17/10/2025
❤️❤️❤️❤️
জানো তো,
শত্রু কখনো ক্লান্ত হয়না!
তুমি হয়রান হবে কিন্তু
শত্রু ভুলবেনা এক মুহূর্তের জন্য
তোমার ক্ষতির নীল নকশা!
শত্রুর কখনো বয়স বাড়েনা!
শত্রুর ডালপালা,চোখের জোড়,
সব কিছু এতো বেশী ধূর্ততার,
যা কল্পনাও করা যায়না।
বিস্ময় নয়…
বিষয়টা যন্ত্রনার,
বিষয়টা ক্লান্তির ,
বিষয়টা ধৈর্য্যের
বিষয়টা পরীক্ষার!
মনে রাখা প্রয়োজন,
মানসিক শক্তি রাখা প্রয়োজন।
সাহস রাখা প্রয়োজন ।
যে কোন সময় শত্রুর মোকাবিলার
জন্য প্রস্তুত থাকতে হবেই,
বহুকাল ধরে যেমন আছো,
কখন যে কি করবে তার কোন ঠিক নাই।
বর্ষিতে মাছ ধরার জন্য
ছিপ নদীতে ফেলেই রাখে, ক্লান্ত হয়না।
কারন শত্রু, ষড়যন্ত্রকারি, লোভীদের
এটা আসলে সৌখিননতা,
কারো কষ্টে তাদের অন্তর আনন্দিত হয়।
তার শুধু অন্যের দিকে নজর,
নিজের দিকে নয়।
তাই সাবধানতা অবলম্বন করে চলো।
কারন শত্রু কখনো মিত্র হবেনা…
ফাহমিদানবী💐