DeshBidesh News দেশ-বিদেশ

DeshBidesh News দেশ-বিদেশ DeshBidesh দেশ-বিদেশ-পত্রিকা
বিশ্ব বাঙ্গালীর মূখপাত্র
www.deshbidesh.news

We Work With Bangladeshi International Community
As a Print Media News,
more information
login to our website
www.deshbidesh.news

24/04/2025

ইন্ডিয়ার সুপারস্টার ইয়ো ইয়ো হানি সিং
ড: মোহাম্মদ ইউনুস কে চলুন জানি একটি গান করেন, বিজেপি নেতারা গান টি কে বান্ট এবং হানি সিং কে আইনের আওতায় আনার জোর দাবি জানান। #বাংলাদেশ #বাংলাদেশেরখবর #বাংলাদেশের #বাংলা #বাংলা #নিউজ

18/04/2025
17/04/2025
07/04/2025

প্রতি ৩ মাস পর বার্নিংহাম সহকারি হাইকমিশননের আয়োজনে লেস্টারের স্থানীয় একটি হলে পরামর্শ এবং ভিসা সার্ভিসের আয়োজন করা হয় এই বছরের দ্বিতীয় বৈঠকে নেতারা তাদের দাপট কাটাতে গিয়ে লাইনে দাঁড়ানো কেন্দ্র করে
আওয়ামী লীগ ও বি এন পি নেতার হাতা হাতি করে থাকেন।
গত শনিবার লেস্টারের স্থানীয় একটি হলে, বাংলাদেশ সরকারি হাই কমিশনের প্রথম সচিব নাজমুস সাকিব,
উপস্থিতিতে লাইনে দাঁড়ানো নিয়ে কথা কাটাকাটির মধ্য দিয়ে আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান ও বিএনপি নেতা ইস্ট মিডলাইন রিজনের এর সাবেক সভাপতি শহিদুল্লাহ খান সহ আরো অনেক।

সিলেটে আল-হারামাইন গ্রুপের কর্ণধার মাহতাবুর রহমান নাসিরের হুন্ডি ব্যাবসা ও হাজার কোটি টাকার দুর্নীতির তথ্য ফাঁস ও তদন্ত ...
05/04/2025

সিলেটে আল-হারামাইন গ্রুপের কর্ণধার মাহতাবুর রহমান নাসিরের হুন্ডি ব্যাবসা ও হাজার কোটি টাকার দুর্নীতির তথ্য ফাঁস ও তদন্ত শুরুর প্রাক্ষালে জুলাই সুর্য সন্তান নাহিদ ইসলাম বৃহস্পতিবার গোপনে আল-হারামাইন হাসপাতালে ঘন্টা ব্যাপী পরিদর্শন করে গেলেন।

বিস্তারিত টেক্স রিপোর্টে"""

সিলেটে গোপনে আসার তথ্য নিশ্চিত করছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দর ইউ এস বাংলা কর্তৃপক্ষ জানায়, তিনি বৃহস্পতিবার ইউএস বাংলার বিএস ৫৩৫ বিমানে ৩টায় সস্ত্রীক এসেছেন এবং তাকে ভিআইপি প্রটোকল দেয়া হয়েছে।

রাতেই সড়ক পথে তিনি ঢাকার উদ্দেশ্যে সিলেট গেছেন বলে একাদিক সূত্র তথ্য নিশ্চিত করেছে।এটাই সম্ভাবনাময় রাজনীতির নতুন সূর্যদয়।

সুনামগঞ্জে চোখের সামনেই কোটি টাকার মাছ লুটের হিড়িকসুনামগঞ্জের দিরাই, শাল্লা, জামালগঞ্জ উপজেলায় ঘোষণা দিয়ে ইজারাকৃত বৈধ জ...
08/03/2025

সুনামগঞ্জে চোখের সামনেই কোটি টাকার মাছ লুটের হিড়িক

সুনামগঞ্জের দিরাই, শাল্লা, জামালগঞ্জ উপজেলায় ঘোষণা দিয়ে ইজারাকৃত বৈধ জলমহালের কোটি কোটি টাকার মাছ লুটের হিড়িক পড়েছে। মাইকে ঘোষণা দিয়ে প্রশাসনের সামনেই দিনে-দুপুরে আনন্দ-উল্লাস করে হাজারো মানুষ মাছ লুট করে করতে নেমে পড়েছে বিলে।

