15/02/2025
স্কটল্যান্ডের লুজ গ্রামের সকালে এক কাপ কফি
শীতের এক সকালের কথা। স্কটল্যান্ডের লুজ নামক ছোট্ট একটি গ্রামে আমি গিয়েছিলাম। গ্রামটা যেন কোনো ছবির মতো—চারদিকে সবুজ পাহাড়, কুয়াশায় মোড়া ঘরবাড়ি, আর এক অদ্ভুত নিস্তব্ধতা।
আমার থাকার কটেজটা ছিল গ্রাম থেকে একটু উপরের দিকে, পাহাড়ের কোলে। সকালে উঠে জানালার পর্দা সরাতেই চোখে পড়ল দূরের পাহাড় আর তার পেছনে ধীরে ধীরে উঠতে থাকা রোদ। শীতের হালকা কুয়াশায় গ্রামের প্রতিটা বাড়ি যেন মাখামাখি হয়ে আছে। এমন সুন্দর দৃশ্য দেখে মনে হলো, একটা কফি হলে ভালো হয়।
কটেজের রান্নাঘরে গিয়ে কফির মগটা হাতে নিলাম। জানালার পাশে এসে বসে প্রথম চুমুকটা নিতেই গরম কফির স্বাদে যেন শরীরের সব ক্লান্তি উধাও হয়ে গেল। গ্রামের বাতাসে এক ধরনের মিষ্টি গন্ধ ছিল, যা কফির তাজা গন্ধের সঙ্গে মিশে আরও মধুর লাগছিল।
বাইরে একটু হাঁটতে বের হলাম। লুজ গ্রামের মাটির রাস্তা, ছোট্ট দোকানপাট আর পাথরের তৈরি বাড়িগুলো যেন অন্য কোনো দুনিয়ার গল্প বলে। এক বৃদ্ধাকে দেখলাম, তার গেটের পাশে দাঁড়িয়ে হাসিমুখে কফি চুমুক দিচ্ছেন। আমার মগটা দেখিয়ে বললাম, "আপনার কফি আর আমার কফি যেন একসঙ্গেই গল্প করছে।" উনি হেসে বললেন, "এটাই তো লুজের সকাল। ধীরে ধীরে উপভোগ করার মতো।"
কফির প্রতিটা চুমুকে মনে হচ্ছিল, জীবনটা যেন অনেক সহজ। কাজের চাপ, শহরের কোলাহল—এসব থেকে বহু দূরে এই ছোট্ট গ্রামে, এক কাপ কফি হাতে, আমি যেন আমার জীবনের সবচেয়ে সুন্দর সকাল কাটাচ্ছি।
লুজ গ্রামে সেই কফির সকালটা আজও ভুলতে পারি না। কফি তো আগেও খেয়েছি, কিন্তু লুজের পরিবেশ আর সেই মুহূর্তটা কফিকে যেন আরও বিশেষ করে তুলেছিল। মনে হয়, জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে এমন ছোট ছোট মুহূর্তের মধ্যেই।