Nilom Prothoma Vlog

Nilom Prothoma Vlog Trainer | Corporate Professional | Int.Student
ইংল্যান্ডের যেখানে যাই, যা দেখি, সবকিছুই গল্প হয়ে যায়! Sharing my daily life, travel stories!

Vlogs • Routine • Shopping
📍Dhaka-Bangladesh 🇧🇩
📍Birmingham-England 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿

28/11/2025

আজ হিমাংশু নামে☺️এক ছোট বোন, দৌড়ে এসে বলে, দিদি আপ পাহাড় সে হো! আপ পাহাড়ি হো!!! আমি অবাক! বললাম , না!!!
পরে সে বলে আমি পাহাড়ি, তোমাকে দেখে পাহাড়ের মেয়ে মনে হলো।।

জিজ্ঞেস করলাম কেনো মনে হলো! বলে, এমন গায়ের রং, চেহারা পাহাড়িদের।

আমি শিউর হয় ছিলাম-নাক টার জন্যই , তবে বলে নাই এটা 🤮🤣🤣🤣🤣🤣

 #সাজেকভ্যালি২০২১ এর ২৫ নভেম্বরে সাজেক ভ্যালি যাই।এই ট্যুর প্লান আমার।রোদকে রাজি করালাম অনেক কষ্টে যে ভালো লাগবে -অনেক স...
27/11/2025

#সাজেকভ্যালি
২০২১ এর ২৫ নভেম্বরে সাজেক ভ্যালি যাই।
এই ট্যুর প্লান আমার।রোদকে রাজি করালাম অনেক কষ্টে যে ভালো লাগবে -অনেক সুন্দর।

সব খরচ মিলিয়ে ১৫০০০/১৬০০০ টাকায় দুজনের প্যাকেজ ছিলো। ইনক্লুডিং ঢাকা টু রাঙামাটি বাস টিকেট, রাঙামাটি-সাজেক-রাঙামাটি ৩ দিনের ৩ বেলা খাওয়া, রিসোর্ট, চান্দেরগাড়ি,সাইট সিয়িং সব।
সম্ভবত একদিন সাজেক ছিলাম, একদিন রাঙামাটি।
আলুটিলা গুহা, পাহাড়ের চূড়া, ভোরের সূর্য, সব দেখেছি।

আমরা যে রিসোর্ট পাই তার নাম ছিলো - সারা নীল কুটির রিসোর্ট।তখনের ওয়ান অফ দা বেস্ট। এতো সুন্দর রুম ভিউ।

সাজেক মানেই দুয়ার খুলে পেছনের বারান্দায় দাঁড়ালে ভারতের পাহাড়, দুয়ারে দাঁড়ালে-সামনে সবুজ বনানী।।।।
এতো স্নিগ্ধ সকাল, কুয়াশা, মেঘ।।।
শীতকালে এক রূপ, বর্ষার বৃষ্টিতে অন্য এক রূপ!!!!!!!

আমি বলবো, নতুন জেনারেশনের যারা, বাংলাদেশকে এক্সপ্লোর করতে, ঘুরে বেড়াতে পছন্দ করেন, একবার হলেও সাজেক যাবেন। সিলেট, শ্রীমঙ্গল, পন্ঞগড়,বান্দরবান, কক্সবাজার-সব একদিকে, রাঙামাটি পার্বত্য শহরের সাজেক ভ্যালি এক দিকে।

সেবার আমার পরিচয় হয় tracker সৈকত ভাই এর সাথে।উনি ছাড়া এ ট্যুর এতো মেমোরেবল হতো না।

আমার কিছু ছবি।
আমি কোথাও ঘুরতে গেলে শাড়ি পরি। মন মতো না থাকলে, লেজার জর্জেটের শাড়ি বানিয়ে নেই।এটিও ১০০০ টাকার কমে বানানো।।।।☺️☺️☺️

বৃহস্পতিবার
২৬ নভেম্বর,২০২৫
নিলম প্রথমা
বার্মিংহাম-ইংল্যান্ড

ব্যস্ত নগরী ঢাকার, মহাব্যস্ত এক, EBL-ইস্টার্ন ব্যাংক ব্রান্ঞের প্রায়োরিটির হেড, আমার পছন্দের মানুষ, রওশন ভাই।বড় ভাই, বন...
27/11/2025

ব্যস্ত নগরী ঢাকার, মহাব্যস্ত এক, EBL-ইস্টার্ন ব্যাংক ব্রান্ঞের প্রায়োরিটির হেড, আমার পছন্দের মানুষ, রওশন ভাই।