মাছ শিকারের মাইকিং শুনে আশপাশের কয়েক ইউনিয়নের বিভিন্ন গ্রামের হাজারো জনতা জলমহালের কয়েক কোটি টাকার মাছ ধরে নিয়ে গেছে। পূর্ব ঘোষণা দিয়ে বৈধ বিলগুলোতে লুট চালালেও প্রশাসন অসহায়। এমন ঘটনায় আতঙ্কিত হাওর অঞ্চলের জলমহাল ইজারাদার ও সংশ্লিষ্টরা।

জেলার তিন উপজেলায় এক সপ্তাহে লুট হয়েছে দিরাই, শাল্লা, জামালগঞ্জ উপজেলা ১২ জলমহাল। জলমহালগুলো হলো- কামান বিল, হাতনী বিল, বারোঘর বিল, চনপইট্টা বিলের, লাইরা-দীঘা বিল ও বেতইরা বিল ও ভাটিগাং বিল, জোয়ারিয়া বিল, মেধা বিল, বাইল্লা বিলসহ প্রায় ১২টি বিলের মাছ লুটে নেয়া হয়েছে। এসব জলমহাল থেকে মাছ লুটের ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে ইজারাদারদের।

সর্ব প্রথম ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) সকালে দিরাই উপজেলার কামান বিলের মাছ জোর করে ধরে নেয় কয়েক হাজার মানুষ। এর পরদিন শনিবার আবারও বিভিন্ন যানবাহনে করে এসে মাছ লুটপাট চালায় বিভিন্ন এলাকা থেকে আগত মানুষজন।

ধারাবাহিকভাবে শনিবার ও রোববার সকালে শাল্লা সদর বাহাড়া ইউনিয়নের যাত্রাপুর গ্রাম সংলগ্ন জোয়ারিয়া বিলের মাছ জোরপূর্বক ধরে নেয় কয়েক গ্রামের মানুষ। এছাড়া রবিবার (২ মার্চ) সকালে দিরাই উপজেলার মেঘনা-বারোঘর জলমহালের একটি বিল ও একই উপজেলার হাতনী বিল জোর করে মাছ ধরে নেয় বিলের আশপাশের কয়েক গ্রামের মানুষ।

এরপর সোমবার দিরাই উপজেলার কাশীপুর লাইরা দীঘা গ্রুপ ফিসারীর এলংজুরি ও আলীপুর গ্রামের পেছনের লাইরা-দীঘা ও চনপইট্টা বিলের পাইলের (অভয়ারণ্য সৃষ্টি করে মাছ বড় করা) প্রায় কোটি টাকার মাছ ধরে নেয় বিলের আশপাশ এলাকার কয়েক হাজার মানুষ।

পরেরদিন মঙ্গলবার (৪ মার্চ) শাল্লা উপজেলার আটগাঁও গ্রামের কাছের কাশীপুর লাইরা দীঘা গ্রুপ ফিসারীর সতোয়া নদীর মাছ লুট করে দিরাই ও শাল্লা উপজেলার ১০-১৫ টি গ্রামের হাজার হাজার মানুষ। মঙ্গলবার সকালে একই উপজেলার কাশীপুর গ্রামের কাছের বাইল্লা বিল ও ইয়ারাবাদ গ্রামের কাছের বড়গাঁও-ইয়ারাবাদ গ্রুপ জলমহালের ভাটিগাং বিল লুটপাট করে স্থানীয় লোকজন।

বুধবার (৫ মার্চ) সকালে দিরাই উপজেলার কেজাউরা গ্রামে মেধা বিলও বেতইরা জলমহালে আশপাশের বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষ মাছ ধরার পলো, জালসহ নানা উপকরণ নিয়ে নেমে পড়েন। এতে অংশ নেয় পুরষের পাশাপাশি নারী-শিশু-কিশোরাও।

তবে পুলিশ প্রশাসনের লোকজন তাদের বাধা ও অনুরোধ করলেও তাতে কোন লাভ হয়নি। জোরপূর্বক লুটপাট চালায়। সর্বশেষ শুক্রবার (৭ মার্চ) দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কাউয়াজুরি বলগাডুবি জলমহালের মাছ লুট হয়। এদিন শল্লা উপজেলার সতোয়া জলমহালের মাছ লুটের চেষ্টা করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় মাছ ধরতে আসা জনতা জলমহাল ইজারাদারদের দুইটি ছাউনি ঘরে আগুন ধরিয়ে দেয়। যদিও পরে সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয়।

