সিলেটী VS নোয়াখাইল্লা

সিলেটী VS নোয়াখাইল্লা Alhamdulillah

আকাশ ছোঁবে স্বপ্ন একদিন।
06/04/2025

আকাশ ছোঁবে স্বপ্ন একদিন।

এই ছবিটা আমার কাছে সেরা লাগছে।২৪ এর আন্দোলন। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আন্দোলন করেছে।তাহলে কেন এত হানাহানি ,ধর্ম নিয়ে বা...
10/03/2025

এই ছবিটা আমার কাছে সেরা লাগছে।
২৪ এর আন্দোলন।
ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আন্দোলন করেছে।
তাহলে কেন এত হানাহানি ,ধর্ম নিয়ে বাড়াবাড়ি।

সবকিছু ভুলে দেশটাকে গড়ি।প্লিজ।

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, "উত্তম কথা এক সদাকা।"(সহীহ বুখারী : ২৭০৭; সহীহ মুসলিম: ১০০৯; মুসনাদে আহমা...
24/10/2024

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,

"উত্তম কথা এক সদাকা।"

(সহীহ বুখারী : ২৭০৭; সহীহ মুসলিম: ১০০৯; মুসনাদে আহমাদ: ৮১৮৩; বায়হাকী : ৭৮২০; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৬৪৫)

লন্ডনে শরৎকাল আই গেছে।আঁর তুন যে ভালা লাগের।
23/10/2024

লন্ডনে শরৎকাল আই গেছে।
আঁর তুন যে ভালা লাগের।

লন্ডন আই গেছি আঁই।আলহামদুলিল্লাহ।
24/09/2023

লন্ডন আই গেছি আঁই।
আলহামদুলিল্লাহ।

এই মেয়েটার কথা চিন্তা করে একটু ভাবুনতো। গত কয়েকদিন ধরে একজন যাবতজীবন সাজা প্রাপ্ত কয়েদি জেল খানা থেকে দেখা করার জন্য বার...
26/05/2023

এই মেয়েটার কথা চিন্তা করে একটু ভাবুনতো।
গত কয়েকদিন ধরে একজন যাবতজীবন সাজা প্রাপ্ত কয়েদি জেল খানা থেকে দেখা করার জন্য বার বার ফোন দিচ্ছে।হাজারও ব্যাস্ততার মাঝে সিদ্ধান্ত নিলাম দেখা করতে যাবো। কিন্ত জেলে থাকা আর জেল খানার গার্ড সহ অন্যান্যদের অবস্থার কথা মনে হলে যেতে মন চাইনা। তার পরেও গেলাম।যথারীতি টিকিট কেটে ভিতরে পাঠিয়ে বসে আছি।হঠাৎ একটা মেয়ের দিকে চোখ যেতেই কেমন যেন মায়া লাগলো। মেয়েটাকে জিজ্ঞেস করলাম তোমার নাম কি? উত্তরে বল্ল সাদিয়া। জিজ্ঞেস করলাম কি জন্য এসেছো? বাবার সাথে দেখা করতে।সাথে কে এসেছে? কেউ না। অবাক হলাম! বয়স ৭/৮ বছর হবে।একাই এসেছে। জিজ্ঞেস করলাম তোমার বাড়ি কোথায়? মেয়েটি বল্ল নজিপুর। বাড়িতে কে কে থাকে? বল্ল শুধুই সৎ মা।তোমার নিজের মা নেই আছে তবে ফেলে রেখে চলে গেছে।মা কোন খবর নেইনা।সৎ মা দেখতে পারেনা। খারাপ লাগলে বাবাকে জেল খানায় দেখতে আসি।বাবার খোজ খবর কেউ নেইনা শুধু আমি রাখি।বাবার সাথে দেখা হয়? হ্যাঁ হয় আংকেলরা ব্যাবস্থা করে দেয়। আমি তার বিষয়ে খিয়াল রাখলাম সে কি ভাবে বাবার সাথে দেখা করে আর কি কি করে।হটাৎ ডাক আসলো সাদিয়ার বাবা এসেছে পিছে পিছে গেলাম। ভিতর থেকে বাবা মেয়েকে দেখে হাউ মাউ করে কাদছে।বাইরে থেকে মেয়ে বাবার জন্য কান্না করছে।বাবা, মেয়ের এই দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারলামনা। মনে মনে খুব খুশি হলাম আমার চার মেয়ের কথা মনে করে।মেয়েরা বাবাদের জন্য কত বড় নিয়ামাত।সময় শেষ হলে কাদতে কাদতে মেয়েটা বের হয়ে এসে বাবার পিসিতে ৫০০ শত টাকা দিচ্ছে।আমিও কিছু টাকা দিলাম।পরে জিজ্ঞেস করলাম মা তোমার বাবা কে যে টাকা দিলে এই টাকা কোথায় পাও? সে বল্ল বাবার জন্য মানুষের দারে দারে ঘুরে টাকা তুলি।আবারও চোখে পানি চলে আসলো। ছোট্ট একটা মেয়ে এই বয়সে বাবার জন্য সংগ্রাম করছে।বাবা জেল থেকে বের হয়ে তার এই মেয়ের কথা কত টুকু মনে রাখবে জানিনা তবে আমার মনের পাতায় চিরদিন ভাস্বর হয়ে থাকবে।স্যালুট মা তোমাকে বাবার প্রতি তোমার ভালবাসা চির অটুট থাকুক।
©️ Ainul hauqe

শেয়ার করে সবখানে ছড়িয়ে দিন।যদিও সাহায্য করতে না পারেন।

সিলেটী- আফনারা খে খে আমের আচার পছন্দ করোইন?কমেন্ট করিয়া জানান?                              VSনোয়াখাইল্লা- আন্নেরা কে কে...
05/05/2023

সিলেটী- আফনারা খে খে আমের আচার পছন্দ করোইন?কমেন্ট করিয়া জানান?

VS

নোয়াখাইল্লা- আন্নেরা কে কে আমের আচার হছন্দ করেন?কমেন্ট করি জানান?

Address

London

Website

Alerts

Be the first to know and let us send you an email when সিলেটী VS নোয়াখাইল্লা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share