বড় ভাই, বন্ধু, সহপাঠী!!!!
ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ করতে আমরা একসাথে পড়া ছাড়াও, কোর্স, টাইম , পরীক্ষা, পেমেন্ট সম্পৃক্ত অনেক অসংজ্ঞায়িত বিষয়ে প্রতিবাদ করতাম।
এভাবে আমাদের একটা ৫/৬ জনের গ্রুপ হয়ে যায়।

দেশ থেকে আসার আগে ভাইয়া আমাকে একপ্রকার জোর করেই ইবিএল প্রায়োরিটি কার্ড নিতে বলেন, যেটা দেশের বাইরের ইন্টারন্যাশনাল লাউঞ্জে ব্যবহার করা যাবে।

যেহেতু আমার ইংল্যান্ড আসাটা অনেক তাড়াহুড়ো, টিকেট, সবকিছু আনপ্লান্ড ছিলো, আমি এক্সট্রা প্যারা নিতে চাচ্ছিলাম না। কি হবে লাউঞ্জ এ বসে!

ভাইয়া আমাকে ২৪ ঘন্টার কম সময়ে -লাউন্জ্ঞ এর এক্সেস এর প্রায়োরিটি কার্ডটা করে দেয়।এটা ডেলিভারি নিতে যাই সেদিন।
রাস্তা থেকে দাঁড়িয়ে ই বিদায় নেই।

পরবর্তীতে কাতারে আমার ৮ ঘন্টার ট্রানজিট ছিলো।এক পর্যায়ে আমি ক্লান্ত আর দুর্বল হয়ে পড়ি।একা একা এতো বড় জার্নি।
তার উপর ক্ষুধার্ত আমার কার্ডে অল্প টাকা!
তখন এ কার্ড কাজে লাগে।

আমি কাতার এয়ারলাইন্স এর ভিআইপি লাউঞ্জে বসে, যখন রেস্ট করছিলাম আর ডিনার করলাম, আমার চোখ দিয়ে পানি চলে আসছিলো। আহ! ৫ ঘন্টা কতো সহজে কেটে গেলো।
আমি খেলাম, ইন্টারনেট ব্যবহার করলাম, বিশ্রাম নিলাম, অল্প সময় ঘুমালাম, সকালের জন্য খাবার টেক এওয়ে নিলাম।

বার বার রওশন ভাই এর কথা মনে হচ্ছিলো,মনে মনে দুয়া করছিলাম তার জন্য।আল্লাহ তায়ালা, কোনো ছোট উছিলার মাধ্যমে হলেও , ভালো মানুষকে অন্য একজনের উপকারের জন্যই তৈরি রাখে।

ভাইয়া এবছর হজ্জ্ব করে এসেছেন তখনো আমাকে বললো, আপনাদের সবার জন্য দোয়া করেছি।।।

দেশে আসলে, ইনশাআল্লাহ আবার দেখা হবে।
নাসির ভাই, রওশন ভাই, তাহমিনা, ফাহিম ভাই, তওসিফ ভাই- সবাইকে আগের মতো একসাথে চাই।।।।
❤️❤️

February-2025Birmingham, England.
26/11/2025

February-2025
Birmingham, England.

যেদিন ছুটি থাকে, দুপুর ২ টা পর্যন্ত ঘুমাই।শীতের বড় আরাম-শুধু এই ঘুমটুকু। কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকো!!!বেশ অনেকদিন পর ...
26/11/2025

যেদিন ছুটি থাকে, দুপুর ২ টা পর্যন্ত ঘুমাই।
শীতের বড় আরাম-শুধু এই ঘুমটুকু। কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকো!!!
বেশ অনেকদিন পর পুরোদিন রেস্ট করলাম!!!!

একজনকে ভিডিও কল দিয়ে গুডমর্নিং বললাম।সে সুরুৎ সুরুৎ-নুডলস খায় আর অর্ডার করলো, বাসায় এসে যেনো-ভাত ডাল রেডি পাই!!!

#গিবন (জীবন-gibon)‼️‼️🎄

24/11/2025

Christmas in air......

জয়া আহসানকে দেখে ভর্তা-ভাত খেতে ইচ্ছে করছে।এসব ব্লেন্ডারের গুঁড়ো গুঁড়ো ভর্তা না, পাটায় বাটা শুঁটকি ভর্তা!!! 😭😭😭😭😭
24/11/2025

জয়া আহসানকে দেখে ভর্তা-ভাত খেতে ইচ্ছে করছে।
এসব ব্লেন্ডারের গুঁড়ো গুঁড়ো ভর্তা না, পাটায় বাটা শুঁটকি ভর্তা!!! 😭😭😭😭😭