জোয়ারিয়া বিলের ইজারাদার যাত্রাপুর হিলিপ মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হিমাদ্রী সরকার বলেন, “বিলে বাঁশ-কাঠা দেওয়া, পাহারাদার রাখাসহ প্রায় ৩০ লাখ টাকা খরচ হয়েছে। আগামী বছর মাছ ধরার কথা ছিল কিন্তু জোর করে দুই দিন মাছ ধরে অর্ধকোটি টাকার ক্ষতি করা হয়েছে।”

সুনামগঞ্জ জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া গণমাধ্যমকে বলেন, “দিরাই, শাল্লা, জামালগঞ্জে জলমহাল লুট করার সাথে ৪০ থেকে ৫০ হাজার মানুষ জড়িত। তাজাড়া পলো, টেঁটা, কুচ দিয়ে সংঘবদ্ধভাবে মাছ ধরতে আসে। এসব জলমহাল সরকারি ইজারার আওতায়। এই জলমহালগুলো লুটের কারণে আগামীতে ইজারা প্রদানে প্রতিবন্ধকতা দেখা দিবে। এর ফলে দেশ গুরুত্বপূর্ণ রাজস্ব থেকে বঞ্চিত হবে। এতে দেশের উন্নয়নমূলক কাজ বিঘ্নিত হবে। যারা এই কাজের সাথে জড়িত তারা নিজেদের বিরুদ্ধে কাজ করছেন। আমি অনুরোধ করব তারা যেনো এসব কাজ থেকে বিরত থাকেন। ক্ষতিগ্রস্ত ইজারাদাররা যদি আইনী পদক্ষেপ নেন তাহলে আমি আইন-শৃঙ্খলাবাহিনীকে অনুরোধ করবো যেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।”

নির্বাচনের আগেই দেশে ফিরছেন জাতীয়তাবাদী  দলের চেয়ারম্যান তারেক রহমান: ডা. জাহিদ।ওবায়দুল কবীর খোকন, যুক্তরাজ্য:আগামী জা...
07/03/2025

নির্বাচনের আগেই দেশে ফিরছেন জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান: ডা. জাহিদ।

ওবায়দুল কবীর খোকন, যুক্তরাজ্য:

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার যুক্তরাজ্যের বার্মিংহামে ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপি ও বার্মিংহাম সিটি বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন l
দেশে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, বিগত ১৫ বছর যে সকল মানুষগুলো গণতন্ত্র পুনরুদ্ধারে আত্মাহুতি দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, কেউ কেউ হারিয়ে গেছেন, কেউ গুম হয়েছেন, বিশেষ করে বিএনপি নেতা সিলেটের কৃতি সন্তান এম ইলিয়াস আলী, দিনার ও জুনেদ, চৌধুরি আলমসহ বিএনপির শত শত নেতা-কর্মী হারিয়ে গেছে। স্বৈরাচারের নির্যাতনে বিএনপি‘র হাজার হাজার নেতা-কর্মী পঙ্গুত্ব বরন করেছে। সেই সাথে বিগত জুলাই- আগস্ট আন্দোলনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ অন্য সংগঠন সমূহের নেতা-কর্মীদের যেভাবে শহীদ করা হয়েছে এবং পাখির মত মানুষদের মারা হয়েছে শুধু ক্ষমতা থাকতে এবং কর্তৃত্ববাদ শাসনকে অব্যাহত রাখার জন্য ।
তিনি বলেন, বিএনপি’র বহু নেতা-কর্মী হারিয়ে গেছে স্বৈরাচারীর হিংস্র থাবায় । আমরা সেই সকল শহীদ ভাই-বোনদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করি।
যারা পঙ্গুত্ব বরণ করেছে আমরা তাদের পাশে দাঁড়াতে চাই যেন তারা স্বাভাবিক জীবন যাপনে ফিরতে পারেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি‘র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপি‘র সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার আইয়ুব খান, কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবিই, কাউন্সিলর মমতাজ হোসেন।
ইফতার ও দোয়া মাহফিলে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল লতিফ জেপি, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম-সম্পাদক মিছবাউজ্জামান সুহেল, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক সুজাতুর রেজা, যুক্তরাজ্য বিএনপি‘র যুগ্ম সম্পাদক (দপ্তর) ড. মজিবুর রহমান, সহ-সম্পাদক আব্দুল বাছিত বাদশা, সাংগঠনিক সম্পাদক মোশাহিদ আলী তালুকদারসহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার আব্দুল মজিদ, সহ-সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ, ইসলাম উদ্দিন খান, মজনু মিয়া, রাসেল আহমদ, মোদাচ্ছির খান, আব্দুল কবির, গুলজার আহমদ ফয়ছল, রাসেল আহমেদ সহ অনেকে।
অনুষ্ঠানে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা যোগ দেন।

