Mahbuba Vlogs

Mahbuba Vlogs I am an artist & content creator। I am really passionate about Home decor🏡। simple lifestyle 🇬🇧🇧🇩 DM for PR & Promo💌

✨ “শরতের সকালে জানালার ফাঁক গলে মিষ্টি রোদের উঁকিঝুকি—নিয়ে আসে শীতের আগমনী বার্তা।” ✨
16/09/2025

✨ “শরতের সকালে জানালার ফাঁক গলে মিষ্টি রোদের উঁকিঝুকি—নিয়ে আসে শীতের আগমনী বার্তা।” ✨

বার্মিংহামের হারভেস্ট ফেস্টে আমিও থাকছি! বিলেত বিলাস -এর আয়োজনে এই মেলায় আমি আমার হাতে গড়া হ্যান্ড পেইন্ট ও ক্রাফটিংয়ের ...
15/09/2025

বার্মিংহামের হারভেস্ট ফেস্টে আমিও থাকছি!
বিলেত বিলাস -এর আয়োজনে এই মেলায় আমি আমার হাতে গড়া হ্যান্ড পেইন্ট ও ক্রাফটিংয়ের সুন্দর সব জিনিস নিয়ে আসছি।
বিশেষ আকর্ষণ হিসেবে বাচ্চাদের জন্য থাকছে মজার ফেস পেইন্টিংয়ের ব্যবস্থা।
সবাইকে St John's Church Hall (Sparkhill), Birmingham-এ আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তারিখ ২০/০৯/২৫, সময় দুপুর ১২:৩০ থেকে বিকেল ৫:৩০ পর্যন্ত।
আশা করছি আপনাদের সবার সাথে দেখা হবে, ইনশাআল্লাহ।

কনটেন্ট ক্রিয়েশনের বাইরেও আমি একজন  professional multidisciplinary visual artist। একজন আর্টিস্টের জন্য কাজের কোনো নির্দ...
15/09/2025

কনটেন্ট ক্রিয়েশনের বাইরেও আমি একজন professional multidisciplinary visual artist। একজন আর্টিস্টের জন্য কাজের কোনো নির্দিষ্ট সময় হয় না। কখন যে সকালে কাজ শুরু করেছি আর এখন কয়টা বাজে, তা ঘড়ির দিকে তাকিয়ে অবাক হয়ে দেখলাম! প্রায় ৫ ঘণ্টার বেশি সময় ধরে এই টেবিলটায় বসে কাজ করছি।
আসলে, কোনো কাজই সহজ নয়, আর শিল্পীর কাজ তো আরও নয়। প্রতিটি সৃষ্টিশীল কাজের পেছনে থাকে অনেক শ্রম, ধৈর্য, এবং ভালোবাসা। যখন কোনো কাজ মন থেকে করি, তখন সময় কিভাবে কেটে যায় তা বোঝা যায় না।
আপনারা যারা নিজ নিজ কাজে সময় দেন, মন দিয়ে লেগে থাকেন, তাদের প্রত্যেকের প্রতি আমার অনেক সম্মান। মনে রাখবেন, কঠোর পরিশ্রম আর একাগ্রতাই সাফল্যের চাবিকাঠি।
আর্টের প্রতি ভালোবাসা এবং শিল্পীদের প্রতি সম্মান জানানোর জন্য এই পোস্টটি শেয়ার করতে পারেন।

নতুন কিছু তৈরি করার প্রস্তুতি চলছে। মাটির কাপে নতুন ডিজাইন এঁকে তাদের আরও সুন্দর করে সাজিয়ে তুলছি। ইনশাআল্লাহ, এই কাজটা ...
13/09/2025

নতুন কিছু তৈরি করার প্রস্তুতি চলছে। মাটির কাপে নতুন ডিজাইন এঁকে তাদের আরও সুন্দর করে সাজিয়ে তুলছি। ইনশাআল্লাহ, এই কাজটা ভালোভাবে শেষ করতে পারলে খুবই সুন্দর কিছু একটা হবে!
🎨

মিষ্টি রোদ ✨
12/09/2025

মিষ্টি রোদ ✨

11/09/2025

DIY Pendant Lamp Making Part 2 | রাত জেগে বানালাম হ্যান্ডমেড ল্যাম্প – দেখলে বিশ্বাসই হবে না!
Chotpoti Lounge
Focus Art & Craft

