
13/06/2025
🔸কচুশাক দিয়ে চিংড়ি🔸
✍️ উপকরণ:
▪️ কচুশাক – ২ গাছি (কুচানো)
▪️ মাঝারি সাইজের চিংড়ি – ২৫০ গ্রাম
▪️পেঁয়াজ কুচি – ১ কাপ
▪️ রসুন কুচি – ১ টেবিল চামচ
▪️ কাঁচা মরিচ – ৫–৬টা
▪️ হলুদ গুঁড়া – ১/২ চা চামচ
▪️ লবণ – স্বাদমতো
▪️ সরিষার তেল – ৩ টেবিল চামচ
👉 প্রণালী:
1. চিংড়ি মাছ ধুয়ে হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে ৫ মিনিট রাখুন।
2. তেলে চিংড়ি ভেজে তুলে রাখুন।
3. একই তেলে পেঁয়াজ ও রসুন ভেজে নরম হলে হলুদ গুঁড়া দিন।
4. কচুশাক ও লবণ দিয়ে ঢেকে ১০ মিনিট নরম করুন।
5. কচুশাক সেদ্ধ হয়ে এলে ভাজা চিংড়ি ও কাঁচা মরিচ দিয়ে আরও ৫ মিনিট রান্না করুন।
6. ঘি বা সরিষার তেল ছিটিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।
🌷 ❤️🌿🍁 #লাইক, কমেন্ট ও শেয়ার করে নিজে যেটা জানলেন আপনার বন্ধুদের কেও তা জানতে দিন।🌷❤️🌿🍁’s Cooking World
✍️ Note do not copy my post. If you copy then i will report your profile mind it.
゚
#কচুশাকদিয়েচিংড়ি #চিংড়ি