যুক্তরাজ্যের বার্মিংহামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে যুক্ত...
23/02/2025

যুক্তরাজ্যের বার্মিংহামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে যুক্তরাজ্যের বার্মিংহামের ঐতিহাসিক স্মলহিথ পার্কে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচির মধ্যে ছিল, দিবসের প্রথম প্রহরে শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ।

এর আগে একুশে ফেব্রুয়ারি উদযাপন কমিটির আয়োজেনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উদযাপন কমিটির আহবায়ক কাউন্সিলার জিয়াউল ইসলামের সভাপতিত্বে ও আহবায়ক কমিটির অন্যতম সদস্য আওলাদ হোসেন ও ইকবাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ বার্মিংহাম সহকারী হাইকমিশনের হাইকমিশনার মো. আলীমুজ্জামান ।

আলোচনার ফাকেঁ ফাকেঁ একুশের কবিতা আবৃত্তি ও জনপ্রিয় সঙ্গিত শিল্পীদের মনমৃগ্ধকর একশের গান আগত দর্শকদের মনে অন্যরকম দোলা দেয় ।

আলোচনা সভা শেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করেন বার্মিংহাম সহকারী হাইকমিশনের হাইকমিশনার মো. আলীমুজ্জামান, একুশে ফেব্রুয়ারি উদযাপান কমিটির পক্ষে সভাপতি কাউন্সিলার জিয়াউল ইসলাম ও স্থানীয় কাউন্সিলার সাকিব খান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা আব্দুল লতিফ জেপি, যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা, সাংগঠনিক সম্পাদক মোশাহিদ তালুকদার, আব্দুল লতিফ জেপি,কাজী আঙ্গুর মিয়া, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কবীর খোকন, ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির পক্ষে সাবেক সভাপতি সৈয়দ জমশেদ আলী, আওলাদ হোসেন, জালাল উদ্দিন,রফিকুর রহমান রফু, মজনু মিয়া, নজরুল ইসলাম, ইকবাল হোসেন, মোহাম্মদ আলী, দেওয়ান উকিল মিয়া, ছারওয়ার আহমেদ, কায়ছারুল ইসলাম সুমন, ফখরুল ইসলাম রিপন, আব্দুল মুয়িত, বার্মিংহাম সিটি বিএনপি‘র পক্ষে, আবজার হোসেন , আব্দুল কবির, আরমান আহমদ, কবির আহমদ, শামীম খানঁ, আনসার উদ্দিন, ওবায়দুল হাসান লোদী, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল, জাসাস, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন, বাংলাদেশ কালচারাল সোসাইটি, হবিগঞ্জ সোসাইটি ইউকে, মৌলভীবাজার জেলা জনকল্যান সংস্থা, দিরাই এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট, হবিগঞ্জ এডুকেশন ট্রাষ্ট, জকিগঞ্জ সমিতি, স্পেনিশ সোসাইটি ওয়েষ্ট মিডল্যান্ডস, গরীব কল্যাণ ট্রাষ্ট, নিউ হোপ গ্লোবাল, পূর্বনাট, ইউরোপিয়ান ইউনিয়ন, এমটি ক্যাটারিং, আব্দুল রহমান ট্রাষ্ঠ, ডা: এসোসিয়েশন ইউকে, ইনাথগঞ্জ এসোসিয়েশন, ওয়ালসল বিএনপি পরিবার সহ বহু সংগঠন ও ব্যক্তি পর্যায়ের কমিউনিটি ব্যক্তিত্বগন শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।

18/02/2025

ফেঞ্চুগঞ্জ সিলেট সামালুম রহমাতুল্লাহ মাদারের সামনে রেল ক্রসিংগের মধ্যে পাহাড়িকা এক্সপ্রেসের সাথে বিয়ের গাড়ির সঙ্গে ধাক্কা।

সি‌লে‌টে অনু‌ষ্ঠিত হ‌চ্ছে বাংলাদেশ-ইউরোপ ফেডারেশন অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি উদ্যো‌গে ব‌্যবসায়ীক উন্নয়ন সভা।
07/02/2025

