LensTales.Prothoma

LensTales.Prothoma Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from LensTales.Prothoma, Digital creator, Birmingham, London.

Trainer | Corporate Professional | CareerCoach |
বাঙালি! ঘুরে বেড়াতে ভালো লাগে।
শিক্ষানুরাগী হয়ে ইংল্যান্ডে আছি।
পেইজে অল্পসল্প লাইফ আপডেট/ভ্লগ শেয়ার করি।
📍 Birmingham-England 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿

আমরা অনেকেই অনেকটা ভালোবাসি শুধু তাদের কাজের জন্য ই। নাজলা- উনি ঢাকা স্ট্রিম- বাংলা কন্টেন্ট তৈরি করে- আলতাফ শরীফ এর সহধ...
22/10/2025

আমরা অনেকেই অনেকটা ভালোবাসি শুধু তাদের কাজের জন্য ই।
নাজলা- উনি ঢাকা স্ট্রিম- বাংলা কন্টেন্ট তৈরি করে- আলতাফ শরীফ এর সহধর্মিনী। ধারনা করা হচ্ছে, আলতাফ, যার সহকর্মীকে বডিশেইমিং এর জন্য, স্বর্ণ - চলে গেছে।চলে গেছে দুনিয়া ছেড়ে। কেনো তার নাম ছড়াচ্ছে- তা তো যারা কাছের তারাই জানে ভালো।

তবে নাজলা আপা ঢাকায় তার রসুইঘরের জন্য বিখ্যাত।।।।
পাওয়ার কাপলের জয় জয়কার। সবাই খুব খেতো -যেতো-আড্ডা হতো।

আমরা অনেককে অনেকটা ভালোবাসি তার কাজের জন্যে ই।।।।
22/10/2025

আমরা অনেককে অনেকটা ভালোবাসি তার কাজের জন্যে ই।।।।

লোকটির নিজের সুন্দর একটা পরিবার।তার স্ত্রী - আহ! কতো বড় বড় দেশি ইনফ্লুয়েন্সার এর আইডল।সে মানুষকে ডেকে ডেকে-রান্না করে...
22/10/2025

লোকটির নিজের সুন্দর একটা পরিবার।
তার স্ত্রী - আহ! কতো বড় বড় দেশি ইনফ্লুয়েন্সার এর আইডল।
সে মানুষকে ডেকে ডেকে-রান্না করে এমন খাওয়া খাওয়ায়,যে হাত খেয়ে ফেলতে মন চায়। সফল উদ্যোক্তা-এ ম্যাডাম।
দেশে বড় বড় প্রতিষ্ঠান, অফিস আদালতে হোমমেড খাবার সাপ্লাই দেয়। সম্ভবত ধানমন্ডি/লালমাটিয়ায় নিজের একটা খাওয়ার দোকান (ক্যাফে) আছে। দুহাতে ঘর-ব্যবসা সামলায়।

কিন্তু হাজব্যান্ড যে সার্কাস্টিক ওয়েতে রাস্তাঘাটে-পথে, অফিসে-কাজের পরিবেশে মেয়েদের হেনস্তা করে তার কোনো খবর কি N আপা রেখেছেন!!!!

স্বামীর সাথে কখনো বাকবিতণ্ডা হয়েছে বডিশেইমিং-গালমন্দের জন্য! না ধারনা করা হয়, যে ব্যক্তি বাইরে গালমন্দ/ খি%স্তি মারে তার সে বদঅভ্যাস নিজের ঘরে চলাও স্বাভাবিক।এটা প্রচলিত প্রবাদে বলে। বাইরের প্র্যাকটিস ঘর থেকেই শুরু হয়।

হয়তো ম্যাডাম সফলতা নিয়ে এতো ব্যস্ত ছিলো তাই-এসব কথা পাত্তা দিতো না ।।।।যার ফল স্বরূপ, তার স্বামীর কর্মস্থলের সহকর্মী, আজ আত্ম%হত্যা করেছে।সহ্য করতে পারে নি এই লোকের করা কটুক্তি।

স্বর্ণের কথা বলছি। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যে নামটি সবাইকে নাড়িয়ে দিয়েছে।স্বর্ণময়ী বিশ্বাস।যার মৃ%ত্যুর সুষ্ঠু তদন্ত দাবি করা হচ্ছে। অফিস বা কর্মক্ষেত্রে বডিশেইম/কুরুচিপূর্ণ কথার ভারে যে মেয়েটি জীবন দিয়েছে।।।।