স্নিগ্ধ সন্ধ্যায় নরম আলোয় আমার নীড় ✨
11/09/2025

স্নিগ্ধ সন্ধ্যায় নরম আলোয় আমার নীড় ✨

নিজের ছোট্ট নীড়টাকে সাজিয়েছি নিজের মনের রঙে। অনেকদিন পর তাকিয়ে দেখি—অগোছালো ছিল, কিন্তু আজ একটু গুছিয়ে নিয়েছি। এই স...
10/09/2025

নিজের ছোট্ট নীড়টাকে সাজিয়েছি নিজের মনের রঙে। অনেকদিন পর তাকিয়ে দেখি—অগোছালো ছিল, কিন্তু আজ একটু গুছিয়ে নিয়েছি। এই সাজানো কোণেই যেন মনটা একটু শান্তি খুঁজে পেল। হোম ডেকর শুধু সৌন্দর্য নয়, এটা আত্মার আরামও। 🌿✨

✨ মা সবসময় বলতো—একসময় মা আর মেয়ে শুধু মা–মেয়ে থাকে না, হয়ে ওঠে সেরা বন্ধু। হয়তো আমার জীবনেও সেই সময়টা এসে গেছে। এখন আমার...
09/09/2025

✨ মা সবসময় বলতো—একসময় মা আর মেয়ে শুধু মা–মেয়ে থাকে না, হয়ে ওঠে সেরা বন্ধু। হয়তো আমার জীবনেও সেই সময়টা এসে গেছে। এখন আমার ছোট্ট মেয়েটাই আমার বাইরে ঘোরা, শপিং করার সঙ্গী। 🛍️👩‍👧
ভাবতেই ভালো লাগে, ছয় বছরের এই ছোট্ট পুতুলটিই আমার সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠছে ধীরে ধীরে। 💕

📢 জরুরি ভিত্তিতে কুক প্রয়োজন!হোয়াইটচ্যাপেল এলাকায় একটি বাঙালি রেস্টুরেন্টে ফুল-টাইম ও পার্ট-টাইম কুক নিয়োগ দেওয়া হবে...
09/09/2025

📢 জরুরি ভিত্তিতে কুক প্রয়োজন!
হোয়াইটচ্যাপেল এলাকায় একটি বাঙালি রেস্টুরেন্টে ফুল-টাইম ও পার্ট-টাইম কুক নিয়োগ দেওয়া হবে।
🍴 যেসব আইটেম রান্না করতে হবে:
ফুচকা, চটপটি
হালিম
বিরিয়ানি
👉 যোগ্যতা:
কুকিং-এ অভিজ্ঞতা থাকতে হবে
টিমওয়ার্ক ও দায়িত্বশীল হতে হবে
📌 আগ্রহীরা অবশ্যই ইনবক্সে নক করবেন এবং নিজের কন্টাক্ট নাম্বার উল্লেখ করবেন।
📍 লোকেশন: Whitechapel, London

আমার জীবনের অন্যতম প্রিয় একটি প্রজেক্ট শেষ করলাম Chotpoti Lounge । লন্ডনে এমন রেস্টুরেন্ট কমই আছে, যেখানে সম্পূর্ণ ইন্ট...
08/09/2025

আমার জীবনের অন্যতম প্রিয় একটি প্রজেক্ট শেষ করলাম Chotpoti Lounge । লন্ডনে এমন রেস্টুরেন্ট কমই আছে, যেখানে সম্পূর্ণ ইন্টেরিয়র এমন নিখুঁতভাবে হাতে তৈরি করা হয়েছে ।রেস্টুরেন্টের দেওয়ালটি সাজাতে গিয়ে আমি লন্ডনে প্রথম এমন একটি হ্যান্ডমেড আর্টিস্টিক ইন্টেরিয়রের অংশ হতে পেরেছি। নব্বইয়ের দশকের গানের লিরিক্সে ভরা এই ডুডল আর্টটি শুধু একটি দেওয়াল নয়, এটি একটি নস্টালজিক জার্নি। এই শৈল্পিক পরিবেশ এবং দারুণ স্ট্রিট ফুড উপভোগ করতে চলে আসতে পারেন চটপটি লাউঞ্জের হোয়াইট চ্যাপেল ব্রাঞ্চে।

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when Mahbuba Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share