19/10/2025
এখানে এই তরুণ নেতা যেটি জিয়া পরিবারকে নিয়ে বলছেন তার আংশিক আমি ব্যাখ্যা করছি।
একটি মানুষের জীবনে তার অর্থের প্রয়োজন হয়ে দাঁড়ায় স্বাচ্ছন্দ লাইফ লিড করার জন্য আরাম আইসের জিন্দেগি উপভোগ করার জন্য!
সেই জায়গা মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের রেখে যাওয়া পেনশন এবং কি নগদ কোন অর্থ ও ঢাকা শহরে কোনরকম কোন বসতবাড়ি কিংবা ফ্লাট রেখে যায়নি!
তার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাল ধরে তিন তিনবারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে জিয়া পরিবারের কোন ব্যক্তিগত বাড়ি কিংবা পারিবারিক কোন বাড়িঘর ফ্ল্যাট ব্যাংক ব্যালেন্স কিছুই নেই!
এবং কি জিয়া পরিবারের দুই সন্তান তারেক রহমান আরাফাত রহমান কোকো এবং কি তাদের স্ত্রী সন্তান জাহিমা রহমান জাফিয়া রহমান সহ কারো নামে কোনোরকম কোন ব্যাংক ব্যালেন্স কিংবা বাড়িঘর কিংবা ফ্লাট কিছুই নেই!
এবং কি এই জিয়া পরিবারের দ্বিতীয় প্রজন্মের নামেও কোনো রকম কোনো অর্থ-সম্পদ নেই?
এমন একটি পরিবার জিয়া পরিবার তাদের সন্তান তারেক রহমান বর্তমান তিনি তার গায়ের জামাটাও পরিবর্তন করতে সর্বোচ্চ তিন বছর অতিবাহিত করেন!
সেই জায়গায় তিনি যদি ওই পরিবারের লাইফ লিড আরাম আয়েশের জীবন যদি না চালান
তাহলে সেই অর্থ সম্পদ দিয়ে তিনারা কি করবেন?
এবার আসুন উনারা কোনরকম কোন বাংলাদেশের নেতৃত্ব কিংবা দায়-দায়িত্ব নিতে চান না, সেই জায়গায় উনার আবার চায় কেন!
উনারা এই মর্মে চায় যে আর এই মর্মে উনাদেরকে চায় না উনাদেরকে চায়না শোষণ খোর যারা দেশকে দেশের মানুষকে ধ্বংস করে দিতে চায় তারা।
এই দেশের মানুষের স্বাভাবিক জীবনটা উৎসর্গ করে দিতে চায় এই দেশ দেশের মানুষের স্বাচ্ছন্দ জীবনকে তারা কর্তৃত্ববাদের পরিণত করতে চায়, তারাই জিয়া পরিবারের মত এই সমস্ত দেশ প্রেমিক নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে কোন নেতৃত্বে আনতে চায় না।
তারা তাদের মত করে এই দেশ দেশের মানুষকে ধ্বংস করে দিতে চায় গণতন্ত্র নামক বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা হরণ করে তাদের সাহিত্য শাসনে নিয়ন্ত্রিত করতে চায় তারা।
এবার কেন জিয়া পরিবার এই দেশ ছেড়ে দিতে চায় না কেন তারা দায়িত্বে থাকতে চায় এই মর্মে যে এই দেশের স্বার্থ এদেশের মানুষের স্বার্থ এদেশের স্বার্থ সবার উদ্দেশ্যে রাখতে চায় বলে কোনরকম কোন নাগরিক যেন তাদের স্বাধীনতা তাদের ব্যক্তি স্বাধীনতা কোন ব্যক্তি যেন কর্তৃত্ববাদী না করতে পারে তার জন্য।
বাংলাদেশের সকল নাগরিক যেন তাদের নৈতিক অধিকার সাম্য মানবিক ন্যায় পরায়ন শিক্ষা চিকিৎসা অর্থনীতি নিয়ে স্বাচ্ছন্দে বসবাস করতে পারে পৃথিবীতে মাথা উঁচু করে বলতে পারে যে আমি বাংলাদেশী।
জিয়া পরিবার চায় এই নেতৃত্বের আওতাধীন থেকে আগামীর বাংলাদেশ বাংলাদেশের অনাগত তরুণ প্রজন্ম তারাই নেতৃত্ব দেবে জিয়া পরিবার নয়?