কথার কি ধার‼️‼️
কি ভয়ংকর কথার ওজন‼️

আসলে দোষ এবারও আমাদের।আমরা চকচকে সবকিছুকে আইডল মানি।কয়েকটা বড় বড় কথা বলতে পারে মানেই আদর্শ।
এমন পাওয়ার কাপল আখ্যা দেয়া কাপলগুলোই, দিনশেষে যা খুশি তা করে বেড়ায় কারণ ধরেই নেয়, আমাদের তো পাওয়ার আছে নাহলে তো মানুষ প্রশংসা করতো না।।।।।

দূরদেশে বসে, পরিবারের কেউ অসুস্থ হলে-মনের যে অবস্থা।শ্বাসকষ্ট-দমবন্ধ-সারারাত জেগে থাকা।ভয় পেয়ে পেয়ে ঘুম থেকে জেগে উঠা।জ...
22/10/2025

দূরদেশে বসে, পরিবারের কেউ অসুস্থ হলে-মনের যে অবস্থা।
শ্বাসকষ্ট-দমবন্ধ-সারারাত জেগে থাকা।
ভয় পেয়ে পেয়ে ঘুম থেকে জেগে উঠা।
জগতের কোনো সুখ-কোনো সৌন্দর্য ই আর ভালো লাগে না।
আল্লাহ তায়ালা সব বাবা-মাকে সুস্থতা দান করুক। আমিন।

এই মেয়েটা- কি সুন্দর সাজতো, দুনিয়াতে আর নেই নাকি।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আল্লাহর কাছে চলে গিয়েছে সে।সহ...
21/10/2025

এই মেয়েটা- কি সুন্দর সাজতো, দুনিয়াতে আর নেই নাকি।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আল্লাহর কাছে চলে গিয়েছে সে।

সহজ দুনিয়ায়, হাসিখুশি মেয়েটাকে আমরা লাইভে দেখলেই-সবাই বডিশেইম করতাম।সে শুধু নিজের যোগ্যতায় অনলাইনে আর্টিস্ট হিসেবে জায়গা করে নিয়েছিলো।
ব্যস! এটাই পাপ।এতো মো%টা মেয়ে এতো সুন্দর সাজবে কেনো।

তারপর সে ডায়েট শুরু করে। না খেয়ে খেয়ে ভেতরে আলসার/ঘা হয়ে যায়। সার্জারির পর সার্জারি।দিনের পর দিন হাসপাতালের বিছানায়। কাঁদতো নিরবে।আবার কখনো হাসপাতালে শুয়ে লাইভে বলতো, ভয় লাগে সার্জারি ফেইস করতে, দোয়া করো বোনেরা প্লিজ।😢😢😢😢

আবার কখনো বলতো, আমি ভালো হয়ে মেকআপ ক্লাস নিবো তো, রেজিস্ট্রেশন করে ফেলবা তখন।

হাসিখুশি মেয়েটা বিয়েও করেছে ৩/৪ বছর হবে।সুখ সহ্য হয় না আমাদের।কাউকে ভালো করতে দেখলেই টেনে নামাই।কি হিংস্র আমরা।কি হিংসা আর নির্লজ্জ বাঙালি।

গত সেপ্টেম্বরে শেষ একটা ভিডিও দেখি তার।
আমি চাই এই নিউজ মিথ্যে হোক।'stay glamours by Tasneem Toma' বেঁচে থাকুক, কষ্ট হলেও টিকে থাকুক এ নিষ্ঠুর দুনিয়ায়।।।
😢😢😢

21/10/2025

Is it real that 'stay glamours by Tasneem Toma' is no more!
মানে মেয়েটাকে আমরা বডিশেইম করে করে এ অবস্থায় নিয়ে গিয়েছিলাম।সার্জারি করে করে শেষ হয়ে গেলো। 😞

আল্লাহ তায়ালা আমাদের সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, রুখে দাঁড়ানোর তৌফিক দান করুক। আমিন।
19/10/2025

আল্লাহ তায়ালা আমাদের সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, রুখে দাঁড়ানোর তৌফিক দান করুক। আমিন।

কিছু মুহূর্ত এতো স্মরনীয় হয়ে থাকে। ইংল্যান্ডে আসার পর সুশি খেতে মন চাইলেই গুনতে হয় ১৫/২০ পাউন্ড। তাই খেতে হয় হিসেব কর...
19/10/2025