চুলের এতো বাজে অবস্থা।গত ১০/১১ মাসে চুলের প্রোপার কোনো যত্ন নিতে পারি নি।কালার করা চুল একসাথে ফ্রিজি হয়ে জট হয়ে গেছে।পরে...
24/11/2025

চুলের এতো বাজে অবস্থা।গত ১০/১১ মাসে চুলের প্রোপার কোনো যত্ন নিতে পারি নি।কালার করা চুল একসাথে ফ্রিজি হয়ে জট হয়ে গেছে।
পরে পরিচিত ইন্ডিয়ান সেলুনে চুল কাটাতে গেলাম।
ইংল্যান্ডের এ সাইডে, যেখানে আমি থাকি, বেশিরভাগ সেলুন আফগানি মানুষের। মানে এতো বেশি একটা এলাকায় ১৫-২০ টা। হয় পাশতু ভাষা বলে, না হয় উর্দু। আমি বুঝিনা।।

বলে রাখা ভালো (পশতু একটি ইন্দো-ইরানীয় ভাষা যা প্রধানত আফগানিস্তান এবং পাকিস্তানে বলা হয়। এটি আফগানিস্তানের দুটি সরকারি ভাষার মধ্যে একটি এবং এর বক্তা বিশ্বজুড়ে প্রায় ৫০ মিলিয়ন বা তারও বেশি। পশতু ভাষা একটি পরিবর্তিত ফার্সো-আরবি লিপি ব্যবহার করে লেখা হয়!)

তাই খুঁজে খুঁজে ইন্ডিয়ান সেলুন বের করি।
আমার কাছে সত্য বলতে, ইন্ডিয়ানদের অনেক আন্তরিক আর প্যাঁচহীন লাগে, যদি তুলনা করি অন্য এশিয়ান দেশের মানুষের সাথে।
তো চুল কাটাতে - চাইলো ৪১০০ টাকা।একদম নরমাল স্ট্রেইট/ইউ কাট। বুধবার আসলে ৩০০ টাকা ছাড় দিবে।
আইব্রোপ্লাগ-৮২৫ টাকা, যেখানে ১০০ টাকায় আইব্রো করতেও আমরা ২ বার ডিসকাউন্ট চাই।

উপায় নেই, একটা কাজ করালাম, বুধবার আসবো-৩০০ টাকা ডিসকাউন্ট এ চুল কাটাতে।

কাজ শেষ করে আফরোজা ইমা আপুকে কল দিলাম।(Sajghar Beauty Parlour) এর স্বত্তাধিকারী। বলতে চাইলাম, আপু আমাকে জোর করে পার্লারের কাজটা শিখায় দাও নাই কেনো।কতোদিন তোমার প্রতিষ্ঠানে গিয়ে গিয়ে বসে ছিলাম।।।।
এগুলোও তো স্কিল।।।।

আপু হাসে।😐

আসলে, কাজ শিখলেই কি।নিজেরটা তো আর নিজ করতে পারতাম না, ওই পার্লার/সেলুনেই যাওয়া লাগতো। 🤣🤣🤣

সার্ভিস জিনিসটা এমন ই।স্কিল জানা সার্ভিস বলে কথা।
যাই হোক!
টাকা থেকে পাউন্ডে চিন্তা/হিসাব করা শিখতে হবে।না হলে, এতো টাকা লাগবে!! এভাবে -টেনশন করতে করতে দিন চলে যাবে।

২৪-১১-২০২৫
নিলম ফাইজা প্রথমা
ইন্টারন্যাশনাল স্টুডেন্ট
বার্মিংহাম-ইংল্যান্ড 🇧🇩🇬🇧

ট্রেন স্টেশনে বার্বিডল
24/11/2025

ট্রেন স্টেশনে বার্বিডল

🇧🇩❤️❤️
24/11/2025

🇧🇩❤️❤️

 -২ ডিগ্রি চলে।স্নো পরে।বরফে পুরো রাস্তা চকচক করে। ঠান্ডায় হাত-পা কাঁটা দেয়।।। এমন শীত এ প্রথম জীবনে অনুভব করছি।পরিচিত...
24/11/2025


-২ ডিগ্রি চলে।স্নো পরে।বরফে পুরো রাস্তা চকচক করে। ঠান্ডায় হাত-পা কাঁটা দেয়।।। এমন শীত এ প্রথম জীবনে অনুভব করছি।পরিচিত কাউকে বললে, উত্তরে বলে-সবে তো শুরু।।😐😐😐😭😭😭😭
প্রাইমার্ক এ ব্লাক ফ্রাইডে চলে। মেড ইন বাংলাদেশ কিনলাম।।।

Address

Birmingham
London
B9

Telephone

+8801756605880

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nilom Prothoma Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nilom Prothoma Vlog:

Share