Quaiyum A কিরণ

Quaiyum A কিরণ আসসালামু আলাইকুম।

14/11/2023
07/09/2023

⭕⭕একটা সময় ছিল পাঠ্যপুস্তক পড়ার পরেও মাঝে মাঝে অন্যান্য বই পড়তাম।

তখন যে কোন বই দেখলেই একটু পড়তে ইচ্ছে হতো।

আর এখন মোবাইলের স্কিনের প্রতি এতটাই আসক্তি হয়েছি যে কত বছর হল বইয়ের পাতা উল্টে দেখি নাই‼️‼️

#অবচেতন_মনে_চিন্তাভাবনা।

©️Quaiyum A কিরণ

08/05/2023

জীবনে অনেক পাখির নাম শুনছি, কিন্তু এই তৈ তৈ বয়াম পাখিটা আবার কোন দেশী পাখি ভাই.!🙂

30/04/2023

দাখিল ও এসএসসি পরীক্ষা-২০২৩ পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা রইলো।

গ্রাম থেকে মানুষ শহরে যাবে,শহর থেকে মানুষ দূর প্রবাসেও যাবে,কিন্তু গ্রামের অনুভূতি -টা সবসময় মনের মনিকোঠায় রয়ে যাবে।সংগৃ...
27/04/2023

গ্রাম থেকে মানুষ শহরে যাবে,
শহর থেকে মানুষ দূর প্রবাসেও যাবে,
কিন্তু গ্রামের অনুভূতি -টা সবসময় মনের মনিকোঠায় রয়ে যাবে।
সংগৃহিত ছবি

এদেশের ক্ষমতবানদের কাছে গরীব আর সাধারণ মানুষগুলো এই ভিডিওতে যাঁতা খাওয়া দাঁড়িওয়ালা চাচাটার মত,গলাচিপা খাইয়া কোঁৎ করে উঠল...
16/03/2023

এদেশের ক্ষমতবানদের কাছে গরীব আর সাধারণ মানুষগুলো এই ভিডিওতে যাঁতা খাওয়া দাঁড়িওয়ালা চাচাটার মত,
গলাচিপা খাইয়া কোঁৎ করে উঠলেও তাকে ক্ষমতাবান লোকটার সাথে গলা মেলাতে হয়,
লাথি খাইয়া যন্ত্রনায় মুখ বাঁকা করে ফেললেও মুখে কোন শব্দ বের করা যায়না।

চাচা যেন এদেশের সাধারণ মানুষের ই প্রতিচ্ছবি

দুবাইয়ে সুইমিংপুলে আশরাফুল আলম ওরফে হিরো আলম
14/03/2023

দুবাইয়ে সুইমিংপুলে আশরাফুল আলম ওরফে হিরো আলম

হালাল ইনকাম..একটু জমিদারি তো থাকবোই  🤟💝
02/03/2023

হালাল ইনকাম..

একটু জমিদারি তো থাকবোই 🤟💝

অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই দেশ।😍😍😍🥀🥀🌹🌹
27/02/2023

অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই দেশ।😍😍😍🥀🥀🌹🌹

২০০ কিমি চাইনিজ বেলুনের পিছনে তাড়া করার পর বুঝতে পারলাম আসলে সেটা আমার গাড়ীর উইন্ডশিলের উপর জমে থাকা পাখির গু🤔🤔🤔
18/02/2023

২০০ কিমি চাইনিজ বেলুনের পিছনে তাড়া করার পর বুঝতে পারলাম আসলে সেটা আমার গাড়ীর উইন্ডশিলের উপর জমে থাকা পাখির গু🤔🤔🤔

বেলা ডুবু ডুবু ক্ষয়ে যাওয়া গ্রাম্য জীবন।মেঠো পথ ধরে পায়ে হেটে আত্মীয় বাড়ি হতে ফেরা।আধুনিকতার ছোয়ায় এই হেটে কোথাও যাওয়ার ...
17/02/2023

বেলা ডুবু ডুবু ক্ষয়ে যাওয়া গ্রাম্য জীবন।মেঠো পথ ধরে পায়ে হেটে আত্মীয় বাড়ি হতে ফেরা।
আধুনিকতার ছোয়ায় এই হেটে কোথাও যাওয়ার চল এখন নগন্য।

