Afrin Rahman

Afrin Rahman ꧁𓊈𒆜𝓥𝓵𝓸𝓰 𝓸𝓯 𝓐𝓯𝓻𝓲𝓷’𝓼 𝓭𝓪𝓲𝓵𝔂 𝓪𝓬𝓽𝓲𝓿𝓲𝓽𝓲𝓮𝓼, 𝓯𝓸𝓸𝓭 𝓼𝓱𝓸𝓹𝓹𝓲𝓷𝓰, 𝓽𝓻𝓪𝓿𝓮𝓵, 𝓯𝓪𝓶𝓲𝓵𝔂 𝓽𝓲𝓶𝓮, 𝓪𝓷𝓭 𝓮𝓿𝓮𝓻𝔂𝓽𝓱𝓲𝓷𝓰 𒆜𓊉꧂

27/07/2025

সন্তানকে যে কোনো দুর্ঘটনা ও বিপদ থেকে রক্ষা করার ৩টি আমল,জেনে রাখুন প্রতিটা বাবা,মা🙏

সন্তানের জন্য প্রতিদিন মাত্র কয়েক মিনিট সময় বের করে নিচের ৩টি কুরআনিক আমল করুন। ইনশাআল্লাহ, আপনার সন্তান থাকবেন আল্লাহর রক্ষণাবেক্ষণে।

---
★১. সূরা ফালাক ও সূরা নাস – ‘দুই রক্ষাকবচ’

রাসূল ﷺ নিজ হাতে হাসান ও হুসাইন রা.-কে এই দুই সূরা পড়ে ফুঁ দিয়ে হেফাজতের দোয়া করতেন।

➡️ নিয়ম:

সকালে ও সন্ধ্যায় ৩ বার করে সূরা ফালাক ও সূরা নাস পড়ে সন্তানের উপর ফুঁ দিন।

না থাকলে দূর থেকেও পড়ে তাঁর জন্য নিয়ত করুন।

★২. আয়াতুল কুরসি – ২৪ ঘণ্টার পাহারা

হাদীসে আছে, কেউ আয়াতুল কুরসি পড়লে আল্লাহ তার জন্য একজন ফিরিশতা পাহারায় নিযুক্ত করেন।

➡️ নিয়ম:

সন্তান ঘর থেকে বের হওয়ার আগে আয়াতুল কুরসি পড়ে মাথায় হাত রেখে ফুঁ দিন।

ঘুমানোর সময়ও এই আয়াত পড়ে দিন।

★৩. ৬ দিক থেকে হেফাজতের দোয়া

এই দোয়াটি সন্তানের চারপাশের অজানা সব বিপদ থেকে হেফাজতের জন্য অনেক উলামা নিয়মিত পড়ার পরামর্শ দেন।

📖 দোয়া:
اللَّهُمَّ احْفَظْهُ مِنْ بَيْنِ يَدَيْهِ، وَمِنْ خَلْفِهِ، وَعَنْ يَمِينِهِ، وَعَنْ شِمَالِهِ، وَمِنْ فَوْقِهِ، وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ يُغْتَالَ مِنْ تَحْتِهِ
উচ্চারণ:
আল্লাহুম্মা ইহফাযহু মিম্বাইনি ইয়াদাইহি, ওয়া মিন খলফিহি, ওয়া আন ইয়ামিনিহি, ওয়া আন শিমালিহি, ওয়া মিন ফাওকিহি, ওয়া আ’উযু বি‘আজমাতিকা আন ইউঘতাালা মিন তাহতিহি।
অর্থ: হে আল্লাহ! আমার সন্তানকে সামনের, পেছনের, ডান, বাঁ, উপর ও নিচ থেকে সব বিপদ থেকে হেফাজত করুন।

➡️ নিয়ম:

