29/08/2024
আহ: ফি লি স্তি ন 😭😭
ফি লি স্তি নের পক্ষ থেকে বাংলাদেশের বন্যার্তদের জন্য উপহার!
তাঁরা নিজেরাই ক্ষতবিক্ষত, অনাহারে অর্ধাহারে দিন কাটায়। প্রতিমুহূর্তে বু লে টে র আঘাত পেতে প্রস্তুত থাকে। তাঁরা আজ বাংলাদেশের বন্যার্তদের জন্য ত্রাণ পাঠিয়েছে!
আমার হৃদয় অস্বাভাবিকভাবে পূর্ণ হয়ে উঠেছে! যারা ঘাস দিয়ে ইফতার করে, যারা এক ফোঁটা পানির জন্য ট্রাকের টায়ারে মুখ পাতে, তাঁরা স্বজাতির পাশে দাঁড়িয়েছে!
এ যে সোনালি যুগের সাহাবায়ে কিরামগণের কথা মনে করিয়ে দিচ্ছে, যাঁরা নিজেরা অনাহারী থেকেও ক্ষুধার্ত মুসাফিরকে নিজেরটুকু দিয়ে দিয়েছেন!
মন কেঁদে উঠছে! ও আল্লাহ্ আমার প্রাণের ফি লি স্তি নের বিজয় দান করুন! বিজয় দান করুন!
সোর্স- আস সুন্নাহ ফাউন্ডেশন।