Subha & Suad সুবহা ও সুয়াদ

Subha & Suad সুবহা ও সুয়াদ Subha & Suad are siblings make daily activities.
(2)

22/06/2025
09/06/2025

📌 মারা যাওয়ার আগে একটি ফাইল তৈরি করে রেখে যান।
যদি আপনি হঠাৎ না থাকেন, তাহলে এই ফাইলটি আপনার সন্তানের জীবন বাঁচাতে পারে।

আপনার না থাকা অবস্থায় কেউ যেন এই ফাইল দেখে ওর যত্ন নিতে পারে।

👉এই ফাইলে সবকিছু লিখে রাখুন ওর খাবার, ওষুধ, অভ্যাস, ভালো লাগা-খারাপ লাগা।
আপনি চলে গেলে যাতে ও ভেসে না যায়, তাই আগেই প্রস্তুতি নিন।
📌একটা ‘যদি আমি না থাকি’ ফাইল বানান, যাতে কেউ ওকে ঠিকভাবে সামলাতে পারে।

এই কাজটা এখনই শুরু করুন, কাল নয়। ভবিষ্যতের জন্য আজই লিখে রাখুন ওর যত্নের প্রতিটি দিক।

উদাহরণ :

১. দিনচর্যা (Daily Routine):

আমার সন্তানের জীবন একটি নির্দিষ্ট রুটিনে বাঁধা। হঠাৎ পরিবর্তনে ওর মন ভেঙে যায়, আতঙ্কিত হয়।
• সকাল ৭টায় ঘুম থেকে ওঠে
• ৭:৩০-এ ব্রাশ করে, তারপর হালকা নাশতা
• ৯টায় শিক্ষা কার্যক্রম শুরু হয় (বাসায় বা বিশেষ স্কুলে)
• দুপুর ১টায় মধ্যাহ্নভোজ
• বিকালে ৫টায় হালকা নাস্তা ও কিছু খেলা
• রাত ৮:৩০-এ রাতের খাবার
• রাত ৯:৩০-এ ঘুমের প্রস্তুতি

ওর প্রতিদিন একই জিনিস করা দরকার, নইলে ও খুব ভয় পায়।

২. খাওয়ার অভ্যাস (Feeding Needs):

ও কিছু নির্দিষ্ট খাবার খায়। অন্য কিছু দিলে মুখে নেবে না।
• পছন্দের খাবার: সাদা ভাত, ডাল, আলু ভাজি, দই
• অ্যালার্জি আছে: বাদাম, ডিম
• পানি নিজে খেতে বলে দিলে খাবে
• চামচে খাওয়া প্রাধান্য দেয়
• গন্ধযুক্ত বা ঝাল খাবারে ওর সমস্যা হয়

৩. শিক্ষা ও থেরাপি (Educational & Therapy Needs):
• ও স্পেশাল স্কুলে পড়ে (স্কুলের নাম: [_________])
• সপ্তাহে ২ বার স্পিচ থেরাপি হয়
• সপ্তাহে ১ বার সেসেন্সরি থেরাপি দরকার
• ছবি ও ভিজুয়াল টুলসে শেখে
• কথা খুব স্পষ্ট নয়, তবে ইশারা ও চিহ্ন ব্যবহার করে বোঝাতে পারে

৪. ইন্দ্রিয়জনিত সংবেদনশীলতা (Sensory Needs):
• বড় শব্দে আতঙ্কিত হয় (যেমন গাড়ির হর্ন, ফায়ার অ্যালার্ম)
• সফট লাইট দরকার, উজ্জ্বল আলোতে চোখ কুঁচকে যায়
• কোঁচকানো বা চুলকানিমূলক জামাকাপড় ও পরতে পারে না
• নরম কাপড়, শান্ত পরিবেশ দরকার
• মাঝে মাঝে নিজেই নিজেকে চাপ দিয়ে শান্ত করে

৫. আবেগ ও আচরণ (Emotional Needs):
• মা বা অভ্যস্ত মানুষ না থাকলে কাঁদে, ভয় পায়
• হঠাৎ কাউকে চলে যেতে দেখলে ভীষণ বিচলিত হয়
• একা একা খেলা করতে পছন্দ করে
• অতিরিক্ত ভিড় বা সামাজিক পরিস্থিতিতে ঘাবড়ে যায়
• রেগে গেলে নিজের গাল চাপড়াতে পারে – এসময় শান্তভাবে ওর হাত ধরুন, চোখে চোখ রাখুন, গলাটা কোমল রাখুন