সকালে বা রাতে সন্তানের জন্য এই দোয়াটি অন্তত একবার হলেও পড়ুন।
-সংগৃহীত।

No doubt we are the same 🥰🥰শায়ান এর একমাত্র বড় বোন যাকে সবচেয়ে বেশি পছন্দ |
09/07/2025

No doubt we are the same 🥰🥰
শায়ান এর একমাত্র বড় বোন যাকে সবচেয়ে বেশি পছন্দ |



নিতান্তই উনার সী বিচ খুবই পছন্দের জায়গা |আমি যখন লন্ডন প্রথম আসি তখন উনার হলিডে ছিল | আর এমন কোনো বিচ নাই যে আমরা ঘুরি ন...
08/07/2025

নিতান্তই উনার সী বিচ খুবই পছন্দের জায়গা |আমি যখন লন্ডন প্রথম আসি তখন উনার হলিডে ছিল | আর এমন কোনো বিচ নাই যে আমরা ঘুরি নাই |কিন্তু আমার আবার উল্টো, সমুদ্রের পানিতে নামা খুব ভয় লাগে |কারন একবার ছোট বেলায় পুকুরে নাকানিচুবানী খাইসিলাম, সেই শিক্ষা হইসে তারপর পানি দেখলে ভয় লাগে |কিন্তু এদেশের সমুদ্র ভিন্ন |এখানের নীল সমুদ্র দেখলে মনে হয় আমি হ্যাভেন এ আছি | তারপরে আমাকে নামিয়েছিল জোড় করে, চিল্লায় শেষ 😂😂😂

কিন্তু এবছর সামার খুব বেশি মিস করসি কারন দুজনের কাজের চাপ কোথাও যেতে পারিনি |বাংলাদেশ থেকে সব হলিডে শেষ করে আসছি |আর বাচ্চাটাও ছোট, নিজেরও অসুস্থতা সব মিলায় মনে হয় বাসায় আরাম|খালি খালি পোলাপান ব্যাগ গুসানো একটা প্যারা লাগে 😏😏😏

, , , , , , , , , , .

যখন কেউ বলে, “তোমার বাচ্চাটা ঠিক বাবার মতো দেখায়,”আমি তখন হাসি।কারণ ওটাই তো সেই মুখ, যেটাতে আমি প্রথম প্রেমে পড়েছিলাম।ও...
07/07/2025

যখন কেউ বলে, “তোমার বাচ্চাটা ঠিক বাবার মতো দেখায়,”
আমি তখন হাসি।
কারণ ওটাই তো সেই মুখ, যেটাতে আমি প্রথম প্রেমে পড়েছিলাম।

ওর ছোট্ট একটা হাসি — যেটা একপাশে একটু বেশি টানে,
চোখে আলো জ্বলে ওঠে আমাকে দেখলেই,
ঘুমানোর ভঙ্গিটাও এক— একটা হাত মাথার ওপরে তুলে রাখে, একদম ওর বাবার মতো।

অনেক সময় থমকে যেতে হয়,
ভাবি, এই ছোট্ট মানুষটার মধ্যে কতটা ওর বাবা বাস করে।

আর তখন,
মনে হয় যেন আবারও ওকে ভালোবাসার সুযোগ পেলাম—
এই ক্ষুদ্র, মিষ্টি, অপূর্ব রূপে।




সময় হইসে এখন টেবিলের নিচে,  চেয়ার নিচে,  খাটের নিচে যাওয়ার 😵‍💫আর চুপচাপ বসে থাকবে |পরে আমি নিজেই খুঁজে পাইনা 😂😂
07/07/2025

সময় হইসে এখন টেবিলের নিচে, চেয়ার নিচে, খাটের নিচে যাওয়ার 😵‍💫আর চুপচাপ বসে থাকবে |পরে আমি নিজেই খুঁজে পাইনা 😂😂




