BD 71

BD 71 Bangladesh Awamileague AL
JOY BANGLA JOY BANGABANDHU
জয় বাংলা জয় বঙ্গবন্ধু
জয় শেখ হাসিনা

Shakib Al Hasan our Hero
28/09/2025

Shakib Al Hasan our Hero

Shuvo jonmodin apa

“মির্জা ফখরুল কেমনে কইলো লজ্জা নাই Mirja Fakrul is a useless and cowardly person. How could he say such things
28/09/2025

“মির্জা ফখরুল কেমনে কইলো লজ্জা নাই
Mirja Fakrul is a useless and cowardly person. How could he say such things

জননন্দিনী শেখ হাসিনা : সংগ্রামী জীবনের প্রেরণাদায়িনী স্মারকআজ ২৮ সেপ্টেম্বর—বাংলাদেশের ইতিহাসের এক অনন্য দিন। এই দিনে জ...
28/09/2025

জননন্দিনী শেখ হাসিনা : সংগ্রামী জীবনের প্রেরণাদায়িনী স্মারক

আজ ২৮ সেপ্টেম্বর—বাংলাদেশের ইতিহাসের এক অনন্য দিন। এই দিনে জন্মগ্রহণ করেছিলেন জননেত্রী শেখ হাসিনা—এক নারী, যিনি শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, বরং জাতির আত্মার সঙ্গে জড়িয়ে থাকা এক অদম্য প্রেরণার প্রতীক।

শেখ হাসিনার জীবন শুরু থেকেই সংগ্রাম ও ত্যাগের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে যুক্ত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা হয়েও তিনি কখনো সুবিধার পথ বেছে নেননি। ১৯৭৫ সালের কালরাতে প্রিয়জন হারিয়ে যে দুঃসহ বেদনা তিনি বুকে ধারণ করেছেন, সেটিকেই তিনি রূপান্তরিত করেছেন মানুষের সেবার শক্তিতে। ব্যক্তিগত বেদনার ছায়া তাঁকে ভেঙে দেয়নি, বরং আরও দৃঢ় করেছে—বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকারে।

তাঁর রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি হলো মানুষের প্রতি ভালোবাসা। গ্রামবাংলার অবহেলিত নারী, দরিদ্র কৃষক, মেহনতি শ্রমিক, কিংবা শহরের তরুণ—সবার জন্য তিনি সমানভাবে হৃদয় উন্মুক্ত করেছেন। শেখ হাসিনা বিশ্বাস করেন, ক্ষমতা মানে শাসন নয়—ক্ষমতা মানে সেবা। তাঁর অর্থনৈতিক নীতি থেকে শুরু করে শিক্ষাব্যবস্থা, নারীর ক্ষমতায়ন থেকে ডিজিটাল বাংলাদেশ—সবকিছুতেই আমরা দেখি সাধারণ মানুষের জন্য এক গভীর মমতা, ভালোবাসা এবং উন্নতির স্বপ্ন।

শেখ হাসিনার সংগ্রামী জীবন শুধু রাজনৈতিক সংগ্রামের গল্প নয়, এটি আসলে ভালোবাসার এক অনন্য কাব্য। তিনি বিশ্বাস করেন—বাংলাদেশের মানুষই তাঁর শক্তি, তাঁর সাহস, তাঁর সমস্ত প্রেরণা। তাই তিনি প্রায়ই বলেন, “আমি জনগণের সেবা করার জন্যই বেঁচে আছি।”

আজ তাঁর জন্মদিনে আমরা তাঁকে শুধু শুভেচ্ছা জানাই না, বরং স্মরণ করি তাঁর সেই অদম্য শক্তিকে, যেটি আমাদের শিখিয়েছে—ভালোবাসা দিয়ে, মমতা দিয়ে, মানুষের কল্যাণে নিবেদিত থেকে একটি জাতিকে পুনর্গঠন করা সম্ভব।

শেখ হাসিনা—বাংলাদেশের আস্থা, সাহস আর আশার আলোকবর্তিকা

শ্রদ্ধেয় শেখ হাসিনা আপাকে জন্মদিনের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।আপনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং অগ্রযাত্রা কামনা ক...
27/09/2025

শ্রদ্ধেয় শেখ হাসিনা আপাকে জন্মদিনের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
আপনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং অগ্রযাত্রা কামনা করি।
বাংলার মানুষের প্রগতি, শান্তি ও সমৃদ্ধির পথে আপনার নেতৃত্ব সদা দৃঢ় থাকুক—এই প্রার্থনা করি।
জনগণের আস্থার প্রতীক হিসেবে আপনি থাকুন যুগ যুগ ধরে।

শুভ জন্মদিন, মাননীয় নেত্রী
জয় বাংলা জয় বঙ্গবন্ধু

27/09/2025
Awamileague will save the country from the killer Eunus
27/09/2025

Awamileague will save the country from the killer Eunus

Absolutely Right
27/09/2025

Absolutely Right

তেল মারিয়া ও কাজে আসলো না
26/09/2025

তেল মারিয়া ও কাজে আসলো না

😄 মজার ধাঁচেচুদ লিং পং, দুষ্টু ঢং,নাচে ভঙ্গিমা, হাসির সংগ।গোঁফ দোলায়, চোখে ঝিলিক,হাসি ছড়ায় চারদিক।মানুষ মারেযাকে তাকে রং...
25/09/2025

😄 মজার ধাঁচে

চুদ লিং পং, দুষ্টু ঢং,
নাচে ভঙ্গিমা, হাসির সংগ।
গোঁফ দোলায়, চোখে ঝিলিক,
হাসি ছড়ায় চারদিক।মানুষ মারে
যাকে তাকে রং বদলায় দেশ বিদেশে।

জয় বাংলা
25/09/2025

জয় বাংলা

বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ নেতা-কর্মীদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারে। চাইলে আওয়ামী লীগ কর্মীরা ম...
24/09/2025

বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ নেতা-কর্মীদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারে। চাইলে আওয়ামী লীগ কর্মীরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা জংগি জারাকে আরও বেশি অপমান করতে পারতো। কিন্তু তারা তা না করে বরং ধৈর্যের পরিচয় দিয়েছে। এই ধৈর্য ও রাজনৈতিক পরিপক্বতা সত্যিই প্রশংসনীয় এবং অনুকরণীয়।আমার মনে হয় না এই জংগিগুলা শিক্ষা নেবে

Address

Bethnal Green Road
London

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD 71 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share