Freaky Mozumder

Freaky Mozumder জানার কৌতূহল আমায় ঠেলে দেয় ঘরের বাইরে...
পাশেই থাকুন এই যাত্রায়। I want to explore from ocean to the sky from low to high. ✈️✅

পিকাডিলি সার্কাস, সেন্ট্রাল লন্ডন, ইংল্যান্ড, গ্রীষ্মের ১৯৭৬ সালে
15/02/2025

পিকাডিলি সার্কাস, সেন্ট্রাল লন্ডন, ইংল্যান্ড, গ্রীষ্মের ১৯৭৬ সালে

স্কটল্যান্ডের লুজ গ্রামের সকালে এক কাপ কফিশীতের এক সকালের কথা। স্কটল্যান্ডের লুজ নামক ছোট্ট একটি গ্রামে আমি গিয়েছিলাম। ...
15/02/2025

স্কটল্যান্ডের লুজ গ্রামের সকালে এক কাপ কফি

শীতের এক সকালের কথা। স্কটল্যান্ডের লুজ নামক ছোট্ট একটি গ্রামে আমি গিয়েছিলাম। গ্রামটা যেন কোনো ছবির মতো—চারদিকে সবুজ পাহাড়, কুয়াশায় মোড়া ঘরবাড়ি, আর এক অদ্ভুত নিস্তব্ধতা।

আমার থাকার কটেজটা ছিল গ্রাম থেকে একটু উপরের দিকে, পাহাড়ের কোলে। সকালে উঠে জানালার পর্দা সরাতেই চোখে পড়ল দূরের পাহাড় আর তার পেছনে ধীরে ধীরে উঠতে থাকা রোদ। শীতের হালকা কুয়াশায় গ্রামের প্রতিটা বাড়ি যেন মাখামাখি হয়ে আছে। এমন সুন্দর দৃশ্য দেখে মনে হলো, একটা কফি হলে ভালো হয়।

কটেজের রান্নাঘরে গিয়ে কফির মগটা হাতে নিলাম। জানালার পাশে এসে বসে প্রথম চুমুকটা নিতেই গরম কফির স্বাদে যেন শরীরের সব ক্লান্তি উধাও হয়ে গেল। গ্রামের বাতাসে এক ধরনের মিষ্টি গন্ধ ছিল, যা কফির তাজা গন্ধের সঙ্গে মিশে আরও মধুর লাগছিল।

বাইরে একটু হাঁটতে বের হলাম। লুজ গ্রামের মাটির রাস্তা, ছোট্ট দোকানপাট আর পাথরের তৈরি বাড়িগুলো যেন অন্য কোনো দুনিয়ার গল্প বলে। এক বৃদ্ধাকে দেখলাম, তার গেটের পাশে দাঁড়িয়ে হাসিমুখে কফি চুমুক দিচ্ছেন। আমার মগটা দেখিয়ে বললাম, "আপনার কফি আর আমার কফি যেন একসঙ্গেই গল্প করছে।" উনি হেসে বললেন, "এটাই তো লুজের সকাল। ধীরে ধীরে উপভোগ করার মতো।"

কফির প্রতিটা চুমুকে মনে হচ্ছিল, জীবনটা যেন অনেক সহজ। কাজের চাপ, শহরের কোলাহল—এসব থেকে বহু দূরে এই ছোট্ট গ্রামে, এক কাপ কফি হাতে, আমি যেন আমার জীবনের সবচেয়ে সুন্দর সকাল কাটাচ্ছি।

লুজ গ্রামে সেই কফির সকালটা আজও ভুলতে পারি না। কফি তো আগেও খেয়েছি, কিন্তু লুজের পরিবেশ আর সেই মুহূর্তটা কফিকে যেন আরও বিশেষ করে তুলেছিল। মনে হয়, জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে এমন ছোট ছোট মুহূর্তের মধ্যেই।

