত মাটি খননের পরিমাণ এর চেয়ে কম হবে।
যখন ঢাল ১ ঃ
১ তখন ঢালের নীচের প্রান্ত পুকুরের পাড় থেকে ৫ ফুট দূরে গিয়ে পুকুরের তলায় মিশবে (কারণ গভীরতা ৫ ফুটের সম পরিমাণ বিস্তৃত হবে ঢাল)। অর্থ্যাৎ দুই পাশ থেকে ৫ + ৫ = ১০ ফুট জায়গা কমে যাবে। সুতরাং পুকুরের কেন্দ্রের পরিমাপ হবে-
দৈর্ঘ্য = ১৫৪ – ১০ = ১৪৪ ফুট
প্রস্থ = ৮০ – ১০ = ৭০ ফুট এবং
গভীরতা = ৫ ফুট
যার আয়তন হবে = ১৪৪ × ৭০ × ৫ = ৫০৪০০ ঘনফুট
অতএব, প্রকৃত মাটি খননের পরিমাণ/আয়তন হবে (৬১৬০০ + ৫০৪০০)/২ = ৫৬০০০ ঘনফুট
এখন এই হিসাব সঠিক আছে কিনা অন্য পদ্ধতিতে যাচাই করে দেখা যাক-
এই পদ্ধতিতে প্রথমে ঢাল বাদে পুকুরের ভিতরের অংশের মাটি খননের পরিমাপ বের করতে হবে।
উপরের হিসাব থেকে আমরা পাই সেই পরিমাণ হলো = ৫০৪০০ ঘনফুট — (১)
এখন আমরা যে অংশ জুড়ে ঢাল বিস্তৃত সে অংশের মাটি খননের হিসাব বের করব। ঢালকে আমরা একটি বড় আকারের ত্রিভূজ ধরতে পারি যার ভূমির দৈর্ঘ্য ৫ ফুট এবং উচ্চতা ৫ ফুট।
এবং উক্ত ত্রিভূজের পুরুত্বও আছে। আমরা সাধারণভাবে ছবিতে যে ত্রিভূজ আঁকি তার কিন্তু পুরুত্ব থাকেনা। ত্রিভূজের আয়তন বের করতে গিয়ে আমরা সেজন্য আয়তনকে বলে থাকি ক্ষেত্রফল।

কারণ, আয়তন হতে গেলে তিনটি মাত্রা অবশ্যই থাকতে হবে, যথাঃ দৈর্ঘ্য, প্রস্থ, এবং বেধ বা পুরুত্ব। কিন্তু ছবির ত্রিভূজের কেবল দৈর্ঘ্য ও প্রস্থ থাকে, বেধ থাকে না।
ছবির ত্রিভূজের ক্ষেত্রে যে পুরুত্ব থাকে তাকে তল ধরা হয়। তল এমনি একটি পরিমাপ যার সাথে যেকোন একককে গুণ করে ঐ এককে ফলাফল বের করা যায়।
অর্থ্যাৎ তাকে ইঞ্চি দ্বারা গুণ করলে ইঞ্চি এককে প্রকাশ করা যায়, আবার ফুট দ্বারা গুণ করে ফুট এককে প্রকাশ করা যায়।
সুতরাং আমরা যদি ঢালরূপ ত্রিভূজের একটি তলের আয়তন/ক্ষেত্রফল বের করতে পারি এবং সেটাকে তার পুরুত্ব (দৈর্ঘ্য) দ্বারা গুণ করি তাহলে পুকুরের সেই পাড়ের/দিকের প্রকৃত আয়তন বের করতে পারি।
এখন দেখা যাক ঢালের উপরি তলের ক্ষেত্রফল কত যার ভূমি ৫ ফুট এবং উচ্চতা ৫ ফুট। ত্রিভূজের ক্ষেত্রফলের সূত্র বসিয়ে পাই ১/২ × ৫ × ৫ = ১২.৫ বর্গফুট।
তাহলে পুকুরের দৈর্ঘ্য বরাবর ২ টি ঢালের আয়তন হবে = ২ × ১২.৫ × ১৪৯ ঘনফুট বা ৩৭২৫ ঘনফুট — (২)
(দৈর্ঘ্য ও প্রস্থ ওভারল্যাপ করায় প্রতিটি মাত্রা (দৈর্ঘ্য ও প্রস্থ উভয়টি) প্রকৃত পরিমাপের চেয়ে ৫ ফুট কম হবে, কারণ ঢালের অনুপাত থেকে এটা বুঝা যাচ্ছে যে, দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ে ৫ ফুট এলাকা জুড়ে পরস্পরকে ওভারল্যাপ করে আছে।
অন্যদিকে, পুকুরের প্রস্থ বরাবর ২ টি ঢালের আয়তন হবে = ২ × ১২.৫ × ৭৫ ঘনফুট বা ১৮৭৫ ঘনফুট — (৩)
সুতরাং (১), (২), ও (৩) নং উপাত্ত থেকে পাওয়া যায় ৫০৪০০ + ৩৭২৫ + ১৮৭৫ = ৫৬০০০ ঘনফুট মাটি।
শ্রমিকরা এক হাজার ঘনফুট মাটিকে বলে এক হাজার মাটি। অতএব, তাদের ভাষায় পুকুরটি খনন করতে ৫৬ হাজার মাটি কাটতে হবে। সুতরাং পুকুরটি খনন করতে মোট ১১৫০ × ৫৬ = ৬৪৪০০ টাকা খরচ হবে (প্রতি হাজার মাটি ১১৫০ টাকা হিসেবে)।

যখন ঢাল ১ ঃ

পুনঃ
খননের পর মোট গভীরতা যেন হিসাব করা যায় তার জন্য স্থির কোন চিহ্ন বা প্লাটফর্ম থেকে হিসাব সংরক্ষণ করতে হবে।
খনন কাজ শেষ হলে খননকৃত জলাশয়ের তলা থেকে সব জায়গায় পানির গভীরতা সমান থাকলে বুঝতে হবে খননের পরিমাণ সঠিক আছে। পুনঃখনন শুরুর আগে জলাশয়ের তলা উচু নিচু থাকলে গভীরতা মাপার ক্ষেত্রে গড় মান ধরতে হবে।

30/07/2025

নরসিংদীতে আজ এন সি পির মিছিলের একাংশ ।

আজ (৩০ জুলাই, ২০২৫) কিছুক্ষণ আগে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার  #তারাকান্দি গ্রামের দুইজন কৃষক  #বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ...
30/07/2025

আজ (৩০ জুলাই, ২০২৫) কিছুক্ষণ আগে
কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার #তারাকান্দি গ্রামের দুইজন কৃষক #বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

Address

84 Vaughan Way
Leicester
LE14SJ

Alerts

Be the first to know and let us send you an email when ARB Online News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ARB Online News:

Share

Category