সি‌লে‌টে অনু‌ষ্ঠিত হ‌চ্ছে বাংলাদেশ-ইউরোপ ফেডারেশন অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি উদ্যো‌গে ব‌্যবসায়ীক উন্নয়ন সভা।

শহিদুল ইসলাম, সি‌লেট:
বাংলাদেশ-ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (EBFCI) আনন্দের সাথে তাদের আসন্ন অনুষ্ঠান, "সীমানা ছাড়িয়ে ব্যবসা: টেকসই উন্নয়নের উপর একটি সংলাপ-ইউরোপ এবং বাংলাদেশের মধ্যে" ১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার সিলেটের রোজ ভিউ হোটেলে অনুষ্ঠিত হবে।

সন্ধ্যাটি আঞ্চলিক ব্যবসায়ী নেতা, উদ্যোক্তা এবং অংশীদারদের একত্রিত করার প্রতিশ্রুতি দেয় যাতে তারা ইউরোপ এবং বাংলাদেশের মধ্যে সহযোগিতা এবং প্রবৃদ্ধির জন্য নতুন সুযোগগুলি অন্বেষণ করতে পারে, যা উভয় অঞ্চলে টেকসই উন্নয়নকে উৎসাহিত করে।

এই অনুষ্ঠানটি ইবিএফসিআই দ্বারা আয়োজিত এবং রোজ ভিউ হোটেল সিলেট দ্বারা পৃষ্ঠপোষকতা করা হয়েছে এবং এর লক্ষ্য ব্যবসায়িক উদ্ভাবন, স্থায়িত্ব এবং অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে ধারণা বিনিময় করা।
সন্ধ্যাটি বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় প্রতিনিধিদলের রাষ্ট্রদূত এবং প্রধান মিঃ মাইকেল মিলারের উপস্থিতিতে শোভা পাবে, যিনি প্রধান অতিথি থাকবেন।
তার ভাষণে ইইউ-এর
বাংলাদেশের সাথে সহযোগিতা বৃদ্ধি এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার উদ্যোগ প্রতিফলিত হবে। ইইউ-বাংলাদেশে নিযুক্ত প্রতিনিধিদল ব্যবসায়িক প্রবৃদ্ধি এবং টেকসই উন্নয়ন প্রচারে ইবিএফসিআই-এর প্রচেষ্টার প্রতি স্বীকৃতি এবং সমর্থন প্রকাশ করেছে।

অনুষ্ঠানের এজেন্ডা:
সন্ধ্যা ৬:৩০ – স্বাগত ও ভূমিকা
সন্ধ্যা ৬:৫০ – উদ্বোধনী ভাষণ: ইবিএফসিআই উপস্থাপনা করছেন বাংলাদেশ নির্বাহী পরিচালক ও জনাব মোহাম্মদ আলী দেশ প্রধান, ইবিএফসিআই
সন্ধ্যা ৭:০০ – ইবিএফসিআই ভিডিও উপস্থাপনা: ইবিএফসিআই-এর সাম্প্রতিক বাংলাদেশ সফরের উপর একটি সংক্ষিপ্ত উপস্থাপনা
সন্ধ্যা ৭:১৫ – মূল বক্তব্য রাখ‌বেন মহামান্য মাইকেল মিলার, রাষ্ট্রদূত এবং ইউরোপীয় ইউনিয়নের প্রধান
বাংলাদেশে প্রতিনিধিদল
রাত ৮:০০ টা – নৈশভোজ ও নেটওয়ার্কিং: অনানুষ্ঠানিক আলোচনা এবং সম্পর্ক গড়ে তোলার সুযোগ।
রাত ৯:৩০ টা – অনুষ্ঠানের সমাপ্তি

