27/09/2025
শুভ রাত্রি , ভিশন ২০৩০ কথা দেশবাসী যতটুকু জানেন তা নিয়ে অনেকটা দ্বিধাদ্বন্দ ও সংকোচ থাকতে পারে,কিন্তু ২০২৬-এ দেশবাসীর চোখে মুখে আনন্দ ভাসবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র নেওয়া যে উদ্বেগ নিয়েই ভিশন ঘোষণা করেছেন সেই ভাবে আব্বু এই বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছি গত রাত্রে, এক পর্যায়ে আব্বু পুরো প্ল্যানটা যেভাবে বাস্তবায়ন করবেন আমাকে সংক্ষিপ্ত বিবরণের মাধ্যামে বুঝাচ্ছে আমি যতটুকু বুঝেছি তার থেকে বোঝা যাচ্ছে ২০২৬-এ বাংলাদেশ এক নতুন অধ্যায় রূপান্তর হবে ইনশাল্লাহ।
শুধু দেশবাসী আপনাদের সেবা করার সুযোগটা দিন, গত জীবনে যেই ভাবে আস্তা রেখেছেন সেই আস্তা অব্যাহত রাখুন এইবার ইনশাআল্লাহ বিশ্বের মাথা তুলে দাঁড়ানোর অবস্থায় পৌঁছে যাবেন।