কিছু মুহূর্ত এতো স্মরনীয় হয়ে থাকে। ইংল্যান্ডে আসার পর সুশি খেতে মন চাইলেই গুনতে হয় ১৫/২০ পাউন্ড। তাই খেতে হয় হিসেব করে।
তো সেদিন বাংলাদেশের এক বন্ধু তার ক্যাফে/রেস্টুরেন্টে দাওয়াত করে। বেশ কিছুক্ষণ ছিলাম, সে হালকা পাতলা সুশি বানানো শেখালো। গল্প হলো।
ভদ্রলোক এতো আন্তরিক আর ভালো, বাড়ি ফেরার সময় এতোগুলো সুশি গিফট করলো, যদিও গিফট করেছে রোদ এর জন্য, কারণ অনস্পষ্ট আমি মোটামুটি সবগুলো ফ্লেভার ট্রাই করেছি।
রোদ আর আমি রাতে খাওয়া শুরু করলাম এবং বিশ্বাস করবেন না আমরা শেষ করতে পারি নি সব কারন মুঠো-মুঠো ভাত এতো খাওয়া যায় না।যাই হোক। দিনশেষে কিছু জিনিস মনে থেকে যায়।।

চলো যাই!!!! 🇮🇳
19/10/2025

চলো যাই!!!! 🇮🇳

বাস স্টেশনে দাঁড়িয়ে আছি। কোনো এক আফ্রিকান শপে গান বাজছিলো। বারা বারা (Bara bere -Alex Ferrari)! এই গানটা একটু শুনে দেখ...
17/10/2025

বাস স্টেশনে দাঁড়িয়ে আছি। কোনো এক আফ্রিকান শপে গান বাজছিলো। বারা বারা (Bara bere -Alex Ferrari)! এই গানটা একটু শুনে দেখবেন- মজা লাগে।

তো আমি একটু তালে তালে পা নাচালাম।এক আফ্রিকান টিনএজার দেখলো, সেও উড়াধুরা কিছু স্টেপ দিলো। আমি হাসলাম।🙂

বাস আসলো-আমি আমার মতো দোতলার সামনের সিটে বসে আরামে যাচ্ছি। আমার পাশের সিটটা খালি।
১ ঘন্টার যাত্রার ৩০/৪০ মি পর সেই ছেলে কোথা থেকে (পেছনের কোনো সিটে ছিলো হয় তো) এসে, আমার পাশের সিটে বসলো।
আমি ফেইস খেয়াল করি নি। জরুরী একটা ফোনে ছিলাম।

২মিনিট পর সেইম গান ছেড়ে আমার সাথে ধাক্কাধাক্কি করছে😑😑😑 আমাকে ইশারায় বলে নাচো! 😛 বাংলাদেশের আগারগাঁও এর কেক আপাদের ধাক্কাধাক্কির ছবিটা ভেসে উঠললো চোখে। 😑🥴 গায়ে গায়ে ধাক্কাধাক্কি যে ট্রেন্ড হয়েছে।

তো আমি জিজ্ঞেস করলাম, ‘কিরে! সমস্যা কি! সোজা হয়ে বস!‘ নড়াচড়া করা হন্ধ কর!‘ আমাকে হাতে স্টেপ দেখায় আবার বলে - নাচো! 😑😑

😡😡😡
আল্লাহ জানে কতোদিন গোসল করে না, এর থেকে আমার রাস্স্তার বিড়ালের গায়ে ভালো গন্ধ। যাই হোক, হয়তো আমার এক্সপ্রেশন পছন্দ হয় নি, তারপর নিজেই কষ্ট পেয়ে বাস থেকে নেমে চলে গেলো।

প্রতিদিনই কতো যে সার্কাস চলে।।।।।🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

৩য় কোনো পক্ষের কাছ থেকে শোনা কথাগুলো খুব যন্ত্রনাদায়ক।যে বদনাম করলো বা বাজে কথা বললো, না তাকে সরাসরি জিজ্ঞেস করা যায়, ন...
17/10/2025

৩য় কোনো পক্ষের কাছ থেকে শোনা কথাগুলো খুব যন্ত্রনাদায়ক।যে বদনাম করলো বা বাজে কথা বললো, না তাকে সরাসরি জিজ্ঞেস করা যায়, না মন থেকে ভুলে থাকা যায়।

মনের ভেতর একটা কষ্ট, অভিমান বয়ে বেড়াতে হয়।
সক্রেটিস একবার বলেছিলেন: Before you speak, let your words pass through three gates,
1. Is it true?
2. Is it necessary?
3. Is it kind?
মানে, অন্যকে কোনো কিছু জানানো/ বলার আগে ভাবো, এটা সত্যি কিনা, দরকারি কিনা এবং কারো ক্ষতি করবে কিনা!!!!

17/10/2025

মানুষ বছরে ৩/৪ বার লন্ডন টু ঢাকা কিভাবে আসে!!!

এয়ারলাইনসে বিশেষ কোনো ডিসকাউন্ট বা ইন্সটলেশন থাকে?

Address

Birmingham
London
B9

Telephone

+8801756605880

Website

Alerts

Be the first to know and let us send you an email when LensTales.Prothoma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to LensTales.Prothoma:

Share