৬. বিশেষ জিনিস যা ও পছন্দ করে:
• একটাই খেলনা সবসময় কাছে রাখতে চায় (যেমন ছোট্ট নীল কার)
• পছন্দের গান: “লাল টিপ পরেছি”
• ছবি আঁকতে ভালোবাসে
• পানিতে হাত ডুবিয়ে খেলে মন শান্ত হয়
• নিজের বিছানার কম্বল (নীল রঙের) ছাড়া ঘুমাতে পারে না

৭. আমি কার কাছে চেয়েছি দায়িত্ব (In Case of My Death):

আমি চাই, নিচের ব্যক্তিরা একসাথে আমার সন্তানের জন্য সিদ্ধান্ত নিক, কারণ আমি জানি তারা ওকে ভালোবাসে:
• [আপনার ভাই/বোন, পরিবারের সদস্য বা বন্ধুর নাম, ফোন নাম্বার লিখুন]
• [ট্রাস্টির নাম, যদি থাকে]
• [পেশাদার কেয়ার অ্যারেঞ্জমেন্ট / সাপোর্ট ওয়ার্কারদের বিবরণ]

আমি অনুরোধ করি, ওকে যেন শুধু বোঝা মনে না করে, ওর ছোট ছোট ভালোবাসার দিকগুলো যেন সবাই খেয়াল রাখে।

শেষ কথা (From the Heart):

আমার সন্তান একজন অনন্য, স্পর্শকাতর ও কোমল আত্মা। ওর জীবন কিছুটা ভিন্ন, কিন্তু ভালোবাসার চাহিদা ঠিক আপনার বা আমার মতোই। আমি জানি, আমি চিরদিন থাকবো না। তাই এই লেখাটা রেখে যাচ্ছি, যেন যখন আমি আর নেই, তখনো কেউ ওকে বুঝতে চায়, ওর পাশে দাঁড়াতে চায়।

ওর হাতটা ধরুন, চোখে চোখ রাখুন, ও জানবে আপনি শত্রু নন, বন্ধু।
এইটুকুই ওর সবচেয়ে বড় নিরাপত্তা।

🖊️ @অটিজম সচেতনতা

ইনফেকশনে আক্রান্ত দেশীয় দোকানের ব্রয়লার মুরগীগুলো! ছড়াতে পারে মানুষেও!জাপানের বাজারে মুরগির মাংসে সম্প্রতি নতুন এক ব্যাক...
20/04/2025

ইনফেকশনে আক্রান্ত দেশীয় দোকানের ব্রয়লার মুরগীগুলো! ছড়াতে পারে মানুষেও!

জাপানের বাজারে মুরগির মাংসে সম্প্রতি নতুন এক ব্যাকটেরিয়া সনাক্ত হয়। নাম- ইশেরিশিয়া আলবার্টি বা ই. আলবার্টি। এটি ই. কোলাইয়ের একটি ভ্যারিয়েশন। শতাধিক জাপানি এই মাংস খেয়ে রোগাক্রান্ত হন। দেখা দেয় ফুড পয়জনিং, ডায়রিয়া, কিডনি জটিলতার মতো রোগ।

এ ঘটনার পর জাপানি গবেষকদের সাথে নিয়ে বাংলাদেশেও একই পরীক্ষা চালান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জায়েদুল হাসান। চারটি জেলা থেকে ১৭টি নমুনা মুরগি সংগ্রহ করেন তাঁরা। বিস্ময়করভাবে সবগুলো মুরগিতেই ই. আলবার্টি ব্যাকটেরিয়া খুঁজে পাওয়া যায়।

ই. আলবার্টি 'জুনোটিক' জীবাণু। এরা অন্য প্রাণী থেকে মানুষে ছড়ায়। শুধু ডায়রিয়া, খাদ্যে বিষক্রিয়ার মতো পেটের অসুখই নয়, এই মাংস খেলে আপনার দেহ অন্তত একটি অ্যান্টিবায়োটিক ওষুধের প্রতিরোধি হয়ে উঠবে। সেই সম্ভাবনা ৯৪ ভাগ। অ্যান্টিবায়োটিকসহ অন্যান্য ওষুধ আপনার দেহের রোগ সারাতে ব্যর্থ হবে। এমনকি আপনার অনাগত সন্তানও একই সমস্যা নিয়ে জন্ম নেবে।

শুধু মুরগির মাংসেই নয়, মুরগির দোকানে ছুরি, ব্লিডিং কোন এমনকি কর্মীর হাতেও এই জীবাণু পাওয়া গেছে। ব্যাখ্যা: বিজ্ঞানপ্রিয়।

সূত্র: Dr. Jayedul Hassan, IJFM, Mar 2025.