10/01/2023

ছেলেকে বিয়ে করাবে।
মেয়েপক্ষকে বলা হয়েছে, ছেলে ইউরোপে থাকে।
তারা এককথায় রাজি। মা পাত্রী দেখতে গেলেন।
সব ঠিকঠাক। ওঠার সময় মা জানতে চাইলেন,
আমার ছেলের সাথে সুদানে থাকতে কোনো আপত্তি নেই তো?
পাত্রী-পাত্রীর মা, পাত্রীর বড়বোন, পাত্রীর দাদী, নানী, চাচী, ফুফি
সবাই বিকট শব্দে আঁতকে উঠে বলল,
আগে বলা হল,
ছেলে ইউরোপে থাকে,
এখন বললেন সুদানে থাকে?
এই বিয়ে হবে না।
আমরা ‘সুদানি পোয়ার’ কাছে মেয়ে বিয়ে দেবো না। মেয়ে আরো তিনকাঠি সরেস।
সে বলল,
‘এমন প্রতারকের সাথে বিয়ে হওয়া থেকে আল্লাহ বাাঁচিয়েছেন।

মা খুবই রেগে গেলেন। অপমানিত হয়ে কনেবাড়ি থেকে বেরিয়ে এলেন। বাড়ির সামনের রাস্তায়, পাশের বাড়ির এক মহিলার সাথে দেখা। তিনি সব জানতে পেরে পাত্রের মায়ের কাছে এসে বললেন। এই মহল্লায় আরেকটা মেয়ে আছে। আপনারা যেমন মেয়ে চান, এই মেয়ে ঠিক এমন। সে স্বামীর সাথে সুদানে থাকতে আপত্তি করবে না। মেহেরবানি করে মেয়েটাকে একপলক দেখে যেতে পারেন। আপনার হয়তো ভাল লাগবে।
মা অনিচ্ছা সত্ত্বেও দেখতে গেলেন। ঘরদোর ভাঙাচোরা। কিন্তু মেয়েটা ভারি আদুরে। কথা ঠিকঠাক। অনলাইনে পাত্র-পাত্রীর সুন্নতি দেখাদেখির ব্যবস্থা হল। কথায় কথায় পাত্রী জানতে পারল, ছেলে সুদানে নয়, সুইডেনে থাকে। মেয়ে অবাক হয়ে জানতে চাইল,
আপনার আম্মা যে বললেন, আপনি সুদানে থাকেন?
-আম্মু ‍সুইডেনকে সুদান মনে করেন। সহজসরল মানুষ, কয়েকবার ভুল সংশোধন করে দেয়ার পরও ঠিক হয়নি।
সংবাদ ছড়িয়ে পড়তে দেরি হল না। পাশের বাড়ির দীর্ঘশ্বাস দশ মাইল দূর থেকেও সবাই শোনা গেল।

Story:collected

প্রথম দেখায় মনে হতে পারে হলিউডের কোন সুপারস্টার গার্ড নিয়ে শুটিং করছে কিন্তু না,ইনি বাংলা চলচিত্রের ফ্লপ স্টার জায়েদ খান...
30/12/2022

প্রথম দেখায় মনে হতে পারে হলিউডের কোন সুপারস্টার গার্ড নিয়ে শুটিং করছে

কিন্তু না,ইনি বাংলা চলচিত্রের ফ্লপ স্টার জায়েদ খান। 🤣🤣

শুধু নায়িকারাই এমন আবেদনময়ী পোজ দিতে পারে এই তত্ব ভুল প্রমাণ করলেন জায়েদ খান 😁
28/12/2022

শুধু নায়িকারাই এমন আবেদনময়ী পোজ দিতে পারে এই তত্ব ভুল প্রমাণ করলেন জায়েদ খান 😁

একই পৃথিবী, ভিন্ন নিয়তি! 💔
28/12/2022

একই পৃথিবী, ভিন্ন নিয়তি! 💔

নিজের বাড়ির মত শান্তি আর কোথাও নেই।
09/12/2022

নিজের বাড়ির মত শান্তি আর কোথাও নেই।

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when Quaiyum A কিরণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share