10/08/2025
একটা মেয়ে সন্তান পেলেন মানে আপনি জীবনে সুখ কি জিনিস সেটা ফিল করবেন। মায়া মমতা কি জিনিস সেটা ফিল করবেন। মেয়েদের মতো করে বাবা-মাকে কেউ যত্ন করে না।
একটা মেয়ের মা মানেই আপনাকে টেক কেয়ার করার জন্য কেউ জন্মালো । একটা মেয়ের মা মানেই আপনি আজীবন কোন বন্ধু পেলেন যে বন্ধুটা আপনাকে ছেড়ে যাবে না।
একটা মেয়ে জন্মানোর পর মায়ের সবচেয়ে বড় স্বস্তি হলো তার বিশ্বস্ত একজন এমন বন্ধু যে জীবনে পা মিলিয়ে চলার সহযাত্রী ।কচি কচি হাতেই মেয়েটা আপনাকে আদর করতে করতে ফিল করাবে আপনি আপনার মায়ের আরেক ফটোকপি পেতে যাচ্ছেন ।
একটু বড় হবার পর থেকেই সে আপনাকে ফিল করাবে আপনাকে এক্সট্রা কেয়ার করার কেউ আপনার ছায়ার সাথে সাথে ঘুরছে ফিরছে । শৈশবেই সে বেড়ে উঠতে উঠতেই আপনাকে চা কফি বানিয়ে দিবে , সে চাইবে আপনার সাজের তাকটা কিংবা আলমিরাটা একটু গুছিয়ে দিতে ।কৈশরে সে আধা মা হয়ে আপনাকে শাসন করা শুরু করবে ।
ঘুমাও না কেন? খাওনা কেন? এই শাড়ীটা পরো না কেন বলা শুরু করে দিবে । যৌবনে তার পড়াশুনা শেষ করতেই আপনার জন্য সে নীরবে ছেলের দায়িত্ব পালন করার জন্য উঠেপরে লাগবে ।
আর বৃদ্ধ বয়সে যখন আপনি একা সে আপনার ভালো সঙ্গী হয়ে আপনার সুখ -দুঃখের সমস্ত আলাপ আলোচনা বন্ধু হয়ে শুনবে ।
মেয়েরা মায়ের চোখের জল মুছানোর জন্যই মনে হয় পৃথিবীতে আসে । তাই তো মেয়ে মানেই জান্নাতের সুখ ।
ভালো থাকুক পৃথিবীর সব মা, ভালো থাকুক পৃথিবীর সব মেয়ে গুলো। ❤️❤️
Every day, I’m grateful for you being part of my life ! My little waruu 🐣❤️