07/04/2025

৩০ দিন রোজা রাখার পর যদি জানতে পারেন আপনার একটা রোজাও কবুল হয়নি!প্রতিদিন ১৩ ঘণ্টার বেশি না খেয়ে রোজা রাখলেন। লুকিয়েও ...
03/03/2025

৩০ দিন রোজা রাখার পর যদি জানতে পারেন আপনার একটা রোজাও কবুল হয়নি!
প্রতিদিন ১৩ ঘণ্টার বেশি না খেয়ে রোজা রাখলেন। লুকিয়েও কিছু খাননি। প্রচণ্ড গরমের মধ্যে কষ্ট করেছেন, তবুও রোজা ভাঙ্গেননি।
কিন্তু, মাস শেষে যদি জানার সুযোগ থাকতো, আর আপনি জানতে পারলেন আপনার একটা রোজাও হয়নি, তখন কেমন লাগবে? রোজা রেখেছেন, সওয়াব পাননি। বিনিময়ে শুধু ক্ষুধার্তই থেকেছেন! আমাদের সমাজের অনেকেরই এমন হয়!
রাসূলুল্লাহ ﷺ বলেন: “কত রোজাদার আছে যাদের রোজার বিনিময়ে ক্ষুধা ছাড়া আর কিছুই জোটে না!” [সুনানে ইবনে মাজাহ: ১৬৯০]
তারা কারা? রাসূলুল্লাহ ﷺ বলেন: “যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তাঁর এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোন প্রয়োজন নেই।” [সহিহ বুখারী: ১৯০৩]
অর্থাৎ, রমাদান মাস শুধুমাত্র উপোষ থাকার মাস না। কেবল না খেয়ে থাকলেই রোজা হবে না। রোজার সওয়াব পেতে হলে আপনাকে চরিত্রবান হতে হবে। মিথ্যা বলা ত্যাগ করতে হবে, আমানত রক্ষা করতে হবে, কাউকে গালি দেয়া যাবে না, গীবত করা যাবে না।
অথচ আমরা অহরহই এমন করি।
বাইরে কাজকর্ম করে বাসায় এসে কোনো কিছু এলোমেলো দেখলে স্বামী রাগারাগি করে, স্ত্রীকে বকা দেয়, গালি দেয়। রিক্সা ভাড়া ঠিক না করে রিক্সায় চড়ে নামার সময় ঝগড়া করে। সময় কাটানোর জন্য বন্ধুদের সাথে বসে বসে গীবত করে। রোজা রেখে মিথ্যা বলে, ঘুষ খায়।
আপনি হয়তো ভাবছেন রোজা রাখছেন। কিন্তু, রাসূলুল্লাহ ﷺ বলছেন- এগুলো রোজা না, এমন রোজার আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহ এমন রোজা কবুল করেন না। তাহলে কীভাবে পরিপূর্ণভাবে রোজার সওয়াব পাওয়া যাবে? নিজের চরিত্রকে উন্নত করা। সচ্চরিত্রবান হওয়া।
রাসূলুল্লাহ ﷺ বলেন: “যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্যমন্ডিত করেছে, আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি ঘরের জিম্মাদার।” [সুনানে আবু দাউদ: ৪৮০০]
Collected
Highlights

⭐️🌙আহলান সাহলান পবিত্র মাহে রমজান⭐️🌙
28/02/2025

⭐️🌙আহলান সাহলান পবিত্র মাহে রমজান⭐️🌙




16/02/2025

আগের দিনে গ্রামে মানুষ কাইজ্জা করতো আর সবাই লাইন ধরে দেখত🤭
আজকাল দূরে কোথাও যাওয়া লাগে না social media তে কাইজ্জা দেখা যায়🤭🤣 freeeeee
হায়রে ভাই*রাস🥴

😞
12/02/2025

😞

12/02/2025

Address

London

Website

Alerts

Be the first to know and let us send you an email when Subha & Suad সুবহা ও সুয়াদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category