EBFCI সম্পর্কে
ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (EBFCI)
ইউরোপ, যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতু হিসেবে কাজ করে, যা অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ এবং জ্ঞান বিনিময়কে চালিত করে। বৈচিত্র্যময় সদস্যপদ এবং আন্তর্জাতিক অফিসের একটি বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে, EBFCI ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধি, উদ্যোক্তা উদ্যোগকে সমর্থন এবং অঞ্চল জুড়ে ব্যবসার জন্য বাজার অ্যাক্সেস সহজতর করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
এছাড়াও, EBFCI
পরামর্শ, প্রশিক্ষণ এবং কর্মশালার মাধ্যমে ব্যবসায়িক চাহিদা-ভিত্তিক সমাধান বিকাশের প্রক্রিয়াধীন, বিশেষ করে পর্যটন ও স্বাস্থ্যের ক্ষেত্রে এবং ইউরোপে বাণিজ্য মেলা আয়োজনের মাধ্যমে। এই উদ্যোগগুলির লক্ষ্য দক্ষতা উন্নয়ন, সহযোগিতা বৃদ্ধি,
জ্ঞান বিনিময় সহজতর করা এবং ব্যবসাগুলিকে তাদের বৃদ্ধি এবং আন্তর্জাতিক সম্প্রসারণে সহায়তা করা।
EBFCI-তে সদস্য হিসেবে যোগদানের মাধ্যমে, কোম্পানিগুলি ইউরোপীয়
বাজারের সাথে যুক্ত হওয়ার জন্য একটি বিশাল নেটওয়ার্ক এবং সম্পদের সদ্ব্যবহার করতে পারে এবং আরও টেকসই বিশ্ব অর্থনীতিতে অবদান রাখতে পারে।

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ইতালির ভেনিসে ভোরের আলো নিউজ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। মোহাম্মাদ উল্লাহ সোহেল ইতালি প্রতিনিধি...
07/02/2025

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ইতালির ভেনিসে ভোরের আলো নিউজ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত।

মোহাম্মাদ উল্লাহ সোহেল ইতালি প্রতিনিধি : জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ইতালির ভেনিসে প্রফেসর সেরজো ফিরপো'র সভাপতিত্বে ও ভোরের আলো নিউজ এর পরিচালক মোহাম্মাদ উল্লাহ সোহেল ও পরিচালক সোহেলা আক্তার বিপ্লবীর যৌথ প্রানোবন্ধ উপস্থাপনায় ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালি ও ভেনিস বাংলা স্কুল এর সার্বিক সহযোগিতায় ভেনিসে স্থানীয় একটি অডিটোরিয়ামে ভোরের আলো নিউজ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আরাব বিন নাসির। এবং বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করেন ভেনিস বাংলা স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ।

সে সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভেনিসে হোটেল এবং রেস্টুরেন্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক নেতৃবৃন্দগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ভোরের আলো নিউজ এর উপদেষ্টা সৈয়দ কামরুল সরোয়ার ভোরের আলো নিউজ পরিবারের সকলকে একে একে মঞ্চে আমন্ত্রণ জানান চেয়ারম্যান আনোয়ার হোসেন রানা। ব্যবস্থাপনা পরিচালক এস কে এমডি জাকির হোসেন সুমন, পরিচালক মোহাম্মাদ উল্লাহ্ সোহেল, পরিচালক সোহেলা আক্তার বিপ্লবী, পরিচালক শরিফুল টগর, পরিচালক মুন্না আহমেদ ফাহিম।

বক্তারা বলেন বস্তুনিষ্ঠ সংবাদই হচ্ছে একটি চ্যানেলের মূলনীতি। আমরা আশা করব ভোরের আলো নিউজ নতুন ভাবে নতুন উদ্যোগে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে।

অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিল্লাল হোসেন ঢালী, রফিকুল ইসলাম ছৈয়াল, আবুল কাশেম সিকদার, পলাশ রহমান, আমিনুল হাজারী, উম্মে সাল সাবিল জাহান তাসিনা, শরীফ মেধা, ফখরুল চৌধুরী, আক্তার বেপারী, শাহাদাত হোসেন, রাশেদ ভূঁইয়া, মোস্তফা ছৈয়াল কালো, মোস্তাক আহমেদ, সহ আরো অনেকেই।

মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান কবিতায় মুখরিত ছিল পুরো অনুষ্ঠান জুড়ে।

দেশ বিদেশ পত্রিকার পক্ষ থেকে সবাইকে নব বছরের শুভেচ্ছা ২০২৫
31/12/2024

দেশ বিদেশ পত্রিকার পক্ষ থেকে সবাইকে নব বছরের শুভেচ্ছা ২০২৫

09/12/2024

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের বক্তব্য।

16/11/2024

রাজনগরে অন্যের জমি দখল করে টর্চার সেলআয়নাঘর” শিরোনামে বিভিন্ন মিডিয়ায় প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন অ্যাডভোকেট মন্টু ও তার পরিবারের সদস্যরা।
https://deshbidesh.news/

13/11/2024

দেশ-বিদেশ নিউজ ডেস্ক: ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিয়োগে বে...

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when DeshBidesh News দেশ-বিদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DeshBidesh News দেশ-বিদেশ:

Share