02/01/2026
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় ইস্ট লন্ডনে দোয়া মাহফিল অনুষ্ঠিত।
এস, এ মিডিয়া
লন্ডন প্রতিনিধি: সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তাঁর পরকালীন জান্নাত নসিবের উদ্দেশ্যে লন্ডনে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইস্ট লন্ডনের স্বনামধন্য প্রতিষ্ঠান ‘কফি কর্নার’-এর উদ্যোগে আয়োজিত এই মাহফিলে স্থানীয় বিপুলসংখ্যক প্রবাসী ও ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।
মাহফিলের বিশেষত্ব:
পরিচালনা: দোয়া মাহফিলটি পরিচালনা করেন স্থানীয় বায়তুল আমান মসজিদের খতিব জনাব মাওলানা আব্দুল মালিক সাহেব। তিনি দেশনেত্রীর আত্মার শান্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন এবং তাঁর বর্ণাঢ্য জীবনের নানা দিক তুলে ধরে দোয়া করেন।
উপস্থিতি: অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তবে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে বিভিন্ন দল ও মতের সাধারণ মানুষ বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই মাহফিলে উপস্থিত হন।
অনুষ্ঠানের পরিবেশ:
সম্পূর্ণ আধ্যাত্মিক ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত এই সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার দেশপ্রেম এবং দেশের মানুষের কল্যাণে তাঁর ত্যাগের কথা স্মরণ করেন। শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।