06/07/2025

আপনার সন্তানকে সব সময় অভাবের কথা বলবেন না। তাকে সব সময় পজিটিভ কথা বলবেন, মন বড় করতে শিখাবেন, অভাবের মাঝে তাকে আটকে রাখবেন না। তাকে মন ও মানসিকতা বড়ো হতে শেখান। তাকে সাধ্যের মধ্যে থেকে যতটুকু পারেন,দামী জিনিসপত্র কিনে দেন। এডগার এলেন পো কিংবা আইজ্যাক বশেভিস সিঙ্গারের বই জন্মদিনে গিফট করেন।

তাকে সামান্য রাখাল বালকের ব্যাংকার হওয়ার গল্প না বলে এরদোয়ান কিংবা বাইডেনের গল্প বলেন। 'মানুষ তার স্বপ্নের সমান বড়ো হয়', এই চরম সত্যটা ছোটবেলায় তার মাথায় গেঁথে দেন।

তাকে বলেন, যেকোন কাজ সন্মানের। শুধু চেয়ারে বসাই পড়ালেখার উদ্দেশ্য নয়। চিন্তার মুক্তি না হলে, পিএইচডি করেও কোন ফায়দা নেই। নিজের বিবেকের কাছে তাকে সৎ থাকার শিক্ষা দেন।

তাকে বলেন, এই দেশই পৃথিবীর শ্রেষ্ঠ দেশ না। পৃথিবীতে আরো অনেক বড়ো বড়ো দেশ, জাতি, মানুষ, সভ্যতা আছে। প্রচুর ভ্রমণকাহিনী পড়তে দেন। দশ, বারো বছর বয়স হলেই যেন তার ভিতর সুইজারল্যান্ডের ইন্টারলেকেন কিংবা কাশ্মীরের কোন সকাল দেখার স্পৃহা তৈরি হয়।

বাচ্চাদের অভাব শিখাবেন না। অভাবী মানুষ পৃথিবীকে কিছু দিতে পারে না। এদের জীবন কাটে ধুঁকে ধুঁকে। খরকুটোর মতো বেঁচে থাকা আসলে কোন 'জীবন' না। টাকায় দরিদ্র হওয়া কোন অপরাধ না। অপরাধ হলো, নিজের চিন্তা ভাবনাকে 'গরীব' করে রাখা।

যারা আপনার সন্তানের উচ্চাকাঙ্ক্ষাকে খাটো করে দেখে, তারা হতাশাগ্রস্ত লোক। এদের কাছ থেকে ৫০০ হাত দূরে থাকুন।

Pakistani chicken Sindhi biriyani😋
20/06/2025

Pakistani chicken Sindhi biriyani😋

06/06/2025
আমার সবচেয়ে প্রিয় পাশবালিশ.. যতই তাকে নিজের জায়গায় শোয়াই না কেনো মাঝরাতে দেখবো ঠিক সে আমার পাশবালিশ এর জায়গা নিয়ে আমার ...
03/06/2025

আমার সবচেয়ে প্রিয় পাশবালিশ.. যতই তাকে নিজের জায়গায় শোয়াই না কেনো মাঝরাতে দেখবো ঠিক সে আমার পাশবালিশ এর জায়গা নিয়ে আমার গায়ের সাথে লেগে শুয়ে আছে ..মাঝেসাঝে আবশ‍্য ঘুমের মধ্যেই এই পাশবালিশের এমন গুতো খেতে হয় তা আর বলার না 😵‍💫রাগ ও এসে যায় যখন দেখি সবাই ঘুমাচ্ছো কিন্তু আমি টানা কবে ঘুমিয়েছি মনে করতে পারছি না , তবে এই জ্বালাতন করা পাশবালিশ টা পাশে না থাকলে এই টুকু ঘুম ও হয়তো শান্তিতে ঘুমাতে পারবো না 😅 love you my forever পাশবালিশ/কোলবালিশ❤️

Copied

Have a fantastic fun
02/06/2025

Have a fantastic fun

Address

London

Website

Alerts

Be the first to know and let us send you an email when Afrin Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Afrin Rahman:

Share