টাওয়ার অব লন্ডন ১০৭০ সালের দিকে উইলিয়াম দ্য কনকারার দ্বারা নির্মিত হয়েছিল। বিজয়ের পর তিনি বিদ্রোহের আশঙ্কায় ছিলেন, ...
13/02/2025

টাওয়ার অব লন্ডন ১০৭০ সালের দিকে উইলিয়াম দ্য কনকারার দ্বারা নির্মিত হয়েছিল। বিজয়ের পর তিনি বিদ্রোহের আশঙ্কায় ছিলেন, তাই রাজকীয় ক্ষমতা ঘোষণা ও প্রতিরক্ষার জন্য উইলিয়াম প্রথম (যিনি 'দ্য কনকারার' নামে পরিচিত) এই বিশাল পাথরের দুর্গ নির্মাণ শুরু করেন।

লুস ভিলেজের সকাল 🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿ছবির চেয়েও সুন্দর কটেজ, লক লমন্ডের দৃশ্য এবং ফুলের সারির জন্য বিখ্যাত এই গ্রাম। লক লমন্ডে যাবেন ...
07/02/2025

লুস ভিলেজের সকাল 🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿

ছবির চেয়েও সুন্দর কটেজ, লক লমন্ডের দৃশ্য এবং ফুলের সারির জন্য বিখ্যাত এই গ্রাম। লক লমন্ডে যাবেন আর এই গ্রাম ঘুরবেন না, তা এক অপূর্ণতাই!

সুপ্রভাত!

স্কটল্যান্ড 😶‍🌫️😶‍🌫️
06/02/2025

স্কটল্যান্ড 😶‍🌫️😶‍🌫️

নয়নাভিরাম লেক ডিস্ট্রিক্ট 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿
04/02/2025

নয়নাভিরাম লেক ডিস্ট্রিক্ট 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿

📍 লেক ডিস্ট্রিক্ট, ইংল্যান্ড 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿আজকের সকাল,সুপ্রভাত ওয়ার্ল্ড হেরিটেজ ক্যালচারাল লেন্ডস্কেপ 📸 Jeremy.
30/01/2025

📍 লেক ডিস্ট্রিক্ট, ইংল্যান্ড 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿

আজকের সকাল,সুপ্রভাত

ওয়ার্ল্ড হেরিটেজ ক্যালচারাল লেন্ডস্কেপ

📸 Jeremy.

29/01/2025

বৃষ্টি ভেজা রাস্তা 🌧️

27/01/2025

রাতের শহরে একদিন 🇬🇧
লন্ডন ২০২৫

📍 Haworth, Yorkshire 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿📍 হাওর্থ, ইয়র্কশায়ারইংল্যান্ডের অন্যতম দর্শনীয় গ্রাম। লিডস শহর থেকে এক ঘন্টার দূরত্বে!সুপ্রভ...
26/01/2025

📍 Haworth, Yorkshire 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿
📍 হাওর্থ, ইয়র্কশায়ার

ইংল্যান্ডের অন্যতম দর্শনীয় গ্রাম। লিডস শহর থেকে এক ঘন্টার দূরত্বে!

সুপ্রভাত!

21/01/2025

যুক্তরাজ্যের ট্রেন 🇬🇧🇬🇧

ভাই, ব্রাদারদের সাথে গতকাল রাতে ছিল পিজ্জা পার্টি।
20/01/2025

ভাই, ব্রাদারদের সাথে গতকাল রাতে ছিল পিজ্জা পার্টি।

যখন মনোবল শেষ হয়ে যায়, তখন এই উক্তি দেখি।
18/01/2025

যখন মনোবল শেষ হয়ে যায়, তখন এই উক্তি দেখি।

সময় আর নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না।
18/01/2025

সময় আর নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না।

সকালের নাস্তা। 🫡🫡
16/01/2025

সকালের নাস্তা। 🫡🫡

12/01/2025

রুই মাছ, ফুলকপি, আলু, টমেটো কিনলাম লন্ডনের বাজার থেকে।

Address

London

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freaky Mozumder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category