জিয়া পরিবার চায় যে নীতি আদর্শের ভেতর থেকে বাংলাদেশ বাংলাদেশের তরুণ প্রজন্ম অনাগত প্রজন্ম তাদের হাত ধরে যেন এই দেশ সাম্য মানবিক ন্যায় পরায়ন বিচার ব্যবস্থা নিয়ে এগিয়ে যেতে পারে তার জন্য জিয়া পরিবার নিজেদেরকে উৎসর্গ করেছে।
যদি জিয়া পরিবারের অর্থবিত্ত সংগঠিত রাষ্ট্র পরিচালনা করতে চাইতেন তাহলে তো জিয়া পরিবার আজকে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়ে বসে থাকতো সেই জায়গায় আর দেশের মানুষের জন্য দেশের মানুষকে সচেতন করার লক্ষ্যে গণতন্ত্রের জন্য ন্যায্য অধিকারের জন্য শিক্ষা চিকিৎসা বাসস্থান কর্ম অর্থনীতি ন্যায় পরায়ন বিচার ব্যবস্থার জন্য আন্দোলনে থাকতেন না যদি রাজত্বের আশা করতো
তাহলে তো রাজত্ব নিয়েই থাকতো
জিয়া পরিবার তথা বিএনপির।
বাকিটা বাংলাদেশের মানুষের বিচার বিশ্লেষণ?
গত ২০ বছর যাবত বিএনপিকে কেন নস্যাৎ করতে চায়!
গত ওয়ান এলেভেন থেকে শুরু করে জিয়া পরিবারের নামে বিভিন্ন দুর্নীতি দুর্নাম তুলে ধরেছেন এবং তা প্রকাশ করেই বিভিন্ন পর্যায় দায়িত্ব নিতে চেয়েছেন!
জিয়া পরিবারের দেশ-বিদেশে বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা-বাণিজ্য মালয়েশিয়া দুবাই সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশের কথা উল্লেখ করে ঢালাও পচার করেছেন!
দেশি-বিদেশি আন্তর্জাতিক সংস্থা ও আদালতের মাধ্যমে কোথাও কোনোরকম বিন্দুমাত্র সেনাক্ত কিংবা প্রমাণ করতে পারেনি, কি করে পারবে থাকলেই তো সেই প্রমাণ করতে পারত। আজও সেই জিয়া পরিবার কি তাদের ব্যক্তিগত সম্পদের উপর বসবাস করছেন তাদের ব্যক্তিগত উপার্জিত অর্থে জীবন যাপন করছেন সেই সমস্ত বিষয় আমরা না খুঁজে না জেনে কেউ একটা কিছু বলে দিচ্ছে আমরা সেটাকে বিশ্বাস করে চলছি! অথচ যা কিনা আজ পর্যন্ত বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি তার বাসস্থানের জন্য দেশে ফিরে যেতে পারছেন না। অনেকেই অনেক কথা বলছেন এখানেই তিনি কিভাবে চলছেন তিনি এখানে জীবন যাপন করছেন লন্ডন সরকারের তত্ত্বাবধানে অতিরিক্ত অর্থ কোথায় থেকে আসছে সেই নিয়ে প্রশ্ন তুলছে অনেকেই যারা জানেন না তারা এখানে যায় কিছু আছে চলছেন সবকিছু তত্ত্বাবধান চলছে লন্ডন সরকার কর্তৃপক্ষ এবং স্থানীয় নেতৃবৃন্দর তত্ত্বাবধানে তাদের জীবন যাপন আশা করি আপনারা এ বিষয়ে ক্লিয়ার করবেন ,হবেন।