22/10/2025
আমরা অনেকেই অনেকটা ভালোবাসি শুধু তাদের কাজের জন্য ই।
নাজলা- উনি ঢাকা স্ট্রিম- বাংলা কন্টেন্ট তৈরি করে- আলতাফ শরীফ এর সহধর্মিনী। ধারনা করা হচ্ছে, আলতাফ, যার সহকর্মীকে বডিশেইমিং এর জন্য, স্বর্ণ - চলে গেছে।চলে গেছে দুনিয়া ছেড়ে। কেনো তার নাম ছড়াচ্ছে- তা তো যারা কাছের তারাই জানে ভালো।
তবে নাজলা আপা ঢাকায় তার রসুইঘরের জন্য বিখ্যাত।।।।
পাওয়ার কাপলের জয় জয়কার। সবাই খুব খেতো -যেতো-আড্ডা হতো।