BK TV

BK TV Online Tv Channel

28/02/2025

কাল বাকা আসছে …….।

দীর্ঘদিন পর আজ বাকা (বাংলা কাগজ) বেরোলো। অক্সফোর্ড থেকে কাল ছাপানো কাগজ সংগ্রহ করব, ইনশা আল্লাহ। এবারে আমার আর রাজা ভাইয়ের পালা। রাজা ভাই রাজার মতো কাল গাড়ি হাঁকিয়ে আমাকে নিয়ে এম ফোর্টিতে করে অক্সফোর্ডের দিকে রওয়ানা হবেন। আশা করছি রাজা ভাই পথিমধ্যে কফি টফিও খাওয়াবেন।😁মিজান চৌধুরী ব্যস্ত থাকায় আর যাচ্ছেন না, তিনি সহযাত্রী হলে ভাল হতো, কারণ তিনি বেশ ক’বার অক্সফোর্ডে গিয়েছেন এবং ‘রাস্তা-ঘাট’ চিনেন। অক্সফোর্ডের একটি বিখ্যাত রেস্তোরায় না কি খাওয়া-দাওয়া করেছিলেন। সে যাক গে।

কলম একটি শক্তি, এ কলম ভিন্ন ভিন্ন আঙ্গিকে যুগে যুগে সমাজের উন্নয়নে সফলভাবে কাজ করে আসছে। তাই মুদ্রিত খবরের কাগজ পড়ার আবেদন ইলেক্ট্রনিক মিডিয়ার পাশাপাশি সদা বর্তমান থাকবে বলে আমরা বাংলা কাগজ পরিবার বিশ্বাস করি। আর এ মনস্তাত্ত্বিক বিষয়টি অনেকের মধ্যে কাজ করে বলে সাক্ষাতে বাকা বের করার তাগিদ এবং অনুরোধের মুখোমুখি খছরু ভাই, আবুল মামা এবং আমি হয়েছি। যাঁদের নাম না উল্লেখ করলেই নয় তাঁরা হলেন, লুকমান কাজী ভাই, সুমন ভাই, বেলাল ভাই এবং কবির মামা। এ জন্য আমরা বাকা বের করতে প্রণোদিত হয়েছি বটে।

এবারের সংকলনে লিখিত খবর সরবরাহ করেছেন যারা তাঁদের প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে কভেন্ট্রির হান্নান ভাই, ম্যান্চেষ্টার থেকে মামুন ভাই এবং আমাদের প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল ভাইয়ের সরবরাহকৃত খবরগুলি বাকাকে সমৃদ্ধ করেছে। আমাদের নিয়মিত কলামিস্ট শেবুল ভাই এবং মাহতাব ভাইও ছিলেন সক্রিয়। ধন্যবাদ সবাইকে।

তবে একটি সহযোগিতা আমাকে কৃতজ্ঞবোধের পাশাপাশি বিস্মিতও করেছে তা হলো এত ব্যস্ততার মধ্যেও জয়নাল ভাইয়ের স্পৃহা। আর শব্দের চয়ন করে বড় বড় সংবাদ লিখে পাঠানোর ধৈর্য। সবচেয়ে বেশি খবর তিনিই লিখে পাঠিয়েছেন। এবং খবরগুলি ছিলো অপেক্ষাকৃত লন্বা। জয়নাল ভাইকে ধন্যবাদ নিরন্তর।

রমাদান মোবারক।
Chair Bangla Kagoj Abul Azad

Asslamualykum Eid Mubarak! On this Eid, pray that Allah accepts our sacrifice, helps us in our struggles and forgive our...
10/04/2024

Asslamualykum
Eid Mubarak! On this Eid, pray that Allah accepts our sacrifice, helps us in our struggles and forgive our sins.
Eid Mubarak! As the blessed occasion of Eid ul - fitr dawns upon us, I pray this festival brings you and your family an abundance of happiness, peace, and blessings.

Khusru Khan
On behalf of
Bangla Kagoj & Greater Sylhet Council in UK

09/04/2024
31/07/2023
28/06/2023

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when BK TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category